নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলে যাব- তবু যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল।

হাবিব

বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।

হাবিব › বিস্তারিত পোস্টঃ

জ্যামিতিক ভালবাসা

০৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৫১



উপপাদ্যঃ
.....................................................
পিথাগোরাসের উপপাদ্য প্রমান করতে গিয়ে-
তোমার-আমার ভালোবাসার করেছি প্রমান
চিত্রসহ; দিয়েছি বুঝিয়ে-
২৭ তারিখের ফাইনাল এক্সামে,
ফেল করিয়া পরিক্ষাতে আমি
আটকে আছি সেমিস্টারের জ্যামে।

সম্পাদ্যঃ
.......................................
মায়া ভরা ঐ মুখটা এঁকেছি আজ-
ম্যাটাডোর পেন্সিলে,
৩৩ নম্বর দিয়েছে আমায় স্যার
অল্প রহম হয়েছিল তার দিলে।
বিয়েতে মোদের থাকবেনা আর বাঁধা;
আমি তখন ছিলাম তাহার সম্পাদ্যের ফ্রেমে,
কারন আমি বাধ্য তোমার প্রেমে।

বৃত্তঃ
.................................................
বৃত্ত এবার আঁকতে হবে ঊইথ স্মার্ট বর্ণনা।
কপাল থেকে ঝরতে ছিল ঘাম;
প্রেমটা আমি শুরু করেছি সবে,
দুশিন্তা আজ হেরে কি যাব তবে?

অল্প সময় পরে দেখি খুলেছে আমার ব্রেন,
কারন- ছিল ওটা আবশ্যিক কোশ্চেন।


বৃত্তের- পরিধি/ব্যাস/ব্যাসার্ধ/জ্যাঃ
................................................
বৃত্ত আঁকতে গিয়ে-
পরিধিতে তার ছিলাম আমি রক্ষা প্রাচীর হয়ে।
কারন- কেন্দ্রে ছিলে তুমি,
তোমার সৌন্দর্য্য বাড়াতে-
সুনিপুন ভাবে লেগেছে আমার হাত,
বৃত্তের- ব্যাস ব্যাসার্ধ জ্যা তে।

ত্রিভুজঃ
................................................
মধ্যমা বিহীন ত্রিভুজের শীর্ষ বিন্দুতে,
তুমি ছাড়া আর কাউকে সেথা পারিনি বসাতে।
ত্রিভুজের ভুমিতে ছিলাম আমি-
শীর্ষ বিন্দু থেকে নেমে আসা লম্বের মাধ্যমে,
তোমাতে আমাতে গল্প হতো কতনা দিবসযামী।


কোণঃ
....................................................
আমার সুঠাম দুটিবাহু-
বক্ষ পিঞ্জরের কোন এক বিন্দুতে মিলিত হয়ে,
কোণ করেছিল উৎপন্ন ।
তুমি ছিলে তাহার শীর্ষে;
তাই জীবন হয়েছিলে ধন্য।


সরলকোণ/রেখাঃ
.........................................
লম্ব বিহীন সরলকোণ চাইনি বলে-
প্রতিটি ইঞ্চিতে তার পরম যত্ন করে,
লিখেছি তোমার নাম,
তাতে হোক যত বদনাম।
সরল কোণ সে তো রেখার আরেক নাম।


চতুর্ভুজঃ
..................................................
অনেক চেষ্টা করে;
চতুর্ভুজের আকৃতি আমি রাখতে পারিনি ধরে।
সামান্তরিক-রম্বস- বর্গ কি ট্রাপিজিয়াম
সে দিন কিছুই পারিনি আঁকতে,
কারন- স্থান সেথা খুঁজে নাহি পেলাম;
তোমায় পরম যত্নে রাখতে।


সমান্তরাল সরলরেখাঃ
............................................
আমাদের জীবনটা সমান্তরাল সরল-
রেল লাইনের মতো হয়ে গেছে আজ,
দেহের প্রতিটি প্রান্তে ; দেখি চিন্তার ভাঁজ।

মনের ক্যানভাসে জমা রহিয়াছে বহু আশা-
তবু বেঁচে থাকে যেন এই জ্যামিতিক ভালোবাসা।


ছবি সূত্র: amazonaws.com

মন্তব্য ৪২ টি রেটিং +৬/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ০৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:১৭

স্রাঞ্জি সে বলেছেন:

এই স্যার তুমি কিন্তু সেফ হইছ মনে হয়। দেখ তো।

০৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৩৩

হাবিব বলেছেন:




সাঞ্জি স্রে, আপনাদের মতো বন্ধু পেলে আর এতু এতু সুন্দর কমেন্টস পেলে যে কেউ কবিতা লিখতে পারবে।
আপনাদের অনুপ্রেনায় আমার প্রতিটি লেখার অনুপ্রেরণা।
আমার আগামী কালের ব্লগ "রাতের শেষ প্রহরে" পড়ার অগ্রিম নিমন্ত্রণ রইলো।
ভালোবাসা জানবেন।

২| ০৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:২০

নজসু বলেছেন: স্যার..।
আমি আমার সারা জীবনেও এতো সুন্দর লেখা পড়িনি।
পোষ্টটা প্রিয়তে রাখলাম।

০৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৩৭

হাবিব বলেছেন:




নজসু, আপনার অভিব্যাক্তি দেখে চোখে পানি চলে এল।
আমার পরিশ্রম সার্থক।
ভালোবাসা অফুরন্ত।
আমার ব্লগ বাড়িতে কাল নৃত্য করবে আরো লেখা রাতের শেষ প্রহরে ।
সেখানে রইলো অগ্রিম আমন্ত্রন।

৩| ০৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:২৬

বাকপ্রবাস বলেছেন: অসাধারণ। এটা যদি নির্বাচিত পাতায় না থাকে তাহলে মডুরা অর্ধান্ধ। সুপার সুপার সুপার।

০৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৪৯

হাবিব বলেছেন:




আমার পরিশ্রম সার্থক। অফুরন্ত ভালোবাসা জানবেন।
আমার ব্লগ মাঠে উইকেট ঠেকিয়ে আমাকে সেফ করার নিমিত্তে চার ছক্কা হাকাবে নতুন একটি লেখা "রাতের শেষ প্রহরে" ।
আশা থাকবে আপনাদের হাততালিতে সামুর স্টেডিয়াম কাঁপবে আরও একবার।
সেখানে রইলো অগ্রিম আমন্ত্রন।

৪| ০৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৩৬

স্রাঞ্জি সে বলেছেন:
এই লিখাটি আসে নাই।

০৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৪২

হাবিব বলেছেন:




এখনো পাইনি সে খবর,
কতদিনে তিনদিন শেষ হবে আমার জানা নেই।
তবু অপেক্ষা করবো, লেখতে তো আর মানা নেই।
আমি অনেক আশাবাদী,
আপনারা সাথে থাকিলে- তাহা পাবো জলদি।

৫| ০৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫০

স্রাঞ্জি সে বলেছেন:
আপনি পাইছেন। খেয়াল করে দেখেন। যদি সেফ না হন তাহলে 'আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য' দেখায় না।

০৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০৩

হাবিব বলেছেন:




দাদা আমি দেখছি না, এখনো মডারেশন স্ট্যাটাস আগের মতই......
হয়তো পদার্থ রসায়ন বায়োলজি লেখার পর তাহাদের মন গলবে......
আমি সেই চেষ্টাও করছি.....
খুব শিগ্রই আসছে...

৬| ০৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫৭

কাওসার চৌধুরী বলেছেন:



বাহ! চমৎকার। ব্যতিক্রমী প্রচেষ্টা। ভাল লাগলো জ্যামিতিক ভালবাসার কবিতা পাঠে। +++

০৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০৮

হাবিব বলেছেন:




ভালোবাসায় সিক্ত হলাম। অভিনন্দন জানবেন।
আমার ব্লগের কিনারে আগামীকাল আর একটি লেখা কাশফুল হয়ে ফুটতে প্রস্তুত। "রাতের শেষ প্রহরে" ।
সেখানে আসবেন ফটোসেশন করতে। আমন্ত্রন।

৭| ০৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:২২

পদাতিক চৌধুরি বলেছেন: অসাধারণ!! এক কথায় মনোমুগ্ধকর । স্যার এখনও পর্যন্ত আপনার শ্রেষ্ঠ কৃত্তি । একটি কথা বলছি, আপনি শীঘ্রই সেফ হবেন। সেদিন এই কবিতাগুচ্ছটি আবার দেবেন। এমন কবিতা সবার পড়া দরকার। আজ আপনি সত্যেই স্যার। ++++

কবিতায় একরাশ মুগ্ধতা ।

শুভকামনা ও ভালোবাসা স্যার আপনাকে ।


০৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৩৫

হাবিব বলেছেন:




সাগরের পাড়ে বিকেল বেলা ঠান্ডা বাতাস যেমন গা জুরিয়ে দেয় আপনার মন্তব্যে আমার লেখার ক্লান্তি দূর হয়ে গেল নিমিষেই। আপনার আগমনের প্রতিক্ষায় ছিলাম। অবশেষে আসলেন সানাই বাজিয়ে আমার পাড়াতে। ধন্যবাদ।

আপনারা না থাকলে হয়তো এমন লেখা সম্ভব হতো না। প্রথম থেকেই আপনাদের সাড়া পাচ্ছি আশার চেয়ে অনেক অনেক বেশি। সাথে থাকবেন আশা রাখি।

আগামিকাল আমার ব্লগ পাহারের ঝর্ণা থেকে একরাশ কথা মালা পরার অপেক্ষায় আছে। জানিনা কতটুকু পারবো। "রাতের শেষ প্রহরে" শিরোনামে আসবে লেখাটি ইনশা আল্লাহ। অগ্রিম আমন্ত্রন। ভালোবাসা জানবেন।

৮| ০৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:০৮

এস এম ইসমাঈল বলেছেন: কি লিখলেন স্যার? এটাকে কি বলি, প্রেমের জ্যামিতিক প্রকাশ, নাকি জ্যামিতিক প্রেম?
প্রেমের জ্যামিতি না অন্য কিছু?লেখা ভাল হয়েছে, নতুন আইডিয়া।

০৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৩২

হাবিব বলেছেন:




মন্তব্যের জন্য ধন্যবাদ রইলো।
আনন্দিত আপনার কথা শুনে। সাথে থাকবেন।
আগামীকালকের ব্লগ "রাতের শেষ প্রহরে" পড়ার অগ্রিম আমন্ত্রন।

৯| ০৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১৮

বিজন রয় বলেছেন: সম্ভবত আপনার লেখা এখনো প্রথম পাতায় আসছে না। তাই আমার চোখে পড়েনি।
তবে এবার পড়বে।

ধন্যবাদ।

০৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২৭

হাবিব বলেছেন: ধন্যবাদ ভাইয়া, আমাকে চোখে চোখে রাখবেন আশা করি। আপনার মূল্যবান মতামত পেলে ভালো লেখতে পারবো। সাথেই থাকবেন।

১০| ০৮ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৬

ফারিহা হোসেন প্রভা বলেছেন: প্রিয় স্যার, আপনার কবিতাটি মনে ছুয় দিলো। +++ কবিতাটি পড়ে ছোট বেলার জ্যামিতি পড়ার কথা মনে পরে গেলো। এখনও অবশ্য পরছি তবে মাথায় ঢুকে কম।

০৮ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫০

হাবিব বলেছেন:



প্রিয় আপু ফারিহা-
কমেন্টসটা করে একটানে,
তুমি আছো আরামে-
আমি ভেসে যাচ্ছি খুশির বানে।

আমি অনেক হ্যাপি-
কবিতা নাকি ছুঁয়েছে তোমার মন,
ভুলবনা না আমি তোরে আজ
করিলাম কঠিন পণ।

থ্রি প্লাস দিয়ে গেলে
ভালোবাসা নিয়ে গেলে,
তাহার পরেতে গিয়ে
ছেলেবেলায় মিশে গেলে।

জ্যামিতি নাকি তোমার মাথায়
একটু ধরে অল্প,
কবিতাটা পড়ে নাও বেশ
তাতে লাভ হতে পারে স্বল্প।

১১| ০৮ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩

ফারিহা হোসেন প্রভা বলেছেন: জি জনাব আপনার কবিতাটি মনোযোগ সহকারে পড়েছি। ধন্য হলাম আপনার কৃতজ্ঞতায়। আপনি বেশ কবিতা লিখেন কিন্তু। আমি অবাক!

০৮ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫২

হাবিব বলেছেন:




আমি বেশ কবিতা লিখি কিন্তু?
তারপরে কি তোমার মনে কোন কথা ছিল?
যেটা বলতে আমায় পারলেনা।
বলতে পারো যদি ইচ্ছা হয়
কথা দিচ্ছি আমি কিছু মনে করবোনা।

তুমি অবাক হয়েছো জেনে
মনটা আমার খুশিতে উঠলো নেচে,
বেঁচে থাকতে এর চেয়ে বেশি কিছু কি লাগে?
ভালোবাসা পেলে থাকতে পারি
হাজার বছর বেঁচে।
হা হা হা.............................

১২| ০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:১২

আরোগ্য বলেছেন: ত্রিভুজ ও সমান্তরাল সরলরেখা দুটি খুব বেশীই ভালো লাগলো। আপনার শীঘ্রই প্রথম পাতায় আসার কামনা করছি।

০৯ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:২৫

হাবিব বলেছেন:




ত্রিভুজ আপনার ভালো লেগেছে জেনে,
খুশি হয়ে আমি-
সেটা নিলাম মেনে।
সেখানে ছিল প্রেমের মিল,
তাই কাপতেই পারে দিল।
কিন্তু- সমান্তরাল সরলরেখা কেন?
সেখানে তো বিরহ ভরা-
প্রেম ছিল না হেন।

১৩| ০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৪

এস এম ইসমাঈল বলেছেন:
গাণিতিক ভালোবাসার গতি শ্লথ,
জ্যামিতিক ভালোবাসা খুউব দ্রুত
তবুও না পেলে সেফ’ এর স্বীকৃতি
এটা সামুর জন্য বিরাট ক্ষতি।

০৯ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:২৯

হাবিব বলেছেন:




প্রিয় ইসমাইল ভাই-
কি করিলেন মন্তব্য কাঁপালেন আমার মন,
খুশিতে তাই কি করিব,
কি বলিয়া ধন্যবাদ আমি জানাবো এখন?

১৪| ০৯ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:৩১

জি এম আশরাফুল বলেছেন: সুন্দর হয়েছে , ভাল লাগলো, থ্যাংকস।

০৯ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:৪৪

হাবিব বলেছেন: ধন্যবাদ জানবেন, আমার ব্লগ পাড়ায় স্বাগতম ।

১৫| ০৯ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:৫১

ওমেরা বলেছেন: আমি তো আপনার “ রাতের শেষ প্রহরে” এই লিখা পড়ার অপেক্ষায় আছি। রাত যেয়ে দিন তো শেষ হয়ে যাচ্ছে।

০৯ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:৪৩

হাবিব বলেছেন: "রাতের শেষ প্রহর" প্রকাশিত, আপনার পদচারনার অপেক্ষায় আমার ব্লগ বাড়ি।

১৬| ০৯ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:০০

রক বেনন বলেছেন: বাহ!! চমৎকার লিখেছেন কবি!!

০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:০১

হাবিব বলেছেন:




বেনন ভাইয়া আজকে আমার ব্লগ বাড়িতে আইয়া
বাহ বলে কমেন্ট করে উৎসাহ দিলেন বিলাইয়া।
সাথে তিনি বোনাস হিসেবে বলিলেন চমৎকার
আশা করি আগামী ব্লগে পা পড়িবে তাহার।

১৭| ০৯ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:০৩

সনজিত বলেছেন: প্রিয়তে নিলাম।
+++

০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:০৪

হাবিব বলেছেন:




সনজিত ভাইয়া
মোর ব্লগে আইয়া
নিয়ে নিলেন প্রিয়তে,

আশা রাখি নেক্সট ব্লগে
আরও ফুল ফোটে রবে
সৌরভ বিলাতে।

১৮| ০৯ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:১২

নীল আকাশ বলেছেন: অনেক, অনেক দিন পরে অসম্ভব সুন্দর একটা লেখা পড়লাম। আমার এখন খারাপ মনটাও একটু একটু ভালো লাগছে। কি চমৎকার ছন্দে লেখা কবিতা, কি সুন্দর মনের অভিব্যক্তি, দারুন!

আপনি ভালো থাকুন, খুব ভালো থাকুন, আমি আমার মন থেকে বলছি।
শুভ কামনা রইল।

০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:১৭

হাবিব বলেছেন:




নীল আঁকা আপুমনি
কমেন্টস টা করে তুমি
আনন্দের বৃষ্টিটা নামালে,

কি করে যে কই আমি
তোমার কথাতে আমায়
এই প্রথম মনেতে ধরালে।

একা থাকা যায় কি ভালো
তোমাকেও পাশে চাই
ছেড়ে কভু যেওনা,

কত কথা গান হবে
প্রয়োজনে মান হবে
মনে দুঃখ নিয়ো না।

১৯| ০৯ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৩৩

মোস্তফা সোহেল বলেছেন: ভালই লাগল স্যার।
আমার একজন স্যার ছিলেন নাম হাবিব।

০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:২১

হাবিব বলেছেন:




মোস্তফা সোহেল ভাইয়া
তোমাকে ব্লগে মোর পাইয়া
পেলাম আজ প্রেরণা,

এভাবেই থেকো সাথে
ব্লগ লিখে একসাথে
ঘোচাবো দুঃখ যাতনা।

২০| ০৯ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:১৩

নতুন নকিব বলেছেন:



আপনি লিখতে থাকুন। দ্রুত সেইফ হয়ে যাবেন ইনশাআল্লাহ। এ ব্যাপারে সম্মানিত এডমিনের দৃষ্টি আকর্ষন করছি। আশা করছি, তারা ব্যবস্থা নিবেন।

শুভকামনা আপনার জন্য।

০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:২৪

হাবিব বলেছেন:




ভালো লাগলো ভাইয়া নতুন নকিব
কে যে আমার খুলবে ভাগ্য নসিব-
দোয়া করো তাড়াতাড়ি যাতে,
উঠে যায় সামুর প্রথম পাতাতে।

২১| ০৯ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:২৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনি মনে হয় সেফ হয়ে গেছেন হাবিব ভাই।

জানতাম দ্রুতই সেফ হবেন।

ভিন্ন মাত্রায় কবিতায় ভাললাগা।

+++++++++++++++++++

০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:২৭

হাবিব বলেছেন:



ভাই মাইদুল সরকার
তোমাকে মোর দরকার,
থেকো যেন ব্লগের খুব কাছে
আনন্দটা আসেনি এখনো-
দোয়া করো দ্রুত যেন আশে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.