| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |

ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত ২টো বেজে ১০ মিনিট। এই ডিসেম্বরের শীতে, লেপের নিচে দিব্যি নাক ডেকে ঘুমানোর কথা, তাই না?
কিন্তু আপনি জেগে আছেন। আর সত্যি বলতে... আমিও।
কেন জেগে আছেন? হয়তো টেনশন, হয়তো ফিউচার নিয়ে কোনো দুশ্চিন্তা, কিংবা নিছকই অভ্যাসবশত ফোনের স্ক্রিনে আঙুল ঘষে যাচ্ছেন। আমরা সবাই আসলে এক নৌকার যাত্রী। ফেসবুকে বা ইন্সটাগ্রামে অন্যের "পারফেক্ট লাইফ" দেখতে দেখতে আমাদের নিজেদের জীবনটা কেমন যেন পানসে লাগে। মনে হয়, "সবাই এগিয়ে গেল, আমিই কি শুধু আটকে আছি?"
বিশ্বাস করুন, এই ফিলিংসটা শুধু আপনার না।
মাঝে মাঝে আমার মনে হয় আমাদের মস্তিষ্কটা একটা গুগল ক্রোম ব্রাউজারের মতো। হাজারটা ট্যাব খোলা। কোনোটায় অফিসের কাজের প্রেসার, কোনোটায় রিলেশনশিপের ঝামেলা, আবার কোনোটায় ব্যাকগ্রাউন্ডে একটা দুঃখের গান বাজছে... কিন্তু আমরা বুঝতেই পারছি না শব্দটা কোন ট্যাব থেকে আসছে!
বিরক্তিকর, তাই না?
তবে একটা কথা বলি? এই গভীর রাতের কিন্তু একটা আলাদা ম্যজিক আছে।
একটু জানলার কাছে গিয়ে দাঁড়ান (অবশ্যই চাদর গায়ে দিয়ে, বাইরে বেশ ঠান্ডা!)। শুনুন তো... কোনো শব্দ পাচ্ছেন? হয়তো দূরে কোনো একটা কুকুরের ডাক, কিংবা ট্রেনের হুইসেল। বাকি সব চুপ। এই যে নিস্তব্ধতা... এটা কিন্তু দিনের বেলা কোটি টাকা দিয়েও পাবেন না।
আমরা সারাটা দিন দৌড়াতে থাকি। ডেডলাইন, ট্রাফিক জ্যাম, বসের ঝাড়ি, সংসারের কাজ। নিজের সাথে কথা বলার সময় কই? এই রাত দুটো বা তিনটের সময়টাই হয়তো একমাত্র সময় যখন আপনি বা আমি—আমাদের মুখোশগুলো খুলে রাখতে পারি।
তাই এখন যদি ঘুম না-ও আসে, জোর করবেন না। নিজেকে দোষ দেবেন না।
বরং এই শান্ত সময়টাকে একটু উপভোগ করুন। ফোনটা ৫ মিনিটের জন্য উপুড় করে রাখুন। এক গ্লাস পানি খান। লম্বা একটা শ্বাস নিন। ভাবুন তো, শেষ কবে আপনি কোনো কারণ ছাড়াই আকাশ দেখেছেন? বা শেষ কবে নিজেকে বলেছেন, "যা হচ্ছে, ভালোর জন্যই হচ্ছে"?
জীবনটা তো আর ১০০ মিটারের দৌড় না যে এখনই ফিনিশ লাইনে পৌঁছাতে হবে। মাঝে মাঝে একটু থমকে দাঁড়ানো, একটু জিরিয়ে নেওয়া... এটা কোনো অপরাধ না। এটা দরকার।
আজ রাতটা না হয় নিজের জন্যই থাক। চিন্তাগুলো আসুক, আবার চলে যাক। আপনি শুধু দর্শক হয়ে থাকুন।
ঘুমানোর চেষ্টা করুন, কিন্তু প্রেশার নিয়ে না। কালকের সূর্যটা কিন্তু আপনার জন্য নতুন সুযোগ নিয়েই উঠবে।
শুভ রাত্রি (বা সুপ্রভাত!)।
©somewhere in net ltd.
১|
০৫ ই ডিসেম্বর, ২০২৫ ভোর ৪:২২
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কেন জেগে আছেন? হয়তো টেনশন, হয়তো ফিউচার নিয়ে কোনো দুশ্চিন্তা,
............................................................................................................
বাংলাদেশের মানুষ ইচ্ছা করলে ও ট্রমা থেকে মুক্তি পাবেনা ।
দেশের রাজনীতি, ব্যবসা, দৈনন্দিন জীবন খুবই বিপর্যস্হ,
চাইলেই আপনি এর থেকে বের হয়ে আসতে পারবেন না ।