নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

#Reader #Writer #Secular #Humanist #Democreatic #FilmWatcher #Socialist & Trying To be A Filmmaker.

জিপসি রুদ্র

লিখি, ছবি তুলি আর সিনেমা বানাই ।

জিপসি রুদ্র › বিস্তারিত পোস্টঃ

আমার এই স্বপ্নটাও পূর্ণতা পেলোনা !

২৩ শে মে, ২০১৪ সকাল ১১:২৩

মদ খেয়ে সদ্য শুয়েছি ! এর মধ্যেই কলিং বেল টা বেজে উঠলো ! খুব বিরক্তি নিয়ে বিছনা থেকে উঠে দরজা খুলে আমিতো পুরাই অবাক ! আরে এ তো সেই মেয়েটি ! যে মেয়েটি'কে আমার অসম্ভব ভালো লাগে ! ভীষণ ভালো লাগে ! এতো ভালো লাগে যে, সে আমার পাশ দিয়ে হেঁটে গেলে আমার ভেতর কেমন জানি একটা ভালো লাগা তৈরি হয় ! আমি যেন কেমন হয়ে যায় ! পুলকিত হই শিহরিত হই ! ভেতরে কেমন জানি একটা আড়ষ্টতা তৈরি হয় ! আমি বুঝতে পারি মেয়েটিকে কত্তো ভালোবাসি ! কিন্তু এতো রাতে এই মেয়েটি আমার দরজায় ?

কি মিস্টার ! অবাক হলেন ?

আমার কোন উত্তর নেই ! ইশারায় বললাম ভেতরে আসো !

আজকে তো বিশুধবার , তোমার মদ্যদিবস ! তোমাকে দেখেই তো বুঝা যাচ্ছে গিলেছো অনেক !

তা খেয়েছি একটু...

সে যাই হোক , লোকমুখে শুনছি তুমি নাকি আমাকে ভালোবাসো ? আমাকে দেখলে নাকি তোমার ভেতরে কেমন জানি একটা আড়ষ্টতা তৈরি হয় ? তুমি নাকি পুলকিত হও, শিহরিত হও?

তুমি কি তার সত্যতা জানতে এসেছো ?

যদি বলি , হু

তাহলে আমি বলতে পারি , যা শুনেছো মিথ্যে শুনো নি !

তুমি কি জানো তুমি ছেলেটা কি রকম ? তোমার নামে কতো বাজে বাজে কথা এ পাড়ায় প্রতিষ্ঠিত ?

আমি আমার সম্পর্কে তোমাদের সকল অপবাদ বা আরো অনেক মুখরোচক কথা গায়ে মেখে নিয়ে তোমাকে একটা কথা বলতে পারি, আমি কিন্তু ভালোবাসোতে জানি...

মেয়েটি তার চোখের চশমা’টা আঙ্গুল দিয়ে টেলে আমার চোখের দিকে তাকিয়ে রয়েছে আমি ফ্যানের বাতাসে তার চুল উড়া দেখছি !

বললাম, আমি কি তোমার হাতটা ধরতে পারি ! আর একটা চুমু...

মেয়েটি হেঁসে বলল, পাগল একটা...!

আমি মেয়েটির হাতটি ধরার জন্য আমার হাতটা বাড়িয়েছি ! ঠিক এই সময় কে যেন আমার গাঁড়ে কামড় বসিয়েছে । চোখ খুলে দেখি গলায় একটা লাল পিঁপড়া কামড়াচ্ছে !

তাকে নিয়ে আমার এই স্বপ্নটাও পূর্ণতা পেলোনা ! আসলে অপূর্ণতায় কি ভালোবাসা ? সে যাই হোক, বেঁচে থাকুক আমার ভালোবাসা ! ভালো থাকুক তার জন্য...



জিপসি রুদ্র

২৩/০৫/২০১৪

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.