![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।
এক হাতে তার রান্নাঘর
অন্য হাতে সন্তানেরা,
আগলে রাখো ভালবাসায়
তাইতো তুমি বিশ্ব সেরা।
এক হাতে তার স্বামী সুখ
প্রেম বিলায় সে অফুরান,
মধুর সুরে কন্ঠে তাহার
মন মাতানো শ্রেষ্ঠ গান।
এক হাতে তার শ্বশুরবাড়ি
দেবর ভাসুর ননদ যত,
তাদের সাথে তাল মিলাতে
কষ্ট করেন অনেক শত।
এক হাতে তার অফিস অাছে
অন্য হাতে প্রেমের শাসন,
কি করে সে সামলে রাখে
এত সুন্দর মায়ার ভুবন।
এক হাতে সে দমন করে
যত অন্যায় সন্ত্রাস,
সাম্য ন্যায়ের প্রতিষ্ঠাতে
সরিয়ে দিয়ে যত ত্রাস।
এক হাতে তার সত্য অাছে
অন্য হাতে মিথ্যা যত,
সত্য সবই প্রতিষ্ঠা পায়
মিথ্যা দূরে যায় যে কত।
এক হাতে সে সাজিয়ে রাখে
সুন্দর তাহার মুখটি দেখ,
যথাযথ ভালোবেসে
মায়ের হুকুম মনে রেখ।
১৪ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:১৮
হাবিব বলেছেন:
ঠিক বলেছেন ভাই,
সবার ঊর্ধ্বে মায়ের সম্মান
তুলনা তার নাই।
২| ১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:১০
ফারিহা হোসেন প্রভা বলেছেন: মা তো মা'ই।
সুন্দর লিখেছেন জনাব। কেমন আছেন?
১৪ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:২০
হাবিব বলেছেন: অনেকদিন পর তোমার দেখা, আজকাল তো আমার পোস্টে আসোই না।
৩| ১৪ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৪২
নজসু বলেছেন: ‘মা’ এক শব্দেই তার পূর্ণতা।
মা পৃথিবীর সবচেয়ে মধুরতম ডাক, মা মানেই হাজারো আবদার,
মা হলো জাগতিক কিংবা পার্থিব সব শান্তির উৎস।
১৪ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:২৩
হাবিব বলেছেন:
‘মা’ এক শব্দেই তার পূর্ণতা।
মা পৃথিবীর সবচেয়ে মধুরতম ডাক,
মা মানেই হাজারো আবদার,
মায়ের সকল দুঃখ ঘুচে যাক।
©somewhere in net ltd.
১|
১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৪২
রাজীব নুর বলেছেন: মা, মায়ের ভালোবাসার তুলনা হয় না।