![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।
সমাসঃ
...............................................
তুমি-আমি যেন আজ মানিকজোড়া-
ঠিক যেন "দ্বন্দ্ব সমাসের" মতো,
"দিগু সমাসের" মতো প্রেম বিলাবো মোরা;
এক আকাশ প্রেম দু' সাগর ভালোবাসা যত।
প্রেমের ব্যাকরণে কে যে "কর্মধারয়" কে বা "তৎপুরুষ"-
কি করে তা আলাদা করি বলো,
কখন যে কি করি; পাইনা আমি হুশ;
মাতাল তোমার প্রেমে; অজানাতে হারিয়ে যাই চলো।
"অব্যয়ীভাব" প্রেম তোমায় বিলাবো নিরবধি-
"বহুব্রীহি" যেন আজ জীবনের ছন্দ,
আমি চাই ভালোবাসা- চাইনা তো প্রেমের গদি;
এ মনের সুখ-দুঃখ সবি এক লাগে; বুঝিনাতো ভাল-মন্দ।
কারকঃ
..................................................
আমাদের প্রেমে তুমি কর্তা তাই তুমি "কর্তৃকারক"-
আমাকে ঘিরে করো কর্ম সম্পাদন,
মনে হয় আমি অধম "কর্মকারক";
ভেঙেছো এ অবুঝ মন।
আমাকে কতো ব্যবহার করিয়াছো-
বানিয়েছো আমাকে "করন",
যা কিছু আমার সব কেড়ে নিয়েছো;
জোর করে আজ সৃজিলা "অধিকরন"।
"অপাদান" আমি যেখানে প্রেমের ঝর্ণাধারা-
অবিরাম বহিয়াছে স্রাত,
প্রেমের কলসি নিয়েছো উঠায়ে ত্বরা;
আজ আমি শোকে তাই ভূত।
বিভক্তি/প্রকৃতি-প্রত্যয়/ পুরুষ/ বচনঃ
......................................................
ব্যাকরণিক প্রেমে আমি চাইনা কোন "বিভক্তি"
কিংবা "প্রকৃতি-প্রত্যয়",
যদি তুমি দূরে যাও অথবা ফেলি হারিয়ে
আজ তাই জেগেছে মনে ভয়।
আমি "উত্তম পুরুষ" আর তুমি "মধ্যম" হয়ে
ভালোবাসার সাগরে করবো স্নান,
"একবচন" বা "বহুবচন" বুঝিনা তো
চলো না দু'জনে ধরি প্রেমের গান।
পদে পদে প্রেমঃ
..............................................
নারী নামক এই ছোট্ট "বিশেষ্যের" গুনে,
প্রতিটি অধ্যায়ে তার কি মায়া যে দেখে,
তুমি আজ ধরেছো আমার মনে;
অসম প্রেম তাই নিলাম গায়ে মেখে।
সুন্দরী তুমি কিংবা রূপবতী; কতো যে "বিশেষণ"-
কি করে স্থির থাকি আমার স্থানে বলো,
তুমি কেড়ে নিলে আমার মন;
প্রেম বিলাবো অনেক আজ অজানাতে যাই চলো।
তুমি নামক দু' অক্ষরের "সর্বনামের" প্রেমে-
জীবনের ব্যাকরণ পাল্টে গেল আজ,
জনশূন্য ট্রেন- নির্জন স্টেশনে আছে থেমে;
বর্ণিল হলো দেখ বেরঙা জীবনের ভাঁজ।
ভালবাসি কথাটি আজ "অব্যয়ের" মতো-
হয়ে গেল জীবনের অন্যতম অধ্যায়,
পরিবর্তন হবেনা তার দুঃখ আসুক শত;
নির্ভয়ে থাকো সদা যাব না ফেলিয়া তোমায়।
প্রেমটাকে আজ মনে হয় আমার "অসমাপিকা ক্রিয়া"-
যত ভালবাসি ভরেনা আমার মন,
তোমার রুপে মুগ্ধ হলাম প্রিয়া;
কবে রবে তুমি কাছে আমার, আসবে যে শুভক্ষণ।
উপসংহারঃ
.....................................
এত ঘটা করে যে প্রেমের শুরু-
যে প্রেমের এত আয়োজন,
বেঁচে থাক ভালোবাসা শুদ্ধ-সঠিক;
এ যেন প্রেমের ব্যাকরণ।
.......................................
ছবি সূত্র: bp.blogspot.com
১১ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:০৯
হাবিব বলেছেন:
বাশার ভাই, প্রথমেই আপনাকে পেয়ে আনন্দিত হলাম।
শুভকামনা রইলো, শুভ সকাল জানবেন।
২| ১১ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:০১
লাবণ্য ২ বলেছেন: এত সুন্দর করে ক্যামনে লিখেন? অসাধারন!
১১ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:১১
হাবিব বলেছেন:
বাহ...........................
লাবন্য২ কে পেয়ে গেছি।
আপুরে এতো সুন্দর করে মন্তব্য করলে
আমার সব কথায় যে ছন্দ হয়ে আসে।
৩| ১১ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৫৩
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
আগামীকাল হিমু মেলা। আসছেন তো?
১১ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৩১
হাবিব বলেছেন: কোথায় হিমু মেলা? জানতাম না তো, বিস্তারিত বললে উপকৃত হতাম।
৪| ১১ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:১৩
কথার ফুলঝুরি! বলেছেন: বাহ বাহ ! প্রেম ও ব্যাকরণ কোনটাতেই দেখি কম যায়না আমাদের হাবিব স্যার ।
প্রেমের ব্যাকরণ কবিতায় ভালোলাগা ।
১১ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৩৬
হাবিব বলেছেন: ফুলঝুরি আপু বললেন বাহ বাহ.....
লাগছে নাকি ভালো আমার প্রেমের ব্যাকরণ,
প্রিয়তে নিলাম আজকে আমি
বলবো না আর কোন কথা অকারণ।
না জানিলে প্রেমের ব্যাকরণ
বিফলে যাবে প্রেম,
শিখে নাও কিছু উত্তম মধ্যম
অল্প কিছু দিলেম।
৫| ১১ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:২১
সনজিত বলেছেন: প্রিয়তে নিলাম
১১ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৩৮
হাবিব বলেছেন:
কি কথা শোনালো মোরে
আজ সনজিত ভাইয়া,
আমি নাকি তার প্রিয়তে আছি
মন্তব্যে দিলেন কইয়া।
৬| ১১ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৪৯
পদাতিক চৌধুরি বলেছেন: স্যার প্রেমের ব্যাকরণ সুন্দর হয়েছে, লাইকও দিয়েছি। কিন্তু স্যার প্রেমিিকা অভিসারে এসে আবার যদি ব্যাকরণ শিখতে হয় তাহলে আপনার খবর আছে। একেবারে মারিয়ানা খাতে ডুবে মরবে বলে রাখলাম। হা হা হা। ♥♥
শুভকামনা আপনাকে ।
১১ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:০৮
হাবিব বলেছেন:
ভাই দাঁড়ান....................
মন্তব্য পরে উত্তর দেই,
আগে হাইসা লই,
হা হা হা হা ......................
৭| ১১ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৫২
নজসু বলেছেন: স্যার, আপনার লেখায় কি যাদু রেখেছেন বলেন তো।
১১ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:০৯
হাবিব বলেছেন:
আপনার মন্তব্যে যে যাদু আছে
আমার লেখায় কি তার চাইতেও বেশি?
৮| ১১ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:১৭
নীল আকাশ বলেছেন: কে আপনাকে স্যার নিক রাখতে বলছে? এখনই এটা পাল্টে প্রফেসর রাখুন!
প্রতি দিন আপনার লেখা পড়ি আর আগের দিনের চেয়ে বেশী মুগ্ধ হই!
ভালো লাগা রেখে গেলাম!
১১ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫৯
হাবিব বলেছেন:
নীল আঁকা আপুমনি ৩৯ এর সাথে আর ১১ যোগ করে অর্ধ সেঞ্চুরিটা পূর্ণ করে নেন। আমি আপনার মন্তব্যে অনেক মুগ্ধ। ভালোবাসা অফুরন্ত। তবে নিক টা যে দিয়েছে তার অনুমতি সাপেক্ষে আপনার কথা রাখা যাবে। কিন্তু একবার ব্লগে নিক দিলে তো আর চেঞ্জ করা যায়না। আপনি যদি চান তাহলে মডু ভাইয়াকে বলে সে ব্যাবস্থাও করা যাবে। কিন্তু আর আছে ঝামেলা, কোর্টে গিয়ে যদি এফিডেফিট করতে হয় সেই সময়টা তে আপনাদেও সাথে আড্ডা দেওয়া আর মজার মজার কমেন্টস তো মিস করবো। আপনিই বলেন কোনটা করবো?
৯| ১১ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০৪
আরোগ্য বলেছেন: স্যার আশা করি শীঘ্রই প্রেমের বিজ্ঞান পাবো।
১১ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪৭
হাবিব বলেছেন: ফিজিক্স লেখা শেষ, এখন শুধু ব্লগে লেখার অপেক্ষা। সাথেই থাকবেন। ভাইয়া/ আপু ......................।
১০| ১১ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:১২
ফেনা বলেছেন: মাস্টার মশায় খুব জটিল হয়ছে।
শুভকামনা আপনার জন্য।
১১ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৫০
হাবিব বলেছেন: ফেনা ভাইয়া আপনাকে স্বাগতম আমার ব্লগে, সাথেই থাকবেন আশা করি।
১১| ১১ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:২১
নীল আকাশ বলেছেন: নীল আঁকা আপুমনি ৩৯ এর সাথে আর ১১ যোগ করে অর্ধ সেঞ্চুরিটা পূর্ণ করে নে....। ভাইয়া হবে....
জীবনে এটা সেটা অনেক অর্ধ সেঞ্চুরিটা, পূর্ণ সেঞ্চুরিটা হয়ে গেছে, আর দিয়ে কি হবে........
আরোও ভালো ভালো লেখা চাই।
১১ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৫৯
হাবিব বলেছেন:
ভাইয়া আমি হতে পারি
যদি হতিশ আপু,
পূর্ণ সেঞ্চুরিটা কেমনে হলো-
আমাকে খুলে বল দেখি হে বাপু।
লেখা আর ভালো হবে
যদি করিস আসা,
কাছে রাখিস আমায় তুই
দিস ভালোবাসা।
১২| ১১ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২৭
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
১২ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:৫৯
হাবিব বলেছেন: ভালো লাগলো আপনার দেখা পেয়ে
১৩| ০৮ ই এপ্রিল, ২০১৯ রাত ১১:৩৭
ল বলেছেন: জটিল
১১ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:২৮
হাবিব বলেছেন: হা হা হা......... এতোদিন আগের লেখায় মন্তব্য করলেন!!!
©somewhere in net ltd.
১|
১১ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:০০
এ.এস বাশার বলেছেন: হাবিব ভা্ই দারুন লেখেছেন প্রেমের ব্যকরন। আজকের সকালটা আপনার কবিতা দিয়েই শুরু করলাম.....
শুভ সকাল ভাই....