নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এত বুড়ো কোনোকালে হব নাকো আমি, হাসি-তামাশারে যবে কব ছ্যাব্লামি। - রবীন্দ্রনাথ ঠাকুর
বন্ধু রফিক বাইক এক্সিডেন্ট করেছে!খবর শুনে ফেনী সদর হাসপাতালে গেলাম ওকে দেখতে।
না,বেটার তেমন কিছু হয়নি।অবস্থা ভালোই। হাত-পায়ে সামান্য ব্যথা পেয়েছে।
হাসপাতালে কিছুক্ষণ ঘুরাঘুরি করলাম। মহিলা ওয়ার্ডে একটা মেয়ের সুন্দর ফুটফুটে একটা মেয়ে হয়েছে।লাল টুকটুকে ফ্রক পরিয়ে রেখেছে দেখতে খুব সুন্দর আর মায়াবী লাগছে। দেখলেই কোলে নিতে ইচ্ছে করে! আমিও পিচ্ছিটিকে কোলে নিলাম।
কোলে নিয়ে মেয়েটাকে আদর-টাদর করলাম।মেয়ের মা টাও বেশ হাসিখুশি।
যাক সারাদিন টইটই করে বিকালে বাসায় ফিরলাম।
বাসায় এসে দেখি গমগমে অবস্থা!কিছুই বুঝতে পারছি না।ছোটো বোন কে জিজ্ঞেস করলাম,"কী হয়েছে রে?"
-"জানো না!কী হয়েছে? "
-আমি উদাস দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে বললাম,"বুঝতে পারছি না!"
ঠোঁট বাঁকিয়ে "ন্যাকা কিছুই জানে না!"বলে রুমে চলে গেল।
কিছুই বুঝতে পারছি না! ঘটনা কী?
মায়ের রুমে গেলাম। মা মুখ গোমড়া করে বসে আছে। আমার দিকে একবার তাকিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে নিলো।
" কী হয়েছে মা?"
মা কিছুই বলল না! সকালে মায়ের কোষাগার থেকে বেগুনি রঙের একটা হাজারী নোট সরিয়েছি ঘটনা ফাস হয়ে গেল কিনা বুঝতেছিনা!
বাইরে এসে দেখি ফুফু এসেছে বাড়িতে। ফুফু আমায় দেখে বলল, "এমন কাজটা কেমনে করলি রে বাপ!"
কী কাজ করলাম রে বাবা? টাকা এক হাজারইতো সরিয়েছি,এতে কি এমন মহা ভারত অশুদ্ধ হয়ে গেল?সবতো খরচও করিনি চাইলে ছয়শ ছাব্বিশ টাকা এখনো রিটার্ন করতে পারি। কিছুই খোলাসা হচ্ছেনা তাই বললাম -"কী হয়েছে বলো তো ফুফু?"
"থাক আর লুকাতে হবে না। সবাই জেনে গেছে।তোর ফুফা আসছে।ও আসলে সবাই মিলে দেখতে যাব।"
একটু অবাক হলাম। আমার বন্ধু এক্সিডেন্ট করেছে। সেটাও এত ভয়ংকর কোনো এক্সিডেন্ট না ওকে দেখার জন্য ফুফা ফুফু যাবে কেন?
না, বাড়ির সবার কী যেন হয়েছে কে জানে? যা করে করুক।
ফুফা এসে বলল, "আরে ইয়াংম্যান তুমি তো আমাকে হারিয়ে দিয়েছ!'
আমি উদাস দৃষ্টিতে তাকিয়ে রইলাম ফুফার দিকে।
"সবাই জেনে গেছে বলে হতাশ হচ্ছ। এতে তো ভালোই হলো।" হা হা হা
"কী জেনে গেছে ফুফা?"
"নটি বয়! কী করে জানল বুঝতে পারছ না তা-ই তো? তোমার ফুফুই তো আমায় দেখাল তোমাদের ছবিটা। যাই বলো তোমার মেয়েটা দেখতে বেশ হয়েছে! "
"আমার মেয়ে কোথায় পেলেন!"
ফুফা মোবাইল বের করে ছবিটা দেখাল। একটা নিউবর্ন মেয়ে কোলে দাঁড়িয়ে আছি আমি। পিছনে হাসপাতালের বেডে শুয়ে আছে একজন মহিলা। মানে বাচ্চার মা। সামনে একটা মেয়ে যে সেলফিটা তুলেছে।
ক্যাপশনে লেখা 'খালা হলাম!'
(সম্পাদিত,সংগৃহীত)
০৩ রা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:২৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ নিন নাহল ভাই।
২| ০৩ রা জানুয়ারি, ২০২৪ রাত ৮:২৭
শাহ আজিজ বলেছেন:
০৩ রা জানুয়ারি, ২০২৪ রাত ৮:৪৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন:
৩| ০৩ রা জানুয়ারি, ২০২৪ রাত ৮:৪৫
পদাতিক চৌধুরি বলেছেন: দুষ্টুর রাজা
সেরাম ভাল লাগছে
০৩ রা জানুয়ারি, ২০২৪ রাত ৮:৫০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: তাহলে প্রজা কই?
৪| ০৩ রা জানুয়ারি, ২০২৪ রাত ৮:৪৭
পদাতিক চৌধুরি বলেছেন: লিটন ভাই আমরা আপনের কাছে এমন কোনো আচম্বিক খবর প্রত্যাশা করি
০৩ রা জানুয়ারি, ২০২৪ রাত ৮:৫২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কিধরনের খবর পদাতিক দা?
৫| ০৩ রা জানুয়ারি, ২০২৪ রাত ৮:৪৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
কোন উন্নত দেশ হলে অপরিচিত কারোর বাচ্চা কোলে নেওয়ার কিংবা আদর করার কোন সুযোগই পেতেন না।
হাসপাতালের নবজাতকের ক্ষেত্রে তো কোন প্রশ্নই আসে না।
আফসোস।
০৩ রা জানুয়ারি, ২০২৪ রাত ৮:৫৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: গ্রামাঞ্চলে কারো বাচ্ছা কোলে নিলে বাচ্ছার আপনজনরা খুশি হয়।
৬| ০৩ রা জানুয়ারি, ২০২৪ রাত ৯:০৬
শায়মা বলেছেন: হা হা ভাইয়া মামা হলাম হলেও ভালো ছিলো। এক্কেবারে খালা বানায় দিলো!
০৩ রা জানুয়ারি, ২০২৪ রাত ৯:১১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক দিন পর শায়মাকে পেলাম। আশা করি ভালো আছ। সতত শুভকামনা।
৭| ০৩ রা জানুয়ারি, ২০২৪ রাত ৯:১৮
শায়মা বলেছেন: ভালো আছি ভাইয়া।
অনেকদিন পর পর তোমাকেই তো পাই ভাইয়া।
০৩ রা জানুয়ারি, ২০২৪ রাত ৯:২১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এখন একটু সময় পেয়েই বোনের বাড়ি থেকে ঘুরে এলাম
৮| ০৩ রা জানুয়ারি, ২০২৪ রাত ৯:২৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: দু:খ প্রকাশ করছি, ভুল ইমোজিতে টাচ হয়ে গেছে শায়মা।
০৩ রা জানুয়ারি, ২০২৪ রাত ১০:৫৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন:
৯| ০৩ রা জানুয়ারি, ২০২৪ রাত ৯:২৭
পদাতিক চৌধুরি বলেছেন: ঔ যে বাচ্চা হাতে একটা সেলফি
সোজাসাপ্টা কহেন আশা করমু কিনা। বাঁকা পথে যাইয়েন না
০৩ রা জানুয়ারি, ২০২৪ রাত ১০:৫৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বুড়াকালে বউএর হাতে মার খাই এটাই আপনি চান?
১০| ০৩ রা জানুয়ারি, ২০২৪ রাত ৯:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: লিটন ভাই ইজ ব্যাক। চোরের মন পুলিশ পুলিশ। এতো অনুমান সব মিছে হয়ে খালা বিষয়ক রসিকতা ভালো লেগেছে।
০৩ রা জানুয়ারি, ২০২৪ রাত ১০:৫৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আছি সেলিম ভাই আছি। আপনার কবিতাগুলো পড়ি।ইদানীং আপনি ভালো ভালো কবিতা লিখছেন।
১১| ০৩ রা জানুয়ারি, ২০২৪ রাত ১০:১১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বড়ই আচানক ঘটনা।
আফসোস!
০৩ রা জানুয়ারি, ২০২৪ রাত ১১:০০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আফসোস!!!
১২| ০৩ রা জানুয়ারি, ২০২৪ রাত ১১:০৯
শেরজা তপন বলেছেন: অনেকদিন পরে রম্য নিয়ে আসলেন। ভাল লাগল।
ইংরেজী নতুন বছরের শুভেচ্ছেয়া।
পদাতিক ভাইকে অনেকদিন বাদে দেখলাম ব্লগে।
ব্লগার মোহাম্মদ সাজ্জাদ হোসেন ভাই যদি সব পোস্টে আপনার এই আফসোস সংক্রান্ত মন্তব্যের কারনটা একটু ব্যাখ্যা করতেন প্লিজ?
০৩ রা জানুয়ারি, ২০২৪ রাত ১১:৫৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনিও নিউ ইয়ারের শুভেচ্ছা নিন শেরজা।
পদাতিক দা ব্লগে আমার চেয়ে বেশি সময় দেন। বেশ কিছুদিন পরে এসেছি তাই সাজ্জাদ ভাইয়ের আফসোস বুলিটার শানেনুজুল ধরতে পারছিনা।
১৩| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ রাত ৩:৩৩
রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: হাহা, তাই বিয়ের খবর বউয়ের খবর কেউ টের পেলো না?
রম্য সুন্দর।
০৪ ঠা জানুয়ারি, ২০২৪ সকাল ৮:৪০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মন্ত্যব্যের জন্য ধন্যবাদ জানবেন নতুন পাঠক রিয়াদ।
১৪| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৩৭
বিজন রয় বলেছেন: কেমন আছেন লিটন ভাই?
তা ঘটনা সংগৃহীত হলেও এমন ঘটনা মানুষের জীবনে ঘটতে পারে।
আর আজকাল তো ফেসবুকের যুগ।
আপনি আরো নিয়মিত হন।
০৪ ঠা জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:০৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভালো আছি। নতুন বছরে আপনিও আগের বছরগুলোর চেয়ে ভাল থাকুন।
ক্যামেরা, ফেসবুক এসবের কারনে অনেকেই বিব্রতকর অবস্থায় পড়ছেন।
কি এক জরুরী প্রয়োজনে একজন বাইকে শাশুড়ীকে নিয়ে কোথাও যাচ্ছেন। আরেকজন ছবি তুলে ফেসবুকে দিয়ে দিয়েছে,ক্যাপশন দিয়েছে,"প্রেম বয়স মানেনা"
১৫| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৪০
বিজন রয় বলেছেন: @শেরজা তপন-- আমিও মোহাম্মদ সাজ্জাদ হোসেনকে ওই কথা জিজ্ঞেস করেছি, কিন্তু কোনো উত্তর পাইনি?
তাই আমিও উনার পোস্টে যেয়ে বলে আসি.........
আফসোস
বড়ই আচানক ঘটনা।
আসলে উনি বোধহয় খুব ব্যস্ত, তাই চিন্তা করে নতুন কথা বলার সময় পাননা।
এজন্য একই কথা কপিপেস্ট করে চালিয়ে দিচ্ছেন।
উনি যেকোনো ভাবে ব্লগে একটিভ থাকতে চাচ্ছেন।
০৪ ঠা জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:২৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমি বুঝতেছিনা মোহাম্মদ সাজ্জাদ হোসেন সাহেব ব্লগে নিজেকে বিরক্তিকর মানুষ হিসেবে উপস্থাপন করতে চাইছেন কেন?
১৬| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ সকাল ১০:২৭
রাজীব নুর বলেছেন: শুভ সকাল।
রম্য ভালো হয়েছে।
০৪ ঠা জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:২৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ জানবেন রাজীব নুর ভাই।
১৭| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:০৭
পদাতিক চৌধুরি বলেছেন: হেহেহে ভেবেছিলাম আপনি সাহসী মানুষ। কিন্তু আপনাকে আমাদের মতো ভাবতে মন চাইছে না
০৪ ঠা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৩০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: যতই জিদ লাগান আমি ফাদে পা দিচ্ছিনা।
১৮| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৪৬
প্রামানিক বলেছেন: হা হা মজারু
০৪ ঠা জানুয়ারি, ২০২৪ রাত ৯:১৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার ছড়ার মত?
১৯| ০৮ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:২২
কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহা মজাদার কাহিনী
২২ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:০০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ জানবেন কাজী ফাতেমা ছবি।
২০| ২১ শে জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:১৭
খায়রুল আহসান বলেছেন: খালা তো 'খালা হ'লাম'ই লিখবে। চিত্রগ্রাহক নিশ্চয়ই সদ্যজাতের ছোটখালা ছিলেন।
©somewhere in net ltd.
১| ০৩ রা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:১৬
নাহল তরকারি বলেছেন: অভিনন্দন।