নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলে যাব- তবু যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল।

হাবিব

বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।

হাবিব › বিস্তারিত পোস্টঃ

আমার একটা প্রশ্ন ছিলো!

২৯ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮



ভাবছিলাম আজকে আর লগ ইন করে সামু তে আসবো না। কিন্তু মনে হচ্ছে আমি এই কথাটা না বলে ঘুমাতে পারবোনা। মাফ করবেন আবার আপনাদের বিরক্ত করছি।

একটু আগে ব্লগে দেখি একজনের সেফ হওয়ার আনন্দ উৎযাপন চলছে। তাই দেখে আবার ব্লগে এসে পারলাম। ভাবলাম কমেন্টস করার আগে একটু ঘুরে আসি নতুন সেফ হওয়া ব্লগ থেকে। ডু মেরে চক্ষু ছানাবড়া। হায় হায়। এটা আমি কি দেখলাম? স্বপ্ন দেখছি নাকি? পোস্টঃ ২ টি (সেফ হওয়ার আগে একটি ছিল), মন্তব্য করেছেঃ ১৭ টি, মন্তব্য পেয়েছে ৬ টি (সেফ হওয়ার আগের পোস্টে কোন মন্তব্য ছিল না), ব্লগে আছে ১ সপ্তাহ ১ দিন, কাউকে অনুসরন করছে না, ঐ ভাগ্যবানকে অনুসরণ করছেন ১ জন। এই পরিসংখ্যান দিয়ে কেমনে সে সেফ হলো? সত্যি বলছি সে যে সেফ হয়েছে তাতে আমার কোন দুঃখ নেই। কারন ব্লগে আসার আগে ব্লগে নিরাপদ বা সেফ হলে ব্লগের প্রথম পাতায় লেখা আসে এইটা জানতামই না।

ব্লগে অনেকটা সখের বসেই এসেছি। প্রথম যখন আমাকে একটা পোস্টে কমেন্টসে সম্ভবত "নারী তোমার জন্য" লেখায় এএস বাশার বলেছিলেন "আপনার লেখার হাত খুব ভালো। আশা করি তাড়াতাড়ি সেফ হবেন চালিয়ে যান। " কথাটা শুনে ভয় লাগছিলো। ভাবছিলাম এটা আবার কি! বাংলাদেশের একসময় ব্লগারদের হত্যা করা হতো মনের মধ্যে সেই চিত্র ভেসে আসলো। আমার খেয়ালই নেই যে সেফ মানে নিরাপদ! গুগল ট্রান্সলেটে সার্চ দিয়ে নিশ্চিত হলাম ভয়ের কিছু নেই। তার পর ঐ কমেন্টেসর উত্তর দিয়েছিলাম।

তারপর কিছুদিন কেটে গেলো। অনেক জনকে পেয়েছি পাশে কার নাম রেখে কার নাম বলবো! যারা কমেন্টস করেছে শুধু তাদের সাথেই কথা হয়েছে। সবার পরামর্শ ছিল একটাই- "দ্রুত সেফ হতে চাইলে লেগে থাকুন, বেশি বেশি কমেন্টস করুন। " "জ্যামিতিক ভালোবাসা" নামক লেখায় স্রাঞ্জি সে বলেছিলেন- "ঐ স্যার দেখো তুমি মনে হয় সেফ হইছো। " তখন মনে হয়েছিল সেফ হওয়া কি হবে? আমার লেখা কি প্রথম পাতায় যাবে?

যখন সেফ হলাম তখন কতো যে আনন্দ লাগছিলো বুঝাতে পারবো না! সত্যিই অসাধারণ এক অনুভুতি ছিলো। কতো কতো কমেন্টস কতো কতো ভালোবাসা পূর্ণ মন্তব্য! আমি অন্য এক জগতে হারিয়ে গেছিলাম মনে হয়। তারেক ফাহিম ভাই যখন বলেছিলো "সামু ব্লগে ১০ দিনের আগে সেফ হওয়া চারটিখানি কথা না!" আমি ভাবছিলাম সবচেয়ে কম সময়ে মনে হয় আমিই সেফ হলাম। কিন্তু না! আজকে দেখি এমন একজন ব্লগার! সেফ হয়েছেন যার পরিসংখ্যান আপনাদের বলেছি। "ফোয়ারা" নামক ব্লগার সেফ হয়েছেন ওনাকে অনেক শুভকামনা। আমার কোন আপত্তি নাই এতে।

তবে আমার একটি প্রশ্ন- "সেফ হওয়ার যোগ্যতা কি?"


মন্তব্য ৩৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: বিরক্ত হইনি। আপনার সুন্দর কবিতা, ছড়া ভালো লাগে। আপনি ভালো লেখা উপহার দিন। এটাই কামনা। আর যিনি সেফ হয়েছে তাকেও শুভ কামনা।

২৯ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০৩

হাবিব বলেছেন:




আব্দুল্লাহ আল মামুন! আমার চাচাতো ভাইয়ের নাম আপনার নামে। ব্লগে আপনাদের সংগে ভালো সময় কাটছে? আবেগে আপ্লুত করিলেন। কি বলে যে আপনাদের এই ভালোবাসার প্রতিদান দেব জানিনা।

২| ২৯ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০০

রুবে৭১ বলেছেন: কঠিন মনে হচ্ছে! সেফ আর আনসেফ মানে বুঝলাম না। একটু খুলে বলবেন। হাজার হইক নতুন লিখছি। আমি গরীব মানুষ, বিপদে পড়তে চাইনা ভাই।

২৯ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১২

হাবিব বলেছেন:




রুবে ৭১! আমিও আপনার মতো প্রথমে সেফ আনসেফ বুঝিনি। তবে এখন বুঝি। আপনার নিজের ব্লগে আমার পরিসংখ্যান এর নিচে একটা মডারেশন স্ট্যাটাস নামে অপশন দেখবেন। সেইখানে একটা নির্দিষ্ট সময় পরে যখন আপনাকে প্রথম পাতায় লেখা পোস্টের জন্য অনুমতি দেয়া হবে তখনই আপনি একজন নিরাপদ ব্লগার নামক নোটিশ পাবেন। এককথায় প্রথম পাতায় লেখার জন্য মনোনয়নের আরেক নাম সেফ ব্লগার বা নিরাপদ ব্লগার।

৩| ২৯ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০৩

মাহমুদুর রহমান বলেছেন: এটা ব্লগ কর্তৃপক্ষই ভালো জানেন।

২৯ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১২

হাবিব বলেছেন:
মাহমুদর রহমান! আপনার কমেন্টসের জন্য ধন্যবাদ। সাথেই থাকবেন।

৪| ২৯ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০৫

চাঁদগাজী বলেছেন:


কোন ব্লগার, কত সময়ে, কি কারণে সেইফ হচ্ছে, সেটা নিয়ে আপনার মাথা ব্যথা কেন?

২৯ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১৫

হাবিব বলেছেন:



ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য।
আপনার মন্তব্য পেয়ে মাথা ব্যাথা সেরে গেছে!

৫| ২৯ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০৬

সাইন বোর্ড বলেছেন: ব্লগকে প্রাণবন্ত করার জন্য এডমিন মহোদয় মনে হয় এ ধরণের উদ্যোগ নিয়েছেন, অনেকটা রিলিফ পাশের মতো । যদিও একটা দুইটা লেখা দেখে কারোর লেখার মান বা চিন্তার মূল্যায়ণ করা যায় না ।

২৯ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২০

হাবিব বলেছেন: জি তাও হতে পারে। এটা হয়তো উৎসাহ দেয়ার জন্য করা হয়েছে।

৬| ২৯ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১১

আর্কিওপটেরিক্স বলেছেন: আমিতো এমনিতেই সেফ :-B

২৯ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১৯

হাবিব বলেছেন:



হা হা হা । মজা পাইলাম।
গাজী সাহেবের কমেন্তস পেয়ে মাথা ব্যাথা অল্প একটু গেছিলো।
এখন একটু নেই।

৭| ২৯ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২২

প্রশ্নবোধক (?) বলেছেন: আমার সেফ হতে লেগেছে ২ বছর।

২৯ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২৭

হাবিব বলেছেন:




আমি তো তাই প্রশ্নটা করেছি। কিন্তু গাজী সাহেব বলিলেন আমার নাকি "মাথা ব্যাথা"। কি আর বলিবো বলুন। আমার ব্লগে আপনি প্রথম আসিলেন। অনেক অনেক শুভেচ্ছা জানবেন। যে যত দেরিতে সেফ হয়েছেন আমার মনে হয় তার ব্লগের প্রতি ভালোবাসা ততো বেশি।

৮| ২৯ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২৯

তারেক ফাহিম বলেছেন: ২টি পোষ্ট করেই সেফ ;) অভিনন্দন নব নিরাপদ ব্লগারের জন্য।

এটা একান্ত মডুদের হাতে, আমি আর আপনি উনাকে স্বাগত জানিয়ে লিখার প্রেরনা দিলেই চলবে।


২৯ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩১

হাবিব বলেছেন: হুম তাই করি চলুন। ফাহিম ভাই, শুভ সন্ধ্যা বলবো নাকি শুভ রাত্রি?

৯| ২৯ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫

প্রশ্নবোধক (?) বলেছেন: সত্য লিখা অনেক বিপদজনক। তারপরও কিছু মানুষ কখনই স্রোতে গা-ভাসায় না। কারন তারা জানে, "দিনশেষে অতিকায় হস্তি লোপ পাইবে, শুধু তেলাপোকা টিকায়া থাকিবে।"

২৯ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩

হাবিব বলেছেন:


সত্য লিখা অনেক বিপদজনক। তারপরও কিছু মানুষ কখনই স্রোতে গা-ভাসায় না। কারন তারা জানে, "দিনশেষে অতিকায় হস্তি লোপ পাইবে, শুধু তেলাপোকা টিকায়া থাকিবে।"

সুন্দর বলেছেন আপনি!
আপনার কথায় আপনার সম্পর্কে আমি যা ধারনা করলাম তা মনে হয় সত্য।
আপনার ব্লগে সময় করে ঘুরে আসবো।

১০| ২৯ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮

তারেক ফাহিম বলেছেন: আমি এমন অনেককেই দেখছি যারা ফজরের আযান দেওয়ার পরও শুভ রাত্রি বলে B-)

২৯ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫

হাবিব বলেছেন: হা হা হা.....। মজা পাইলাম....। আসলে যে যখন ঘুমায় ..............

১১| ২৯ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮

আরোগ্য বলেছেন: এই অভিব্যক্তিটা আমারও কিন্তু বলার সাহস হয় নাই। শুরু থেকেই খুব সক্রিয় ছিলাম তারপরও তিন সপ্তাহ সময় লেগেছে সেফ হতে।এতে কোন আফসোস নেই বরং দেরীতে হওয়াতে সেফ হওয়ার আনন্দ বেশ ভাল উপভোগ করেছি। তত পর্যন্ত অনেকের সাথেই ভালো আন্তরিকতা হয়েছিল।
হাবিব স্যার মডুদের দৃষ্টি হইতে সাবধান।

২৯ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫২

হাবিব বলেছেন:





আমি তো ভাই জানতে চেয়েছি মাত্র। আমার কোন আফসুস নাই ।
খুব ভালো কথা যে উনি সেফ হয়েছেন। আমার কি জানতে চাওয়ার অধিকার নাই?
আমার অপরাধ হলে বলিবেন প্লীজ। তাহলে আর কোনদিন প্রশ্ন করবো না!

১২| ২৯ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:০৬

আরোগ্য বলেছেন: এটা একটি বিতর্কিত পোস্ট। স্যার দেখবেন যারা কখনো আপনার ব্লগে আসেনি তারাও মন্তব্য করবে। উপভোগ করুন। বুঝেশুনে প্রতিউত্তর করুন।

২৯ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৫৩

হাবিব বলেছেন: ঠিক বলেছেন....... অনেকেই তেল পছন্দ করে কিনা.....!

১৩| ২৯ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:০৭

চাঁদগাজী বলেছেন:


লেখক বলেছেন, " আমি তো ভাই জানতে চেয়েছি মাত্র। আমার কোন আফসুস নাই ।
খুব ভালো কথা যে উনি সেফ হয়েছেন। আমার কি জানতে চাওয়ার অধিকার নাই?
আমার অপরাধ হলে বলিবেন প্লীজ। তাহলে আর কোনদিন প্রশ্ন করবো না! "

-এডমিনদের বিষয় আপনার জানতে চাওয়ার কি দরকার? অন্যের ভালো দেখলে মন খারাপ হয়?

২৯ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৫০

হাবিব বলেছেন: প্রিয় চাঁদগাজী , আপনাকে আমার কেন ভালো লাগে জানেন?আপনি স্পষ্টভাষি খুব .আপনার পুনরায় আগমন আমাকে আনন্দ দিয়েছে

১৪| ২৯ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৭

নজসু বলেছেন: আমি এমন একজনকে দেখেছি যিনি অনেকদিন হলো (বছর) সেফ হননি।
উনার নাকি সেফ হওয়ারও ইচ্ছা নাই।
লেখেনও ভালো।
উনার সাথে এই বিষয়ে কমেন্টে আমার কথা হয়েছে।
উনার সাথে কথা বলে শ্রদ্ধা ছাড়া আর কিছু দেয়ার ছিলো না।।

২৯ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৫৬

হাবিব বলেছেন: ওনার লিংক টা দিলে ঘুরে আসতাম...

সুজন ভাই! শুভ রাত্রি

১৫| ২৯ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৩০

টারজান০০০০৭ বলেছেন: পাগল আর শিশু ছাড়া কেহ নিরপেক্ষ নহে। সামু তাই নিরপেক্ষভাবে সবাইকে সেফ করিতে পারিতেছে না ! আগে পরে হইয়া যাইতেছে !

জলে নামিয়া কুমিরকে এড়াইয়া যাওয়াই ভালো !!

৩০ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:১৬

হাবিব বলেছেন: টারজান০০০০৭! জলে নেমে কি কুমিরকে এড়ানো সম্ভব?

১৬| ২৯ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৩১

রাজীব নুর বলেছেন: এক ঝাঁক বইয়ের সমুদ্রে ডুবে থেকে নিজেকে খুঁজি ক্ষুদ্র একটি গল্পের প্লটে। কিন্তু কোন গল্পের প্লট আমার জন্য বরাদ্দ নেই, কারণ যেখানে আমি নিজেই একটি পরিপূর্ণ গল্পের শিরোনাম। এসো গল্প পড়ি অথবা পড়ি আমাকেই। যে গল্পের কোন সীমাবদ্ধতা নেই। অসীমের মাঝে যা বিরাজমান।

৩০ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:১৬

হাবিব বলেছেন: গল্পটাই যার প্রেরনায় তাকেই যদি বাদ দেয়া হয় সেইটা তো নুন খাইয়া গুণ না গাওয়ার মতো হবে ভাই!

১৭| ২৯ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:১৫

সনেট কবি বলেছেন: ফোয়ারার জন্য শুভ কামনা।

৩০ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:১৭

হাবিব বলেছেন: ভালো থাকুক ফুয়ারা, ব্লগে আনুক শান্তির ফুয়ারা।

১৮| ৩০ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: চঞ্চল হরিনী আপু মনে হয় বলেছিলেন তুমি নিক খোলার সাথে সাথেই সেফ।

মডুরা যা খুশী তা করবে। যখন যাকে ইচ্ছা সেফ করবে। ধন্যবাদ।

৩০ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০৯

হাবিব বলেছেন: হুম ঠিক। আমরা চুনোপুঁটি, চুপ থাকাই শ্রেয়।

১৯| ৩১ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৪৭

রাকু হাসান বলেছেন:



হাবিব ভাই আশাকরি ভালো আছেন । ফোয়ারার কথা বলেছেন । আপনি আসলে ভুল বুঝলেন । তিনি আরও পোস্ট দিয়েছেন । সেগুলো কিছু সময়ের জন্য রেখে কোনো কারণে ড্রাফটে নিয়েছে । সেই সব পোস্টগুলো নিশ্চয় মডুর নজর কাড়তে পেরেছে । মডুরা একেক সময় েএকেক লক্ষ্য নিয়ে সেফ করে । আমি যে সময়টাই সেফ হলাম । তখন প্রায় সবাই দুই মাস পর বা তার কিছু আগে সেফ হতো । এখন আবার আরও অনেক তাড়াতাড়ি । আমার মনে হয় সামুর ইতিহাসে িএখন যে অল্প সময়ে সেফ তা কখনও হয়নি । এ ক্ষেত্রে সামুর কর্তৃপক্ষের দিকেই মতামত দিব । তাঁদের বিশেষ কারণে নতুন ব্লগার তৈরীতে মনোযোগ দিতে পারে । আমার মনে হয় তাই হচ্ছে । কেননা বেশি পোস্ট করেও আপনার মত সময়ে সেফ খুব কম হয়েছে। এখন প্রায়শই হচ্ছে ।
সূর্যালোক নামে একজন কে দেখলাম ,সেফ হওয়ার কথা না বললেও সেফ করে দিয়েছে। আগে অনেক বলেও সেফ হতে দেরি লাগতো ।হয়তো ব্যস্ত থাকতো মডু । এখন খুঁজে বের করে সেফ করছে । বিষয়টা কে আমি ইতিবাচক হিসাবে দেখছি । তবে আপনার প্রশংসা করতেই হবে এই বিষয়টা নিয়ে নতুন হয়েও পোস্ট করার সাহস দেখানোর জন্য । যেহেতু ঐ নিকটির আরও পোস্ট ছিল । তাই বিষয়টা নিয়ে বেশি দূর আলাপ করা যাবে না । তবে আপনি মন্তব্য নিয়ে ভালো কথা বলেছেন । আপনি সেফ হওয়ার আগে ভালো পোস্টের সাথে ভালো মন্তব্য রেখেছেন । সেটার ফল পাচ্ছেন এবং পাবেন । একটা পরিচিতির ব্যাপার আছে । সেটা সেফ হওয়ার আগে মন্তব্যের ঘরে করে নেওয়ার দরকার । তাহলে ভালো আগামীর ব্লগিং পথচলা । এটাই আমার মতামত । কথগুলো দেরিতে বললাম।

শুভ সকাল । অনেক ভালো থাকবেন ।

৩১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:১৯

হাবিব বলেছেন:




রাকু হাসান ভাই! আপনাকে ইদানিং আমার ব্লগে পাওয়ায় যায়না। আগে তো রোজই পেতাম। সে যাই হোক আপনার অনেক মূল্যবান কথা আমাকে সাহায্য করেছে। আপনার প্রতি কৃতজ্ঞ।
জি ভাই ঠিক বলেছেন। আমি হয়তো ভুল ভেবেছিলাম। আসলে আমি ভুল করলে আপনারা শুধরিয়ে দিবেন এইটা আমি জানি। আপনারা আমার ব্লগের শুভাকাঙ্খি। আপনার মূল্যবান মতামতের জন্য ভালোবাসা জনবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.