![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখি, ছবি তুলি আর সিনেমা বানাই ।
ধর্ম নিয়ে যারা রাজনীতি করে তারা সকলেই এক বাক্যে ভন্ড এবং ধর্মব্যবসায়ী। কিন্তু সমাজে ধর্ম নিয়ে রাজনীতি করা লোকগুলা মলই বা হুজুর নামে সম্মানিত হয়। তারা ধর্মকে লালন পালন এবং জীবন যাপনের মধ্যে সীমাবদ্ধ না রেখে ধর্মকে নিয়ে এসেছে রাজনৈতিক হাতিয়ার হিসাবে । এই দেশে প্রগতিশীল রাজনৈতিক দলগুলোর একমাত্র বিরোধিশক্তি ধর্মভিত্তিক রাজনৈতিক দল গুলা ।
ধর্ম নিয়ে রাজনীতি করা এই সম্মানিত লোকদের মূলত উদ্দেশ্য হইলো নিজেদের অপরাধ এবং অপকর্ম ঢাকা আর মুক্তিযুদ্ধের ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক চেতনা এবং জাতির পিতার সুমহান আদর্শের বিরোধিতা করে ক্ষমতা দখল করা। অথচ আমরা জানি, যারা ধর্মকে ঢাল হিশাবে ব্যবহার করে ক্ষমতায় যেতে চায় তারা ধার্মিক নয় ; তারা ভন্ড ।
ধর্মকে তারা ছলে বলে কৌশলে ঢাল হিসাবে ব্যবহার করে ব্যাক্তিগত এবং রাজনৈতিক ফায়দা হাসিল করতে চায়।
ধর্ম নিয়ে রাজনীতি করা লোকদেরকে সমাজের সকলস্তর থেকে প্রতিহত কিংবা দমাইতে না পারলে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত মহান ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক চেতনা এবং জাতির পিতার আদর্শ কায়েম করা সম্ভব না।
ধর্ম নিয়ে রাজনীতি করা লোকেরা ধর্মের দোহাই দিয়ে খুন করতে উৎসাহ জোগায়, বাল্যবিবাহকে জায়েজ করে, বহুবিবাহের জন্য জনমত গঠন করে, নারীদের দমাই রাখে এবং জাতির পিতার আদর্শের বিরোধিতা করে।
আমি মনেপ্রাণে দৃঢ়ভাবে বিশ্বাস করি ধর্মীয় রাজনীতি জিন্দা রেখে ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক চেতনা এবং জাতির পিতার আদর্শের স্বপ্নের সোনার বাঙলাদেশ গড়া সম্ভব না।
আমি জীবনের একটা বৃহৎ সময় ধরে চেষ্টা করছি আমার আশেপাশে যারা আছে মানে আমি দৈনিক যাদের সাথে মিশি তাদের মগজে, মননে, বোধে, চিন্তায়, চেতনায় এবং আদর্শে ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক চেতনা এবং জাতির পিতার আদর্শ ঢুকাইতে। যাতে ধর্মযুদ্ধ বন্ধ হয়! ধর্ম শুধু মানুষের মনে লালনে পালনে থাকে। ধর্ম যাতে রাজনীতির ময়দানে না আসে।
আমার কাছে পলিটিক্স মানে, ইনফ্লুয়েঞ্জ দ্যা পিপলস। নিজের চিন্তা চেতনা এবং আদর্শ দিয়ে অন্যজনকে সংক্রামিত করা।
তারই ধারাবাহিকতায় উগ্রধর্মান্ধ মৌলবাদীদের বিরুদ্ধে "ঢাল" নামে একটা শর্টফিল্ম বানাইছি।
এই ফিল্মে অভিনয় করেছে, শিবু দত্ত, পুজাশ্রী পারিজাত, কবি আলী প্রয়াস, কথাসাহিত্যিক রাজীব রাহুল, কবি তাপস চক্রবর্তী, সাংবাদিক কিরণ শর্মা, কাওসার সাব্বির , সবুজ অরণ্য, সাইদুল ইসলাম ও গাজী গোফরান।
শ্যুটিং হয়েছে, হামজারবাগ, সি আর বি, ডিসি হিল, চেরাগী পাহাড়সহ শহরের বিভিন্ন জায়গায়।
শিল্পকলায় প্রদর্শনী করবো খুব শিগ্রই আপনারা আইসেন দেখতে। দেখার পরে যদি উগ্রধর্মান্ধ মৌলবাদীদের প্রতি আপনার ঘৃণা আইয়ে মনে তাইলেই "ঢাল" বানানোর উদ্দেশ্য আমার সফল ও সার্থক হবে। ধন্যবাদ।
[yt|https://www.youtube.com/watch?v=gdE2WdXIHN8&feature=youtu.be
২| ১১ ই জুলাই, ২০১৮ সকাল ১০:০৮
রাজীব নুর বলেছেন: বাংলাদেশের মানুষ অতি ধার্মিক।
বাংলাদেশের মানুষ অনেক পাপী। তাই তারা সব সময় ধর্মকে আকড়ে থাকতে চায়। যেন তাদের পাপ মোচন হয়।
তাই সব কিছুতেই দুষ্টলোকেরা ধর্মকে ব্যবহার করে।
৩| ১১ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:১৩
মোঃ ফখরুল ইসলাম ফখরুল বলেছেন: আর যারা ভাব দেখায় নিরপেক্ষ কাজ করে পক্ষদুষ্ট ?
৪| ১৭ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:০৭
মঈনুদ্দিন অারিফ মিরসরায়ী বলেছেন: যে গাধা বলে ধর্ম থেকে রাজনীতি আলাদা সে ধর্মের ‘ধ’ ও বোঝেনা।
হা অন্যান্ন ধর্মে রাজনীতি নাও থাকতে পারে কারন ইসলাম ছাড়া কোন ধর্ম মানুষের পূর্ণাঙ্গ জীবনব্যাবস্থায় কার্যকারী না।
আর ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবনব্যাবস্থা। এখানে পায়খানায় যাওয়া থেকে সিংহাসন পর্যন্ত সব নিহীত
©somewhere in net ltd.
১|
১০ ই জুলাই, ২০১৮ রাত ৯:৪১
যবড়জং বলেছেন: পুরানো কৌটায় নতুন মলম, ব্যাবসা এখন ভালো চালিয়ে যান, গুটিকতক কাউয়া পু** সাদা করার জন্য বসে আছে ।।