নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখি, ছবি তুলি আর সিনেমা বানাই ।
মেয়েটির জন্ম মধ্যবিত্ত পরিবারে। বাবা নাই। মা আর ছোটবোন নিয়ে থাকে। মেয়েটি উগ্রদেশপ্রেমিক। চারুকলায় পড়ে। কবিতা লিখে আর ছবি তুলে। মেয়েটি খুবই রাজনীতি সচেতন। তার কাছে রাজনীতি মানে দেশপ্রেম, মানবসেবা এবং দলিত মানুষের পাশে দাঁড়ানো। মেয়েটি একটি স্বপ্ন দেখে। সেই স্বপ্ন বাস্তবায়নে প্রতিবন্ধক হয়ে উঠে সমাজ এবং পচনশীল সুবিধাভোগী কিছু লোক। কিন্তু মেয়েটি তার স্বপ্ন বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ। মেয়েটির সেই স্বপ্নটির নাম "ক্যামেলিয়ার স্বপ্ন"। স্বল্পদৈর্ঘ্য এই চলচ্চিত্রটি নির্মান করেছে জিপসি রুদ্র। ২৪ মিনিট ৫৩ সেকেন্ডের এই সিনেমাটি নিয়ে পরিচালক জিপসি রুদ্র বলেন, মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়া একজন উগ্রবাদী দেশপ্রেমিক মেয়ের স্বপ্ন বাস্তবায়নের নাম "ক্যামেলিয়ার স্বপ্ন"। এই সিনেমাটি দর্শকদের মগজের কারফিউ ভাঙতে সাহায্য করবে। ছবিটির শুটিং হয়েছে, সি আর বি, নতুন ব্রিজ, কাজীর দেউড়ি, চারুকলা এবং চট্টগ্রাম শহরের বিভিন্ন লোকেশনে। ছবিটিতে অভিনয় করেছে, ফ্রিয়া ফ্লোরা, গৌতম চৌধুরী, বহ্নি চৌধুরী, কবি আলী প্রয়াস সহ আরো অনেকে।
২৩ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:০৮
জিপসি রুদ্র বলেছেন: শর্টফিল্মটির লিংকতো দিয়েছিই । ক্লিক করুন
©somewhere in net ltd.
১| ২৩ শে অক্টোবর, ২০১৭ সকাল ৭:৪৫
চাঁদগাজী বলেছেন:
কোথায় দেখা যাবে মেয়েটির স্বপ্ন, মেয়েটির রাজনীতি?