![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।
আল্লাহ্ তিনি মহামহিম
অদ্বিতীয় রব,
তিনি কারো ধার ধারেনা
(তার) মুখাপেক্ষী সব।
তিনি কাউকে জন্ম দেননি
কেউ নয় তার পুত্র,
তাবৎ জিনিস সৃষ্টিতে তার
ভালোবাসার সূত্র।
রবের কোন নেই পরিবার
নয় কারো সে সন্তান,
এসব বিষয় থেকে তিনি
মহাপবিত্র সোবহান।
সাত আকাশ আর সবুজ জমীন
সৃজিলেন তিনি দক্ষ,
এ জগতের কেউ হবেনা
রবের সমকক্ষ।
২০ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:৫৬
হাবিব বলেছেন:
কবি সাহেব আপনাকে ধন্যবাদ সক্কাল সক্কাল আসার জন্য।
মন্তব্যে অনুপ্রাণিত।
আল্লাহ্ আপনার মঙ্গল করুন।
২| ২০ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:০১
এ.এস বাশার বলেছেন: সুবহান-আল্লাহ.....সুন্দর কবিতা....
২০ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:০৭
হাবিব বলেছেন:
জাযাকাল্লাহ, আপনার মঙ্গলহোক।
শুভসকাল, মন্তব্যে অনুপ্রাণিত।
৩| ২০ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:১২
নতুন নকিব বলেছেন:
আলহামদুলিল্লাহ। জাজাকুমুল্লাহ। সুন্দর কবিতা।
২০ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:১৫
হাবিব বলেছেন:
ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম।
আপনার মন্তব্যে অনুপ্রাণিত।
আল্লাহ্ আপনার মঙ্গল করুন।
৪| ২০ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:১৬
রাজীব নুর বলেছেন: শুভ সকাল।
সকালবেলা খুব সুন্দর কবিতা পড়লাম।
২০ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:২১
হাবিব বলেছেন:
আস সালামু আলাইকুম, রাজীব ভাই।
মন্তব্যে অনুপ্রাণিত।
আল্লাহ্ আপনাকে উত্তম প্রতিদান দিন।
৫| ২০ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৪০
পদাতিক চৌধুরি বলেছেন: সু্ন্দর কবিতা।
শুভকামনা রইল।
২০ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৫৪
হাবিব বলেছেন: ভালোবাসা জানবেন পদাতিক ভাইয়া। জাযাকাল্লাহ।
৬| ২০ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:৩৫
ফেনা বলেছেন: খুব ভালো হয়ছে। মারহাবা ...
২০ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:৪৭
হাবিব বলেছেন:
ডাবল ভালো ডাবল মারহাবা!
তাই ডাবল ধন্যযোগ প্রিয় নাফে।
৭| ২০ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:৩৫
ফেনা বলেছেন: খুব ভালো হয়ছে। মারহাবা ...
২০ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:৪৭
হাবিব বলেছেন: ডাবল ভালো ডাবল মারহাবা! তাই ডাবল ধন্যযোগ প্রিয় নাফে।
৮| ২০ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:২০
রাজীব নুর বলেছেন: আস সালামু আলাইকুম, রাজীব ভাই।
মন্তব্যে অনুপ্রাণিত।
আল্লাহ্ আপনাকে উত্তম প্রতিদান দিন।
ভালো থাকুন।
২০ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৩২
হাবিব বলেছেন:
ভালো থাকবেন ভালো রাখবেন
এইতো চাওয়া ভাই,
মনের সুখে আজকে আমি
কাব্য করছি তাই।
পাশে আছেন বলেই আজ
প্রথম পাতায় এলাম,
মনে হচ্ছে আমি বোধহয়
কবি হয়ে গেলাম।
৯| ২০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:২৯
আরোগ্য বলেছেন: স্যার, কবিতা মনোমুগ্ধকর। প্রেমের কবিতা না লিখে আমপারার কাব্যিক অনুবাদ আমাদের উপহার দেন । খুব উপকৃত হব।আমার বিশ্বাস আপনি পারবেন , ইনশাআল্লাহ।
২০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৩৮
হাবিব বলেছেন:
দোয়া করবেন। ১৫ টা সূরা লেখা হয়েছে।
ধারাবাহিক দিব ইনশা আল্লাহ্।
মন্তব্যে অনুপ্রাণিত। ভালে লেগেছে।
মনে মনে আপনাকেই মিস করছিলাম।
১০| ২০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৩১
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: কাব্য প্রেম রেখে গেলাম।। সুন্দর কবিতা
২০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪০
হাবিব বলেছেন:
আবদুল্লাহ আল মামুন ভাই, আপনার আগমনে খুশি হলাম।
আশা করি নিয়মিত পাবো আমার ব্লগে।
কাব্যপ্রেম কুড়িয়ে নিলাম।
১১| ২০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:২০
নীল আকাশ বলেছেন: অবশ্যই ভালো হয়েছে। সোবহান এর জায়গায় সুমহান হলে কেমন হতো?
২০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৪০
হাবিব বলেছেন:
অনেক অনেক ধন্যযোগ, মন্তব্যে অনুপ্রাণিত।
আসলে সোবহান মানে মহাপবিত্র শব্দের আরবি সোবহান।
তবে সুমহান লিখলেই অনেক সুন্দর হবে।
আমি আরেকবার আবৃতি করে দেখি সুমহান দিলে কেমন হয়।
জাযাকাল্লাহ ।
১২| ২০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩২
ফারিহা হোসেন প্রভা বলেছেন: মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে। এই দুপুরবেলা আপনার কবিতা পড়ে মন ভরে গেলো স্যার। কেমন আছেন?
২০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫৩
হাবিব বলেছেন:
ফারিহা এই দুপুরবেলা গরম গরম ভাত খাওয়ার পর
তোমার মন্তব্যটা আমার কাছে এককাপ ধোঁয়া উঠা
কফি'র মতো লাগলো। ভালোবাসা নিরন্তর।
ধন্যযোগ আমার বাড়িতে আসার জন্য।
১৩| ২০ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪৯
নজসু বলেছেন: সুন্দর ছন্দ মিলে সুরা ইখলাসকে
পরিপূর্ণ সাজে সাজিয়েছেন।
ধন্যবাদ স্যার।
২০ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:০১
হাবিব বলেছেন:
প্রিয় সুজন ভাইয়া,
আপনার সাজানো গোছানো মন্তব্যে-
অনেক বেশি খুশি হলাম।
জাযাকাল্লাহ।
১৪| ২০ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:০৭
বাকপ্রবাস বলেছেন: খুব সুন্দর।
২০ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪
হাবিব বলেছেন: প্রবাস ভাইয়া, মন্তব্য পেয়ে আনন্দিত. শুভ রাত্রি
১৫| ২০ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১৬
সমুদ্র দয়িতা বলেছেন: মাশাআল্লাহ্। খুব সুন্দর। মন ভালো হয়ে গেলো!
২০ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯
হাবিব বলেছেন: আপনার মন্তব্য পেয়ে আমিও আনন্দিত..।জাযাকাল্লাহ..
১৬| ২০ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:১৭
নষ্টজীবন® বলেছেন: সুন্দর কথামালা, ভালো লাগলো কবিতা
২০ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:২৯
হাবিব বলেছেন: আমার ব্লগে আপনাকে স্বাগতম. মন্তব্যে অনুপ্রাণিত
১৭| ২০ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৪৮
ল বলেছেন:
কত সুন্দর কবিতা
তুমিও সুন্দর হও
আপন আলোয় আলোকিত করে।
২১ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:১৬
হাবিব বলেছেন: জীবনের ব্যকরনে তুমি শত মার্কস পাও এই দোয়া করি। পাশে থেক বন্ধু। শুভ সকাল।
১৮| ২১ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৪৬
আব্দুল্লহ আল মামুন বলেছেন: অসাধারণ চেষ্টা। তবে আমি ভয় পারই, যদি কোন ভুল করে ফেলি, যদি অর্থ ভিন্ন হয়ে যায়, তাই এ বিষয়ে খুব সাবধানতা অবলম্বন করা শ্রেয়। ছন্দের প্রয়োজনে, মিলের প্রয়োজনে অনেক সময় সঠিক শব্দ সঠিক স্থানে নাও বসতে পারে। এতে যেন অর্থের কোন তারতম্য না হয়। আল্লাহ্ নিশ্চয় আপনার সহায় হবেন। কারণ আপনি একটি মহৎ কাজ করার চেষ্টা করেছেন।
২১ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:২২
হাবিব বলেছেন: আবদুল্লাহ আল মামুন ভাই! আমিও খুব ভয় পাই। তবে আল্লাহর কাছে প্রার্থনা তিনি যেন আমার মনেরটা দেখেন, আমার অনাকাঙ্খিত ভুল যেন ক্ষমা করে দেন। ভাই আপনারা শুধরে দিয়েন যদি কোন ভুল করে ফেলি। আল্লাহ্ আপনাকে উত্তম প্রতিদান দিন। আমীন।
১৯| ২১ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৫৪
মোস্তফা সোহেল বলেছেন: স্যার অনেক সুন্দর লিখেছেন।
২১ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:২১
হাবিব বলেছেন: সোহেল ভাই! আশা করি ভালো আছেন। আপনার মন্তব্যে অনুপ্রাণিত। আল্লাহ্ আপনার সহায় হোন। আমীন।
©somewhere in net ltd.
১|
২০ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:৪৯
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সুন্দর কবিতা