![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঢা.বি শিক্ষক রুবাইদ ফেরদৌস এর উপস্থাপনায় আওয়ামী লীগ নেতা জনাব স. ম রেজাউল করিম এবং বিএনপি নেতা তৈমুর আলমের উপস্থিতিতে গতকাল একটি প্রাইভেট টিভি চ্যানেলে টক শো দেখছিলাম । ঐ টক শোতে জনাব রেজাউল সাবেকে উ্দ্দেশ্য করে পর পর দুইজন দর্শক একটি জনপ্রিয় প্রশ্ন করছিলেন। তিনি ঐ প্রশ্নের কোন উত্তর না দিয়ে বার বার এড়িয়ে যাচ্ছিলেন। প্রশ্নটি ছিল- আমরা জনগন কি এতই বোকা যে, আমরা কিছু্- ই বুঝি না। প্রধান বিচারপতিকে ছুটিতে পাঠালেন। এর পিছনে আসলে আপনাদের কি উদ্দেশ্য ছিল।প্রধান বিচারপতির বিরুদ্ধে এখন কেন দূর্নীতির অভিযোগ তোলা হল? তা কি আমরা বুঝি না?
এখনকার সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ন প্রশ্ন এটি। দেশের জনগনকে আপনারা এত বোকা ভাবেন কেন? আমরা কি আপনাদের এসব কর্মকান্ড বুঝি না?
স্বাধীনতার পর কোন সরকারই পর পর দুই বার ক্ষমতায় আসে নাই,যতই উন্নয়ন করুক ঐ সরকার । জনগন কি বুঝে না?
(১) কেন আপনারা তত্বাবধায়ক সরকার চান না?
(২) কেন খালেদা জিয়াকে প্রতি ৭ দিন অন্তর কোর্টে যেতে হয়।
(৩) কেন শেখ হাসিনা দূর্নীতির মামলা বাতিল হয়?
জনগন বিএনপির সাথে নাই,আওয়ামী লীগ সব সময় বলে আসছে। জনগন কি বুঝে না?/su]
(১) কেন বিএনপিকে সুষ্ঠু রাজনীতি করতে দেন না?
(২) বিএনপির নেতা-কর্মীদের নামে কেন হাজার হাজার মামলা দিচ্ছেন? গ্রেফতার করছেন কেন?
(৩) কেন খালেদার গাড়ি বহরে হামলা করেছেন? কেন তাকে বালুর ট্রাক দিয়ে আটকিয়ে রাখার প্রয়োজন হয়?
মামলা না দিয়ে সঠিকভাবে সভা-সমাবেশ করতে দেন তখন বুঝা যাবে আপনাদের কথা সঠিক কিনা?
শেখ হাসিনার অধীনে ইলেকশন করতে চান? জনগন কি বুঝে না?
(১) তিনি নিরপেক্ষ হলে সংবাধিানিক ধারাবাহিকতার কথা বলে কেন তিনি বিনা ভোটে পাঁচ বছর ক্ষমতায় থেকে গেলেন?
(২) কেন প্রধানমন্ত্রীকে রেখে ওনারা ইলেকশন করতে চান?
এরশাদ একজন বিশ্ববিখ্যাত দূর্নীতিবাজ। জনগন কি বুঝে না?
(১) কেন তাকে এখনও জেলে যেতে হয় না।
সিনহা বাবু এবং জামায়াত এখন তাদের দলীয় স্বার্থের বিরুদ্ধে। জনগন কি বুঝে না?
(১) এখন কেন সিনহাকে দেশ ছাড়তে হল? কেন এখন দূনীতির অভিযোগ তোলা হল?
(২) ক্ষমতায় যেতে জামায়াতকে সাথে নিয়ে ১৭৩ দিন হরতাল করেছিলেন কেন? এখন ?? ??
আবারও বলতে চাই- জনপ্রিয় সে ই উক্তি --
জনগন কি কিছু-ই বুঝে না?
১৮ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৯
গন বলেছেন: সহমত ।
২| ১৮ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৯
আবু তালেব শেখ বলেছেন: এর উঃ দেওয়ার ক্ষমতা বর্তমান ক্ষমতাসীন দলের নাই
১৮ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:০২
গন বলেছেন: কিন্তু কত দিন উত্তর না দিয়ে থাকতে পারবে?
৩| ১৮ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:০৯
আবু তালেব শেখ বলেছেন: এই পাচ বছর তো ছিল।
কই কোন সমস্যায় পড়েনি তো?
তাহলে সামনেও পারবে।
আমরা চেয়ে চেয়ে দেখা ছাড়া কিছুই
করার থাকবেনা
৪| ১৮ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:১৫
লেখা পাগলা বলেছেন: জনগণ বলে এদেশে কোন শব্দ আছে তা আমার জানা নাই। তাছাড়া বিএনপির মত দল কখনই ক্ষমতায় আর আসতে
পারে কিনা সন্দেহ আছে।
৫| ১৮ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৭
খাঁজা বাবা বলেছেন: জনগন টয়লেটে বন্দী
©somewhere in net ltd.
১|
১৮ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৫
নতুন বলেছেন: জনগন তো বোকাই... আর দেশে তো জনগন খবই কম... দলের নেতা/সমথ`কই বেশি....
খুব কম লোকই আছে যারা হাসিনা/খালেদাকে বলতে পারবে যে আপনি আমাদের জন্য কাজ না করলে আপনাকে ভোট দেবো না।
নেতাদের কথায় তারা ভোট কেন্দ্রে অন্যদের ভোট দিয়ে আসে...।