![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।
চারিদিকে হারবাল
যুবকের নাই তাল
কতো জনে যায় দেখ চিপা ঐ গলিতে,
একদিনে মোটাতাজা
সপ্তাহে সমাধান
কতো পোস্টার দেখ অলিতে গলিতে।
দশ দিনে টাক সারে
ন্যাড়া মাথা চুল বাড়ে
দেখো চেয়ে কতো যে প্রচারে টিভিতে,
স্বামী বউয়ে দ্বন্দ্ব
ছাড়াতে মন্দ
সাত তলায় কবিরাজ বসে নিজ বাড়িতে।
নাকে তে পলিপাস
পায়ু পথে টিউমার
সেরে যাবে অপারেশন তার যে লাগে না,
গাল মুখ ভরে যাবে
মুখে রুচি সেও পাবে
তাইতো জনগণ তাকে আর ছাড়েনা।
ভুত পেত দূরে যাবে
ক্যন্সার সেরে যাবে
ডায়বেটিস সেতো আর জীবনে রবে না,
কিডনি পাথরে
ব্যাথা খুব জঠরে
চিন্তাকি সবখানে হারবাল আছে না।
পড়ালেখায় নাই মন
কাঁদে শিশু সারাক্ষণ
বদ জীন পিছু তার কেন যে ছাড়েনা?
পানি পড়া ঝাড় ফুঁক
অল্পতে সেরে যাবে
পাঁচশর বেশি টাকা এখন আর লাগেনা।
বিয়েতে পাও ভয়
দ্রুত হয় ধাতু ক্ষয়
স্বপ্নদোষ পিছু তোমার কোন দিন ছাড়েনা?
এক কোর্স ফুল ধরো
টাকা কিছু জমা করো
এক ফাইলের বেশি মনে হয় লাগেনা।
কালো রং ফর্সায়
রাখো তারে ভরসায়
মেছতা নিয়ে আর চিন্তা রবে না,
স্বামী কথা শুনে না
তোমাকে মানে না
এতো কিছু নিয়ে আর চিন্তা থাকবেনা।
পাহাড়ী বনজী
কলিকাতা হারবাল
দোকানের দেখা পাবে শনিরঐ আখড়াতে,
প্রয়োজনে ফোন করো
কবিরাজ এসে বড়
ঔষধ দিয়ে যাবে নগদ ঐ টাকাতে।
গাড়িতে লিফলেট
লাগানো পোস্টার
পরিবার নিয়ে সেথা বসা যেন যায় না,
লজ্জায় মাথা হেট
কিযে সব ভাষা দেখো
মনে হয় এতো সব মেডিকেল লাগেনা।
হারবাল বাদ দাও
ঠিকমতো খানা খাও
মুঠোফোনে বেশিক্ষন চ্যাটিংয়ে থেকো না,
মধু কালো জিরা খাও
ইবাদতে মন দাও
সব কিছু ঠিক হবে তুমি অতো ভেবো না।
পর্ণ মুভি ছেড়ে দাও
নিজেকে শোধরাও
ভয় সব ঝেড়ে ফেলো রেখ নাকো মনে মনে,
প্রয়োজনে যেতে পারো
প্রসিদ্ধ ডাক্তারে
আলোচনা করে দেখ প্রবলেম সমাধানে।
২৩ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৩৯
হাবিব বলেছেন:
প্রথম মন্তব্যে ধন্য অশেষ
শুভেচ্ছা তাই সুরে সুরে,
এই কামনা ছড়াতে মোর
সামাজিক ব্যাধি যাবে দূরে।
সচেতন হই যদি
আপনি আমি সকলে,
থাকবেনা আর এই ধোঁকাবাজ
সমাজ থেকে যাবে চলে।
২| ২৩ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৩৬
শহিদুল ইসলাম মৃধা বলেছেন: দারুন লিখেছেন!
২৩ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৪২
হাবিব বলেছেন:
মৃধা ভাই বলে গেলেন
হয়েছে নাকি দারুণ,
আমি দেখি এই সমাজের
পরিস্থিতি করুণ।
আপনি আমি সবাই মিলে
হাতে রাখি হাত,
লোভীরা সব নির্মূল হবে
যাবেই যাবে নিপাত।
৩| ২৩ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০৮
রাজীব নুর বলেছেন: মজার ছড়া।
তবে সুরকারের উচিত আইন করে এগুলো বন্ধ করে দেওয়া।
২৩ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:২২
হাবিব বলেছেন:
মজার ছড়া মজা পেলেন
ভালো লাগলো শুনে,
আজো দেখি আপনি আমায়
রেখেছেন স্মরনে।
সরকার চাইলে সব পারবে
থাকবে না আর এমন দশা,
হারবাল সব উঠে যাবে
এইতো মনের আশা।
৪| ২৩ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:১৮
আরোগ্য বলেছেন: করুন পরিস্থিতির দারুণ প্রকাশ। সবসময় আরোগ্য থাকুন, খাবেন না হারবাল।
২৩ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:২৮
হাবিব বলেছেন:
আরোগ্য রে আরোগ্য তুই
কোথায় থাকিস বল,
তুই কি আমার কমেন্টে এসে
আলো ঝলমল?
নাকিরে তুই আমার ব্লগে
পুরান অতিথি,
নাকিরে তুই মনের কোণে
ভালোবাসা প্রীতি?
ছড়া মেলানোর স্বার্থে তুই ব্যবহার করা হয়েছে। আশা করি প্রিয় ব্লগ প্রতিবেশী আরোগ্য আমাকে ক্ষমা করে দেবেন।
৫| ২৩ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:২৯
নজসু বলেছেন: বিফলে মূল্য ফেরত।
২৩ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৩৬
হাবিব বলেছেন:
অমূল্য মন্তব্য।
নজসু ভাই জেনে রাখেন,
হারবাল বিফল হতে পারে
আপনার মন্তব্য যাবেনা বিফলে।
৬| ২৩ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৩৩
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
ভায়া,
এটা আপনার জন্য!
জাতি আজ বড়ই অসুস্থতায় আছে, তাদেরকে একটা হারবাল প্রডাক্ট দেয়ার চিন্তা করুন! জাতি আপনায় আজীবন স্মরণ রাখবে!
২৩ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪১
হাবিব বলেছেন:
তাজুল ভাই, আপনার গ্রীন টি অনেক উপকারী ছিল। আমার ভুরি কমে অর্ধেকে নেমে এসেছে। থাক এতো খুশী হওয়ার কিছু নাই, এটা আপনার চায়ের গুন না। আসলে আপনার চা খেয়ে এতো পাতলা পায়খানা হয়েছে যে পায়খানায় যাতায়াত করতে করতে আমার ভুরি কমে অর্ধেক। অনেক ধন্যবাদ।
৭| ২৩ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:১২
মোঃ মাইদুল সরকার বলেছেন:
প্রতিদিন দেখি মানুষের জটলা
হাতে তারা ধরিয়ে দেয় পোটলা
যুবকেরা খেয়ে পায় কি শান্তি ?
তার পর শুরু হয় অশান্তি।
ছড়ায় ছড়ায় দৈনন্দিন জীবনের নানান সমস্যার কথা তুলে ধরেছেন । সুন্দর হয়েছে।
২৩ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩১
হাবিব বলেছেন:
জটলায় গেলে পায়
হারবাল ট্যাবলেট,
শরীরটা গরম হয়
ভর যায় পেট।
পেট ভরে মন ভরে
মাথা হয় ঠান্ডা,
তেজ কমে গেলে পায়
মাদি ঘোরার আন্ডা।
৮| ২৩ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩৮
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: এই বিষয়ে ইসলাম কি বলে সেই ব্যাখ্যা যোগ করলেন না পোষ্টে?
২৩ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৫৫
হাবিব বলেছেন:
ইসলামের দৃষ্টিতে যে কোন হালাল ঔষধ গ্রহন করার মাধ্যমে চিকিৎসা করলে তা বৈধ। তবে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠা তথাকথিত হারবাল সেবনে ক্ষতির আশংকা শতভাগ। আমি আসলে বুঝাতে চেয়েছি হারবালের নামে বর্তমানে যা চলছে তা প্রতারণা বৈ কিছু নয়।
©somewhere in net ltd.
১|
২৩ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:২০
বিজন রয় বলেছেন: বাহ!
আপনিও দেখি মস্ত ছড়াকার।
সামাজিক ব্যধি তুলে ধরেছেন দারুনভাবে।