নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখি, ছবি তুলি আর সিনেমা বানাই ।
পরিমার্জিত ক্রিকেট পাগল স্থুল চিন্তার মানুষের মাথায় চিন্তার নয়া খোরাক দিতে আমার এই লেখা । সাকিবের শাস্তি নিয়ে হা-হুতাশ করা বাঙলাদেশ ক্রিকেটের জন্য বিপদজনক । খেলা’তো শুধু আমার আর আপনার আবেগ দিয়ে চলে না চলে একটা নির্দিষ্ট নিয়ম কানুনের মধ্য দিয়ে । আর সেই নিয়ম কানুন যে ভাঙ্গবে সেই শাস্তি পাবে এটাই আপাত দৃষ্টিতে সরল ও সহজাত। আর সে কতোবড় খেলোয়াড় তা বিবেচনায় না আনায় শ্রেয়...
সাকিব সিপিএল খেলতে যাওয়ার জন্য লিখিত অনুমতি না নিয়ে যে সঠিক কাজটি করেনি সেটি সে নিজেও জানতো । এটা খুব সোজা একটা কথা যে কোথাও খেলতে গেলে বোর্ডের লিখিত অনুমতি পত্র লাগে । আর সাকিব সেটা না নিয়েই উড়াল দিলো খেলতে । বোর্ড যদি এই ব্যাপারে আর নাক না ঢুকাতো তাহলে পানি আর এতোটুকু গড়াতো না । বোর্ড যখন নাক ঢুকালো তখনই সাকিবের উচিত ছিলো চুপচাপ কথা না বাড়িয়ে ফেরত আসা । কারণ সে প্রসিডিউর ঠিকঠাক মতো শেষ করেনি। কিন্তু সে সেটি না করে বাঙলাদেশ ক্রিকেটকেই থ্রেড দিয়ে বসলো । সাকিব একবারও ভাবলো না সে কারে থ্রেড মারলো । আরে এই সাকিব এই বাঙলাদেশ ক্রিকেটেরই ঔরসজাত । সাকিবকে এই বাঙলাদেশ ক্রিকেটই লালন পালনে করে বড় করেছে । আর সে কিনা ফাউল করার পরও নিজের অহংবোধ প্রকাশ করে বসলো । বোর্ড এখানে যা করার তাই করলো । আমাদের গ্রামে একটা কথা প্রচলিত আছে “ বাপের আগে বাল কাটতে গেলে ধোন কাটা যায়...” এই লেখাটা যেহতু অনেক সুশীল ব্যাক্তিরা পড়বে তাই কথাটা নিয়ে আর বিশধ ব্যাখ্যায় গেলাম না ।
যারা সাকিবের এই শাস্তি নিয়ে মায়া কান্না কাঁদছেন তারা একবার ভাবুন , আপনারা বাঙলাদেশের ক্রিকেটকে ভালোবাসেন নাকি সাকিবকে । হয়তো অনেকেই বলবেন দুই’কেই । যখন দেখবেন এই দুই’ইয়ে সংঘাত তখন তার একটিকেই বেঁচে নিতে হবে । আর সেক্ষেত্রে বাঙলাদেশের ক্রিকেটই সামনে চলে আসে । কারন বাঙলাদেশ ক্রিকেটই সাকিবকে জন্ম দিয়েছে । এই বাঙলাদেশ ক্রিকেট বেঁচে থাকলে বহু সাকিবের জন্ম হবে । সাকিবের হুমকি ছাড়ার আগে একবারের জন্য হলেও ভাবা উচিত ছিল, এই বাঙলাদেশ ক্রিকেট থেকে বহু মহাকালের সাকিব এখন এফিটাফ। তাদের ছাড়া কি বাঙলাদেশ ক্রিকেট থেমে ছিলো ? এই মহাকালের সাকিব ছাড়া কি বাঙলাদেশ ক্রিকেট আজকের সাকিব হওয়া পর্যন্ত এগিয়ে আসেনি ? ব্যাপারটা আরও বোধগম্য করার জন্য বলতে হয় , সাকিব কি একবারও ভাবলো না , বঙ্গবন্ধু ছাড়া বাঙলাদেশ চলতে পারলে এই একজন সাকিবের জন্য বাঙলাদেশ ক্রিকেট থেমে থাকবে না...
আপনি বোর্ডের অনুমতি নিবেন না, আবার সাকিবত্ব দেখাতে চাইবেন আর শাস্তি পাবেন না, এটা তো হয় না । বেয়াদবির একটা পরিশীলিত স্তর আছে সেটা অতিক্রম করলেই শাস্তি অবধারিত। তাই বিষয়টা নিয়ে ভাবুন , আজকে সাকিব কালকে অন্যজন তারপরদিন তারপরেজন এইভাবে বোর্ডের লিখিত অনুমতি না নেওয়ার মিছিলে থাকলে বোর্ড বলে যে একটা কিছু আছে সেটার অস্তিত্ব আর থাকবে?তাই ভবতে হবে নয়া করে চিন্তার পরিধি করতে হবে ব্যাপক । নিজের ধারণ ক্ষমতা বাড়াতে হবে আরো... আগে বাঙলাদেশের ক্রিকেট তারপর সাকিব । আমাদের আজকের সাকিব নয় তাকেতে হবে ভবিস্যতের শত সাকিবের দিকে... যে সাকিব খেলবে দেশের হয়ে টাকার হয়ে না...
২| ০৭ ই জুলাই, ২০১৪ রাত ১০:০৩
আবু শাকিল বলেছেন: সহমত পোষণ করলাম জিপসি রুদ্র।তবে ব্লগে বোন শিশির এর অনেক দেবর আছে...গালি হজম রাখার জন্য রেডি থাকবেন।আমি অলরেডি খেয়েছি।
৩| ০৭ ই জুলাই, ২০১৪ রাত ১০:৪২
পরিশেষের অপেক্ষায় বলেছেন: কিছু মনে করবেন না। আপনার লেখার প্রতি সম্পূর্ন শ্রদ্ধা রেখেই বলছি...::
বঙবন্ধুকে ছাড়া দেশ কি আসলেই চলছে...??
এই ৪০ বছর দেশ কি সেভাবে চলছে ঠিক যেভাবে চলার কথা ছিল..??
©somewhere in net ltd.
১| ০৭ ই জুলাই, ২০১৪ রাত ৯:৪৩
হরিণা-১৯৭১ বলেছেন: সাকিব মাকিবদের কথায় শেখ সাহেবের উদাহরণ দিতে হচ্ছে কেন? মগজে সমস্যা আছে আপনার!