![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।
হুমকিতে যে জলবায়ু
সারাদেশে হইচই,
বুকভরে আজ নিঃশ্বাস
সজীবতা পাবো কই?
নদীর পানি দূষিত হলো
মাছগুলো সব মরে শেষ,
এখন শুধু বই পুস্তকে
মাছে-ভাতে বাংলাদেশ।
বড় বড় ফ্যাক্টরি আর
বিশাল যত কারখানা,
বর্জ্য পানি দেয় নদীতে
বিবেক তাদের নড়ে না।
যারা নদী নষ্ট করে
থাকে তারা এসিতে,
সুযোগ পেলে নিজের দেশটা
ভয় করেনা বেঁচিতে।
আসেন সবাই হই সচেতন
গড়ি সোনার বাংলাদেশ,
নদী বাঁচলে বাঁচবো সবাই
সুন্দর হবে পরিবেশ।
০২ রা অক্টোবর, ২০১৮ সকাল ৮:২২
হাবিব বলেছেন: রাকু হাসান ভাই,
আপনাকে ধন্যবাদ জানাই।
আমার ভুল গুলো সব ধরিয়ে দিলে,
ভালো কিছু লিখতে পারবো,
আপনার থেকে শিখতে পারব
কামনা এটাই।
২| ০২ রা অক্টোবর, ২০১৮ সকাল ১১:০৫
কাওসার চৌধুরী বলেছেন:
শুভ ব্লগিং। সামুতে আপনাকে স্বাগতম। লিখুন মন খুলে।
০২ রা অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪৬
হাবিব বলেছেন:
কাউসার চৌধুরী ভাই
পেলাম অনেক প্রেরনা,
পরামর্শ দিয়ে যাবেন
এই করি কামনা।
৩| ০৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১৭
বিজন রয় বলেছেন: ব্লগে স্বাগতম।
শুভকামনা রইল।
০৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩৩
হাবিব বলেছেন: দোয়া করবেন। পাশে থেকে উৎসাহ দিবেন আশা করি।
৪| ১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৪০
রাজীব নুর বলেছেন: আমি দুঃখিত পোষ্ট টি আমার চোখে পড়েনি।
১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫২
হাবিব বলেছেন:
আপনার এ মন্তব্যটিও আমাকে ভালোবাসা দিয়ে গেলো .......
শুভ রাত্রি রাজীব ভাই........
৫| ১৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ২:৪১
আরোগ্য বলেছেন: সামুতে স্বাগতম। ব্লগে আপনার যাত্রা শুভ হোক এই কামনা করি। সেই সাথে আরোগ্যের পোস্টে সুন্দর সুন্দর মন্তব্য রাখুন এই দোয়া করি।
১৯ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০৭
হাবিব বলেছেন:
আমার ব্লগে আপনাকে স্বাগতম।
ব্লগে পথ চলার দিনগুলিতে পাশে পাবো আশা করি.. .
আরোগ্য ছাড়া ব্লগে আরোগ্য থাকে না মন....
৬| ০১ লা আগস্ট, ২০২১ বিকাল ৫:৪৬
মাকার মাহিতা বলেছেন: এখন শুধু বই পুস্তকে
মাছে-ভাতে বাংলাদেশ"
কথা সত্য!
©somewhere in net ltd.
১|
০১ লা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০১
রাকু হাসান বলেছেন:
শুভ ব্লগিং ,ব্লগে স্বাগতম ।
ব্লগিং করতে সহজ হবে ,পড়ে দেখেন
এই পোস্টটি পড়লে । ব্লগের ব্যাপারে স্বচ্ছ একটি আইডিয়া পাবেন ।
আপনি বেশি বেশি পড়ে গঠনমূলক মন্তব্য করার পাশাপাশি ভালো পোস্ট দিলে প্রথম পাতায় সুযোগ পাবেন লেখতে । তখন সবাই আপনার লেখা পড়তে পারবে সহজে । ভালো থাকুন ।