![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।
ছেলে আমার বড্ড ভালো
দেখতে খুবই হ্যান্ডসাম,
মাঝে মাঝে মদ গাজা খায়-
হবে কি তাতেই বদনাম?
মেয়ের তো ভাই বংশ ভালো-
দেখতে ভারি চমৎকার,
ফেসবুকে তার রাত কেটে যায়
গোটা বিশেক বন্ধু তার।
ছেলে আমার কাজ করেনা
কি আসে যায় তাতে,
মেয়ে তোমার এ সংসারে
থাকবে দুধে-ভাতে।
মেয়ে আমার ভাত রাঁধেনা
হয় যদি সে কালো,
চিন্তা কিসের তোমায় অনেক
বাসতে পারবে ভালো।
ছেলের- রাত কেটে যায় ড্যন্স ক্লাবে
দিন কেটে যায় ঘুমে,
মেয়ে আমার বেজায় খুশি
এবার- ডেটিং চলবে রুমে।
মেয়ের- পড়ালেখার কথা কি আর আমি বলি
সে তো এক বিশাল ইতিহাস,
জেএসসি আর এসএসসিতে
করেছে ডাবল পাস।
জেএসসি এক্সাম দিতে গিয়ে-
খোঁজ ছিলনা চোদ্দ দিন,
মেয়ে আমার মুক্তমনা!
সব কাজেতেই স্বাধীন।
এসএসসি তে বয়ফ্রেন্ড নিয়ে
গিয়েছিল সিলেটে,
বয়ফ্রেন্ড তাহার কেয়ারফুল
দিয়ে গেছে বাড়িতে।
ছেলে আমার ধর্ষণ মামলায়
এক নম্বর আসামী,
এসব কাজে নাই সে এখন
হবে আই-ডিয়াল স্বামী।
মা- শুনলেতো ছেলের গুন
তুমি কি এবার রাজী?
কি যে বল বাবা, লজ্জা লাগে-
জলদি ডাকো কাজী।
০৪ ঠা অক্টোবর, ২০১৮ সকাল ১০:৪৮
হাবিব বলেছেন: ধন্যবাদ, দোয়া করবেন.
২| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৩৯
মোঃ মাইদুল সরকার বলেছেন:
যে যেমন তার সাথে তেমন মিললেই ভাল। শেয়ানে শেয়ানে লড়াই।
+++++++
শুভ ব্লগিং।
দ্রুত সেফ হয়ে যাবেন।
০৪ ঠা অক্টোবর, ২০১৮ দুপুর ১:৪৮
হাবিব বলেছেন:
অনেক ধন্যবাদ ভাই, আমার জন্য দোয়া করবেন।
ভুল হলে শুধরিয়ে দিবেন আশা করি।
৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩৬
পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! বেশ ভালো হয়েছে। ++
শুভকামনা রইল।
০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪২
হাবিব বলেছেন: অনুপ্রাণিত হলাম, দোয়ার দরখাস্ত রইলো।
৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩৯
লাবণ্য ২ বলেছেন: ছড়া ভালো লেগেছে।
০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪৪
হাবিব বলেছেন: মন্তব্যটি ভালো লেগেছে, ধন্যবাদ।
৫| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২১
প্রামানিক বলেছেন: দারুণ
০৪ ঠা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২৫
হাবিব বলেছেন: ধন্যবাদ
৬| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৭
ফারিহা হোসেন প্রভা বলেছেন: খুব চমৎকার ভাবে দু'জনের মিল করিয়ে দিয়েছেন। কবিতায় +++
০৪ ঠা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫
হাবিব বলেছেন:
রতনে রতন চিনে
শোয়রে চিনে কচু,
মন্দ লোকে খুঁজে খুঁজে
নেয় মন্দের পিছু।
ভালো মানুষ এই জগতে কত?
তবে- মহৎ হৃদয় তার জন্য শত।
৭| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ৯:৩৭
ল বলেছেন:
বেশ ভালো হয়েছে। ++ শুভকামনা রইল।
শুভ ব্লগিং।
০৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:০৫
হাবিব বলেছেন:
ধন্যবাদ মন্তব্য করার জন্য।
আমার অন্যান্য লেখা পড়ার দাওয়াত রইলো।
৮| ০৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:০৪
সাদা মনের মানুষ বলেছেন: এতো দেখছি সোনায় সোহাগা.......চালিয়ে যান স্যার, আছি সাথে।
০৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:২৮
হাবিব বলেছেন:
অনুপ্রাণিত হলাম,
সাথে থাকার জন্য- ধন্যবাদ
সাথে উৎসাহিত হলাম।
এর চেয়ে আর নাই তো বেশি আশ,
একটু চাওয়া সবার থেকে পাব ভালোবাসা।
৯| ০৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩৫
সাদা মনের মানুষ বলেছেন:
০৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৪৬
হাবিব বলেছেন:
ধোঁয়া উঠানো এক কাপ গরম কফিতে
চুমুক দিতে গিয়ে-
তোমার দিকে নজর পড়েছিল আমার।
তোমার সজ্জা দেখে
যতটা না অবাক হয়েছিলাম-
আমি মজেছিলাম কচি চা পাতার মতো
তোমার হাত টি দেখে।
সেদিন থেকে আজো আমি
ভুলতে পারিনি তোমায়,
বেঁচে আছি তাই
তোমায় হৃদয়ে মেখে।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা অক্টোবর, ২০১৮ সকাল ৯:৪১
মোস্তফা সোহেল বলেছেন: এ দেখি যেমন ছেলে ঠিক তেমন মেয়ে।
এমন ছেলে মেয়ের বিয়ে হলে দুই দিন সংসার করতে পারবে তো।
ছড়া লেখার প্রচেষ্টা ভাল ছিল আশা করি সামনে আরও ভাল হবে।