নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

#Reader #Writer #Secular #Humanist #Democreatic #FilmWatcher #Socialist & Trying To be A Filmmaker.

জিপসি রুদ্র

লিখি, ছবি তুলি আর সিনেমা বানাই ।

জিপসি রুদ্র › বিস্তারিত পোস্টঃ

ক্ষমতা দখলের ১ মাস; ইউনুস সরকারের ব্যর্থতা ।

১৩ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:১২

• কোন সংবাদমাধ্যম দেশের নানান প্রান্তে কি ঘটছে তা সঠিক ভাবে নিউজ প্রকাশ করছে না বা এড়িয়ে যাচ্ছে। মিডিয়ার স্বাধীনতা নেই।
• জুলায়ের ও আগষ্টের পাঁচতারিখ পর্যন্ত যত হত্য হয়েছে তা গনহত্যা হয়েছে বলে সংখ্যা প্রকাশ করা হয়েছে।
• আগস্ট এর পাঁচ তারিখের পর হতে যত মানুষ হত্যা করা হয়েছে, তার কোন সঠিক হিসেব প্রকাশ ও প্রতিকার হচ্ছে না। মধ্যযুগের কায়দায় মানুষ হত্যা করে ফুট ওবার ব্রীজে ঝুলিয়ে রাখা হয়েছে, পুড়িয়ে মারা হয়েছে। সে সব নিয়ে কোন কথা নেই!
• সারা দেশে জোর পুর্বক পদত্যাগ
• মব জাস্টিসের নামে নিজেদের প্রতিহিংসা চরিতার্থ করছে। যেখানে সেখানে মানুষ অপমান অপদস্ত, খুন পর্যন্ত হচ্ছে,কোন বিচার হচ্ছে না। যার যা মন চাচ্ছে করছে। নাই কোন আইন, নাই কোন শৃঙ্খলা
• ডাকাতি, ছিনতাই বেড়েছে
• সাধারণ মানুষের নিরাপত্তা নেই
• সংখ্যালঘুদের উপর অত্যাচার
• সারাদেশে ঘরবাড়ি, কারখানা ও দোকানপাট অগ্নিসংযোগ লুটপাট, জ্বালাও -পোড়াও, ভাংচুর চলছে
• মাজার ও মন্দিরে হামলা
• অর্থনৈতিক অস্থিরতা
• জবরদখল সারাদেশে ব্যাপক আকার ধারণ করেছে
• আইনের শাসন বলে কিছু নেই। আইনের ব্যাপক অবনতি
• স্বাধীনতা যুদ্ধের বিরোধিতাকারীদের পুনর্বাসিত করা
• শিক্ষকদের যেই হারে লাঞ্চিত করা হচ্ছে তার কোন প্রতিকার হচ্ছে না
• জুলাই মাসের রিজার্ভ ২৬বিলিয়ন একমাস পর ২০বিলিয়নে গেল কিভাবে?
• শেয়ার বাজার ৭দিনে ৭হাজার কোটি টাকা পতন কে করলো এখনতো দরবেশ নেই?
• প্রতিটি বাজারে চাঁদা তোলা হচ্ছে, প্রতি এলাকায় হামলা লুটপাট হচ্ছে। কিছুই করতে পারছেনা।
• স্বাধীনতার ৫৩বছর পর পাকিস্তানি পতাকা আমার দেশে উড়তেছে
• পাকিস্তানের জাতির পিতা মোহাম্মদ আলী জিন্নাহর মৃত্যুবার্ষিকীপালন জাতীয় প্রেসক্লাবে
• মাত্রা ছাড়া বিদ্যুতের লোডশেডিং প্রতিনিয়ত বাড়তেছে
• অযৌক্তিক হাস্যকর মামলা, রাজনৈতিক মামলা, গনগ্রেপ্তার
• ইউনুস সাহেবের নামের সব মামলা খারিজ

-৭ আগস্ট ২০২৪ শ্রম আইন লঙ্ঘনের মামলায় শ্রম আদালতের দেওয়া কারাদণ্ড থেকে খালাস পান ড. মুহাম্মদ ইউনূস। শ্রম আপিল ট্রাইব্যুনাল এ রায় দেন।
-গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে করা মামলা থেকে খালাস
- ১১ আগস্ট ২০২৪ মুহাম্মদ ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে করা মানি লন্ডারিং মামলা প্রত্যাহার
-ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ফাঁকির মামলা। ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট এর রায় ছিল ৪ আগস্ট ২০২৪। এখন?

( Click This Link

https://bangla.thedailystar.net/news/bangladesh/news-604786

https://www.banglatribune.com/others/856839/ড.-ইউনূসকে-৬৬৬-কোটি-টাকা-কর-দিতে-হবে-হাইকোর্ট

https://www.channelionline.com/those-who-are-suffering-for-yunus-do-they-know-the-truth/
)
• ৬ আগস্ট ২০২৪ একদিনে বিএনপি-জামায়াতের ২ হাজার ২০০ নেতাকর্মীর জামিন মঞ্জুর (Click This Link
)
• শীর্ষ সন্ত্রাসীরা কারামুক্ত, ঢাকার অপরাধজগৎ নিয়ে নতুন শঙ্কা। সুইডেন আসলাম, আব্বাস, পিচ্চি হেলালসহ ৬ শীর্ষ সন্ত্রাসী জামিনে মুক্ত। বের হওয়ার অপেক্ষায় আরও কয়েকজন।
(Click This Link
)
• দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দিন দিন বাড়তেছে
• নির্বাচন দেওয়ার বিষয়ে পরিস্কার কোন বক্তব্য নেই। দেশ সংস্কারের নামে ক্ষমতায় বসে থাকতে চাওয়া। দেশ সংস্কারের দায়িত্ব তাদের কে দিয়েছে? ছাত্ররা? তারা জনসংখ্যার কয় পার্সেন্ট?
• সাম্প্রদায়িক দলগুলোকে পৃষ্টপোষকতা ও প্রশ্রয় প্রদান
• এ জাতির বীর সন্তানদের লাঞ্চিত ও অপমানিত করা হয়েছে আর ১৯৭১ সালের বাঙালিদের স্বাধীনতার ইতিহাসকে অস্বীকার ও মুছে দেওয়ার প্রাণপন চেষ্টা হচ্ছে।
• কত গুলো প্রতিষ্ঠান জ্বালিয়ে দেয়া হয়েছে?
• বেকারত্বের বৃদ্ধি
• বন্যা মোকাবেলা ও পুনর্বাসনে ব্যর্থতা
• অন্তর্বর্তী সরকারের উদ্যোগ ও পরিকল্পনা গুলো পরিস্কার ভাবে জানানো হচ্ছে না

ইউনুস সরকারের উল্লেখযোগ্য কোন উদ্যোগে
• প্রথম এক মাসে উল্লেখযোগ্য কোন উদ্যোগ ও কার্যক্রম আমার চোখে পড়েনি
• সংস্কার বলতে গণভবনকে জাদুঘর
• লীগ সরকারের পতনে নিহতদের স্মরণে ৫ কোটি টাকার স্মরণ সভার প্রস্তুতি
• ফাউন্ডেশন গঠন
• বন্যার্তদের সাহায্যে তহবিল গঠন
• অন্তর্বর্তী সরকারের উল্লেখযোগ্য প্রথম উদ্যোগে হলো ব্যাংক ঋন এর সুদ বৃদ্ধি করা

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:১৫

অদ্ভুত অবাক বলেছেন: ক্ষমতা দখলের ১ মাস নয় বলুন পালিয়ে যাওয়ার ১মাস।

২| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:১৬

ঋণাত্মক শূণ্য বলেছেন: ভাবছি আফসোসলীগ টু বাংলা ট্রান্সলেটর বানাবো একটা। এই যেমন ধরেন আপনি লিখবেন, "ক্ষমতা দখলের ১ মাস", ট্রান্সলেট হয়ে বাংলায় দেখাবে, "হাসিনার পালিয়ে যাবার ১মাস"। এটায় অন্য একটা ভার্সনও রাখা যেতে পারে, চাঁদগাজী ভার্সন। উনার ভার্সনে ট্রান্সলেট হবে, "৪র্থ বার মিলিটারীর বুটের লাথি খাওয়ার ১মাস"।

৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:৫১

কামাল১৮ বলেছেন: গুটি সাজাতে ব্যস্ত।খেল হবে পরে।

৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:০৩

আ. স. ম. জিয়াউদ্দিন বলেছেন: সাফল্য গুলো বলেন -

নিজের নামের মামলা তুলে নেওয়া থেকে কোর্ট কাচারীতে নিজের মনমতো লোক বসানো যাতে তার অবৈধ ক্ষমতা দখলকে কেউ চ্যালেন্জ।

বাংলাদেশের মানুষ এখনও নবেলের ঘোরে আছে - পেটে টান পড়লে সেই ঘোর কেটে যাবে -তখন বলবে

আইজ বুঝলিনা বুঝবি কাইল
কপাল থাপড়াবি পাড়বি গাইল

৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:৪১

ইলি বলেছেন: আইজ বুঝলিনা বুঝবি কাইল
কপাল থাপড়াবি পাড়বি গাইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.