![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাংবাদিক মাসুদা ভাট্টি নামক এক মহিলার মামলায় গ্রেফতার হলেন আর্ন্তজাতিক খ্যতিসম্পন্ন আইনজীবি ব্যরিষ্টার মইনুল হোসেন। এটা ছিল ৭১ টিভি প্রযোজিত ড্রামা। ব্যরিষ্ট্রার মইনুল একজন প্রতিবাদী মানুষ। এইটা ৭১ টিভি কর্তৃপক্ষ ভাল করেই জানতেন। ৭১ টিভি সরকারের বিপক্ষের লোকদের কিভাবে তথাকথিত প্রশ্ন করার নামে নাজেহাল করে, তা কারো অজানা নয়।ব্যরিষ্ট্রার মইনুল সম্পর্কে জানার পরও মাসুদা ভাট্রি নামক মহিলাকে দিয়ে প্রশ্ন করার নামে ক্ষেপিয়ে দিল। এমন একটা প্রশ্ন করা হল যেটা কিনা আওয়ামী লীগও এখন পর্যন্ত করে নাই। জামায়াতের এজেণ্ট বলার পর যখন ব্যরিষ্ট্রার মইনুল ক্ষেপে গেলেন,তখন ঐ মহিলার প্রতি কি উনার ক্ষোভ প্রকাশ করে বক্তব্য দেওয়া খুবই স্বাভাবিক ব্যাপার ছিল না? সেই ৭১ টিভি বিষয়টাকে রাজনীতিক রূপ দেয়। স্কলে বার বার ব্যারিষ্টার মইনুলের বিরুদ্ধে নিউজ প্রকাশ করতে থাকে। সুতারং এই চিহিÍত টিভিকে বয়কট করা-ই উত্তম। একপেশে নীল সাংবাদিকতার উৎকৃষ্ট উদাহরন হল এই চ্যানেলটি। সকল দর্শক এবং টকশো তে অংশগ্রহন কারীদের এই টিভি চ্যানেল বর্জন করা উচিত। সন্মানিত ব্যক্তিদের চরিত্র এবং মান সন্মান হানি করার জন্য এই টিভির বিরুদ্ধে ভবিষ্যতে ব্যবস্থা নেওয়া হবে বলে আমরা সাধারন মানুষ মনে করি।
২| ২৩ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৪৬
সাইন বোর্ড বলেছেন: অামার তো মনে হয় এটা উদ্দেশ্য প্রনোদিত ।
৩| ২৩ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩৭
শকুন দৃিষ্ট বলেছেন: সাংবাদিক সমাজের একটা বিরাট অংশ আজ পথ হারিয়েছে, অল্প কিছু উপঢৌকনে তারা নীতি, আদর্শ, দেশপ্রেম বিসর্জন দিয়ে বিক্রি হয়ে গেছে। নাহ'লে এমন উস্কানিমূলক প্রশ্নই বা কেন আর কার বিরুদ্ধে এই ধরনের প্রশ্ন? ২০ কুটি টাকার রিটার্ণ দিতেই এই ধরনের চুলকানিমূলক প্রশ্ন? চ্যাতনা ব্যবসায়ীদের ভুলে গেলে চলবে না এই মইনুল হোসেন গংদেের কারনেই ভাগ্যচক্রে আজ তারা ব্যবসাটা করতে পারছে।
মইনুল সাহেবের উচিৎ বিষয়টা দ্রুত নিস্পত্তি করা।
সরকারের ইস্যু দরকার। কারন, নির্বাচন কালীন এই সময়টা আজাইরা ইস্যু দিয়ে জাতিকে বিভক্ত করে ব্যাস্ত রাখা একটা অপকৌশল মাত্র।
একজন মইনুল হোসেনের মত সৎ, নির্ভিক, বজ্রকন্ঠি দেশপ্রেমিকের আজ বড়ই প্রয়োজন এই অভাগা ভুখন্ডের দুর্ভাগা জাতির জন্য।
৪| ২৩ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০৪
নীল আকাশ বলেছেন: এই বেজন্ম টিভি চ্যানেল টা রিমোট দিয়ে সিলেকশন থেকেই বাদ দিয়ে দিয়েছি। এটা বিটিভির চেয়েও জঘন্য।
৫| ২৩ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১০
রাজীব নুর বলেছেন: ৩নং মন্তব্যকারী আমার মনের কথা বলেছেন।
৬| ২৩ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪২
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: পাকিদের বউ এখন বাংলার শুভ চিন্তক হয়ে গেলো। এতো শিয়ালের মনে মুরগির বাচ্চার জন্য পিরিতি।
ভারতের দালাল ও কম নাই দেশে। শুধু নাম বললে চাকরি থাকবেনা
৭| ২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:২৭
জগতারন বলেছেন:
মইনুল হোসেন সৎ, নির্ভিক, বজ্রকন্ঠি দেশপ্রেমিকে ?
আমি বিশ্বাস করি না।
৮| ২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৫৭
শকুন দৃিষ্ট বলেছেন: @জগতারনঃ বাংলাদেশের ৫% (বা তারও কম) সুবিধাভোগী জনগণই একমাত্র আপনার মত করে ভাবে।
হুমম্!! আসলেই ভাই! বিষয়টা হচ্ছে কে কাকে সার্টিফিকেট দিচ্ছে। যেমন, আইন/পুলিশের চোখে চোর-বাটপার, লুন্ঠক, হাজার কোটি টাকা পাচার-কারীরা অসৎ তেমনি ভাইস-ভারসা।
শালার দুঃখ লাগে আজ চ্যাতনা ব্যবসায়ীদের কাছ থেকে আমাদের সততার সনদ নিতে হচ্ছে!!!
৯| ২৪ শে অক্টোবর, ২০১৮ রাত ৩:৩৫
জগতারন বলেছেন:
@শকুন দৃিষ্ট; ভাই আমি সুবিধাভোগী না। আমি বিদেশে থাকি, কঠিন কর্ম করে অর্থ উপার্জন করি।
শুধু ভালো লাগে না বর্ণচোরাদের।
©somewhere in net ltd.
১|
২৩ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৩২
বাকপ্রবাস বলেছেন: কথাটাই গতকাল একজনকে বলছিলাম, ওখানে যায় কেন? ওরাতো ওটাই করছে, একজনকে ডেকে এনে প্রশ্ন করে তিনজন, উপস্থাপিকার সাথে বাকী দুইজন বক্তা থাকলে তারাও প্রশ্ন করা শুরু করে, ঠিক যেন আসামী কাঠগড়ায় আর বিচারক প্যানেল প্রশ্ন করে যাচাই করছে জামিন দেয়া যাবে কিনা। ওখানে গিয়ে প্রশ্নের উত্তর দেবারই বা কী প্রয়োজন।