নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবাই যখন নীরব, আমি একা চীৎকার করি \n-আমি অন্ধের দেশে চশমা বিক্রি করি।

গিয়াস উদ্দিন লিটন

এত বুড়ো কোনোকালে হব নাকো আমি, হাসি-তামাশারে যবে কব ছ্যাব্‌লামি। - রবীন্দ্রনাথ ঠাকুর

গিয়াস উদ্দিন লিটন › বিস্তারিত পোস্টঃ

বিদায় প্রখ্যাত নাট্যকার ইনামুল হক।

১১ ই অক্টোবর, ২০২১ রাত ৯:৩৬




বাংলাদেশের টিভি নাটক, মঞ্চ নাটকে অভিনয় ও রচনায় যে কজন কিংবদন্তির অবদান সবচেয়ে বেশী তাঁদের মধ্যে তিনি একজন। অসম্ভব শক্তিমান অভিনেতা তিনি।

একাধারে ছিলেন নাট্যকার, শক্তিমান অভিনয়শিল্পী, নাট্য অনুবাদক, শিক্ষক প্রাবন্ধিক। তাঁর অনুবাদের মানও এককথায় মাস্টারক্লাস।

দেশের সবচেয়ে বিখ্যাত নাট্যদল নাগরিক নাট্যাঙ্গন ও নাগরিক নাট্যসম্প্রদায় তাঁর হাতেই গড়া। বাংলা নাটকে মঞ্চ হোক আর টিভি হোক দুটো শাখাতেই তাঁর শক্তিমান অভিনয় ছিলো অতুলনীয়।

‘বুড়ো শালিকের ঘাড়ে রো, জনতার রঙ্গশালা, দেওয়ান গাজীর কিসসা, নূরলদীনের সারা জীবন এর মতো বিখ্যাত সব মঞ্চ নাটকে অভিনয় করেছিলেন তিনি।

১৯৫৯ সালে ফেনী পাইলট হাইস্কুল থেকে মেট্রিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হওয়ার পর ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি রসায়নে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেছিলেন। পরে যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি। কর্মজীবনে ‌দীর্ঘকাল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এ রসায়ন বিভাগের শিক্ষক ছিলেন ইনামুল হক।

আজ চলে গেলেন অসামান্য এই মহীরুহ। বিনম্র শ্রদ্ধা জানাই এই অসামান্য মানুষটির প্রতি।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১১ ই অক্টোবর, ২০২১ রাত ৯:৫২

চাঁদগাজী বলেছেন:


ফেনীর মানুষ?

২| ১১ ই অক্টোবর, ২০২১ রাত ১০:০৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন:
@চাঁদগাজী,জী উনার জন্ম ফেনী জেলার মৌটবিতে।

৩| ১১ ই অক্টোবর, ২০২১ রাত ১০:০৭

খায়রুল আহসান বলেছেন: অসাধারণ মেধার অধিকারী ছিলেন ড. ইনামুল হক। গোটা পরিবারটিই সাংস্কৃতিক কর্মকান্ডে পারঙ্গম। তার স্ত্রী লাকী ইনাম এর অভিনয়ও আমার ভালো লাগতো।

৪| ১১ ই অক্টোবর, ২০২১ রাত ১০:২৯

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: বুয়েটের পড়াশুনার শেষ পর্যায়ে আমাদের সব ডিপার্টমেন্ট থেকে ক্লিয়ারেন্সের ছাড়পত্র নিতে হতো। ক্যামিস্ট্রি ডিপার্টমেন্টে ছাড়পত্র নিতে গেলে ইনামুল হক স্যার আমাকে তার রুমে ডেকে নিলেন। একজন সাধারণ ছাত্র হিসাবে আমি তার পরিচিতির লিস্টে ছিলাম না - তার পরও তিনি আমাকে বসিয়ে আধা ঘন্টার মতো গল্প করলেন, আমার ভবিষ্যৎ পরিকল্পনার কথা, বুয়েট জীবনের সব উল্লেখযোগ্য ঘটনার কথা। মানুষকে কাছে টেনে নেয়ার মতো অসাধারণ গুন্ ছিল এই বরেণ্য ব্যক্তিত্বের। বিনম্র শ্রদ্ধা এই অসাধারণ মানুষটির প্রতি।

৫| ১১ ই অক্টোবর, ২০২১ রাত ১০:৩৮

কামাল১৮ বলেছেন: ভালো অভিনয় করতেন।

৬| ১১ ই অক্টোবর, ২০২১ রাত ১০:৫৩

প্রতীক মন্ডল বলেছেন: ওপারে ভালো থাকবেন। শ্রদ্ধা।

৭| ১২ ই অক্টোবর, ২০২১ সকাল ১১:০২

জুল ভার্ন বলেছেন: ভালো অভিনেতা ছিলেন।

৮| ১২ ই অক্টোবর, ২০২১ সকাল ১১:১৭

অপু তানভীর বলেছেন: এই ভদ্রলোকে আমি বেশ কয়েকবার সরাসরি দেখেছি । অভিনয় করতেন খুবই চমৎকার !
গতকাল মৃত্যুর খবর পেয়ে মন খারাপ হল ।

৯| ১২ ই অক্টোবর, ২০২১ দুপুর ১২:১৬

বিটপি বলেছেন: তার সেরা অভিনয়ঃ ঊড়ে যায় বকপক্ষীর সোবহান সাহেব আর অয়োময়ে মতই মিয়া ওরফে পাংখা মতি

১০| ১২ ই অক্টোবর, ২০২১ দুপুর ১:০৬

রাজীব নুর বলেছেন: তার অভিনয় আমার ভালো লাগতো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.