![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
‘‘আত্মত্যাগ সব সময় ভালো কিন্তু মাঝে মাঝে বিরক্তিকরও বটে...’’
আমার ধর্মটাও তোমার কাছে জিম্মি হয়ে গেলো
আমি মুসলিম তবু তোমার স্বার্থে নাস্তিক আমায় বলো!
আমি রাজাকারের বিচার চাইলে, বলো আওয়ামীলীগ
আর বিশ্বজিতের গানটা গাইলে, বিএনপি ঠিক ঠিক।
আমার দেশপ্রেম নিয়ে এতো নোংরা খেলা, কেন খেলো
তুমি বাংলাদেশী না পাকিস্থানি, স্পষ্ট করে করে বলো।।
তিরিশ লক্ষ প্রাণ, আর দু লক্ষ সম্ভ্রম
তোমার মন্ত্রী প্রধান পদের চাইতে, তার দাম কি কম!?
কেনো খুনির বিচার চাইলে আমায়, দেশদ্রোহী বলো
আর ভোটের মাঠে ধর্ম নিয়ে, নোংরা খেলা খেলো।।
#প্রীতম_আহমেদ
০৫ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:২২
রুপম হাছান বলেছেন: ধন্যবাদ।
২| ০৫ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:০৯
আবু মুছা আল আজাদ বলেছেন: কবিতায় ইতিহাস
০৬ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:০১
রুপম হাছান বলেছেন: সত্যি তাই। ইতিহাস কবিতার মাধ্যমে খুব ছোট পরিসরে ব্যাপক ব্যাখা নিয়ে হাজির হয়। হয়তো এই কবিতায় দেশের অনেক কিছু উঠে এসেছে।
ধন্যবাদ ভাই আবু মুছা আল আজাদ আপনার সুন্দর মন্তব্যটির জন্য।
৩| ০৬ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:৩৪
ধ্রুবক আলো বলেছেন: হুম, রাজনীতিটাই নোংরা হয়ে গেছে
০৬ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:০৪
রুপম হাছান বলেছেন: একদম সত্যি কথা। যতদিন রাজনীতিবিদদের চিন্তা চেতনায় দেশপ্রেম না আসবে ততদিন সাধারণদের মাঝেও তেমন কোনো প্রতিচ্ছবি ফুটে উঠবেনা। রাজনীতি ভালো হয়ে গেলে দেশও সুন্দর হয়ে যাবে। আর এটাই খাঁটি সত্যি কথা।
ধন্যবাদ ভাই ধ্রুবক আলো, আপনার সুন্দর মন্তব্যটি করার জন্য।
©somewhere in net ltd.
১|
০৫ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:০২
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার হয়েছে।
ভালো থাকুন নিরন্তা। ধন্যবাদ।