![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।
হৃদয় জুড়ে আছো তুমি-
“বট বৃক্ষের” মত,
গড়েছো এমনে মোর শক্ত স্থান;
কান্ড থেকে নেমে আসা শিকড় আছে যত।
কত শতবার হৃদয় থেকে
উপড়ে ফেলছো দূরে ,
“দূর্বাঘাসের” মতো ও’ হৃদয় মাটি
ধরেছিলাম শক্ত করে।
ব্যাথা পেলে তুমি আমিও পেয়েছি
ঠিক যেন পরগাছা,
“খেজুর বৃক্ষের” পরাশ্রয়ী হয়ে
তোমাতেই মরা বাঁচা ।
কষ্টগুলো তোমার দু’ হাতে সরিয়ে-
নিয়েছি এ অন্তরে,
“তুলসি পাতা” সম অসুখ সারিয়ে
রেখেছি যতন করে ।
“পাতাবাহারের” মত হয়ে আছি
ঘরের কোনে ফুলদানিতে,
তোমার খুশির জন্য যেন-
জন্ম আমার দুনিয়াতে।
“রঙ্গন গাছের” মত কেটেছ আমায়
নিরবে সয়েছি প্রতিদিন,
কি প্রতিদান দিলে বলো তার
জমা যে অনেক ঋণ ।
“অ্যালোভেরার” মত ভেতরটা খুবলেছো
করিনি কোন প্রতিবাদ,
এমন কি চেয়েছিলাম তোমার কাছে -
জীবনটা করে দিলে বরবাদ ?
আমিও সুযোগ পেলে -
“ফলবান বৃক্ষের” মত ভরে ফুলে ফলে,
তোমাকে হৃষ্ট পুষ্ট করে-
শোভা পেতাম হৃদয়ের ডাইনিং টেবিলে ।
“কচি ডাবের” মতো ভেতরটা ফুটো করে
শুষে নিয়েছো সব ভালোবাসা,
কি করে জীবন বয়ে বেড়াব বলো-
মনে আর বাকী নেই আশা ।
ফরমালিন দিয়ে “আম” পাকানোর মতো
অল্প বয়সে পাকিয়েছো আমায়,
কবেই তো মরে যেতাম প্রিজারভেটিভ” ছাড়া
পড়ে আছি পৃথিবীর মায়ায় ।
আমিতো “বাঁশবৃক্ষ” সম লম্বা হয়ে
তোমার আকাশে চাঁদ ছুতে চাইনি,
মনের বাগানে ফুল হতে চেয়েছি-
সে সুযোগ আমাকে দাওনি ।
আমি কি “আমড়া” কাঠের ঢ়েঁকি ?
করেছো যে কত গালাগালি,
ভিটামিনে ভরা ফলগুলো সব
খেয়েছো তো দিয়ে হাতে তালি।
“পাট” কাঠির মত আগুনে পুড়েছো
কি যে আনন্দ করে ,
আমার আঁশের পাপোশ বিছিয়ে
পৈচাশিক আনন্দ দিয়েছ মোরে ।
আমাকে পার যত দুঃখ দাও
সবি আমি মেনে নিলেম,
তোমাতে আমি বিলাবো ভালবাসা
হৃদয়ের শত “বৃক্ষসম প্রেম” ।
১৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:০৮
হাবিব বলেছেন:
দারুন একটা নাম দিলেন তো, ভেষজ কবিতা।
হা হা হা..................................................।
শুভ সকাল পদাতিক ভাইয়া। আশা করি কুশলেই আছেন।
২| ১৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:০৯
সাদা মনের মানুষ বলেছেন: পদাতিক চৌধুরি বলেছেন: ভেষজ কবিতা
বিছুটা ছন্দ পতন থাকলে ভাবটা চমৎকার, ভালোলাগা জানিয়ে গেলাম।
১৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:২১
হাবিব বলেছেন:
ভালো লাগায় শুভ হলাম,
তাই অনুপ্রাণিত,
ভালো আছেন আশা করি
অবশেষে রইলো সালাম।
৩| ১৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:১২
সাদা মনের মানুষ বলেছেন:
১৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:১৮
হাবিব বলেছেন:
সকাল বেলার মিষ্টি চা পেয়ে
আনন্দিত মন।
জানাই শুভ সকাল,
এ ছাড়া আর কি'বা দেব আমি
শুন্য আমার ধন।
৪| ১৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:১৭
রাজীব নুর বলেছেন: কবিতা লিখে- দেশ বদলানো যায় না, সরকারকে শায়েস্তা করা যায় না, সাম্রাজ্যবাদীদের জব্দ করা যায় না,বাজারে দ্রব্যমূল্যের দাম কমানো যায় না।
তবু কিছু মানুষ কেন কবিতা লিখে?
তবু কিছু মানুষ কেন কবিতা পড়ে?
১৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩০
হাবিব বলেছেন:
কিভাবে দেশ বদলানো যাবে?
সরকার কিভাবে শায়েস্তা হবে?
সাম্রাজ্যবাদীরা কিভাবে জব্দ হবে?
বাজার মূল্য কিভাবে কমবে?
গানে? গল্পে? উপন্যাসে? সিনেমায়? রাজপথে আন্দোলনে?
কিভাবে হবে শত অন্যায়ের অবসান? আমার জানা নেই।
দেশ তো আর বদলাতে পারবো না।
মনকে আমরা ঠিকি বদলাতে পারবো।
মনের আনন্দে, ভালো থাকার তাগিদে
কবিতা লিখে চলি।
প্রিয় ভাই রাজীব নূর, আপনার মন্তব্য আমার কাছে অপরিষ্কার।
যদি কিছু মনে না করেন আরো একটা কমেন্টস করে
আমার জিজ্ঞাসিত মনকে শান্ত করবেন আশা করি।
শুভ সকাল জানবেন।
৫| ১৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৪৮
লাবণ্য ২ বলেছেন: সুন্দর কাব্য।
১৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:০৪
হাবিব বলেছেন:
ধন্যযোগ রইলো,
অনেক দিন পরে আপনার দেখা পেলাম.....
কমেন আছেন আপু/ভাইয়া.......................?
৬| ১৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৩০
কিরমানী লিটন বলেছেন: চমৎকার বিষয় ভাবনা- ভালো লাগলো খুব। মাত্রা আর ছন্দের দিকে আরও সুনজরে- আরও বিশুদ্ধ হবে। শুভকামনা রইল- সব সময়....
১৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৩০
হাবিব বলেছেন:
লিটন ভাই, আপনাকে প্রথমবার আমার লেখায় পেলাম,
ভালো লাগছে আপনাকে পেয়ে।
ভালোবাসা জানবেন।
৭| ১৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৪৮
আকতার আর হোসাইন বলেছেন: আমাকে পার যত দুঃখ দাও
সবি আমি মেনে নিলেম,
তোমাতে আমি বিলাবো ভালবাসা
হৃদয়ের শত “বৃক্ষসম প্রেম”
সুন্দর ছিল। প্রিয় রাজিব ভাই এর মন্তব্যের মানে আমিও বুঝলাম না।
আপমার জন্যে শুভ কামনা রহিল।
১৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৩১
হাবিব বলেছেন:
আকতার ভাই,
ধন্যযোগ জানবেন,
কবিতা পাঠের জন্য শুভেচ্ছা জানাই।
৮| ১৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:১৮
ফারিহা হোসেন প্রভা বলেছেন: ভালোবাসাময় হৃদয়ের প্রতি শ্রদ্ধ্যা!
১৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৫৩
হাবিব বলেছেন:
মন্তব্যে অনুপ্রাণি....।
কমেন্টসে যখন এসেই পড়লেন
একটু ভালোবাসা নিয়ে যান..........।
৯| ১৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:২২
বাকপ্রবাস বলেছেন: বেশ সুন্দর। ভিন্ন ফ্লেভার।
১৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৫৭
হাবিব বলেছেন:
তাই তো বলি, বানর মামা আমার ব্লগে কি করছে।
ফ্লেভার না থাকলে কি আর তাকে পাওয়া যেত...... ?
হা হা হা...........
ভালো থাকার সব উপকরন সাথে নিয়ে
আশা করি বেশ আছেন।
মন্তব্যে অনুপ্রাণিত।
১০| ১৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:১৪
রাকু হাসান বলেছেন:
একটি কথা বলি । রাগ করবেন না । আমার মনে আপনি যদি কোয়ান্টটি থেকে কোয়ালিটি’র দিকে নজর দিতেন বেশি তাহলে আরও ভালো লিখতে পারতেন বলে অামার মনে হয় । এছাড়া পাঠকদের দিক দিয়ে নজর দেওয়া উচিত । ছড়িয়েই যখন দিবেন তখন আপনার লেখাগুলো যত বেশি পাঠকপ্রিয়তা পাবে ততই লাভ ,আমি মনে করি ।
হোক ব্লগিং । শুভকামনা ,পাশে আছি সব সময় ।
১৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:২১
হাবিব বলেছেন:
আমি আপনার কথা বুঝতে পারি নাই,
যদি বুঝিয়ে বলতেন অনুপ্রাণিত হতাম।
১১| ১৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫৬
সাইন বোর্ড বলেছেন: কবিতা ভাল লেগেছে ।
১৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১৫
হাবিব বলেছেন:
অনেক ধন্যবাদ ভাই,
শুভেচ্ছা জানবেন।
১২| ১৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫৭
রাকু হাসান বলেছেন:
আপনাকে যতদূর জেনেছি আপনি প্রত্যেক কথার উত্তর করতে পারবেন কবিতা/ছড়ায় । সেটা আপনি খুব ভালো করে পারেন । এটা আপনার খুব ভালো দিক । তবে আপনি যদি আরও মান সম্মত লেখার জন্য চেষ্টা করেন তাহলে সেটাও খুব পারবেন । প্রয়োজনে কম লিখনেন । আমি বলছি না,আপনার লেখা মানসম্মত হচ্ছে না। সেটা অবশ্যই হচ্ছে । মনে করুন আপনি দিনে পাঁচটা কবিতা লিখতে পারেন ,সেখানে যদি পাঁচটা কবিতার যে সময় শ্রম লাগে ,সেই শ্রম ও সময়টা যদি একটি কবিতায় দেন তাহলে কবিতা বা ছড়াটি কেমন হবে !! সেটা নিশ্চয় বুঝার বাকি নেই আপনার ।
আপনার দেওয়া কবিতা/ছড়াগুলো আরও বেশি পঠিত হলে আমি ব্যক্তিগতভাবে খুশি হতাম । সবার ক্ষেত্রেই হই । কেননা যে কোনো লেখার আকুতি থাকে আমি যেন বেশি পঠিত হই । এতে লেখার সম্মান ও লেখক/কবির ও তৃপ্তির ঢেকুর তুলতে পারে ।
এছাড়া ঘন ঘন পোস্ট দেওয়ায় আপনার সহব্লগাররা বিরুক্ত হতে পারে । আদর্শ ব্লগার হিসাবে সেসব বিষয়ের প্রতি খেয়াল রাখা উচিত । আপনার নিজস্ব পাঠক আছে অবশ্যই ,সেটা না হলে আপনার লেখা পঠিত হয় কিভাবে !! হবেও । যেভাবে ব্লগিং করছেন তাতে খুব একটা সমস্যা নেই । এভাবে অনেক দিন ধরে ,অনেক গুণী জনেরা করে আসছেন । আপনারও হবার কথা মনে হয় ।
তবে একেক জনের একেক রকম নীতিতে ব্লগিং করে । আপনার নীতিতে অন্যের ভালো না লাগাটা স্বাভাবিক । তেমনি আমার ক্ষেত্রেও । ব্লগ আপনার ,কিভাবে করবেন সেটা আপনি যথেষ্ট বোধক্ষমতা রাখেন এবং রেখে আসছেন নিশ্চয় ।
আমি যে কথাগুলো বললাম ,সেই সব আপনার একান্ত শুভার্থী হিসাবেই বলা । দয়া করে উপদেশ ভাববেন না ,বলতে পারেন আমার একান্ত মতামত বা বেশি হলে পরামর্শ ।
অনেক বেশি শুভকামনা । থাকুন ব্লগে ,ব্লগীয় পথচলা স্বরণীয় ঈর্ষনীয় হোক আপনার ।
১৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১৩
হাবিব বলেছেন:
আপনার কথায় অনেক বেশি কিছু শিখলাম। ধন্যবাদ দিয়ে সুন্দর পরামর্শের মান কমাতে চাইনা। সেই ছোট্ট বেলায় যখন বেশি কথা বলতাম আমার মা ও ঠিক এভাবে বলেছিল। কম কথা বলো, গুছিয়ে বলো। প্রতিটি কথা আমার কাছে লাখটাকার চেয়ে দামি মনে হয়েছে। এক সাগর কৃতজ্ঞতা জানালেও এতো সুন্দর পরামর্শের জন্য কম হয়ে যাবে। শুভার্থী হিসেবে পাশে চাই সব সময়। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন। আমীন।
১৩| ১৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩৯
সনেট কবি বলেছেন: সুন্দর কাব্য।
১৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৪১
হাবিব বলেছেন:
মুগ্ধতা জানবেন।
কমেন্টসে অনুপ্রাণিত। শুভ সন্ধ্যা।
১৪| ১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৪৮
কাওসার চৌধুরী বলেছেন:
কবিতায় ছন্দ রাখা এখন খুব গুরুত্বপূর্ণ বিষয় নয়। কবিতা ছন্দময় করতে গিয়ে "ভাব ও বিষয়ের গভীরতা" একটু নড়বড়ে করে ফেলেছেন। আমি জানি আপনি খুব ভাল লিখতে পারবেন, সেই ক্ষমতা আপনার আছে। সম্ভব হলে, গদ্য কবিতায় মনযোগী হতে পারেন। আশা করি, আগামীতে আরো সুন্দর কবিতা পাব। শুভ কামনা রইলো 'হাবিব' ভাই। আর রাকু হাসান ভাইয়ের কথাগুলো একটু খেয়াল রাখবেন।
প্লীজ, এটাকে সমালোচনা হিসেবে নেবেন না; আমি চাই আপনি আরো ভাল লিখুন। (ধন্যবাদ)
১৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:৪৪
হাবিব বলেছেন:
"প্লীজ, এটাকে সমালোচনা হিসেবে নেবেন না; আমি চাই আপনি আরো ভাল লিখুন"
কি যে বলেন ভাই, আমি চাই আমার সমালোচনা হোক, আমাকে আপনারা পরামর্শ দেন এইটাও চাই। এতো ভালো আমার দৈনন্দিন জীবনেও লাগেনি যতটা ভালো লেগেছে রাকু হাসান ভাই, আপনি, বাক প্রবাস ভাই যে সকল সু-পরামর্শ তা দেখে। ফেসবুকে সাধারণত পরিচিতদের সাথে কথা হয়। কিন্তু ব্লগে এসে আপনাদের যে আন্তরিকতা আমি দেখেছি তা ভুলবার নয়। সত্যিই এতো তাড়াতাড়ি আপনাদের সাথে এতো সখ্যতা গড়ে উঠবে তা ভাবতেও পারিনি। বিশেষ করে পদাতিক চৌধুরী, আপনি কাউসার চৌধুরী, রাকু হাসান ভাই, বাকপ্রবাস ভাই, স্রাঞ্জি দা, ফারিহা, সনেক কবি সহ আর সবাই যেভাবে আমার পাশে আছেন তাতে সত্যিই আমি খুব খুশী।
তবে আমি খুব কষ্টে আছি একটা বিষয় নিয়ে তা হলো স্রাঞ্জি দা মনে হয় আমার উপর রাগ করেছে কোন কারনে। আমার কমেন্টসের উত্তর দিচ্ছে না, আমার লেখা ভালো কি মন্দ হচ্ছে তাও কিছুই বলছে না। অথচ সেফ হওয়ার আগে কতো উৎসাহ দিয়েছিল। আমাকে যদি না বলে আমি কি করে বুঝবো আমার ভুল কোথায় ? কি করে শোধরাবো?
প্লীজ আপনি একটু স্রাঞ্জি দা কে জিজ্ঞেস করবেন আমার সাথে কেন রাগ করছে। রাগের কারন যানতে পারলেও খুশি হবো। আমি স্রাঞ্জিদা'র জন্য কবিতাও লিখেছিলাম কোন উত্তর পাইনি ।
আপনাকে শুনাচ্ছি দাঁড়ানঃ
কোন অভিমানে?
উৎসর্গঃ স্রাঞ্জি দা কে, যে আমাকে অনেক উৎসাহ জুগিয়েছে, আর আজ আমার পাশে নেই।
................................................................................................................।
জানিনা কোন অভিমানে তুমি
আমার বাড়িতে পা রাখো না আজকাল,
কি অপরাধ ছিল আমার হৃদয়ের ভুমি
চিন্তার গভীর রেখাপাতে এই ভাল।
কতো উৎসাহে আমার কাছে এসে
কমেন্টস করে করে নিয়ে এসেছ প্রথম পাতায়,
আজ কেন তবে আসোনা ভালোবেসে
বাঁধিয়েছ আমাকে প্রেমের মায়ায়।
কেন বিরহের অগ্নিতে দগ্ধ করে
পোড়াচ্ছ মনের ইচ্ছা মতন,
আমি যে নিজেকে রাখতে পারিনা ধরে
আমাকে আজকাল কেন করোনা যতন?
অপরাধ যদি থাকে শাস্তি দাও দু' হাত ভরে
তবু এসো মোর বাড়ি,
এই মিনতি রাখিলাম তোমার তরে
আমাকে কভু যেও না গো ছাড়ি।
তুমি ছাড়া এমন কে আছে বলো
এতো মায়া মোরে বিলাবে,
গুমরা মুখে আমার সামনে দিয়ে চলো
এতো বিরহ কি হৃদয়ে সহিবে?
তুমি যদি না চাও আমায় বলে দিতে পারো
তোমার অপেক্ষা আর করবোনা,
তোমার মায়া থেকে আমাকে মুক্ত করো
কখনো সামুতে আর আসবোনা।
১৫| ১৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:২৬
ল বলেছেন: আপনার আগের কয়েকটি লেখার সাথে এই লেখার ছন্দে দন্দে ভুগছে।
আপনি বেশি লিখুন কারণ আপনার লেখার হাত বেশ ভালো
আর রাকু হাসানের প্রতিটি লাইন মনে হয় যেন সব ব্লগারের জন্যে টনিক।
ভালোবাসা।
২০ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:১৪
হাবিব বলেছেন:
"আপনার আগের কয়েকটি লেখার সাথে এই লেখার ছন্দে দন্দে ভুগছে। " আইন ভাইয়া আপনার কথাটার মর্মার্থ অল্প ব্রেইনে ক্যাচ করছে না। বুঝিয়ে বললে কৃতজ্ঞ থাকবো।
আমার লেখার হাত ভালো কিনা জানিনা তবে লিখার চেষ্টা করি, যদি আপনার উৎসাহ দেন আর আল্লাহ রহম করে তাহলে হয়তো লিখতে পারবো।
ঠিক বলেছেন, রাকু হাসান ভাইয়ের কথা আমারও পছন্দ হয়েছে।
১৬| ১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:০৭
ফারিহা হোসেন প্রভা বলেছেন: প্রেমের কবিতা চাই বেশী বেশী। ছেলে পটাবো।
২০ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:০৮
হাবিব বলেছেন:
দেখতো এটাতে পটানো যাবে কিনা? লাগলে আর দেওয়া যাবে।
নামহীন কবিতা, তমি নাম দিয়ে নিও
................................................
শহীদ মিনারের পাদদেশে আমি
নগ্নপদে যাই ভোরে,
পাব বলে তোমায় সোনালি আলোতে
বলেছিলে শাহবাগের মোরে।
প্রেমের পহেলা ফালগুনে-
গাঁদা ফুলে প্রথম সেজেছি আমি;
মজবে কি আমার রূপে?
তাই ভেবে আমি শঙ্কিত মনে মনে।
ভালোবাসা দিবসের কালে-
গোলাপ ফুলটা কিনেছিলাম আমি;
দু হাঁটু গেড়ে গভীর আকুতিতে
তোমাকে প্রেমের দাওয়াত দিব বলে।
বর্ষার বৃষ্টিতে ভিজতে-
চলো যাই নৌকা ভ্রমনে
পালতোলা নৌকায় তুমি আর আমি-
আশুলিয়ার বিশাল জলরাশিতে।
শরতের শান্ত বিকেলে-
দিয়া বাড়ির কাশফুল বনে
ফুচকা হাতে কত কথা হবে;
তোমায় আমায় মিলে।
এভাবে আমাদের দিন যেতে থাকে
অনার্সটা করেছি শেষ,
তোমার প্রেমেতে মজে আছি আমি
প্রেমটাও চলছে বেশ।
©somewhere in net ltd.
১|
১৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:৩৮
পদাতিক চৌধুরি বলেছেন: শুভসকাল প্রিয় হাবিবভাই,
ভেষজ কবিতা বেশ লাগলো। ++
শুভকামনা রইল।