![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রধান বিচারপতি অসুস্থ হলে,
তার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হল না কেন?
আইনমন্ত্রী প্রধান বিচাপতির চিঠির বরাত দিয়ে দাবী করে বলেছেন,তিনি ক্যান্সার রোগে আক্রান্ত,যদি তিনি ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে থাকেন, তাহলে কি টেষ্ট করার জন্য তিনি সম্প্রতি আইসিডিডিআরবিতে(হাসপাতাল) এ গেলেন?
প্রধান বিচারপতি অসুস্থ হলে,
রাষ্ট্রপতি কেন তাকে দেখতে গেলেন না? রাষ্ট্রপতি কেন কোন প্রতিনিধি পাঠালেন না?
প্রধান বিচারপতি গুরুতর অসুস্থ হলে,
হাসপাতালে ভর্তি না হয়ে বাসায় বসে আছেন কেন?
প্রধান বিচারপতি গুরুতর অসুস্থ হলে,
অষ্ট্রেলিয়ান এম্বাসিতে কিভাবে গে েলন ?
প্রধান বিচারপতির চিঠিতে ১১ টি বানান ভূল কেন?
তিনি অষ্ট্রেলিয়ান এম্বাসিতে, আইসিডিডিআরবিতে(হাসপাতাল),পূজা করতে পারলে, তিনি কেন সাংবাদিকদের সামনে আসছেন না কিংবা কোন কথা বলছেন না।
শুধুমাত্র সরকার সমর্থিতরা কেন তার বাসায় আসা-যাওয়ার অনুমতি পাচ্ছে, মানবাধিকার কর্মীসহ অন্যরা কেন অনুমতি পাচ্ছে না।
তিনি কোন হাসপাতালে চিকিৎসা নিয়ে নিশ্চিত হলেন যে, ওনার ১ মাস ছুটি দরকার।
২| ১১ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:০৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: গণতন্ত্র হত্যাকারী, অনির্বাচিত, স্বৈরাচারির কাছে প্রশ্ন করেন?????
শুধু বুজে নিতে হয়।
বিচারপতিকে ফাসায় যারা তারাকি ভাবে মহাকাল তাদের এমনি ছেড়ে দেবে???
সাদ্দাম, গাদ্দাফির মতো প্রতাপশালীও দেখেছি ইদুরের মতো ড্রেনের ভেতর গুলি খেয়ে মরেছে।
মানুষ না পারলেও প্রকৃতিতো অসহায় নয়। সে একটা সময় পর্যন্ত ছাড় দেয়- তারপর কাউন্ট ডাউন শুরু হয়ে যায়!
আপাতত: অসহায় আমজনতার প্রকৃতির বিচারের উপরই ভরসা
৩| ১১ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:০৮
প্রশ্নবোধক (?) বলেছেন: উনি শুধু একজন ক্রিড়ানক মাত্র । উনাকে না সরালে গোবরে-চোনায় মাখামাখি হতে পারে ভবিষ্যতে। আশীর্বাদ সবার উপরেই আছে।
৪| ১১ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:২২
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ইহা কোন এক ষোলকলা নাটকেরই কোন এক পর্ব।
৫| ১১ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৫৯
নতুন নকিব বলেছেন:
দিনের পরে রাত রয়েছে, রাত পেরিয়ে দিন।
শীতের প্রকোপ গ্রীষ্ম এসে করে দেয় বিলীন।
©somewhere in net ltd.
১|
১১ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪৬
বারিধারা বলেছেন: "অষ্ট্রেলিয়ান এম্বাসিতে কিভাবে গেলন ?
প্রধান বিচারপতির চিঠিতে ১১ টি বানান ভূল কেন?"
আপনার এত জ্বালা যন্ত্রণা কেন? তার মাথার ওপর মহাপ্রতাপশালী ভারতদেব আছেন, তার জন্য কি ভাল, তা উনিই নিরধারণ করে দেবেন।
দুদক তার দুর্নীতি আর অপকর্ম নিয়ে হাজার পৃষ্ঠার একটি ফাইল অলরেডি বানিয়ে ফেলেছে। বেশি তেরি বেড়ি করলে যে কোন সময় তাকে ফাঁসিয়ে দেবার জন্য তা যথেষ্ট। যুদ্ধাপরাধীদের ফাঁসির রায় দিয়ে যিনি দেশকে কলঙ্কমুক্ত করেছেন, দুর্নীতির দায়ে তার বিচার হলে কি দেশের ইজ্জত থাকত, না মুক্তিযুদ্ধের চেতনার?
তাই ক্যান্সার হোক বা এইডস হোক, চিকিৎসা না করিয়ে এই আপদ দেশের বাইরে পাঠিয়ে দেয়াই সবার জন্য মঙ্গলজনক।