| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।
 
এশা পড়ে ঘুমাতে যাও
ফজর হলে বেড ছাড়ো,
জায়নামাজে মুনাজাতে
প্রভুর রাহে দোয়া কর।
রবের নামে কাজে কর্মে
হালাল রিজিক অন্বেষণে, 
সৎ কাজেতে আল্লাহকে
স্মরণ করো মনে মনে।
দুপুর হলে মিনার থেকে
মুয়াজ্জিন আজান দিলে,
যোহরেতে শরীক হইয়ো 
কর্ম রেখে সবাই মিলে।
আসর নামাজ শেষ করিয়া
নিজের দিকে মন দিয়ো,
আত্মীয়দের ভুলো নাকো
কেমন আছে খবর নিয়ো।
মাগরীবেতে প্রভুর কাছে
দু' হাত তুলে চেয়ে নিয়ো,
দোয়া কর তাদের জন্য 
যারা তোমার অধিক প্রিয়।
রাতের খাবার শেষ করিয়া
কোরআন পড়ো কিছু সময়,
হাদীস মতে জীবন গড়ো
সুখে রাখবেন দয়াময়। 
 
১১ ই অক্টোবর, ২০১৮  সকাল ৭:৪০
হাবিব  বলেছেন: আপনার মন্তব্য দেখে উত্তর না দিয়ে পাড়লাম না। ধন্যবাদ ভাইয়া/ আপু। 
২| 
১০ ই অক্টোবর, ২০১৮  রাত ৯:৫৪
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: 
তাহাজ্জুদ পড়লে গভীর  রাতে
অনেক সওয়াব পাবে,
জীবন থেকে পাপের বোঝা
সহজেই নেমে যাবে।
 
১১ ই অক্টোবর, ২০১৮  সকাল ৭:৪২
হাবিব  বলেছেন: 
তাহাজ্জুদে ডাকেন আল্লাহ 
প্রথম আসমানে এসে, 
তাহার কাছে চাইতে বলেন 
গভীর ভালবেসে।
৩| 
১০ ই অক্টোবর, ২০১৮  রাত ৯:৫৬
তারেক ফাহিম বলেছেন: অনেক ভালোলাগা স্যার।
 
১১ ই অক্টোবর, ২০১৮  সকাল ৭:৪৪
হাবিব বলেছেন: আপনাদের ভালো লাগা আর ভালোবাসা আমার লেখার অনুপ্রেরণা। কাছে থাকবেন আশাকরি।
৪| 
১০ ই অক্টোবর, ২০১৮  রাত ১০:২৩
করুণাধারা বলেছেন: ভালো লাগলো কবিতা।
 রাতের খাবারের পর কোরআন পড়তে না বসে, ফজরের পরে পড়লে ভালো হয় না?
 
১১ ই অক্টোবর, ২০১৮  সকাল ৭:৪৫
হাবিব  বলেছেন: জি ভাইয়া, আপনার কথা ভালো লাগলো,
সাথেই থাকবেন আশা করি। 
৫| 
১০ ই অক্টোবর, ২০১৮  রাত ১০:৩৪
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর ছড়া।
 
১১ ই অক্টোবর, ২০১৮  সকাল ৭:৪৬
হাবিব বলেছেন: ধন্যবাদ নূর ভাইয়া, ভালো থাকুন ভালো রাখুন।
৬| 
১০ ই অক্টোবর, ২০১৮  রাত ১০:৪৬
আই নাজ বলছি বলেছেন: ভালো লাগছে।আল্লাহ সবাইকে আমল করার তাওফিক দেন।
 
১১ ই অক্টোবর, ২০১৮  সকাল ৭:৪৬
হাবিব বলেছেন: আমিন।
৭| 
১০ ই অক্টোবর, ২০১৮  রাত ১০:৪৭
আই নাজ বলছি বলেছেন: ভালো লাগছে।আল্লাহ সবাইকে আমল করার তাওফিক দেন।
 
১৩ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৪:৩০
হাবিব বলেছেন: নাজ আপু, অাপনাকে সব সময় পাইনা যে.....
৮| 
১০ ই অক্টোবর, ২০১৮  রাত ১১:২২
নাবিক সিনবাদ বলেছেন: বেশ!  ![]()
 
১১ ই অক্টোবর, ২০১৮  সকাল ৭:৪৭
হাবিব  বলেছেন: ধন্যবাদ ভাইয়া, ভালো থাকুন........... 
৯| 
১০ ই অক্টোবর, ২০১৮  রাত ১১:৩৬
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: সুন্দর কবিতা।।।।ভালোবাসা রইলো
 
১১ ই অক্টোবর, ২০১৮  সকাল ৭:৪৮
হাবিব বলেছেন: আপনার নামটা তার চাইতেও সুন্দর , ধন্যবাদ জানবেন।
১০| 
১০ ই অক্টোবর, ২০১৮  রাত ১১:৩৭
নতুন নকিব বলেছেন: 
ভাল লিখেছেন। ধন্যবাদ।
 
১১ ই অক্টোবর, ২০১৮  সকাল ৭:৫০
হাবিব বলেছেন: কাছেই থাকবেন, ধন্যবাদ জানবেন।
১১| 
১১ ই অক্টোবর, ২০১৮  রাত ১২:০১
এস এম ইসমাঈল বলেছেন: লেখা বেশ ভাল হয়েছে। লিখতে থাকুন। ধন্যবাদ।
 
১১ ই অক্টোবর, ২০১৮  সকাল ৭:৫১
হাবিব বলেছেন: ইসমাইল ভাই আপনি এখানেও আছেন দেখছি? ভালো লাগলো, সাথেই থাকবেন।
১২| 
১১ ই অক্টোবর, ২০১৮  সকাল ৭:৩৮
নজসু বলেছেন: সুন্দর জীবন গড়ার সুন্দর ছড়া।
 
১১ ই অক্টোবর, ২০১৮  সকাল ৭:৫২
হাবিব বলেছেন: নজসু ভাইয়া/ আপু, এতো দেরীতে যে, ভালো আছো নিশ্চয় ?
১৩| 
১১ ই অক্টোবর, ২০১৮  রাত ৯:০৫
ওমেরা বলেছেন: আবূ হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “নিশ্চয় কিয়ামতের দিন বান্দার (হক্বুক্বুল্লাহর মধ্যে) যে কাজের হিসাব সর্বপ্রথম নেওয়া হবে তা হচ্ছে তার নামাজ। সুতরাং যদি তা সঠিক হয়, তাহলে সে পরিত্রাণ পাবে। আর যদি (নামাজ) পণ্ড ও খারাপ হয়, তাহলে সে ব্যর্থ ও ক্ষতিগ্রস্ত হবে।
নামাজ নিয়ে কবিতা খুব ভাল লাগল। ধন্যবাদ।
 
১৩ ই অক্টোবর, ২০১৮  বিকাল ৪:৩৩
হাবিব বলেছেন: আপনার মন্তব্য পেয়ে খুশি হলাম, নামাজ নিয়ে অারো একটি কবিতা দিব ইনশাআল্লাহ
©somewhere in net ltd.
১|
১০ ই অক্টোবর, ২০১৮  রাত ৯:৫৪
আরোগ্য বলেছেন: লাইক না দিয়ে থাকতে পারলাম না।