নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলে যাব- তবু যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল।

হাবিব

বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।

হাবিব › বিস্তারিত পোস্টঃ

মুনাজাতে প্রার্থনাঃ ফাতিহা

২২ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯



[সূরা ফাতিহার ভাবানুবাদ]
..............................

সব গুণগান তোমার প্রভু
তুমি বিশ্বের পালনকারী,
পারবে না কেউ ভুলতে কভু
সৃষ্টিতে তার রহম জারী।

বিচার দিনের মালিক তুমি
সদা তোমার আরাধনায়,
প্রভুর দয়ায় সিক্ত ভূমি
সাহায্য চাই প্রার্থনায়।

সরল পথের দিশা দিও
থাকবো সদা নির্ভীক,
তোমার প্রিয় করে নিও
সত্য পথের সৈনিক।

যে পথে রয় তোমার প্রিয়
বান্দাহ সকল নবী রাসুল,
ক্ষমা মোদের করে দিও
অজানাতে হয় যদি ভুল।

তাদের থেকে দূরে রাখো
যারা তোমার অভিশপ্ত,
তোমার দয়ায় সদা রাখো
করো না পথ বিভ্রান্ত।

প্রভু আমায় রক্ষা করো
শত বিপদ মুসিবতে,
থাকি যেন তোমার তরে
প্রার্থনা তাই মুনাজাতে।

মন্তব্য ৩২ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২২ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫

নজসু বলেছেন: সুন্দর
সরল
ভাষা।

ছন্দময়।

২২ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮

হাবিব বলেছেন:




প্রথম মন্তব্যে শুভকামনা।
প্রিয় সুজন ভাইয়ের পরশ আমাকে মুগ্ধ করলো।
আল্লাহ আপনার ভালো করুন। আমীন।

২| ২২ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫

সনেট কবি বলেছেন: সহজ, সরল এবং সুন্দর কবিতা।

২২ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:০১

হাবিব বলেছেন:




সনেট কবি আমি যে কঠিন করে লিখতে পারি না,
আমার যে অতো জ্ঞান নেই।
দোয়ার দরখাস্ত রইলো।
আল্লাহ আপনাকে ও আমাদের সবাইকে
সৎ পথে বাচিয়ে রাখুন। আমিন।

৩| ২২ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:০৪

আরোগ্য বলেছেন: হাবিব স্যার, আপনার এই প্রতিভার জন্য আলহামদুলিল্লাহ। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনার এমন উপহারের জন্য। সর্বদা আরোগ্য থাকুন।

২২ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:১০

হাবিব বলেছেন:




সোবহান আল্লাহ, কত সুন্দর মন্তব্য।
আল্লাহ তুমি ভাইটিকে রোজ হাশরে আমলনামা ডান হাতে দিও।
আমি সহ সব আল্লাহ প্রেমিক হৃদয়ের ভুলগুলো ক্ষমা করে দিও। আমিন।

৪| ২২ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:১৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
হাবিব স্যার, সূরা ফাতিহার
চমৎকার ভাবানূবাদের জন্য
আপনাকে অসংখ্য ধন্যবাদ

২২ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:২৬

হাবিব বলেছেন: আপনার আশু মন্তব্যের জন্য শুভেচ্ছা। জাজাকাল্লাহ খাইরান।

৫| ২২ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৩০

অন্তরন্তর বলেছেন: সূরা ফাতিহার সম্পূর্ণ অর্থ আপনার ভাবানুবাদে উঠে এসেছে। সুন্দর, সহজ ভাষায় কবিতাটির জন্য শুধু ধন্যবাদ যথেষ্ট নয় বলে আমি মনে করি। শুভ কামনা।

২২ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৩৫

হাবিব বলেছেন:




আমার কষ্টের ঘাম আপনার মন্তব্যে জুড়িয়ে গেল এক নিমিশেই।
আল্লাহ আপনাকে শেষ বিচারের দিনে এর উত্তম প্রতিদান দিন।
আমিন।

৬| ২২ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৯

রাজীব নুর বলেছেন: মনোমুগ্ধকর।

২২ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৫৭

হাবিব বলেছেন: রবের দয়ায় আপনার হৃদয় মন ভরে উঠুক। দোয়া করি।

৭| ২২ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৪৩

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: সুন্দর ভাষানুবাদ। সুন্দর কবিতা। ভালো লিখেছেন

২৩ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:১৩

হাবিব বলেছেন:




আব্দুল্লাহ আল মামুন ভাই!
মন্তব্যে ভালোবাসা জানবেন,
কৃতজ্ঞতা অনুপ্রেরনার জন্য।

৮| ২২ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:০২

বলেছেন: চমৎকার ভাবানূবাদের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

২৩ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:১৩

হাবিব বলেছেন:




ল বলেছেন চমৎকার
আমি তো ছা পোষা লোক
কেমনে করি অস্বীকার!

৯| ২২ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৪৭

নীল আকাশ বলেছেন: সুন্দর কবিতা। সহজ ভাষা। ভালো লিখেছেন। পছন্দ হয়েছে। অসংখ্য ধন্যবাদ।

২৩ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:১২

হাবিব বলেছেন:




নীলাআকা আপুমনি!
কমেন্টে এসে এখনি
সুন্দর বলে গেলেন
সাথে আরো ধন্যবাদ,
আমি তাতেই মঝে গিয়ে
হয়ে আছি কুপোকাত।

১০| ২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:০৪

কাতিআশা বলেছেন: খুব সুন্দর!

২৩ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:১১

হাবিব বলেছেন:




কাতিআশা এলো প্রথম
বলে গেলো সুন্দর,
তাই শুনে মন ভরে
আরো ভরে অন্তর।

১১| ২৩ শে অক্টোবর, ২০১৮ ভোর ৬:২৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: মুগ্ধতা

২৩ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:১০

হাবিব বলেছেন:




কমেন্টসের মুগ্ধতায়,
কি করি আজ ভেবে না পাই
মুগ্ধ হয়ে কোন বনে যাই
কোন ব্লগে যে ছুটে বেড়াই
মনটা কারে শুদ্ধতায়।

১২| ২৩ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:০৮

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: রবের দয়ায় আপনার হৃদয় মন ভরে উঠুক। দোয়া করি।

অনেক ধন্যবাদ।

২৩ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:১৪

হাবিব বলেছেন: জাযাকাল্লাহ খাইরান।

১৩| ২৩ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:১৭

নীল আকাশ বলেছেন: হাবীব ভাই, নীলাআকা আপুমনি! নয় ভাইয়া। আমি আমার নিক নাম টা চেন্জ করব ভাবছি.........
ধন্যবাদ।

২৩ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:২০

হাবিব বলেছেন:




নীলাআকা ভাইয়া,
মারিলেন হাসাইয়্যা।

হাসি নাহি থামে আর
কি যে করি শরমে,
আনন্দ দোলা দিল
মম চিত্ত মরমে।

১৪| ২৩ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১৩

এ.এস বাশার বলেছেন: মাশা-আল্লাহ কবিতা অনেক সুন্দর।
আল্লাহ আপনার মঙ্গল করুন...

২৩ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৫

হাবিব বলেছেন:




সুবহানাল্লাহ, আপনার মন্তব্যে অনুপ্রাণিত। জাযাকাল্লাহ খাইরান।

বাশার ভাই উড়াল দিয়ে
আমার ব্লগে এসে
মাশাআল্লাহ বলে গেলেন
অনেক ভালোবেসে।

কি দিব তার এই প্রতিদান
দোয়াও করে গেলেন,
তাই আমিও দোয়া করি
সুস্থ হয়ে চলেন।

১৫| ২৩ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩

পদাতিক চৌধুরি বলেছেন: ভীষণ সুন্দর কবিতা হয়েছে ।

আপনি থাকছেন স্যার হৃদয়ের মধ্যে ।।

শুভকামনা আপনাকে ।

২৩ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৬

হাবিব বলেছেন:




অনেক পরে দেখা দিলে
আকাশের ঐ চাঁদ,
চাঁদ কোথায় কেউ পাইনা
এতো পদাতিকের ফাঁদ।

ফাঁদ বলো কেন ভয় করেনা
এতো গভীর ভালোবাসা,
তার হৃদয়ে আছি আমি
এইতো মনে আশা।

আশা কেন সত্যি আছি
মন্তব্যে গেলেন বলে,
জানি পাবো কাছে তোমায়
যেও নাকো চলে।

১৬| ২৯ শে অক্টোবর, ২০১৮ ভোর ৬:৫৯

এস এম ইসমাঈল বলেছেন:









































































































বাহ! বেশ ভাল অনুবাদ, হয়েছে। লেখার মান দিন দিন উন্নত হচ্ছে, মারহাবা।

২৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:২৩

হাবিব বলেছেন: "বাহ! বেশ ভাল অনুবাদ, হয়েছে। লেখার মান দিন দিন উন্নত হচ্ছে, মারহাবা। " জেনে ভালো লাগলো, আলহামদুলিল্লাহ..... দোয়া করবেন ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.