![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খবরের সুত্র মতে,বিএনপি নেতা আমির খসরু মাহমুদ সাহেব গ্রেফতার করেছে। কেন গ্রফতার করা হয়েছে? গ্রেফতার করা হয়েছে, ছাত্রদেও নিরাপদ সড়ক আন্দোলনে ঐনি নাকি উসকানি দিয়েছে! অথচ কিসের উসকানি,তা জাতি হিসেবে আমাদের জানার ও বুঝার অধিকার আছে। জজ সাহেব (!) কি এইটা খেয়াল করেননি,যে জনাব খসরু যে কাজটা করেছেন সেটা তো বর্তমান সরকারের মন্ত্রীরা সমর্থন করেছেন। অর্থ্যাৎ নিরাপদ সড়ক আন্দোলন বর্তমান সরকারের মন্ত্রী শাহজাহান খান ছাড়া সবাই সমথর্ন করেছেন,সুতারাং সরকার সমর্থিত কাজে কাউকে অংশগ্রহন করতে বলা, এটা অপরাধ হবে কেন?
২| ২২ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫১
চাঁদগাজী বলেছেন:
রাজনীতিবিদ হিসেবে, দেশের জন্য আমির খসরুর কি অবদান আছে? এরা দলে থেকে ব্যবসা বাণিজ্যের সুযোগ নিয়ে নিজে ধনী হয়েছে; ওর মতো লোক আওয়ামী লীগেও আছে, ২ দলের একই ধরণের লোকদের মাঝে সম্পদের দখল নিয়ে প্রতিযোগীতা হচ্ছে
৩| ২২ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:০২
রাজীব নুর বলেছেন: সরকার যা চায় তাই হবে।
সরকারের ইচ্ছার বিরুদ্ধে গেলে- তার ফল শুভ হয় না।
©somewhere in net ltd.
১|
২২ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮
জুনায়েদ বি রাহমান বলেছেন: সরকার ধরে নিয়েছে উনার উদ্দেশ্য খারাপ ছিলো।
আবার এই সরকারের গুরুত্বপূর্ণ লোকই বলে, বিরোধী দল তাদের চাপে ফেলতে পারতেছে না! আমি বুঝি না, চাপ'টা কি? বিরোধীদল কিভাবে চাপে ফেলবে?
বিদেশে গেলে দেশের বিরোদ্ধে ষড়যন্ত্র! হরতাল, অবরোধ,প্রতিবাদ করলে অরাজকতা; দেশদ্রোহী। আজব!