![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।
মশা ভাই মশা ভাই
করো কেন খাই খাই
দাড়াও না একবার শোন,
রক্ত খাবার তরে
যাই মানুষের ঘরে
ভোর হলে তার সম্ভব নাই কোন।
টিকটিকি টিকটিকি
ঠিকঠিক ডাকি ডাকি
যেথা যাও বলে যাও না,
খাব আজ মশা মাছি
তাই আমি ধ্যানে আছি
লাইট নিভালে আর পসিবল না।
তেলাপোকা তেলাপোকা
শিং দুটি নাড়ি একা
১৮ পদে দ্রুত যাও চলি,
আলোহীন স্যাঁতস্যাঁতে ঘরে
খাবার যে সব আছে পরে-
মনে কিছু করো নাকো পরে কথা বলি।
ছোট ইঁদুর বড় ইঁদুর সব
সারাদিন কুটকুট কাটি,
তুমি তো অকাজের গুরু,
সন্ধ্যা নামলো ঐ দিগন্তের তরে
জলদি যাই নির্জন ঘরে
কাজ করে দিতে হবে শুরু।
ছারপোকা ছারপোকা
রাত হলে একা একা
চুপি চুপি বের হও কেন?
রক্ত খাবার আশায়
বালিশের চিপায় চাপায়
দিন ছাড়া অবসর নাই মোর হেন।
উইপোকা উইপোকা
পরে আছো থোকা থোকা
অযথায় কেন কাটো মাটি?
ঘর বানাবার তরে
মাটি কেটে জড়ো করি
বেলা বুঝি পড়ে এল ভাটি।
------------------------
শোন ভাই শোন ভাই
আমি কি অনেক বেশি চাই
ব্লগ খানা চুপি চুপি পড়ি,
মজা যদি পেয়ে থাকো
ছেড়ে মোরে যেও নাকো
একটা কমেন্টস যাও না এবার করি।
১২ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০২
হাবিব বলেছেন: আপনাকে পেয়ে আমি আনন্দিত
২| ১২ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:২০
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: পোকামাকড়ময় পোস্টে লাইক প্রদান করা হইল।
১২ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০৪
হাবিব বলেছেন: আপনাকে পোকা মাকড় বাহিনীর শুভেচ্ছা
৩| ১২ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:২৭
কাওসার চৌধুরী বলেছেন:
হুম, স্যারের পোস্টে মজা পাইলাম; একখান কমেন্টও করলাম। সাথে পেলাস +++ দিলাম।
১২ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০৫
হাবিব বলেছেন: আপনার কমেন্টস পেয়ে আনন্দিত আমি। ভালবাসা নিবেন
৪| ১২ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০৭
বাকপ্রবাস বলেছেন: বিষয়টা চমৎকার ছিল, ছড়াও সুন্দর হয়েছে
১২ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৩০
হাবিব বলেছেন: আপনাকেও পেলাম। ভালোলাগছে
৫| ১২ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:২৩
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
১২ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৪৮
হাবিব বলেছেন: নুর ভাই এসেছেন দেখছি, ভাল লাগলো
©somewhere in net ltd.
১|
১২ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৩৯
আলোকিত-পৃথিবীর-সন্ধানে বলেছেন: অনেক মজা পেলাম,