নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

#Reader #Writer #Secular #Humanist #Democreatic #FilmWatcher #Socialist & Trying To be A Filmmaker.

জিপসি রুদ্র

লিখি, ছবি তুলি আর সিনেমা বানাই ।

জিপসি রুদ্র › বিস্তারিত পোস্টঃ

দেশপ্রেমের চাইতে ধর্মপ্রেম বেশি হইলে সমস্যা ।

১১ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৬

দেশপ্রেমের চাইতে ধর্মপ্রেম বেশি হইলে আপনি অবশ্যই রোহিঙ্গাদের বাঙলাদেশে থাকন খাওয়ানের বিষয়ডা মাইনা লইবেন ।

তয় এইডা সত্য তারা জানের খতরায় আছে । মানবিক কারনে তাই তাদের আশ্রয় দিতে হচ্ছে । তার মানে এই নয় , বিষয়ডা স্থায়ীভাবে মাইনা লইবেন !

অনেকেইতো আবার মনে করে বাঙলাদেশ মুসলমানদের । তাই তারা মনে করে রোহিঙ্গা মুসলমানদের বাঙলাদেশে থাকতে স্থায়ীভাবে বশত ভিটা করে দিতে হবে । ভাইয়ের বিপদে ভাইয়েরে থাইকতেই হইবে ।

অথচ চিন্তা কইরা দেইখলে দেখা যায় , এই বাঙলাদেশ মুসলমানদের না । এই বাঙলাদেশ হিন্দু মুসলমান বৌদ্ধ খৃষ্টানসহ সকল ধর্মের লোকের । কারণ একাত্তরে সকল ধর্মের লোকেরা দেশপ্রেমে উজ্জীবিত হয়ে বুকের তাজা রক্ত দিয়ে পাকিস্তান থেকে স্বাধীন করেছিলো । মালিকানা বুঝে নিয়েছিলো । তাই এই দেশ এককভাবে মুসলমানের না । এই দেশ সকল ধর্মের মানুষের ।

আবার কিছু আছে যারা মনে করে , বৌদ্ধরা মুসলমানদের মারলে বার্মায়, মুসলমানরা কেনো বৌদ্ধ মারতে পারবে না বাঙলাদেশে !

বার্মায় মুসলমান মারছে মুসলমান বৌদ্ধ মারছে বাঙলাদেশে ।- তাইলে বিষয়ডা হইবে এমন- আগে ছিলো একটা সমস্যা । বার্মায় মুসলমান মারছে । তাই তারা আমাদের দেশে পালাইয়া আসছে । যদি এখন বাঙলাদেশের মুসলমানরা বৌদ্ধদের মারে তাইলে তৈরি হবে আরেকটা নয়া সমস্যা । বার্মার একটা রোগ আমার দেশে সংক্রামিত হবে । পুরাই লস চিন্তা !

যতো রোহিঙ্গা মুসলমান ভাইরা অতীতে ধর্মীয় ভাইয়ের দোহাই দিয়া বাঙলাদেশে থাইকছে পইরছে তারাই এই বাঙলাদেশে অপরাধ করছে বিদেশে বাঙলাদেশের সুনাম নষ্ট করছে ।

দেশপ্রেমের চাইতে ধর্মপ্রেম অধিক যাদের তারা এই সব যুক্তি তর্কের ধারে কাছে যাইবে না । তাদের কাছে ধর্ম আগে দেশ পরে ।

অথচ চিন্তা করে দেখলে দেখা যায় , দেশ আগে । তারপর মানুষ । তারপর ধর্ম । দেশের জন্যেই মানুষ । আর মানুষের জন্যই ধর্ম ।

আগে জমিন বানাইছেন । তারপর সেই জমিনে মানূষ পাঠাইছে । আর সেই সব মানূষ যখন মারামারি হানাহানি রক্তপাত জেনা ব্যাভিচাররে লিপ্ত হইয়া বিশৃঙ্খলা করতেছিলো তখন বিভিন্ন নবী রাসুল দিয়ে মানুষকে সঠিক পথে পরিচালিত করার জন্য ধর্ম পাঠাইলেন । তাই ব্যাপারটা হইলো এই,
দেশ
মানুষ
ধর্ম ।

কোন লোকের ভেতর যদি ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক চেতনা না থাকে তাহলে তার দেশেপ্রেমের চাইতে ধর্মপ্রেম অধিক হইবে ।

এই বাঙলাদেশ ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক চেতনার বাঙলাদেশ । এই দেশের মুসলমানদের দেশপ্রেমের চাইতে ধর্মপ্রেম অধিক হইলে সমস্যা তৈরি হইবে ।

দেশপ্রেমের চাইতে ধর্মপ্রেম বেশি যাদের- তারা অশিক্ষিত , কুশিক্ষিত , কুসংস্কারাছন্ন , ধর্মান্ধ কিসিমের হয় । এই সব লোকের কাছে তার পরিচয় আগে মুসলমান তারপর বাঙালি ।

অথচ চিন্তা কইরা দেখলে দেখা যায়, আমরা বাঙালি মুসলমান । বাঙালি হিন্দু । বাঙালি বৌদ্ধ । বাঙালি খৃষ্টান ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.