![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা বলি। বিবেকের কাছে স্বচ্ছ থেকে পথ চলি।
সরকারি চাকুরীতে সংখ্যানুপাতে হিন্দুদের চাকুরী বেশি- এই অভিযোগটি অনেকেই করে- তবে জানিনা কদ্দুর সত্যি।
যদি তেমনটি হয়েও থাকে- তার যথার্থ এবং যৌক্তিক কারণ নিশ্চয়ই আছে।
আর কারণগুলোর মধ্যে নিশ্চয়ই এটি অন্যতম হবে যে, যে- হিন্দুরা প্রতিনিয়ত নির্যাতন, লাঞ্ছনা, হত্যা ধর্ষণ আর উৎখাতকে উপেক্ষা করেও জন্মভূমি-পিতৃভূমি-মাতৃভূমি ছেড়ে যাচ্ছে না - শুধুমাত্র দেশকে ভালোবাসে বলেই- তারা আর যাই হোক এ মাটির সাথে দেশদ্রোহিতা করবে না।
এটা কি এইসব চাকুরীতে সর্বাগ্রে বিবেচ্য হওয়া উচিত নয়- অতি অবশ্যই উচিত এবং সকল চাকুরীর ক্ষেত্রে বিবেচিত হাওয়া উচিৎ।
[ছবি: নির্যাতিত দুজন সংখ্যালঘু]
২| ২৬ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৩২
সাদা মনের মানুষ বলেছেন: নির্যাতিত দুজন সংখ্যালঘু........সংখ্যালঘু শব্দটিকে আমি ঘৃণা করি, এখানে বাঙালী, বাংলাদেশী কিংবা 'মানুষ' এই শব্দগুলিই প্রয়োগ হওয়া উচিৎ
৩| ২৬ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৩৬
চাঁদগাজী বলেছেন:
বাংলার সব মানুষকে পড়ানোর ও চাকুরী দেয়ার জন্য টাকা ও সম্পদ জাতির কাছে আছে; পদ্মার টাকা ছিলো না, এখন দেখা যাচ্ছে আছে; গৃহহীনদের জন্য টাকা আছে, বুঝা যাচ্ছে; চাকুরী সৃস্টির টাকাও আছে, শেখ হাসিনা যদি অনুধাবন করেন।
৪| ২৬ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৪৫
তপোবণ বলেছেন: শেখ হাসিনার হাতে যে সামান্য সময় আছে কে বলেছে আপনাকে। ওনার হাতে এখন তখন এবং পবে অনেক সময়। বিশেষ করে নির্বাচন নির্বাচন খেলার মাধ্যমে উনি আর বিরোধীদলকে মসনদে বসেতে দিবেন না। সুতরাং ধরেই নিতে পারেন দেশ এখন আর কারোই হাতে নেই। আমরা ধরে নিতে পারি বেসুমার সময় এখন তার হাতে। এবং দেশকে দ্বিধা বিভক্ত, দুই ভাগে ভাগ, বা তিন ভাগে ভাগ সবই তিনি অত্যন্ত নিষ্ঠার সাথে করেছেন। ভবিষ্যতে দেশ কেমন চলবে আজকের সকাল দেখেই তা বুঝা যায়।
৫| ২৬ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৪:০২
শ্রাবণধারা বলেছেন: এই ব্লগে দেখেছি সংখ্যা লঘুদের নির্যাতন বা সমস্যা বিষয়ক পোস্ট এলে একদল এসে বলতে শুরু করে ভারতের মুসলমানদের চেয়ে বাংলাদেশের হিন্দুরা অনেক ভাল আছে ।
কিছুদিন আগে এক বলগার আফা কানাডা কেন যাবেন এই বিষয়ে একটা পোস্ট দিয়েছিলেন - ওখানে অত্যন্ত কদর্য ভাষায় একটা পয়েন্ট ছিল - আপনার নামের শেষে যদি ব্যানার্জী, চ্যাটার্জী না থাকে তাহলে কানাডায় আসুন - ফেরেস আপেল খাইতে পারবেন ।
তথাকথিত শিক্ষিতদের (আসলে এরা শিক্ষিত নয়) মানসিকতা যদি এই হয়, তাহলে ভেবে দেখুন জামাতী মনষ্কতা কি ভয়াবহ হতে পারে ।
৬| ২৬ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৪:১৩
বুন ওল-বাঘা তেতু বলেছেন: প্রথম ছবির পূজাকে নিয়ে লিখব লিখব করছি বেশ কয়েকদিন থেকে কিন্তু সময়ের অভাবে পারছিনা। যাই হোক পূজার ঘটনাটা আমার গ্রামের । বিশাল একটি গ্রামের মধ্যে মাত্র ৮-১০ টি হিন্দু বাড়ী। কিন্তু তাদের সুখ-দুঃখে সব সময় আমরা (মুসলমানরা) পাশে থাকি। যখন গ্রামে যাই দেখা হলেই কুশল বিনিময় করি। পূজা ধর্ষন এমন একটি মর্মান্তিক দুঃখ জনক ঘটনা যা আমি সহ আমার পূরা এলাকাকে কাঁদিয়েছে। ধর্ষক সাইফুল জন্মসূত্রে মুসলমান। তার বাড়ী পূজার বাড়ীর ঠিক পাশেই। পূজা ধর্ষিত হ্ওয়ার পর থেকে অদ্যবধি যাবতীয় তদারকি করছি আমরা (মুসলমানরা)। সুতরাং সাম্প্রদায়িক এই ব্লগ পোষ্ট আমাকে আহত করল। তবে যদি ধর্মীয় কারণে কাউকে নির্যাতন করা হয় তখন ভিন্ন কথা
হিসেব করলে দেখা যাবে অনেক মুসলিম মেয়ে (যারা সংখ্যায় হিন্দুর চেয়ে অনেক বেশি ) প্রায়ই নির্যাতনের স্বীকার হচ্ছে। তখনকি এভাবে পোষ্ট দেওয়া হয়??? সব কিছুকেই সাম্পদায়িকভাবে নিলে সাম্পদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে। বিষয়টি বিবেচনায় নিলে হয়ত ভালো হয়..........।
৭| ২৬ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৫:১২
নির্ঝরের_স্বপ্ন বলেছেন: আপনার এই ফরমুলা কি পেয়ারের মোদি সরকার তাদের দেশের ক্ষেত্রে এ্যাপ্লাই করে?
মীর জাফর একজনই - কিন্তু জগত শেঠ, মানিক চাঁদ, উমিচাঁদ, রাজবল্লভ, রায়দুরলভ - এরা কতজন?
৮| ২৬ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৩৭
আমি মফিজ বলেছেন: জনাব আপনার এই পোস্টের মাধ্যমে মূলত আপনার নিজস্ব সুবিধা এবং দৃষ্টি কোন থেকে একচ্ছত্রভাবে তুলে ধরেছেন। যা অন্যকে সাম্প্রদায়িক বিভক্তে উৎসাহিত করতে পারে। আমার বিস্বাস ৭১ এর পর এদেশ থেকে সাম্প্রদায়িক সমাজ ব্যবস্থা বিলিন হতে শুরু করেছে। এখনো কিছুটা প্রতিফলিত হলেও ভবিষ্যতে সাম্প্রদায়িক সমাজ ব্যাবস্থার চিত্র খুজতে হয়তো পাঠ্যবই পড়তে হবে। সুতরাং ২/১টা বিচ্ছিন্ন ঘটনাকে সাম্প্রদায়িক দৃষ্টিকোন তুলে ধরা মোটেও যুক্তিসঙ্গত নয়।
আর চাকুরীর ক্ষেত্রে নিজেদের সংখ্যালঘু, ধর্মীয় ভাবে উপস্থাপন না করে অসাম্প্রদায়িকভাবে অন্যকে উৎসাহিত করুন। এভাবে তুলে ধরলে নিজেকেও সাম্প্রদায়িক সাম্প্রদায়িক মনে হয়। ছোট এই স্বাধীন বাংলাদেশটাকে সাম্রদায়িক/সংখ্যালঘু বা ধর্মীয় দোহাই থেকে মুক্তি দিন।
৯| ২৬ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৪৬
পিলিয়ার বলেছেন: ধর্ষক এর আবার ধর্ম আসে নাকি ??? এই তুকু শিশু কে ধর্ষণ করলো তার ধো ন আগুন দিয়া জালাএ দিতে পারলে বরও শান্তি পাইতাম
১০| ২৬ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: সমস্যাটা মানসিকতারই।
দুজন খুব সিলি ব্যাপারে ঝগড়া লগেছে. যদি মুসলমি ভার্সেস মুসলিম হয় কেবলই ঝগড়া!
দুজন খুব সিলি ব্যাপারে মারামারি লগেছে. যদি মুসলমি ভার্সেস মুসলিম হয় কেবলই মারামারি!
দুজন জমির ব্যাপারে খুন হেয়েছে, যদি মুসলমি ভার্সেস মুসলিম হয় কেবলই খুন!
একজন ধর্ষিত হয়েছে. যদি মুসলমি ভার্সেস মুসলিম হয় কেবলই ধর্ষন!
কিন্তু কোনক্রমে কোনটাতে একজন যদি হিন্দু হয় এবং অতি স্বাভাবিক কোন হিংসা, ঝগড়া বা ব্যত্তিত্বের দনএন্দর কারণ্ওে হয়- ইষ্যু হয়ে যায় সাম্প্রাদায়িক!!!!!!!!!!!!
আপনি নিজেই একজন সাম্প্রদায়িকত লোক। আপনার শিরোনামই তা স্পষ্ট করে।
১১| ২৬ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৯
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: বাংলাদেশ যদি বাংলাদেশী বিবেচনায় হয়ে থাকে তবে এখানে সংখ্যালঘু আসে কোথা থেকে? যে কোন শিশুর সাথে এমন আচরন এক কথায় জঘন্য। এর নিন্দা করারমতো যোগ্য ভাষা খুঁজে পাচ্ছিনা। অপরাধীর শাস্তি দ্রুত নিশ্চিত করা হউক। তাহলে সরকার অনেক সাদুবাদ পাবে।
১২| ২৬ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:০৩
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: মুসলমানরা বড় বড় শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলে বেশী হারে হিন্দু সহ সকলের চাকুরীর ব্যবস্থা করুক। চাকুরী করার চেয়ে দেওয়া বরং ভালো। মুসলমানরা বেশী হারে মানব মঙ্গলে কাজ করুক, এ কমনা করছি।
১৩| ২৬ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:০৮
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: গৌতম বাবু নিজেকে হিন্দু নয় বরং বাংলাদেশী ভাবুন। শিশুটি বাংলাদেশী তার সাথে আমরা সবাই আছি।
১৪| ২৬ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:১৯
আহেমদ ইউসুফ বলেছেন: আমার মনের কথাগুলো আগেই জনাব নির্ঝরের স্বপ্ন বলে ফেলেছেন। পলাশী পরবর্তী দুইশ বছর ব্রিটিশের শাসন দীর্ঘায়িত হওয়ার পেছনে কাদের কতটুকু কি ধরনের ভূমিকা তার ইতিহাস এখনও মুছে যায় নি।
১৫| ২৬ শে অক্টোবর, ২০১৬ রাত ১১:১৭
কালীদাস বলেছেন: নিজেকে একজন হিন্দু ধর্মাবলম্বী মনে করার আগে একজন বাংলাদেশি মনে করা শিখুন, তাহলেই এরকম বর্ণবাদী পোস্ট আর আসবে না আপনার কিবোর্ডে।
১৬| ২৬ শে অক্টোবর, ২০১৬ রাত ১১:২১
কালীদাস বলেছেন: নিজেকে একজন হিন্দু ধর্মাবলম্বী মনে করার আগে একজন বাংলাদেশি মনে করা শিখুন, তাহলেই এরকম বর্ণবাদী পোস্ট আর আসবে না আপনার কিবোর্ডে।
১৭| ২৭ শে অক্টোবর, ২০১৬ রাত ৩:৫০
nilkabba বলেছেন: ভাই আপনি কোন সম্প্রদায়ের লোকদের দেশপ্রেমিক বলছেন? যারা বাংলাদেশ আর ভারতের
খেণা হলে ভারতকে সাপোর্ট করে এদেকে আপনি কোন প্যারামিটারে দেশপ্রেমিক বলে সংঙ্গায়িত করবেন।
যাদের সিংহভাগ লোক একটাই মনবাসনা থাকে কবে ভারত যাব? তারা দেশ প্রেমিক।
আপনি একটা নির্যাতনের কথা বললেন।ভারতে এর চেয়ে অনেক বেশী নির্যাতিত মুসলমানরা।একজন
মুসলমান গরুর মাংস খেতে পারবেনা এটা কেমন ভালবাসা,, , ভারতে বাংলাদেশের মোট জনসংখ্যার
চেয়ে বেশী মুসলিম বাস করে।আপনি কি এমন একজন মুসলমানকে দেখাতে পারবেন তারা বাংলাদেশে
বাড়ী বানাচ্ছে।অথচ বাংলাদেশের অধিকাংশ সনাতন ধর্মাবলম্বীরা ভারতে জমি কিনে রাখে।
সত্যিই একেই বোধকরি দেশপ্রেম বলে।
১৮| ২৭ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৫০
জিল্লুর রহমান রিফাত বলেছেন: ধর্ষক যেই হোক দৃষ্টান্ত মূলক শাস্তি চাই।
আর গৌতম বাবু আপনি নিজেই এক জন বড় মাপের সাম্প্রদিক আপনি শাস্তির দাবি না করে।
সাম্প্রদায়িক সাম্প্রদায়িক বলে গলা ফাটাচ্ছেন কেন?
আপনার কি উদ্দেশ্য?
ধর্ষক যেই সম্পদায় এর হোক না কেন এর শাস্তি কামনা করা উচিৎ ছিল।
তা না করে আপনি সাম্প্রদায় নিয়ে পড়ে আছেন।
আপনার মত লোকদের জন্যই সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধে।
©somewhere in net ltd.
১|
২৬ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৩:২৮
পবন সরকার বলেছেন: দুখের কথা কি বলব -- - -