নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলে যাব- তবু যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল।

হাবিব

বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।

হাবিব › বিস্তারিত পোস্টঃ

চিঠি এসেছে

২৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:৩৮





কতদিন যে হয়না কথা
দেখা কিংবা আলাপে,
ডক্টর কামাল পত্র দিছে
বসতে হবে সংলাপে।

ক্ষমতাটা আসবে হাতে
কিংবা পাবো পদ পদবি,
চাইনা কিছু ফিরিয়ে চাই
জনগনের ভোটের দাবী।

সংলাপে তাই বসতে হবে
তফসিল দেয়ার আগে,
সাত দফা আজ পূরন হবে
তার- মনে শান্তি জাগে।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:১৫

বাকপ্রবাস বলেছেন: :D এতো সহজে সংলাপ হবেনা, লাল ছাড়া দাবী আদায় হবেনা

২৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫৬

হাবিব বলেছেন:




লাল নীল বুঝিনা
চাকরি চাই দ্রুত,
সুখটা খুঁজি না,
শান্তি দেও শত।

২| ২৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:১৭

ফেনা বলেছেন: খুব সুন্দর লিখেছেন।

শুভকামনা।

২৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫৬

হাবিব বলেছেন:




বলে গেলেন প্রিয় ফেনা
সুন্দর নাকি হইছে ছড়া,
দেশটা নাকি চলছে ভালো
মুখ খুলিলে পড়বো ধরা।

৩| ২৯ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:১০

আরোহী আশা বলেছেন: ছড়া ভালো লেগেছে। ধন্যবাদ জানবেন।

৩১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৫০

হাবিব বলেছেন: ধন্যবাদ আরোহী আশা।

৪| ২৯ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪৬

রাজীব নুর বলেছেন: চমৎকার।

৩১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৫০

হাবিব বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় রাজীব ভাই।

৫| ০১ লা নভেম্বর, ২০১৮ সকাল ১০:৪৯

নজসু বলেছেন: রাজনীতি
কিছু নেতার অভিনীত চিত্র।

০১ লা নভেম্বর, ২০১৮ সকাল ১১:০৪

হাবিব বলেছেন:

শীত ছাড়া পাইনা দেখা
লেপ কিংবা খ্যাতা,
তাদের দেখা যায়না পাওয়া
তারও তেমন নেতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.