![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এত বুড়ো কোনোকালে হব নাকো আমি, হাসি-তামাশারে যবে কব ছ্যাব্লামি। - রবীন্দ্রনাথ ঠাকুর
আমার এক দুলাভাই আমির হামজা একবার তানজানিয়া ট্যুরে গিয়েছিলেন। উনাকে একদিন অনলাইনে একটিভ দেখে আমার ভিতরে লুকিয়ে থাকা এক সুপ্ত প্রতিভা চাগান দিয়ে উঠলো।(Imran Hasan Jayson‘ ভাইজান আবার আমার এ লাইনের ওস্তাদ) ফটাফট লিখে ফেললাম দু;লাইন-
হামজা মিয়া
গানজা নিয়া,
পাচার করেন
তানজানিয়া।
সিন করে সাথে সাথেই তিনি আমাকে ফোন দিয়ে বসেন।হো হো করে সেকি হাসি! আমার বিকট প্রতিভায় তিনি মুগ্ধ!সেবার আসার সময় তিনি আমার জন্য দুইটা টিশার্ট এনেছিলেন।
গিফট পেয়ে আমি মহা খুশি। এই খুশির ঠেলায় গতকাল আবারো আমার মধ্যে প্রতিভাটা উঁকি ঝুঁকি দিতে থাকে। দূর সম্পর্কের শ্যালিকা তানিয়াকে অনলাইনে দেখে ঝেড়ে দিলাম দু;লাইন!
মিষ্টি মেয়ে
তানিয়া,
কারে দৌড়াও
দা নিয়া।
সাথে সাথে সিন। প্রায় সাথে সাথেই ফোন! প্রথমবার ধরলাম না। ভাব নিচ্ছি। প্রতিভার প্রশংসার উত্তরে কি বলবো ভেবে নিচ্ছি। যুতসই একটা বাক্য ঠিকও করে রেখেছি-‘আরে শ্যালিকা প্রতিভার দেখলে কি? দেখানোর সুযোগ দিলে আরো কত কত প্রতিভা যে দেখাতাম!
অবশেষে ফোন রিসিভ করলাম। শ্যালিকার গলা থমথমে,
- দুলাভাই আপনাকে এ কথা কে বলেছে? কে বলেছে দুলাভাই বলতেই হবে। অন্যায় করে সে আবার এসব আপনাকে বলে বেড়াচ্ছে। ভাল করেছি দৌড়ানী দিয়েছি, লাগ পাইলে কুপিয়েই ছাড়তাম!
-
আগে ঠিক করে রাখা উত্তরটা ভুলে আমার মুখ দিয়ে বেরিয়ে এল- লা হাওলা ওয়ালা ক্যুউয়াতা----- ---
(বাসি লেখা)
২৪ শে আগস্ট, ২০২৫ রাত ৯:১৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কবি বিজন রয়, চোখ কান খোলা রাখলে দেখবেন মরা বাড়িতেও হাসির ঘটনা ঘটে।
২৪ শে আগস্ট, ২০২৫ রাত ১০:১৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বিজন রয়
এসব কি কয়?
কথা কই খাটি
এইসব পাই আমি
দিয়ে চালান বাটি।
২| ২৪ শে আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৭:৩০
সামিয়া বলেছেন: মুচকি হেসে দিলাম, ভালো হয়েছে রম্য।
২৪ শে আগস্ট, ২০২৫ রাত ৯:২০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হাসি স্বাস্থ্যের জন্য ভালো। রম্য ভালো হয়েছে জেনে আনন্দিত বোধ করছি।
২৪ শে আগস্ট, ২০২৫ রাত ১০:০৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মুচকি হাসি দেয় যখন
মিষ্টি মেয়ে সামিয়া,
দেখে ভ্রমি ধরায় বুঝি
পরী এলো নামিয়া।
৩| ২৪ শে আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৭:৩৭
সাইফুলসাইফসাই বলেছেন: হা হা হা.....................
২৪ শে আগস্ট, ২০২৫ রাত ৯:২৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সাইফুল সাইফসাই
লাইফষ্টাইল হাইফাই
গল্প লেখে সাইফাই।
৪| ২৪ শে আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৭:৪০
শায়মা বলেছেন: হাহা আমাদের নাম দিয়ে বানাও দেখি দু লাইন
বিজন সামিয়া সাইফুল যারা যারা কমেন্ট করলো সবার নাম দিয়ে বানাও দু লাইন করে করে
২৪ শে আগস্ট, ২০২৫ রাত ৯:৫৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ফুলের মতো হাসে মেয়ে,
নাম তার শায়মা,
কথায় জাদু, চোখে স্বপ্ন
— মন ছুঁয়ে যায় মা।
তাছাড়া ছোট বেলায় আন্টি তোমায় ডাকতো-
কইরে আমার শায়মা,
এই বুকে আয় মা।
৫| ২৪ শে আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৭:৫৫
শেরজা তপন বলেছেন: আপনি দেখি 'জিন্দা পীর কবি'
২৪ শে আগস্ট, ২০২৫ রাত ১০:০১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ওহে শেরজা তপন
আমি আবার কখন,
হলেম পীর জিন্দা?
শুনে শরমিন্দা!
৬| ২৪ শে আগস্ট, ২০২৫ রাত ১১:০৭
শায়মা বলেছেন: হা হা হা হা হা হা ভাইয়া সবকটা ভালা হয়েছে!!!
৭| ২৫ শে আগস্ট, ২০২৫ রাত ১:২৮
রূপক বিধৌত সাধু বলেছেন: শ্যালিকারটা বাস্তবেই মিলে গেছে। এ জন্য প্যাঁচ লেগেছে। যাহোক, দুটো স্তবকই দুর্দান্ত হয়েছে।
©somewhere in net ltd.
১|
২৪ শে আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৭:১৯
বিজন রয় বলেছেন: হা হা হা ..............
........... এসব কিভাবে পান?