| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।
 
কতটুকু ভালোবাসো আমায়?
সম্রাট শাহজাহান নাকি ফরহাদ,
নাকি গল্পের মজনুর মত?
যতটুকু মোর হৃদয়ে আছে
তার চাইতেও বেশি,
চাইবে তুমি যত।
তুমি কি চণ্ডীদাশের মত
বার বছর বাইতে পারবে বড়শি, 
কিংবা পারবে হতে দেবদাস ?
তুমি ছাড়া হৃদয় যে মোর শুন্য মরুভুমি,
কেমনে বুঝাই 
তুমি আমার প্রতিটি নিঃশ্বাস।   
তুমি কি পাথরে ফুল ফুঁটাতে পারো,
সাগরের ঢেউ পারো থামাতে?
তুমি যদি সঙ্গে থাকো, ভালবাসার পরশ মাখো
রাজি আমি তাতে। 
 
০৩ রা অক্টোবর, ২০১৮  সকাল ১১:৪০
হাবিব  বলেছেন: ধন্যবাদ দিয়ে করতে চাইনা ছোট
অতি ক্ষুদ্র মানুষ আমি,
উপদেশটা মেনে চলবো
কথাটা মনে হলো অনেক বেশি দামী।
২| 
০৩ রা অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৬:৩৪
ফারিহা হোসেন প্রভা বলেছেন: বাহ! চমৎকার ভাবে নিজের ভালোবাসা উপস্থাপনা করেছেন।
 
০৩ রা অক্টোবর, ২০১৮  রাত ৮:৫১
হাবিব  বলেছেন: 
চমৎকার কোথায় পেলেন?
আমি তো পাই না খুঁজে,
যাহার জন্য পংতিমালা 
সে যদি না বুঝে।
কবিতাটি লেখার পরে ইনবক্স করলাম
আমি তো মহা খুশি আজকে কাজ হবে,
নেই কোন পতিক্রিয়া-
ভালোবাসা পাবো কি তার এই ভবে? 
--- ধন্যবাদ মন্তব্য করার জন্য।
৩| 
০৪ ঠা অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৬:৩১
ফারিহা হোসেন প্রভা বলেছেন: তার মানে ঘটনা সত্য।  ![]()
 
০৪ ঠা অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৬:৩৮
হাবিব  বলেছেন: 
কি ঘটনা জানতে চাইলেন বুঝলাম না তো কিছু
কারন- বিদ্যা আমার কম, 
প্লীজ-বিস্তারিত যদি বলেন
নিতে পারি দম ......
৪| 
০৪ ঠা অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৬:৪২
ফারিহা হোসেন প্রভা বলেছেন: কবিতা লেখা শেষ করে কাকে ইনবক্স করলেন এবং পরিণাম কি হলো তার সেটাই জানতে চাইলাম।
 
০৪ ঠা অক্টোবর, ২০১৮  সন্ধ্যা  ৬:৫৯
হাবিব  বলেছেন: 
হা হা হা
কি আর হবে জেনে,
সেটা কষ্ট নেওয়া মেনে।
কবিতা লেখার পরে- ম্যাসেঞ্জারের ইনবক্সে শুধাইছিলাম তারে, 
তোমার জন্য এই প্রেমের পংতিমালা
কেমন হলো বলো?
আমি বোবা তাহার উত্তর শুনে 
বললো- খারাপ না, হয়েছে মোটামুটি।
আশা ছিল এই কবিতায়
সে- অনেক খুশি হবে 
বলবে- ওয়াও, তোমার মতো মানুষ আমি 
চেয়েছিলাম এই ভবে। 
কি আর যাবে করা?
কারন- চার আঙুলের কপাল আছে,
তাই- এই জগতে আমরা সবাই 
বিধির কাছে ধরা।
৫| 
০৬ ই অক্টোবর, ২০১৮  রাত ১০:৩৯
রাকু হাসান বলেছেন: 
বেশ তো !  
  দেবদাস হওয়ার কি দরকার । ভালো কিছু হোক । আশা পূর্ণ হোক ।
 
০৭ ই অক্টোবর, ২০১৮  সকাল ৯:৩১
হাবিব  বলেছেন: 
আশা সেদিন পূর্ণ হবে
যেদিন তাকে কাছে পাবো,
লম্বা একটা ছুটি নিয়ে
হানিমুনে সেদিন যাব।
হা হা হা.............
৬| 
৩১ শে জানুয়ারি, ২০২১  সকাল ৯:৪৫
খায়রুল আহসান বলেছেন: মূল কবিতার চেয়ে প্রতিমন্তব্যের পংক্তিগুলো বেশি ভাল হয়েছে।
 
০৮ ই জুন, ২০২১  বিকাল ৪:৪৪
হাবিব বলেছেন: আপনার মূল্যায়ন আমাকে সব সময় প্রেরণা জোগায়।
©somewhere in net ltd.
১|
০৩ রা অক্টোবর, ২০১৮  সকাল ১০:৪৮
কাওসার চৌধুরী বলেছেন:
হাবিব ভাই, একসাথে এত বেশি পোস্ট না করে প্রতিদিন একটি করে পোস্ট দিন। আর ব্লগে নিজের পরিচিতি বাড়ানোর জন্য প্রতিদিন পছন্দের পোস্টগুলোতে কমেন্ট করে নিজের মতামত দিন। আপনার লেখার হাত ভাল। আশা করি অল্পদিনে সেফ হবেন।