নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবাই যখন নীরব, আমি একা চীৎকার করি \n--আমি অন্ধের দেশে চশমা বিক্রি করি।\n

গিয়াস উদ্দিন লিটন

এত বুড়ো কোনোকালে হব নাকো আমি হাসি-তামাশারে যবে কব ছ্যাব্‌লামি। - রবীন্দ্রনাথ ঠাকুর

গিয়াস উদ্দিন লিটন › বিস্তারিত পোস্টঃ

ক্রিকেট পিচ হলো বউয়ের মতো =p~ ও হাফ সেঞ্চুরির কথা

০৫ ই জুলাই, ২০২১ রাত ৮:৩৬




১/ ভারতীয় সাবেক ক্রিকেটার নবজোত সিং সিধু বলেছিলেন আমার সব সময়ই মনে হয়, ক্রিকেট পিচ হলো বউয়ের মতো। কেমন আচরণ করবে, তা আগেভাগে বোঝার উপায় নেই। আসলেই ঠিক,বউরা কখন কি বলে বসে তার ঠিক নেই।

সেদিন বউ বসে বসে ইন্ডিয়ান এক চ্যানেল দেখছে। সেখানে কচ্ছপের কি একটা রেসিপি দেখাচ্ছে। আমি এসেই রিমোট নিয়ে কৃকেট খেলার চ্যানেল দিলাম। বউ রেগে বলল- চ্যানেল পালটালে কেন?আমি রেসিপির অনুষ্ঠান দেখছিলাম।
বললাম: এসব কচ্ছপের রেসিপির অনুষ্ঠান দেখে কি লাভ, তুমি কোনো দিন ওসব রান্না করবে নাকি?
বউ জবাব দিলেন: এই বুড়ো বয়সে তুমিই বা ক্রিকেট খেলা দেখ কোন আক্কেলে? তুমি কৃকেট খেল?

খেলাম ধরা! একেবারে শ্রীকান্ত ধরা; মানে ভারতীয় কৃকেটার শ্রীকান্তও একবার ধরা খেয়েছিলেন। সে গল্পই বলি-
শারজায় ওয়ান-ডে ক্রিকেট সিরিজে ভারত গো-হারা হেরে দেশে ফিরেছে।ভক্তরা ক্ষুব্দ,'দেখলেই মাইর' অবস্থা। দুতিন জন 'গনমাইরের' ও শিকার হয়েছে। ভয়ে, লজ্জায় খেলোয়াড়রা কেউ মুখ দেখাতে পারছে না। সবাই বাড়িতে লুকিয়ে বসে থাকে।এভাবে আর কাহাতক ঘরে বসে বউএর সাথে লতি কুটা যায়। শ্রীকান্ত আর থাকতে না পেরে দাড়ি গোঁফ লাগিয়ে শিখ পাঞ্জাবি সেজে রাস্তায় বেরিয়ে পড়ল। খানিক দুর যাবার পর একজন মহিলা জিজ্ঞেস করল, এই যে শ্রীকান্ত, কোথায় যাচ্ছ?
শ্রীকান্ত অবাক। মহিলা তাকে চিনল কী করে? পরদিন সালোয়ার-কামিজ পরে মাথায় পরচুলা লাগিয়ে মেয়ে সেজে রাস্তায় বের হল। সেই মহিলার সাথে আবার দেখা। বলল, কি শ্রীকান্ত, কোথায় যাচ্ছ?
শ্রীকান্ত অবাক হয়ে জিজ্ঞেস করল, আপনি আমাকে চিনলেন কীভাবে?
মহিলা উত্তর দিল, আমি রবি শাস্ত্রী।

২/ হাফ সেঞ্চুরি মানে ৫০। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের হয়ে প্রথম হাফ সেঞ্চুরি করেন আজহার হোসেন শান্টু। ১৯৮৯ সালে শারজায় অস্ট্রেলেশিয়া কাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ।
এর ঠিক ১০ বছর পরে বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশে পক্ষ হয়ে প্রথম হাফ সেঞ্চুরি করেন এই আজহার হোসেন শান্টুর আপন ভাতিজা মেহরাব হোসেন অপি। বাংলাদেশের হয়ে টেস্টে প্রথম হাফ সেঞ্চুরি করেন হাবিবুল বাশার।

সেঞ্চুরি/হাফ সেঞ্চুরি শুধু ক্রিকেটাররাই হাঁকাবেন এমন নয়, আমজনতাও মাঝে মাঝে হাঁকায়। এই যেমন গত ৩রা জুলাই আমি হাফ সেঞ্চুরি পুর্ন করলাম; তবে ক্রিকেট নয় জীবনের, রানের নয় বয়সের।

জরা,ব্যাধি,দুর্ঘটনারা যেভাবে গুগলি, ইয়র্কার,স্পিন ডেলিভারী দিচ্ছে সেখানে নিজের উইকেট টিকিয়ে রাখাইতো মুশকিল।এই বিধ্বংসী বল ঠেকিয়ে হাফ সেঞ্চুরি করা চাট্টিখানি কথা নয়। আল্লাহ পাকের দরবারে অশেষ কৃতজ্ঞতা।

এই সাধারণের জন্ম দিনে আমার অনেক সুহৃদ আমাকে নিয়ে পোস্ট দিয়েছেন (ফেবুতে), অনেকে মন্তব্যে, অনেকে স্বশরীরে দেখা করে, আবার অনেকে ইনবক্স বা ফোনে শুভেচ্ছা জানিয়েছেন। সকলের নিকট কৃতজ্ঞ হয়ে রইলাম। বিশেষ ভাবে কৃতজ্ঞতা জানানোর ছিল একজনকে, যিনি আর আমাদের মাঝে নেই। আবু হেনা আশরাফুল ইসলাম ভাই। গত বছর আমার জন্মদিন উপলক্ষে সামুতে পোস্ট দিয়ে তিনি আমাকে কৃতজ্ঞতাপাশে আবদ্ধ ও ঋনী করে রেখেছেন। যে ঋন আর কখনো শোধ করা হবেনা।



সকলের নিকট ব্লগার মরহুম আবু হেনা আশরাফুল ইসলাম ভাইএর জন্য দোয়া প্রার্থনা করছি, আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন।
পুনশ্চঃ শেষ প্যারার উপরের লিখাটা ২০১৯ সালের ফেবু পোস্ট থেকে নেয়া)

মন্তব্য ২০ টি রেটিং +৪/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুলাই, ২০২১ রাত ৯:০৪

জুন বলেছেন:
গিয়াসউদ্দিন লিটন শুভকামনা রইলো জন্মদিনের সাথে পুরো সেঞ্চুরি যেন করতে পারেন সেই দোয়া ।

০৫ ই জুলাই, ২০২১ রাত ৯:০৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ আর শুভ কামনা জানবেন জুন।

২| ০৫ ই জুলাই, ২০২১ রাত ৯:০৬

জুন বলেছেন: ওহ আরেকটা কথা লিখতে ভুলে গেছি এই ইয়ে মানে ছবিটা নেট থেকে নেয়া :`>

০৫ ই জুলাই, ২০২১ রাত ৯:০৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: তাহলেতো আমারগুলোর কথাও বলতে হয়।
পোস্টের প্রথম ছবিটা নেট থেকে নেয়া, হেনা ভাইএর ছবিটা প্রামাণিক ভাইএর পোস্ট থেকে নেয়া। =p~ =p~

৩| ০৫ ই জুলাই, ২০২১ রাত ৯:৪১

নজসু বলেছেন:



আপনার লেখা মানে বাড়তি মজা। (পূর্ব লেখাগুলোর প্রেক্ষিতে বললাম)
বিচিত্র পৃথিবী ভাই। যিনি একদিন জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন, আজকে তারই প্রয়াণে তার আত্মার শান্তি কামনা করতে হচ্ছে।

আমি আজ আছি, কাল নেই। বেঁচে আছি এটাই আশ্চর্য।

আপনার জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা ও দোয়া রইলো।

রনি ভাইয়ের জন্যও দোয়া করি। আল্লাহ যেন উনাকে জান্নাত নসীব করেন। আমিন।

০৫ ই জুলাই, ২০২১ রাত ১০:৪১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: নজসু ভাই, গেল এক দেড় বছরে হুট হাট করে আশপাশের অনেককে নাই হয়ে যেতে দেখেছি।
সকলের রুহের মাগফেরাত কামনা করছি।
উপরে বোধ হয় 'হেনা ভাই' লিখতে চেয়েছিলেন।

৪| ০৫ ই জুলাই, ২০২১ রাত ১০:০৮

ঠাকুরমাহমুদ বলেছেন:




শুভ জন্মদিন প্রিয় গিয়াস উদ্দিন লিটন ভাই, যদি ভালো থাকি সুস্থ থাকি আশা করছি আপনার ৫৫তে আপনাকে নিয়ে ৫৫৫ এর মতো সোনালী একটি পোস্ট দিতে পারবো। ততোদিন আমার নিজের আপনার ও সামহোয়্যারইন ব্লগের দীর্ঘ জীবন কামনা করছি।

৩রা জুলাই নোটেড।

০৫ ই জুলাই, ২০২১ রাত ১০:৪৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ততোদিন আমার নিজের আপনার ও সামহোয়্যারইন ব্লগের দীর্ঘ জীবন কামনা করছি।
আল্লাহ আমাদের সকলকে নিরাপদ ও আনন্দময় জীবন দিন।

৫| ০৫ ই জুলাই, ২০২১ রাত ১০:৫৯

মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: দেরিতে হলেও শুভ জন্মদিন। আপনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করছি।

০৬ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:৪৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মোঃমোস্তাফিজুর রহমান তমাল আপনিও সুস্থ্যতার সহিত দির্ঘজিবী হোন।

৬| ০৫ ই জুলাই, ২০২১ রাত ১১:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: আবু হেনা ভাই ওপারে যেন ভালো থাকে সেই দোয়া থাকলো। আপনি সুদীর্ঘ সুস্থ সুন্দর জীবন লাভ করুন এই কামনা।

০৬ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:৪৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সেলিম ভাই, আপনিও
আনন্দের সহিত বেচে থাকুন যতদিন আপনার ইচ্ছা।

৭| ০৬ ই জুলাই, ২০২১ রাত ১২:০৩

রানার ব্লগ বলেছেন: জীবন তো ভাই কেবল শুরু হলো? পুরুষ মানুষের আসল জীবন ৪৫ এর পরে।

০৬ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:৫০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার কথায় মনে বড় বল পাইলাম ।
ধন্যবাদ জানবেন রানার ব্লগ

৮| ০৬ ই জুলাই, ২০২১ ভোর ৫:৫৮

সামিউল ইসলাম বাবু বলেছেন: শুভকামনা রইল ভাই।

অনেক ভালো লাগলো ভাই।

শুভেচ্ছা নিরন্তর...

০৬ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:৫১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সামিউল ইসলাম বাবু আপনার জন্যও শুভ কামনা।

৯| ০৬ ই জুলাই, ২০২১ রাত ৮:০১

আহমেদ জী এস বলেছেন: গিয়াস উদ্দিন লিটন,




ক্রিকেট পিচ হলো বউয়ের মতো, কি করে বসবে আগেভাগে বোঝা বড় দায়। জীবনের এমন এবড়ো থেবড়ো পিচে আপনি কিভাবে যে হাফ সেঞ্চুরী পিটাইলেন !!!!!!! :( আম্পায়ার ভাবীজি মনে হয় আপনার সেঞ্চুরী না করা পর্য্যন্ত হাতের আঙুল এদিক ওদিক তুলে ধরবেন না বলে পণ করেছেন। :)
কেবল দু'হাত একসাথে উপরে তুলে ধরার বাতিকটার জন্যে ঘরের আম্পায়ার আপনার উল্টোপাল্টা ব্যাটিং এর পরেও আপনাকে সহি সালামতে বল পিটাতে দিচ্ছেন। নইলে খবর আছিলো............... B-))

আম্পায়ার ভাবীজি আপনার সব দুষ্কর্ম সয়েও আপনাকে সেঞ্চুরী করার জন্যে ফিট রাখুন। বাকীটা আল্লাহ ভরসা!



অভিনন্দন।

০৬ ই জুলাই, ২০২১ রাত ৮:৫০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অভিনন্দন, আল্লাহ ভরসা সব তো কইলেন!
এর আগে দোয়া করলেন না বদ দোয়া করলেন কিছুই বুঝতেছিনা। =p~

১০| ০৬ ই জুলাই, ২০২১ রাত ৮:৩২

মনিরা সুলতানা বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা বড় ভাই !

০৬ ই জুলাই, ২০২১ রাত ৯:০২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ ছুড়ু বইন :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.