![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গত ১১ অক্টোবর ২০১৭ ইং বেলা ১২.৩৩ মি: পোষ্ট করা আমার লেখাটি হুবহু আবার পোষ্ট করলাম।
প্রধান বিচারপতি অসুস্থ হলে,
তার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হল না কেন?
আইনমন্ত্রী প্রধান বিচাপতির চিঠির বরাত দিয়ে দাবী করে বলেছেন,তিনি ক্যান্সার রোগে আক্রান্ত,যদি তিনি ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে থাকেন, তাহলে কি টেষ্ট করার জন্য তিনি সম্প্রতি আইসিডিডিআরবিতে(হাসপাতাল) এ গেলেন?
প্রধান বিচারপতি অসুস্থ হলে,
রাষ্ট্রপতি কেন তাকে দেখতে গেলেন না? রাষ্ট্রপতি কেন কোন প্রতিনিধি পাঠালেন না?
প্রধান বিচারপতি গুরুতর অসুস্থ হলে,
হাসপাতালে ভর্তি না হয়ে বাসায় বসে আছেন কেন?
প্রধান বিচারপতি গুরুতর অসুস্থ হলে,
অষ্ট্রেলিয়ান এম্বাসিতে কিভাবে গে েলন ?
প্রধান বিচারপতির চিঠিতে ১১ টি বানান ভূল কেন?
তিনি অষ্ট্রেলিয়ান এম্বাসিতে, আইসিডিডিআরবিতে(হাসপাতাল),পূজা করতে পারলে, তিনি কেন সাংবাদিকদের সামনে আসছেন না কিংবা কোন কথা বলছেন না।
শুধুমাত্র সরকার সমর্থিতরা কেন তার বাসায় আসা-যাওয়ার অনুমতি পাচ্ছে, মানবাধিকার কর্মীসহ অন্যরা কেন অনুমতি পাচ্ছে না।
তিনি কোন হাসপাতালে চিকিৎসা নিয়ে নিশ্চিত হলেন যে, ওনার ১ মাস ছুটি দরকার।
এই ছিল গত ১১ অক্টোবরের লেখা।
অবশেষে প্রধান বিচারপতি নিজেই বলেছেন তিনি অসুস্থ নন।
২| ১৪ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:২৮
চাঁদগাজী বলেছেন:
আপনার লেখার কি মিলেছে, কি মিলে নাই, সেটা আপনি বুঝবেন, পাঠকের পক্ষে বুঝা কঠিন! আপনি বুঝাতে চাচ্ছেন যে, উনি অসুস্হ নন, এই তো?
তাতে কার কি আসে যায়?
১৪ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৩৬
গন বলেছেন: সত্যিটা হল তিনি অসুস্থ নন। এটা ছাড়া আর কিছু নয়। কার িক আসে যায়,সেটা আমার বিষয় না। তবে দেশের বর্তমান পরিস্থিতিে অনেক কিছু যায় আসে। আপনার কি বুঝতে কষ্ঠ হচ্ছে? একজন ক্যান্সার রোগী কিভাবে বলেন যে, আমি সুস্থ আছি। ভাই এটাতে কি কিছু যায় আসে না ?
৩| ১৪ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৩০
গন বলেছেন: ভাই আপনি সঠিক বলেছেন যে, তিনি সাংবাদিকদের সাথে কথা বলেছেন আর সেটা সম্ভব হল গতকাল। কিন্তু আমার লেখাটি ছিল ১১ অক্টোবরের। তখন সাংবাদিকদের সাথে তিনি কথা বলতে পারেননি। সাংবাকিদরে সাথে কথা বলতে পেরেছেন বলেই আসল সত্যি বের হয়ে গেল আর তা হল মাননীয় বিচাপতি অসুস্থ নন। আশা করি বুঝেছেন।
৪| ১৪ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৩৪
চাঁদগাজী বলেছেন:
উনাকে নিযুক্তি দিয়েছেন প্রাইম মিনিস্টাের; প্রাইম মিনিস্টার দেশ চালচ্ছেন, উনার নিজস্ব এজেন্ডা আছে; বিচারপতির এজেন্ডা পুরণের জন্য উনি প্রাইম মিনিস্টার হননি; প্রাইম মিনিস্টারের এজেন্ডা যিনি পুরণ করবেন, তিনি সেই রকম বিচারপতি নিযুক্ত করবেন, এটা কি কঠিন বিষয়?
৫| ১৪ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৪৮
চাঁদগাজী বলেছেন:
"আপনার কি বুঝতে কষ্ঠ হচ্ছে? একজন ক্যান্সার রোগী কিভাবে বলেন যে, আমি সুস্থ আছি। ভাই এটাতে কি কিছু যায় আসে না ? "
-ক্যান্সার হলে পরেরদিন থেকে মানুষ পুরোপুরি যে অচল হয়ে যাবে, তা সঠিক নয়; অনেক ক্যান্সারে মানুষ ৫/১০ বছরও বেঁচে থাকে। উনার কি ক্যান্সার, কি অবস্হায় আছে, উনি তো আপনাকে বা জাতিকে জানাননি; আপনি অকারণে বেশী চীৎকার দিচ্ছেন, মনে হয়!
১৪ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:১৭
গন বলেছেন: আপনি অকারণে বেশী চীৎকার দিচ্ছেন, মনে হয়! "
এটা কেমন কথা ভাই। ভাই অাপনি আমার বক্তব্যটা বুঝতে পারেন নি। আপনি কেনইবা আমার বক্তব্যটা মেনে নিতে পারছেন না? আপনার ব্যখ্যা গুলো আমি ভালো ভাবেই নিচ্ছি। চীৎকার মনে করি না। কেউ (সকল ব্লগার) এখানে চিৎকার দি্চেছ না । এমন কি আপনিও তা করছেন না। কারন আমরা ব্লগাররা সচেতন। বিবেকের তারনায় আমরা অনেক কিছু এখানে ব্যক্ত করি। সাধারন ব্লগারদের অন্য কোন উদ্দেশ্য নিয়ে লিখেন না। বা কারো দ্বারা অদিষ্ট হয়েও কিছু লিখেন না। ধন্যবাদ আপনাকে ।
৬| ১৪ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৪৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রমানীত হল সরকার মিথ্যাবাদী!
আইনমন্ত্রী মিথ্যাবাদী!
এবং তারা বিচার বিভাগ তাদের স্বার্থের সামান্য প্রতিকুলে গেলে, যদিও তা সত্যের পক্ষে ; তারা আজ এই স্বৈরাচারীতা করল বিচার বিভাগের সাথে!
ইতিহাসে কলংকিত হয়েই থাকবে এই কর্ম।
সম-সমায়িকতাকে অস্ত্র, গুম, খুনের ভয়ে জয় করা গেলেও ইতিহাস কাউকে ক্ষমা করে না।
বিচার বিভাগের উপর হস্তক্ষেপ বন্ধ হোক।
৭| ১৪ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:০৬
নিরাপদ দেশ চাই বলেছেন: কথার এত মার প্যাচের কেন দরকার পড়ছে বুঝতে পারছি নয়া। একটি অবৈধ নির্বাচন, অবৈধ সরকারের বিরুদ্ধে অবস্থান নেয়ায় দেশের প্ররধান বিচারপতিকে দেশ থেকে বিতারন করা হচ্ছে। একনায়ক , স্বৈরাচারী অবৈধ সরকার সেটা করছে।
৮| ১৪ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:২২
রাসেল উদ্দীন বলেছেন: এখানে যে রাজনৈতিক দুভিসন্ধি রয়েছে, তা জনগণের কাছে স্পষ্ট।
©somewhere in net ltd.
১|
১৪ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:২১
জীবন সাগর বলেছেন: তিনি সাংবাদিকদের সাথে কথা বলেছেন ভাই
তার বাসায় সবারই সরব যাওয়া আসা ছিল,
আপনি bdnews24 এর গতকালের সংবাদ একবার দেখে আসবেন যদি সময় হয়