![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।
গ্রাম জুড়ে সব মাটির ঘরে
শীতলতার অভাব নাই,
অনেক শান্তি সেথায় পাবেন
চোখে ঘুম সেতো কথাই নাই।
গোলা ভরা ধান যেখানে
শীতল পাটির বিছানা,
টাকা পয়সা নাইযে সেথা
আছে শান্তির ঠিকানা।
গাছে সোনার ফসল আছে
যা খুশি তাই খেয়ে যান,
তরল তাজা মৎস আছে
ঊন্নত তার জীবন মান।
চারপাশে সব প্রতিবেশী
সুজনের তো অভাব নাই,
বাঁচতে হলে জলদি চলো
আজি গ্রামে চলে যাই।
.....................................
১৩ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৫৬
হাবিব বলেছেন: অনুপ্রাণিত হলাম ভাইয়া। সাথেই থাকুন।
২| ১৩ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:২৫
পদাতিক চৌধুরি বলেছেন: সক্কালবেলা স্যারের খাঁটি গ্রামীণ সংস্কৃতির কবিতাটি পড়ে মুগ্ধ হলাম।
" তরল তাজা মৎস আছে
উন্নত তার জীবন মান। "
শুভকামনা স্যারকে।
১৩ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:০১
হাবিব বলেছেন: পদাতিক ভাইয়া গ্রামে অাসলাম অনেক দিন পর , সেই জন্য কবিতা লিখে মনের ভাব প্রকাশ করলাম। আপনার ভালো লাগছে জেনে প্রেরণা পেলাম, ভালোবাসাময় শুভেচ্ছা
৩| ১৩ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:৫৪
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
সুন্দর কবিতা।
গ্রাম নিয়ে অতিদ্রুত একটা ছবি ব্লগ নিয়ে আসছি ভায়া!
১৩ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:২৫
হাবিব বলেছেন: দেখার অপেক্ষায় রইলাম ভাইয়া
৪| ১৩ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:৩৪
রাজীব নুর বলেছেন: যার গ্রাম নেই সে কোথায় যাবে?
১৩ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:২৭
হাবিব বলেছেন: আমাদের গ্রামে দাওয়াত তাদের।
৫| ১৩ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৪৩
মুহাম্মাদ আল আমিন উজানি বলেছেন: আমার ছড়ার জবাব পেলাম দারুণ ভাবে,
প্রিয় ছড়াকার, ভাল থাকুন অবিরাম....
বাঁচতে বলো কোথায় যাই?
শহর জুড়ে দালান আছে
দালান ঘরে শান্তি নাই,
বক্স খাট আর এসি আছে
একটুকু ঘুম কোথায় পাই?
ড্রয়ের ভরা টাকা আছে
সোনা রুপার অভাব নাই,
শান্তি রাখা কোন কুটিরে
সুখের চাবি কোথায় পাই ?
টেবিল জুড়ে খাবার কত
আমার খাওয়ার সাধ্য নাই,
সব খাবারে বিষ মেশানো
খাইলে বাঁচার উপায় নাই!
কুজন ভরা চার পাশেতে
একটাখানি সুজন নাই,
সুযোগ খোঁজে করতে আঘাত
বাঁচতে বল কোথায় যাই ?
১৩ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:২৯
হাবিব বলেছেন: আপনার কবিতা দেখেই লেখা। আপনাকে ধন্যবাদ ভাইয়া
৬| ১৩ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৩৩
বিজন রয় বলেছেন: আপনার এই কবিতা পড়ে তো আমার এখনই গ্রামে যেতে ইচ্ছে করছে।
++++
১৩ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৪৬
হাবিব বলেছেন: ভাইয়া চলে অাসুন, চিংড়ি মাছ দিয়ে কচুশাক অার সজিনা পাতার মরিচ ভাটা, মা রান্না করছে। আপনার দাওয়াত।
৭| ১৩ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৪৪
বাকপ্রবাস বলেছেন: এমন সুন্দর ছড়া পড়ে
ভাবছি এবার গ্রামে যাই
দু'চারটা দিন তাজা খাব
শহরে সব ভেজাল পাই
১৩ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৪৯
হাবিব বলেছেন: চলে অাসুন জলদি করে
বৃষ্টি বাদল যাই থাক,
সজীবতা নিয়ে যান
ভেজাল সব দূরে থাক।
৮| ১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪৪
অবলাল রশ্নি বলেছেন: সব ছেড়েছুঁড়ে গ্রামে চলে যেতে মন চায়
১৩ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০৪
হাবিব বলেছেন: দাওয়াত রইলো, এসে পড়েন তারাতারি
৯| ১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫৭
নজসু বলেছেন: স্যার গ্রামে ফিরে যাবার আহ্বান অনেকের মনকে আকুল করে তুলবে আশা করি।
ছবিটা দেখে নিজের কিশোরবেলার কথা মনে পড়লো।
১৩ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১০
হাবিব বলেছেন: দিন গেলো তোমার পথও চাহিয়া, অার তুমি এতক্ষণে? অাজ তোমার কমেন্টে রিপ্লে দিব না
১০| ১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:১১
ফারিহা হোসেন প্রভা বলেছেন: দারুন লিখেছেন। ঠিক মনের ভাবগুলো প্রতিটি চরণে ফুটিয়ে তুলেছেন সুন্দরভাবে।
১৪ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:২৫
হাবিব বলেছেন:
বাহ............
এখানেও তুমি,
একদিনেই সব পোস্ট পড়লে নাকি?
১১| ১৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৫০
ফারিহা হোসেন প্রভা বলেছেন: পড়তে ভালো লাগে আপনার পোষ্ট স্যার।
১৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:২৮
হাবিব বলেছেন:
ভালো লাগে জেনে আমি
খুশিতে নাচি,
তোমাদের ভালোবাসায়
আজ ব্লগে আছি।
এতদিন কই ছিলা
খোঁজ কতো রোজ,
কান্নায় ভেঙে পড়ে
মনটা অবুঝ।
নতুন লেখা আছে
পড়ে এসো তাড়াতাড়ি,
সেথা তুমি খোঁজে পাবে
পদার্থ ভুরিভুরি।
©somewhere in net ltd.
১|
১৩ ই অক্টোবর, ২০১৮ ভোর ৬:২০
বিদেশে কামলা খাটি বলেছেন:
সুন্দর।