![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।
সূরা আল-কাউসারের ভাবানুবাদ।
...........................................
দান করে কাওসার
বাড়ালেন মান তার
উন্নত করে দিলো
নবীজীর সম্মান,
জিবরীল এসে গেলো
সাথে নিয়ে সংবাদ
এতো মহা ঘটনা
মালিকের দান।
তাই দেখে নবীজী
আদায়ে শুকরিয়া
নামাজে মশগুল
করে কতো কুরবানী,
আরবের লোকেরা
এসে সব খেয়ে গেলো
সাথে এসে নিয়ে গেলো
শান্তির মহাবানী।
দিলো যারা অপবাদ
বংশহীন লেজকাটা
কত দিলো কষ্ট
সাথে কত মিথ্যা,
কাফেরের আশা সব
মিশে গেলো মাটিতে
সব কিছু যেন হলো
ধূলিত অযথা।
আজ দেখ পৃথিবীতে
নবীজীর নাম জারী
কতো শত মুসলিম
পাঁচবার সালাতে,
দিলো যারা অপবাদ
তারা সব গেলো কই
ঘৃণিত নামে তারা
আজ এই ধরাতে।
২৫ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:৩৮
হাবিব বলেছেন: ধন্যবাদ, মন্তব্যের জন্য শুভকামনা।
২| ২৫ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:০২
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
সহজ সরল ভাষা।
২৫ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:৩৮
হাবিব বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা জানবেন। মন্তব্যে অনুপ্রেরণা পেলাম।
৩| ২৫ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪২
আরোগ্য বলেছেন: আমি জানতাম এই সুরাটি মিরাজে নাযিল হয়নি। তাই একটু অনুসন্ধান করলাম। কুরআনের লেখাতো পর্যাপ্ত সচেতনতা দরকার। এই লিংকটি পড়ে দেখবেন।
২৫ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:২৪
হাবিব বলেছেন: আপনার মতামতে কৃতজ্ঞতা জানবেন। আমি আসলে বুঝাতে চেয়েছিলাম কাউসার দান করে সাথে রাসুল(স) কে মিরাজে নিয়ে মহান আল্লাহ সম্মানিত করেছেন।
ভাইয়া এখন পড়ে দেখুন। এডিট করা হয়েছে।
৪| ২৫ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫৯
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা জানবেন। মন্তব্যে অনুপ্রেরণা পেলাম।
ভালো থাকুন।
২৫ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১৪
হাবিব বলেছেন:
ভালো কি একা একা থাকা যায়? কিংবা সব প্রিয়জন যদি কাছে থাকে তবুও কি ভালো থাকা যায়?
যদি আল্লাহ ভালো না রাখেন! আল্লাহর কাছে প্রার্থনা তিনি যেন আপনাকে ভালো রাখেন।
আপনার দোয়া যান কবুল করেন।
আমাদের সবার ভুল গুলো ক্ষমা করে দিয়ে যেন আমাদের কে তার প্রিয় করে নেন।
আমাদের লেখনিতে যেন সত্যেরা মুক্ত হয়। মিথ্যা নোংরামি সব যেন দূরে যায়।
আল্লাহ যেন আপনাকে ও আমাকে সহ সব মুসলিম কে শয়তানের ধোঁকা থেকে বাচিয়ে রাখেন। আমিন। ছুম্মা আমিন।
৫| ২৫ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১১
আরোগ্য বলেছেন: হাবিব স্যার, এটা কিন্তু বেশি ভালো হয়েছে। আগেরটিতেও লাইক দিয়েছি তাই নতুনটায় আর দেয়া গেল না।
প্রথম মন্তব্যে মনে কষ্ট পেলে আমি ক্ষমাপ্রার্থী।
২৬ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০২
হাবিব বলেছেন:
প্রিয় আরোগ্য! আপনার মূল্যবান মন্তব্যেও কারনেই তা সম্ভব হয়েছে। বৃষ্টির ¯পর্শে গাছ যেমন সজীবতা পায়, ঠিক তেমন। ঠিক তেমন আপনার মন্তব্যে আমার লেখা সজীব হয়ে উঠেছে মাত্র। এখানে আমার কৃতিত্ব অল্প । লাইক দিতে হলে আপনার মন্তব্যকে লাইক দিন। ওইটাই যে লেখার নতুন প্রান। সম্ভব হলে একদম নিচে ইসমাইল ভাইয়ের মন্তব্যের উত্তর টা দেখে নেওয়ার অনুরুধ রইলো।
৬| ২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৩৩
জগতারন বলেছেন:
কবিতা পাঠ করিয়া মুগ্ধ আমি। সুন্দর কবিতা।
কবি হাবিব স্যার -এর অভিন্দন জ্ঞাপন করি।
ভালো কি একা একা থাকা যায়? কিংবা সব প্রিয়জন যদি কাছে থাকে তবুও কি ভালো থাকা যায়?
যদি আল্লাহ ভালো না রাখেন! আল্লাহর কাছে প্রার্থনা তিনি যেন আপনাকে ভালো রাখেন।
আপনার দোয়া যান কবুল করেন।
আমাদের সবার ভুল গুলো ক্ষমা করে দিয়ে যেন আমাদের কে তার প্রিয় করে নেন।
আমাদের লেখনিতে যেন সত্যেরা মুক্ত হয়। মিথ্যা নোংরামি সব যেন দূরে যায়।
আল্লাহ যেন আপনাকে ও আমাকে সহ সব মুসলিম কে শয়তানের ধোঁকা থেকে বাচিয়ে রাখেন। আমিন। ছুম্মা আমিন।
কবির প্রতি মন্তব্যও সুন্দর ঠিক যেন সাহিত্য রসে ভরা।
২৬ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০২
হাবিব বলেছেন:
জগতারন! এ যে সাহিত্য নয়। হৃদয়ের অনুভুতি। মনের আকাক্সক্ষা। যা মন আর হৃদয় থেকে আসে তাহাই তো সাহিত্য। যা মনকে দোলা দিয়ে যায়, পরিবর্তনের পথে আহ্বান করে অবিরত। তখন কলম ও আর কলম থাকে না। হয়ে উঠে তলোয়ার। আর কলমের যে সাধক সে হয়ে উঠে কলমের সৈনিক।
৭| ২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:২৮
আরোহী আশা বলেছেন: এ রকম লেখা আরো চাই কবি সাহেব..........
২৬ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০৫
হাবিব বলেছেন:
আল্লাহর রহমে আর মেহেরবানীতে
হতে পারে আপনার প্রতিফলন।
আল্লাহ আপনার ভালো করুন।
৮| ২৬ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৪২
এস এম ইসমাঈল বলেছেন: সুপ্রিয় হাবিব স্যার, আল কুরআনের বাংলা কাব্যানুবাদের উদ্যোগ প্রশংসনীয়। অনুবাদ আগের চেয়ে ভালো হয়েছে।
তবে আমার কাছে ২য় আর চতুর্থ এ দুটি স্তবক অপ্রয়োজনীয় মনে হয়েছে।
অনুবাদের শুরুতে সুরার নামের,পাশে এরকম একটা ইন্ট্রো বা পরিচিতি দিতে পারতেন।
যেমন
আমি সব সময় আমার পাঠক/পাঠিকাদেরকে যতটা সম্ভব বেশী তথ্য দিতে চেষ্টা করি।
এটা আল কুরআনের সবচাইতে ছোট সুরা। অনুবাদের সময় বিষয়টি মাথায় রাখার দরকার ছিল। আর সুরার নাম কাউসার নয় কাওসার হবে। আমি ইসলামিক ফাউন্ডেশনের আল কুরআনুল কারীম, বাংলা তরজমা দেখে বলছি। প্রয়োজনে ঐ বইখানা কিনে সাথে রাখতে পারেন। বইটা আকারে ছোট হলেও কিন্তু বেশ কাজের।
কিছু মনে করবেন না, প্লিজ! খোলা মন নিয়ে আপনার লেখার সমালোচনা করেছি। আমার কাছে পাঠক হিসাবে এটা দায়ীত্ব মনে হয়েছে।
অনেক অনেক শুভ কামনা। ভালো থাকবেন।
২৬ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০১
হাবিব বলেছেন:
জাযাকাল্লাহ খাইরান। আল্লাহ আপনাকে উত্তম কল্যাণ দান করুন। সোবহান আল্লাহ। আপনার মন্তব্য আমার কবিতাকে আর প্রাণবন্ত করে তুলেছে। অগোছালো জিনিসকে আপনি গুছাতে সাহায্য করলেন। এ জন্যই তো আমরা মুসলমান। একের জন্য অন্যের দরদ। আমাদের কলমগুলো মজলুমের মুক্তির কথা বলবে, হয়ে উঠবে বাতিলের জন্য আতংক। আল্লাহ আমাদের সব ভালো প্রচেষ্টা কবুল করুন। আমিন।
আপনার কথা অনুযায়ী কবিতা নতুন করে সাজিয়েছি। তবে পোস্টে এডিট করলাম না। এখন পড়ে দেখুন। কেমন হলো জানাতে ভুলবেন না।
সূরা আল-কাওসারের ভাবানুবাদ।
...........................................
দান করে কাওসার
বাড়ালেন মান তার
উন্নত করে দিলো
নবীজীর সম্মান,
তাই দেখে নবীজী
আদায়ে শুকরিয়া
নামাজে মশগুল
করে কতো কুরবান,
দিলো যারা অপবাদ
বংশহীন লেজকাটা
কত দিলো কষ্ট
সাথে কত মিথ্যা,
কাফেরের আশা সব
মিশে গেলো মাটিতে
সব কিছু যেন হলো
ধূলিত অযথা।
আজ দেখ পৃথিবীতে
নবীজীর নাম জারী
কতো শত মুসলিম
পাঁচবার সালাতে,
দিলো যারা অপবাদ
তারা সব গেলো কই
ঘৃণিত নামে তারা
আজ এই ধরাতে।
৯| ২৬ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০৪
এস এম ইসমাঈল বলেছেন:
অনুবাদের শুরুতে বিসমিল্লাহ শরীফ দেয়া দরকার ছিল।
পরম করুণাময় আর অশেষ দাতা
আল্লাহ্র নমে করলাম শুরু
দিলাম তোমায় উপহার
বেহেশতী ঝর্ণা কাওসার।
রবের তরে পাঠাও সদা সালাত
আর কুরবানীর সওগাত।
তোমার শত্রুরা হবে নির্বংশ
রইবে না ভবে তাদের কোন চিহ্ন।
আপনার সাথে প্রতিযোগিতা করছি না।
সংক্ষিপ্ত একটা অনুবাদ দিলাম। দেখার জন্য।
বিষয়গুলো ভেবে দেখার অনুরোধ করছি।
অনেক অনেক শুভ কামনা। ভালো থাকবেন।
২৬ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:১০
হাবিব বলেছেন:
অনেক সুন্দর। ভালো লেগেছে। সোনায় সোহাগা মন্তব্য।
পরের অনুবাদগুলোতে বিসমিল্লাহ্ সহকারে দিবো ইনশাআল্লাহ।
আল্লাহ আমাদের শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজত করুন।
১০| ২৬ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৩৯
ফারিহা হোসেন প্রভা বলেছেন: মাশাআল্লাহ্! সুন্দর লিখেছেন জনাব। শুভ কামনা রইলো।
২৭ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:৫২
হাবিব বলেছেন:
সোবহান আল্লাহ, সুন্দর মন্তব্য। আল্লাহ আপনার মন কোরআনের আলোয় ভরে দিন এই প্রার্থনা আল্লাহর দরবারে।
১১| ২৭ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:১৪
এস এম ইসমাঈল বলেছেন:
আপনার ৮ নং প্রতি মন্তব্যের উত্তর -
৫ম প্যারা আমার কাছে অসম্পুর্ণ মনে হয়েছে, ঐ প্যারার শেষ লাইনটা হওয়ার দরকার ছিল, এরকম, “কত শত মুসলিম, স্মরে তাঁরে সালাতে”।
ধন্যবাদ, ভালো থাকুন, আর কুরআনের খেদমত করতে থাকুন।
২৭ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:১০
হাবিব বলেছেন:
অসাধারণ বলেছেন। ভালো লেগেছে আপনার লাইনটা। অবশ্যই আমি এই লাইনটা ব্যবহার করবো।
"আজ দেখ পৃথিবীতে
নবীজির নাম জারি
কতো শত মুসলিম
স্মরে তারে সালাতে,
দিলো যারা অপবাদ
তারা সব গেলো কই
ঘৃণিত নামে তারা
আজ এই ধরাতে।"
১২| ২৭ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৩১
তারেক ফাহিম বলেছেন: ছন্দাকারে অনুবাদ ভালো হয়েছে প্রিয়।
২৭ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:০৮
হাবিব বলেছেন: আপনার মায়া ভরা "প্রিয়" শুনে আমি আপ্লুত। আল্লাহ আপনার ভালো করুন।
©somewhere in net ltd.
১|
২৫ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩৬
আরোহী আশা বলেছেন: অসাধারণ। সত্যিই মনোমুগ্ধকর ।