নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলে যাব- তবু যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল।

হাবিব

বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।

হাবিব › বিস্তারিত পোস্টঃ

বউয়ের কথায় ওঠাবসা

০৩ রা অক্টোবর, ২০১৮ সকাল ৯:০৭




হাবীব অফিস থেকে ফিরে চুপচাপ বসে আছে দেখে বউ জিজ্ঞেস করল : " কী গো , কী হয়েছে ? এত মনমরা কেন ?"
হাবীব : " আর বলো না , অফিসের ছাদ ভেঙে পড়ে কত লোক যে মারা পড়েছে , এখনও গুনে শেষ করা যাচ্ছে না ।"
বউ : " সর্বনাশ , কী বলছ তুমি ? তোমার কোন চোট লাগে নি তো ?"
হাবীব: " না , আমার লাগে নি , কারণ আমি তখন সিগারেট খেতে বাইরে গিয়েছিলাম ।"
বউ : " আল্লাহ্ বাঁচিয়েছেন ।শুকরিয়া ।"

সন্ধ্যার পর টিভি চালিয়ে হাবীবের বউ শুনল , যারা মারা গেছে , তাদের পরিবারকে সরকার পঞ্চাশ লক্ষ টাকার ক্ষতিপূরণ দিচ্ছে ।
হাবীবের বউ : " কতবার বলেছি সিগারেট ছেড়ে দাও , আমার কোন কথাই তো শুনবে না । জ্বালিয়ে খেলে আমাকে সারাজীবন ।"

বেশ কিছু দিন পর হাবীব আবার অফিস থেকে ফিরে এসে চুপচাপ বসে আছে দেখে তার বউ জিজ্ঞেস করল :
" কী হল ? এত চুপচাপ কেন ? "
হাবীব: " আর বলো না , আমাদের অনেককেই দূর-দূরান্তে বদলি করে দিচ্ছে ।"
বউ : " কেন ?"
হাবীব: " এটা শাস্তির বদলি ।"
বউ : " কিসের শাস্তি ?"
হাবীব : " অফিস টাইমে সিগারেট খাওয়ার অপরাধে ।"
বউ : " ও , যাক তুমি চিন্তা করো না । আমি সব সামলে নেব । এই ফাঁকে বরং তোমার একটু বাইরে ঘোরা হবে ।
হাবীব : " শুধু তো বদলি নয় গো , আরও শাস্তি আছে । কর্তৃপক্ষ ঠিক করেছে ওদের মাইনে ওদের হাতে না দিয়ে ওদের বউয়ের হাতে তুলে দিবে ।"
বউ আহ্লাদে আটখানা হয়ে বলল : "আরেব্বাস , তুমি একদম চিন্তা করো না , আমি ঠিকমতো টাকা পাঠিয়ে দেব ।"
হাবীব: " তা কী করে হবে , তোমার আপত্তির জন্য আমি তো কবেই সিগারেট ছেড়ে দিয়েছি ।"
বউ : " হায় রে পোড়া কপাল আমার ! তুমি একটা আস্ত কাপুরুষ , নইলে কেউ বউয়ের কথায় ওঠাবসা করে ?"

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৬ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৪১

রাকু হাসান বলেছেন: হাহাহা ---শুভকামনা

০৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:২৮

হাবিব বলেছেন:




বাহ ................
এখানেও আপনি?
অনেক খুশি হলাম,

আশা রাখি বাকি দিনেও-
আপনাকে পাব কাছে
সেই কামনাই রইলাম।
ধন্যবাদ

২| ১২ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৫৮

নয়া পাঠক বলেছেন: আপনার শতবর্ষ (শততম) পোষ্টের লিষ্টে এই পোষ্টটা আমার বেশ ভালো লাগল। অন্যান্যগুলোও একঝলক দেখলাম, সবগুলোই বেশ। কিন্তু এটাতে কমেন্ট না করে একদম থাকতে পারলাম না। ব্রাভো, ম্যান, ব্রাভো।

১২ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৩৬

হাবিব বলেছেন: নয়া পাঠক, আপনার মন্তব্য আমাকে অনুপ্রাণিত করলো। সবসময় পাশে থাকবেন আশাকরি........

৩| ১৪ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:১৩

নয়া পাঠক বলেছেন: ইস্ স্যার যে আমাকে লজ্জায় ফেলে দিলেন, আমি কি এমন অনুপ্রেরণা দিলাম, আমি তো শুধু পোষ্টটির লেখার বুননে মুগ্ধ হয়ে যা মনে এসেছে তাই লিখেদিলাম। অবশ্যই সবসময় পাশে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আপনার সঙ্গটিও নিশ্চয় প্রত্যাশা করতে পারি? :`>

১৪ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩৩

হাবিব বলেছেন:



আপনি নয়া পাঠক ...
সারা জীবন নয়াই থাকবেন আা করি.....
পুন:আগমন ও মন্তব্যে আপ্লুত আমি, সত্যিই....

আজকের লেখা পড়েছেন?...ভালোবাসার ঋণখেলাপি!

৪| ২৬ শে জানুয়ারি, ২০২১ সকাল ১০:২৫

খায়রুল আহসান বলেছেন: আসলে স্বামীদের "বউ এর কথায় ওঠাবসা" করাটা বউরাও পছন্দ করে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.