নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এত বুড়ো কোনোকালে হব নাকো আমি, হাসি-তামাশারে যবে কব ছ্যাব্লামি। - রবীন্দ্রনাথ ঠাকুর
ফুচকা ওয়ালাকে জিজ্ঞেস করলাম - টয়লেট থেকে এসে সাবান দিয়ে হাত ধো'স তো?
- না, তয় মামা টয়লেটে যাওয়ার আগে ভাল কইরা সাবান দিয়া হাত ধুই, বুঝেনইতো মরিচ নিয়া কারবার!
স্বামী- আমার বুদ্ধি দেখছো? কেমনে বয়স্কভাতা বাগিয়ে নিলাম?
স্ত্রী- কেমনে?
স্বামী- ইন্টার্ভিউয়ের সময় বুদ্ধি কইরা বুকের বুতাম খোলা রাখছিলাম,সাদা লোম দেইখা আমারে বয়স্ক ভাতা দিয়া দিছে।
স্ত্রী- (তাচ্ছিল্যের সুরে)পেন্টের চেইনটাও খোলা রাখতা, তাইলে বিকলাঙ্গ ভাতাটাও পাইয়া যাইতা।
তাহাদের চ্যাট-
- বাবু খাইছো?
- বাবু বলবে না, বাবু আমার আব্বুর নাম।
- ঠিক আছে। খাইছো বেবী?
- বেবী বলবে না, বেবী আমার আম্মুর নাম।
- ওকে সুইটি।
- তুমি জাননা,সুইটি আমার বড় বোনের নাম? আমাকে পরী,ময়না,বিউটি বলে ডাকবে।
- পরী আমার খালার নাম,ময়না আমার ফুফুর নাম,বিউটি আমার চাচীর নাম!
হাবিলদার- স্যার আমি যে এরিয়ায় ডিউটি করি সেখানে এক মহিলা তার হাজব্যান্ডকে গুলি করে মেরে ফেলেছে।
ওসি- কেন?
হাবিলদার- মহিলা ঘর মোছার পরে তার স্বামী জুতা পরে ভেজা ঘরে ঢুকে গিয়েছিল।
ওসি- তুমি মহিলাকে এখনো এরেস্ট করনি?
হাবিলদার- না স্যার, ঘরের মেঝে এখনো শুকায়নি।
স্বামী-আজ এতদিন পর তোমার বান্ধবী আমাদের বাসায় বেড়াতে এসেছে, আমার খুব আনন্দ হচ্ছে।
স্ত্রী- জিন্সটা পরে নাও, তোমার আনন্দের কারন পাজামার উপর দিয়ে স্পষ্ট দেখা যাচ্ছে।
-কেউ কি কখনো বলেছে যে তোমার হাসিটা অনেক সুন্দর?
- জী ভাইয়া অনেকেই বলে।
- তারা পাম মারছে!
শিক্ষক- তোমার বংশ পরিচয় কি?
ছাত্র- পশুর বংশ স্যার।
শিক্ষক- মানে?
ছাত্র- বাবা বলে ছাগল, মা বলে গাধা,দাদা বলে বাঘের বাচ্ছা, দাদী বলে বান্দর,মামা বলে বলদ, দিদি বলে কুত্তা। তাইলে আপনিই ক’ন স্যার আমি কি বংশ?
উবার চালক- ভাই আপনি কই?
যাত্রী- এইযে মোড়ে খাম্বাটার পাশেই আছি।
উবার চালক-দেখেন একটু সামনেই লাল শার্ট পরা, রোগা পটকা,গাল ভাংগান,নেশাখোরের মত চেহারা এক লোক দাঁড়িয়ে আছে। উনার ঠিক বাম পাশে এসে দাঁড়ান।
যাত্রী- হালারপুত ওইটাই আমি।
সকালে শাশুড়ী- বউমা, এই কাপ প্লেটগুলি কিভাবে ভাংলো?
বউ- আপনার ছেলের সাথে ঝগড়া হইছে।
শাশুড়ী-ওমা খাটওতো দেখি ভাঙ্গা, কখন ভাংছে?
বউ- আপনার ছেলের সাথে মিলমিশ হওনের পরে।
ক্লাশে ম্যাডাম- সব সময় মানুষের বিপদ আপদে সাহায্য করবে।
জনৈক ছাত্র- পরিক্ষার হলে এই মানুষিকতা আপনার কোথায় থাকে?
-শুনলাম তোমার নাকি বিয়ে হয়ে গেছে?
-হ্যাঁ কাকীমা।
- তা জামাই কি করে?
- আপনার সাথে কাকু যা করে।
উকিল- আপনি বলেছিলেন, বিয়ের এক বছরের মাথায় আপনার স্বামী আপনাকে ছেড়ে চলে যায়, তাহলে এই তিন বাচ্ছা কার?
বাদিনী- মাঝে মাঝে ক্ষমা চাইতে আসতো ।
স্বামীর চেস্টায় স্ত্রী ইংরেজী শিখছে।একদিন দুপুরে স্বামিকে ভাত দিয়ে স্ত্রী বলছে – এই নাও তোমার ডিনার।
স্বামী-আরে গাধা, এখন দুপুর,এটাকে লাঞ্চ বলে।
স্ত্রী- তুমি গাধা! এগুলো কাল রাতের বাসি ভাত।
মোরগ- আচ্ছা পাশের বাড়ীর মুরগীটাকে অনেক দিন থেকে অনলাইনে দেখিনা, ব্যাপার কি?
মুরগী- ফেসবুকে “লাল ঝুটির রাতা’ নামে একজনের সাথে প্রেম করতো।একদিন দেখা করতে গিয়া আর ফিরে আসেনি।ওটা ছিল শিয়ালের ফেক আইডি।
ডাক্তার-এক্সরে করতে বলেছিলাম, করেছেন?
রোগি- না স্যার, আমার এক্স রাজী হয় নাই।
নতুন পোষা কুকুরটাকে ট্রেনিং দিচ্ছে স্ত্রী এই দেখে স্বামী মন্তব্য করল- কাজ হবেনা।
স্ত্রী- চুপ কর!!আগে তুমিও কথা শুনতে না।
দাদা- আজ কয়দিন ধরে আমাদের নাতীন জরিনাকে দেখি গাছের ডাল,ঘরের খুটি,এটা সেটা, যেটাই হাতের কাছে পায় ওটা ধরেই ঝুলছে, বিষয় কি?
দাদী- ও লম্বায় খাটোতো! তাই ডাক্তার বলছে সারাদিন ঝুলাঝুলি করতে, ঝুলে থাকলে নাকি লম্বা হয়।
দাদা- যতসব পাগল ছাগল! ঝুলে থাকলেই যদি লম্বা হইত তাইলে আমার এইটা এতদিনে মাটির সাথে ছেচড়াইতো!
লকডাউনে ঘরে বসে আছেন? আপনার প্রচুর প্রাণশক্তি আর ইমিউনশক্তি দরকার ।দুটোই দিতে পারে হাস্যরস ও কৌতুক।কারনে বা অকারনে প্রচুর হাসুন,এই কৌতুকগুলো ভাল না লাগলেও হাসুন।
আর হ্যাঁ বাড়ীর বাইরে গেলে অবশ্যই মাস্ক পরুন।
০৩ রা জুলাই, ২০২১ রাত ৯:২৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এতদিন পরে কই হাবিব স্যার, আমিতো সামুতে নিয়মিতই আছি।
২| ০৩ রা জুলাই, ২০২১ বিকাল ৫:১৯
জটিল ভাই বলেছেন:
গিয়াস ভাইয়ের কৌতুক পড়ে আমার গিয়াস বেড়ে গেলো
০৩ রা জুলাই, ২০২১ রাত ৯:২৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ জানবেন জটিল ভাই।
৩| ০৩ রা জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:৪৭
খায়রুল আহসান বলেছেন: হাবিলদার-ওসি, ছাত্র-শিক্ষক, উকিল-বাদিনী আর মোরগ-মুরগীর সংলাপগুলো চমৎকার লাগলো! তবে সবার উপরে উপরেরটাইঃ
"বুঝেনই তো, মরিচ নিয়া কারবার"!
০৩ রা জুলাই, ২০২১ রাত ৯:২৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার প্রতিটা মন্তব্যে সংক্ষিপ্ত হলেও চুলচেরা বিশ্লেষণ থাকে, এতে অনুপ্রাণিত হই।
অনেক অনেক ধন্যবাদ জনাব খায়রুল আহসান ।
৪| ০৩ রা জুলাই, ২০২১ রাত ৮:৩৬
আহমেদ জী এস বলেছেন: গিয়াস উদ্দিন লিটন,
সেইরাম হৈছে।
হাসতেই হবে । ঝিম মেরে ঘরে বসে মাছি মেরে মেরে বোরিং হওয়ার চেয়ে হাসির কিছু হলেই ভালো, রিফ্রেশিং...............
০৩ রা জুলাই, ২০২১ রাত ৯:২৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এখন মানুষ হাঁসতে ভুলে গেছে, তারা সারাক্ষন সিরিয়াস ও চিন্তাযুক্ত।
৫| ০৩ রা জুলাই, ২০২১ রাত ৯:৩৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গিয়াস ভাই
পৃথিবীতে সব চেয়ে
কঠিন কর্মটি হলো
মানুষকে হাসানো!!
০৩ রা জুলাই, ২০২১ রাত ১০:৩৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: একটাও কি আপনাকে হাসাতে পারেনি?
আপনি হাসলেই হবে, সারা পৃথিবীকে হাঁসানোর টেন্ডার আমি নিইনি
৬| ০৩ রা জুলাই, ২০২১ রাত ৯:৫১
শায়মা বলেছেন: আমি কি কমেন্ট দেবো নাকি চুপ থাকবো ভাবছি!
০৩ রা জুলাই, ২০২১ রাত ১০:৩৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: তুমি এসব ছাইপাঁশ পড়ে ফেলেছো এতেই আমি লজ্জা পাচ্ছি
৭| ০৩ রা জুলাই, ২০২১ রাত ১০:০৮
মোঃ মাইদুল সরকার বলেছেন: চমৎকার।
০৩ রা জুলাই, ২০২১ রাত ১০:৩৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ নিন মোঃ মাইদুল সরকার
৮| ০৩ রা জুলাই, ২০২১ রাত ১০:১৭
মরুভূমির জলদস্যু বলেছেন: সব কয়টা পড়লা। ভালো হইছে। তবে কেউ কেউ তেড়া চোখে দেখতে পারে।
০৩ রা জুলাই, ২০২১ রাত ১০:৪১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: যথাসম্ভব আনকমন কিছু দিতে চেয়েছি, আপনার ভাল লাগায় আনন্দিত!
ধন্যবাদ নিন জলাভূমির মরুদস্যু ভাই
৯| ০৩ রা জুলাই, ২০২১ রাত ১০:৫৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহাহাহা। ভালো লেগেছে সবকটাই।
০৩ রা জুলাই, ২০২১ রাত ১১:০৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভালো লাগায় আনন্দিত! অনেক ধন্যবাদ জানবেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
১০| ০৩ রা জুলাই, ২০২১ রাত ১১:০০
স্প্যানকড বলেছেন: বিকলাঙ্গ ভাতা
কোপাই দিছেন ভ্রাতা !
০৩ রা জুলাই, ২০২১ রাত ১১:০৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আইডিয়াটা ট্রাই করবেন নাকি স্প্যানকড ?
কোপাইলাম কই?
আপ্নিতো দেখি আরো আগানো, জোড়া রিভলবার !!!
১১| ০৪ ঠা জুলাই, ২০২১ রাত ১২:১৭
জগতারন বলেছেন:
জটিল ভাই বলেছেন:
গিয়াস ভাইয়ের কৌতুক পড়ে আমার গিয়াস বেড়ে গেলো
০৪ ঠা জুলাই, ২০২১ রাত ৮:১৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: জটিল ভাইর মন্তব্য সহজ হবে কেন?
১২| ০৪ ঠা জুলাই, ২০২১ ভোর ৫:৪১
কামাল১৮ বলেছেন: পেটে পেটে এতো বুদ্ধি।
০৪ ঠা জুলাই, ২০২১ রাত ৮:১৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বুদ্ধি পেটে নিয়া বসে থাকলে হবে?
অন্তত বিকলাঙ্গ ভাতাটা হলেও বাগানো যায় কিনা দেখুন
১৩| ০৪ ঠা জুলাই, ২০২১ সকাল ৯:৪৭
ইসিয়াক বলেছেন:
০৪ ঠা জুলাই, ২০২১ রাত ৮:১৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হাসেন কেন কবি?
১৪| ০৪ ঠা জুলাই, ২০২১ সকাল ১১:১২
কাওসার চৌধুরী বলেছেন:
দারুণ!
হাসিয়া কুটিকুটি।
০৪ ঠা জুলাই, ২০২১ রাত ৮:১৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হাসিয়া কুটি কুটি হইলে পেট ভরবো?
কোন ভাতা টাতা বাগিয়ে নেন
১৫| ০৪ ঠা জুলাই, ২০২১ সকাল ১১:৩৯
নীল আকাশ বলেছেন: ১৮ প্লাস ট্যাগ যেহেতু দিয়েছেন তাই-
স্বামী-স্ত্রীর কথপোকথন
স্বামী: ঢুকেছে?
স্ত্রী: হুমমম
স্বামী: পুরোটা?
স্ত্রী: পুরোটাই তো!
স্বামী: ব্যাথা পাও?
স্ত্রী: না।
স্বামী: টাইট লাগে নাতো?
স্ত্রী: একটু লাগে, কিন্তু আরাম...!!
স্বামী: ভালো লাগছে?
স্ত্রী: হ্যাঁ
স্বামী: আরাম পাচ্ছো তো?
স্ত্রী: উমমমম
-
-
-
-
-
-
-
-
-
-
-
স্বামী: তাহলে আর ঘোরাঘুরি না করে এই জুতো জোড়াই কিনে নিই চলো।
০৪ ঠা জুলাই, ২০২১ রাত ৮:২২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার এটা পড়ে আমি ভাবছিলাম ১৮ প্লাস মাচে কাম হইবনা, একেবারে ৩৬ প্লাস।
পরে দেখি কাহিনী ভিন্ন
১৬| ০৪ ঠা জুলাই, ২০২১ দুপুর ১:৪৯
আমি তুমি আমরা বলেছেন: মরিচের মত ঝাল হইছে। প্লাস দিলাম।
০৪ ঠা জুলাই, ২০২১ রাত ৮:৩৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: তাইলে শুনেন-
আবুলের স্ত্রী বড় রোমান্টিক মুডে জিজ্ঞাসা করলো-
স্ত্রী : আচ্ছা, তুমি যদি আমাকে একদিন না দেখতে পাও, তাহলে তোমাকে কেমন লাগবে?
আবুল অতো ঢং সহ্য করতে না পেরে মুখ ফুসকে সত্য কথাটা বলেই ফেললো-
আবুল : ভালোই লাগবে।
আজ তিন দিন আবুল তার বউকে দেখতে পায়না, কারর বউ তার চোখে মরিচ ডলে দিয়েছে।
১৭| ০৪ ঠা জুলাই, ২০২১ দুপুর ২:০১
মো: ইমরান হোসেন বলেছেন: স্বামীর বয়স্কভাতায় অনেক হাসলাম।
০৪ ঠা জুলাই, ২০২১ রাত ৮:৩৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বুদ্ধিটা খারাপ না শিখে রাখতে পারেন, অন্তত বিকিলাংগভাতার ব্যাপারটা
১৮| ০৪ ঠা জুলাই, ২০২১ বিকাল ৪:০৬
মরুর ধুলি বলেছেন: জাষ্ট হাস্যকর ,
০৪ ঠা জুলাই, ২০২১ রাত ৮:৩৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার জন্য আরেকটা -
চাকর: স্যার, আপনি রাত জেগে কী করেন?
সাহিত্যিক: গল্প-উপন্যাস লিখি।
চাকর: এত কষ্ট করে রাত জেগে লেখার দরকার কী?
সাহিত্যিক: তাহলে?
চাকর: কয়টা টাকা খরচ করলেই তো বাজার থেকে ওগুলো কিনে আনতে পারেন।
১৯| ০৪ ঠা জুলাই, ২০২১ বিকাল ৪:১৩
সেলিম আনোয়ার বলেছেন: লিটন ভাই আমি তো আগেরটা ভেবে পড়ে দেখি এইটা নতুন কি আর মন্তব্য একটু অন্য রকম হবে। গত দিনের টা পড়ে বেশি হাসছে। এগুলো মন্দ নয়।
০৪ ঠা জুলাই, ২০২১ রাত ৯:০১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সেলিম ভাই, মন্তব্যের আগা মাথা পেট কিছুই ধরতে পারিনাই।
২০| ০৪ ঠা জুলাই, ২০২১ বিকাল ৫:৩৬
হাসান রাজু বলেছেন: স্বামী কি করে?
জিন্সের প্যান্ট ।
হা হা হা ......
০৪ ঠা জুলাই, ২০২১ রাত ৯:০২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ নিন হাসান রাজু
২১| ০৪ ঠা জুলাই, ২০২১ বিকাল ৫:৪১
মোহামমদ কামরুজজামান বলেছেন: ভাই, সবগুলিই সেইরম অইছে।এই লকডাউনে একটু প্রাণখুলে হাসার উপলক্ষ দেয়ার জন্য ধন্যবাদ এবং পোস্টে +++।
আর একটা কথা, এই পারপাসে বিকলাংগ ভাতা দিলে আমার মনে ভাতাভোগীর সংখ্যা অনেক হয়ে যাবে তাই এখনো বিকলাংগ ভাতা চালু হয়নাই।
০৪ ঠা জুলাই, ২০২১ রাত ৯:০৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বিকলাংগ ভাতা দিলে আমার মতে ভাতাভোগীর সংখ্যা অনেক হয়ে যাবে আপনাকে গোনায় ধরেছেন তো মোহামমদ কামরুজজামান ভাই
২২| ০৪ ঠা জুলাই, ২০২১ রাত ৮:১২
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: নির্মল বিনোদন!
০৪ ঠা জুলাই, ২০২১ রাত ৯:০৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ জানবেন মুহাম্মদ জহিরুল ইসলাম
২৩| ০৫ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:৪১
সেলিম আনোয়ার বলেছেন: প্রথম বার পড়ে বেশি আনন্দ পাওয়া গেছে। পরেরদিন পড়ে একটু কম। তবে সবগুলো দূর্দান্ত।
০৫ ই জুলাই, ২০২১ রাত ৮:০৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ও ও ও--- ।
ধন্যবাদ জানবেন সেলিম ভাই।
২৪| ০৭ ই জুলাই, ২০২১ সকাল ৭:০০
কবিতা ক্থ্য বলেছেন: অসাধারন-
বরাবরের মতোই লিটন ভাই
বেশি বেশি লেখা চাই।
০৭ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:৪৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ জানবেন কবিতা ক্থ্য ।
দেখি এরকম একটা পোস্ট আজকেই দিতে পারি কিনা
২৫| ১৯ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:২৩
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
চমৎকার আয়োজন।
সবগুলোই জোস ছিল। হাসতে হাসতে ইমিউনিটি অর্জন করে নিলাম।
©somewhere in net ltd.
১| ০৩ রা জুলাই, ২০২১ বিকাল ৫:০৯
হাবিব বলেছেন: জটিলস। তাও ভালো এতদিন পর আসছেন।