![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।
নারী বন্দনাঃ
.....................................
তুমি কন্যা তুমি ভগ্নি- বধূ
মমতাময়ী মা,
তুমি নামী তুমি দামি
তোমায় ভুলে যাব না।
মাঃ
.....................................
তুমি শাসন তুমি বারণ
তুমি মমতাময়ী মা,
তুমি আমার জান্নাত
তোমার হয়না তুলনা।
তুমি জীবন তুমি মরন
আবার জন্মদাত্রী তুমি,
তোমার আচল তলে যেন-
শুদ্ধ শীতল ভূমি।
বোনঃ
.....................................
তুমি ভগ্নি তুমি ভালোবাসা
তুমি এক টুকরো আদর,
আমার অবুঝ মনে তুমি
ভালোবাসার চাদর।
তুমি দুষ্ট তুমি পাজি
তুমি ঝগড়াটে আর রাগি,
সময় হলে আবার তুমি
সবচেয়ে বেশি ত্যাগী।
কন্যাঃ
.....................................
তুমি ফুল তুমি ভুল
তুমি মায়াবতি কন্যা,
তোমায় পেলে মনে জাগে
আনন্দেরই বন্যা।
তুমি আনন্দ তুমি হাসি
তুমি আলোকিত বাড়ি,
তুমি জান বুকে প্রাণ
তুমি পৃথিবী আমারই।
তুমি জোসনা তুমি আলো
এখন আমার কুঁড়েঘরে,
তোমায় ছাড়া কেমনে রবো
এই পৃথিবী পরে।
বধূঃ
.....................................
তুমি বধূ তুমি প্রেয়সী
তুমি আমার মনের সুখ,
তোমায় পেলে খুশিতে তাই
ভরে যায় এ বুক।
তুমি আশা তুমি রূপবতী
তুমি আমার মনের হুর,
তোমায় পেলে সকল দুঃখ
চলে যায় বহুদূর।
তুমি শক্তি মনে ভক্তি
তুমি আমার নিরুপমা,
কোন কিছুর সাথে তোমার
দেবো না উপমা
তুমি রানী তুমি কেশী
তুমি চক্ষু শীতলকারী,
তুমি খুশি এ হৃদয়ের
তুমি বিজয়লক্ষী নারী।
.....................................
(বিঃদ্রঃ আগামীকাল আপনাদেরকে "প্রেমের ব্যাকরণ" শিখাব ইনশাআল্লাহ।)
১০ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৫১
হাবিব বলেছেন:
অনেক অনেক শুভকামনা, ভালোবাসা যানবেন আপু
http://www.somewhereinblog.net/blog/HABIB321/30256634
২| ১০ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:১৯
saif sakib বলেছেন: অনেক সুন্দর একটি কবিতা। এক নিশ্বাসে পড়ে ফেললাম।
১০ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৫৪
হাবিব বলেছেন:
অনেক ধন্যবাদ, দোয়া করবেন। আমি সেফ হওয়ার খুশিতে আমার কবিতা টি পরে আসবেন, "আমি সেফ হয়েছি বলে"...............
http://www.somewhereinblog.net/blog/HABIB321/30256634
৩| ১০ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৩১
দুঃখ বিলাস বলেছেন: ভালো লেগেছে
১০ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৫৫
হাবিব বলেছেন:
অনেক ধন্যবাদ, দোয়া করবেন। আমি সেফ হওয়ার খুশিতে আমার কবিতা টি পরে আসবেন, "আমি সেফ হয়েছি বলে"...............
http://www.somewhereinblog.net/blog/HABIB321/30256634
৪| ১০ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৩৭
পদাতিক চৌধুরি বলেছেন: স্যার সম্ভবত আপনি জানেননা যে আপনি সেফ হয়েছেন। খুব ভালো লাগলো আপনাকে প্রথম পাতায় দেখে। অভিনন্দন আপনাকে ।
শুভকামনা ও ভালোবাসা জানবেন ।
১০ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৫৭
হাবিব বলেছেন:
ভাইয়া আমি জেনে গেছি, সেই খুশিতে কবিতাও লিখেছি। অনেক ধন্যবাদ, দোয়া করবেন।
আমি সেফ হওয়ার খুশিতে আমার কবিতা টি পরে আসবেন, "আমি সেফ হয়েছি বলে"
৫| ১০ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৪২
পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! সুন্দর কথা ও কাব্যে ফুঁটিয়ে তুলেছেন আমাদের গৃহের নারীস্বত্বাকে।
কবিতায় মুগ্ধতা ++
আগামীকাল আপনার দাওয়াত গ্রহণ করলাম। ধন্যবাদ আপনাকে ।
শুভকামনা স্যারকে।
২৩ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:১৫
হাবিব বলেছেন: প্রিয় পদাতিক দাদা, আপনাকে এই পোস্ট কোন ভুলে যে প্রতি উত্তর করা হয়নি বুঝতেছি না। আপনি মনে হয় মনে মনে আমার উপর রাগ করেছেন। খুব দু:খিত দাদা। আপনার এতো সুন্দর মন্তব্য আমি এড়িয়ে গেছিলাম।
৬| ১০ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:১৭
বিজন রয় বলেছেন: প্রেমিকা??
১০ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:২০
হাবিব বলেছেন:
ও হ্যাঁ তাইতো, বাদ পরে গেছে তারাহুড়া করতে গিয়ে,
২য় কিস্তিতে দিয়ে দিবো ইনশাল্লাহ।
সাথেই থাকবেন। ভালোবাসা অফুরন্ত।
১১ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:৫৭
হাবিব বলেছেন:
ভাইয়া, আপনার কথায় অনুপ্রাণিত হয়ে বিশাল এক কবিতা লিখে ফেলেছি "প্রেমিকা রুপে নারী"
শিরোনামে। আল্লাহ সুস্থ রাখলে রবিবার ও সোমবার দুই পর্বে কবিতাটি প্রকাশ করবো ইনশাআল্লাহ।
উৎসর্গ করেছি আপনাকে, কারন আপনি না বললে হয়তো এটা মাথায়ই আসতো না।
দোয়া করবেন। ভাল থাকুন, ভালো রাখুন।
আর হ্যাঁ আমার "প্রেমের ব্যাকরণ" এসে গেছে, সময় করে চোখ বুলাবেন আশা করি।
৭| ১০ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:২৪
বিজন রয় বলেছেন: আপনি খুব খুশি তাই না, প্রথম পাতায় অনুমোদন পেয়ে??/?
১০ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৩৩
হাবিব বলেছেন:
খুশি মানে অনেক অনেক খুশি। আমি ভাবতেও পারি নাই এতো তাড়াতাড়ি যেতে পারবো।
অনেক ধন্যবাদ ভাইয়া? আশাকরি আমার লেখায় কোন ভুল হলে শোধরে দিবেন।
৮| ১০ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৪৯
বাকপ্রবাস বলেছেন: লেখার বিষয়টা ভালো ও সুন্দর। ভাল লেগেছে
১০ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:১২
হাবিব বলেছেন: আপনার মন্তব্যে আমিও খুশি হলাম +++++
৯| ১০ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:১২
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
১০ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:১৪
হাবিব বলেছেন: খুশি হলাম, ভালোবাসা +++++
১০| ১০ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:১৩
বিজন রয় বলেছেন: আশাকরি আমার লেখায় কোন ভুল হলে শোধরে দিবেন।
শুধরে হবে, .............. হা হা হা......... ভুল ধরিয়ে দিলাম।
১০ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:১০
হাবিব বলেছেন: আমি আনন্দিত , খুশি হলাম ভাইয়া
১১| ১০ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪৮
আরোগ্য বলেছেন: হাবিব ভাই, মার জন্য আট লাইন আর বউর জন্য ষোল লাইন। বউরে অগ্রাধিকারের দিলেন,?
১০ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:১৬
হাবিব বলেছেন: মা তো অল্পতেই খুশী, বউকে খুশী করতে চাইলে একটু বেশি বেশিই লাগে ......
১২| ১০ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮
জগতারন বলেছেন:
বঊ'কে খুশি করতে চাইলে তার সাথে
মিথ্যা কথা বলতে হবে, যা আইনত বৈধ (!)
১০ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫১
হাবিব বলেছেন: ওমা............ তাই নাকি?
১৩| ১০ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
১০ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:০০
হাবিব বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া।
১৪| ১০ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:০৫
সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে। +।
১০ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:০৬
হাবিব বলেছেন: ধন্যবাদ++++
©somewhere in net ltd.
১|
১০ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:১৫
কথার ফুলঝুরি! বলেছেন: কবিতা ও তার বিষয়বস্তু ভালো লেগেছে হাবিব ভাইয়া ।