নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।
(১) "শান্তির মা মইরা গেছে!" এই রকম কথা আমরা সবাই কম বেশি বলি।
দুঃখ প্রকাশ করতে গিয়ে
বলি ছেড়ে হাফ,
শান্তির মা মইরা গেছে
কইরা দেরে মাফ!
"সালাম" অর্থ শান্তি জানি
আসমাউল হুসনা,
অজ্ঞতাতে বলছি সবে
এইটা মোদের দোষ না?
(২) জামায়াতের নিবন্ধন বাতিল, এখন কি ১৯ নাকি ২০-ই থাকবে?
জামাত নাকি অবৈধ দল
রায় দিয়েছে আদালত
প্রজ্ঞাপনে ইসি,
বিএনপি আজ কি করবে
ঊনিশ নাকি কুড়ি হবে
সেই দ্বন্দ্বে আছি!
(৩) ষড়যন্ত্রকারীদের সাথে সংলাপ?
ঐক্যজোটের নেতারা সব
করছে ষড়যন্ত্র;
এমপিরা- সংসদে কয় শুনি,
এসে গেছে চিঠির জবাব
সত্যি নাকি হবে আলাপ
তবু এখন- সংশয়ে দিন গুনি।
(৪) ধর্মঘটে শিশুর মৃত্যু
পোড়া মবিল মুখ রাঙালো
পানিতে- ধুইলে যাবে সেরে,
শিশুটা কি আসবে রে ভাই
ধর্মঘটে- প্রাণটা নিলো কেড়ে।
(৫) ছাত্রীর গায়ে কালি
বোনের গায়ে কালি কেন
জানতে সবাই চায়,
প্ল্যাকার্ড হাতে তাইতো দেখি
দাঁড়িয়ে রাস্তায়।
(৬) খালেদা জিয়ার মামলার রায় ও বিএনপির প্রতিক্রিয়া
দুর্নীতির ঐ রায় হয়েছে
নেত্রীর হয় হয় জেল,
এটা নাকি ফরমাইশি রায়
ঘরেই মারে তেল।
(৭) ট্রেনে ঊঠে যুদ্ধ করে
ধর্মঘটে অলস গাড়ি
আছে স্টেশনে,
বগির চিপায় নারী দেখো
কেমনে উঠে ট্রেনে!
(৮) রিকশাটাও রক্ষা পায় নি
ধর্মঘটের ২য় দিন
রিকশাতে যায় নারী,
চাকার ময়লা সাফ করে দেয়
জলদি পায়ে নাড়ি।
.................................।
ছবি: কালের কন্ঠ ও সমকাল..।
৩০ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৪০
হাবিব বলেছেন:
কাজ করে ইচ্ছা মতো
যার আছে ক্ষমতা,
মাইর দেয় পিঠের উপর
নাই তার মমতা।
এক জায়গাতে শান্তি জানি আছে ।
ফিরে যেতে হবে সেথা
এই দিন শেষে।
ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম।
২| ৩০ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:৩৮
নজসু বলেছেন: সমসাময়িক পরিস্থিতি ছন্দে দারুণভাবে উঠে এসেছে।
৩০ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৪২
হাবিব বলেছেন:
দিন কালের যা অবস্থা কেমনে কি যে করি ?
জাযাকাল্লাহ খায়রান।
৩| ৩০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪২
বাকপ্রবাস বলেছেন: চলমনা বর্তমান রাজনীতি ও প্রশাসনকে উলঙ্গ করে দিলেন দেখছি
৩০ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৪২
হাবিব বলেছেন:
প্রিয় বাকপ্রবাস!
লজ্জাস্থান দেখার ইচ্ছা আমার মোটেই ছিলো না।
ভুল করলাম নাকি তাইলে? এখন কি করি কন তো ---
৪| ৩০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:০৫
সাইন বোর্ড বলেছেন: ভাল লাগল চলমান বিষয়ের উপর লেখা ছড়া ।
৩০ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৩
হাবিব বলেছেন:
ভালো লাগলো আমার ব্লগে আপনার উপস্থিতি।
ছড়া তো নয় এটা দেশের চরম ক্ষতি।
৫| ৩০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৩৪
করুণাধারা বলেছেন: ভালোই কটাক্ষপূর্ণ ছড়া হয়েছে। ছবিগুলোও মানানসই।
৩০ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৩
হাবিব বলেছেন: করুণাধারা! আমাদের চাওয়াগুলো কি খুব বেশি?
৬| ৩০ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪৩
রাজীব নুর বলেছেন: আপনার মধ্যে প্রতিভা আছে।
৩০ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪
হাবিব বলেছেন:
আলহামদুলিল্লাহ।
একটি কথায় হাজার কথার প্রকাশ করে দিলেন মনে হচ্ছে।
আল্লাহ আপনার ভালো করুন।
ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম।
৭| ৩০ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৬
আরোগ্য বলেছেন: হাবিব স্যার আপনার প্রশংসা করতে হয়।
আমারতো বিতর্কিত বিষয়ে লিখতে ভয় হয়। সন্দেহ আছে যদি লাগামহীন কিছু লিখে ফেলি।
৩০ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৪
হাবিব বলেছেন:
প্রশংসা সবি কেবল তোমারি
রাব্বুল আলামি......ন,
দয়ালু মেহেরবান করুনা অফুরান
আর কেহ না....ই তুমি মালিক
শেষ বিচারের দি......ন।
আমপাতা জোড়া জোড়া কবিতাতেই
আমাদের শিখানো হয়েছে
কিভাবে পাগলা ঘোড়া খেপেছে ।
চাবুক না মরলেই হবে।
হাতের কলম হাতেই রবে।
আপ্লুত আপনার কমেন্টসে।
আপনার সঙ্গ উপভোগ করছি।
সঙ্গীর গুণ পসিয়াছে মম মাঝে গো।
৮| ৩১ শে অক্টোবর, ২০১৮ ভোর ৬:৪৯
আরোহী আশা বলেছেন: ভালো লাগা জানবেন.. কবিতা +++
৩১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:২৯
হাবিব বলেছেন:
ধন্যবাদ.....। ভালো থাকুুন...।
৯| ৩১ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:৪৬
সনজিত বলেছেন: ব্রিলিয়ান্ট লেখনি স্যার
৩১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:২৯
হাবিব বলেছেন: মন্তব্যে প্রেরণা পেলাম। প্রিয় সনজিত ভাই, আশা করি ভালো আছেন।
১০| ৩১ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:০৩
ল বলেছেন: চমত্কার লেখনী
অসাধারণ লিখেছেন কবি।
০১ লা নভেম্বর, ২০১৮ সকাল ১০:২৭
হাবিব বলেছেন: আলহামদুলিল্লাহ। আইন আদালত যখন রায় দিয়েছেন আমার আর কিছু বলার নাই।
©somewhere in net ltd.
১| ৩০ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:২৩
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ভালো।।।।।।। ক্ষমতা থাকলে আসলেই অনেক কিছু হয়
।
শান্তি বিষয়টা যার যার মনের বিষয়। কে কোথায় পায় কে জানে।