![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
‘‘আত্মত্যাগ সব সময় ভালো কিন্তু মাঝে মাঝে বিরক্তিকরও বটে...’’
অনেক দিন ভেবেছি কথাটি, কিন্তু বলা হয়নি কিংবা লিখতে মন চায়নি। আজকে হঠাৎ একটি লেখা দেখে এবং তা পড়ে মনে হলো উত্তরটা পাবলিক প্লেসে দিলে লেখক মন খারাপ করতে পারেন, তাই সামু কর্তৃপক্ষকে নতুন একটি অপশন চালু করা নিয়ে ভাববার অনুরোধ করছি। আশা করছি কর্তৃপক্ষ এরপরে ফেসবুকের মতো ইনবক্স সিস্টেম চালু করবে। যেখানে ব্যক্তিগত কিছু কথাও লিখা যাবে। যার দরুণ লেখক অনেক অনাকাংঙ্কিত সমস্যাগুলো সমাধানে বেশ মনোযোগী হতে পারবেন। এতে করে লেখককে লজ্জা পেতে হবে না।
লেখাটি অনেক আগের কিন্তু লেখক নিয়মিত সাইটে লগইন করেন। তাঁর একটি লেখায় বেশ কয়েকজন বন্ধু মন্তব্য করেছেন, কিন্তু তিনি দুইটি ছাড়া বাকী মন্তব্যগুলোর তেমন কোন প্রতিউত্তর করলেন না কিংবা দিলেন না। তাতে করে পোষ্টে মন্তব্যকারী বন্ধুদের আগ্রহ কমে যাওয়ার আশংকা থাকে। তাছাড়া কোনো বন্ধু যখন একটি মন্তব্য করেন এবং লেখক তার প্রতিত্তর করেন ঠিক তখন দেখা যায় সেই প্রতিত্তরের আরেকটি উত্তর না দিলেই নয় অর্থাৎ একের অধিক রিপ্লে দেয়া যায় না। অথচ সেটা করতে হলে মেইন বক্সে গিয়ে করতে হয়। রিপ্লে সিস্টেমে একের অধিক মন্তব্য প্রকাশ করা যায় কিনা, সেটা ভেবে দেখার অনুরোধ করছি।
কর্তৃপক্ষ যদি আমার কথার সারার্থ বুঝতে সক্ষম হন তবে বিবেচনায় নেয়ার জন্য অনুরোধ থাকলো। আর অনলাইনে থাকা বন্ধুরা যদি আমার কথা বুঝতে পারেন তাহলে সমর্থন যোগাবেন বলে আশা রাখি। আর ভুল বললে শোধরানোর সঠিক ব্যবস্থাও জানিয়ে দেবেন বলে মনে করি। কারণ আমিও লজ্জা পেতে চাই না। হা হা হা। ধন্যবাদ।
২৯ শে মার্চ, ২০১৫ দুপুর ১:০৫
রুপম হাছান বলেছেন: আপনাদের সমর্থন থাকলে, সামু কর্তৃপক্ষের ইচ্ছা না থাকলেও তা দিতে বাধ্য থাকবে। হা হা হা। কারণ লেখকরাই সামু’র একমাত্র ভরষা। তাই লেখকদের ভাল-মন্দ দেখা সামু’র দায়িত্ব বলে মনে করি। হুম!
ধন্যবাদ ভাই গাজী। আপনাদের সমর্থন অন্যদেরকেও অনুপ্রাণীত করবে।
২| ২৯ শে মার্চ, ২০১৫ রাত ১২:৫৫
চাঁদগাজী বলেছেন:
আমার সমর্থন আছে, এটা ভালো ফিচার হবে।
৩| ২৯ শে মার্চ, ২০১৫ রাত ১:০৪
শতদ্রু একটি নদী... বলেছেন: AGREED
২৯ শে মার্চ, ২০১৫ দুপুর ১:১০
রুপম হাছান বলেছেন: ধন্যবাদ নদী, আপনার একাত্ত্বতা ঘোষণা করার জন্য। তাই সবার উদ্দেশ্যে বলছি, দশে মিলে চাইবো আজ, আদায় করবো একটি কাজ! জানি না, আমাদের দাবী-দাবাগুলো নিয়ে কর্তৃপক্ষের কোনো আগ্রহ আছে কিনা, তবে আশা রেখেই বলছি, লেখকদের চাহিদা পূরণে সামু কর্তৃপক্ষ এগিয়ে আসবেন।
©somewhere in net ltd.
১|
২৯ শে মার্চ, ২০১৫ রাত ১২:৫৪
চাঁদগাজী বলেছেন:
আমার সমর্থ আছে, এটা ভালো ফিচার হবে।