নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলে যাব- তবু যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল।

হাবিব

বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।

হাবিব › বিস্তারিত পোস্টঃ

প্রথম সনেটে আমিঃ সূরা কাফিরুন

০১ লা নভেম্বর, ২০১৮ সকাল ১১:১৪




দয়াময় আল্লাহকে শুরুতেই স্মরি
বলো হে কাফেরগন (সত্য অস্বীকারী),
করি না আর্চনা কভু ইবাদত তার
সর্বদা তোমরা করো আরাধনা যার।
তোমাদের কেহ নাই উপাসনাকারী
সততই আমি যাঁর ইবাদত করি,
সদা সচেতন থাকো আর্চনাতে যার
প্রস্তুত নইতো আমি ইবাদতে তার।

তোমরা করোনা জানি আরাধনা তার
সর্বদাই আমি করি ইবাদত যাঁর,
(আমি বিশ্বাসী সতত আল্লাহকে মানি।
অতএব জেনে রাখো অবিশ্বাসী শুনো)
তোমাদের ধর্ম সব তোমাদের জানো,
আমার দীন-বিধান আমারই জানি।
...........................................।

শানে নুযূল:
হযরত ইবনে আব্বাস (রাঃ) বর্ণনা করেন, ওলীদ ইবনে মুগীরা, আস ইবনে ওয়ায়েল, আসওয়াদ ইবনে আবুদল মোত্তালিব ও উমাইয়া ইবনে খলফ প্রমুখ মক্কার বিশিষ্ট ব্যক্তিদের কয়েকজন একবার রসূলুল্লাহ্ (সাঃ)- এর কাছে এসে বললঃ আসুন, আমরা পরস্পরের মধ্যে এই শান্তিচুক্তি করি যে, একবছর আপনি আমাদের উপাস্যদের ইবাদত করবেন এবং একবছর আমরা আপনার উপাস্যের ইবাদত করব।
তিবরানীর রেওয়ায়েতে হযরত ইবনে আব্বাস (রাঃ) বর্ণনা করেন, কাফেররা প্রথমে পারস্পরিক শান্তির স্বার্থে রসূলুল্লাহ্ (সাঃ)- এর সামনে এই প্রস্তাব রাখল যে, আমরা আপনাকে বিপুল পরিমাণে ধনৈশ্বর্য দেব, ফলে আপনি মক্কার সর্বাধিক ধনাঢ্য ব্যক্তি হয়ে যাবেন। আপনি যে মহিলাকে ইচ্ছা বিবাহ করতে পারবেন। বিনিময়ে শুধু আমাদের উপাস্যদেরকে মন্দ বলবেন না। যদি আপনি এটাও মেনে না নেন, তবে একবছর আমরা আপনার উপাস্যের ইবাদত করব এবং একবছর আপনি মাদের উপাস্যদের ইবাদত করবেন।
আবু সালেহ্-এর রেওয়ায়েতে হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেনঃ মক্কার কাফেররা পারস্পরিক শান্তির লহ্ম্যে এই প্রস্তাব দিল যে, আপনি আমাদের কোন প্রতিমার গায়ে কেবল হাত লাগিয়ে দিন, আমরা আপনাকে সত্য বলব। এর পরিপ্রেহ্মিতে জিবরাঈল সূরা কাফিরূন নিয়ে আগমন করলেন। এতে কাফেরদের ক্রিয়াকর্মের সাথে সম্পর্কচ্ছেদ এবং আল্লাহ্ তা'আলার অকৃতিম ইবাদতের আদেশ আছে।




ছবি: গুগল+উইকি

মন্তব্য ৩৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ০১ লা নভেম্বর, ২০১৮ সকাল ১১:৪৬

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: শানে নূযুল দেয়া শুরু করলেন দেখি :)

০১ লা নভেম্বর, ২০১৮ দুপুর ১২:০৯

হাবিব বলেছেন: কেন ভাই? কিছু ভুল করলাম নাকি?

২| ০১ লা নভেম্বর, ২০১৮ সকাল ১১:৫৫

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ভালো।

০১ লা নভেম্বর, ২০১৮ দুপুর ১২:০৯

হাবিব বলেছেন: আব্দুল্লাহ আল মামুন ভাই, ধন্যবাদ।

৩| ০১ লা নভেম্বর, ২০১৮ সকাল ১১:৫৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন সনেট!

মূল ভাব পূর্ন অটুট রেখে রচনায় মুগ্ধতা :)

+++

০১ লা নভেম্বর, ২০১৮ দুপুর ১২:০৮

হাবিব বলেছেন: আপনার নিকের মতোই দুর্দান্ত মন্তব্য। আমি আপ্লুত। আশা করি ভালো আছেন।

৪| ০১ লা নভেম্বর, ২০১৮ দুপুর ১২:১৪

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: না! কো যে বলেন! আগে তো শানে নূযুল দিতেন না!

০১ লা নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৩২

হাবিব বলেছেন:



জি ভাই।
দিলাম অনেকেই হইতো জানে না তাই।

৫| ০১ লা নভেম্বর, ২০১৮ দুপুর ১২:২৫

আরোগ্য বলেছেন: হাবিব স্যারকে অভিনন্দন সনেট লিখার জন্য। ভালো হয়েছে। শুভ কামনা করছি।

০১ লা নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৩২

হাবিব বলেছেন: আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনার ভালো করুন। মন্তব্য পেয়ে আনন্দিত।

৬| ০১ লা নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৮

সাহিনুর বলেছেন: অভিনন্দন আপনাকে ভাইয়া।

০৩ রা নভেম্বর, ২০১৮ দুপুর ২:০৫

হাবিব বলেছেন:


সাহিনূর রহমান ভাই, আপনার দেখা পেয়ে ভালো লাগছে।
কেমন আছেন আপনি?

৭| ০১ লা নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৪

তারেক ফাহিম বলেছেন: শানে নুযূল দেয়াতে ভালো হয়েছে।
সহজে মুলভাব বোঝা যায়।

০৩ রা নভেম্বর, ২০১৮ দুপুর ২:০৫

হাবিব বলেছেন:



তারেক ফাহিম ভাই! আশা করি ভালো আছেন?
আপনার মন্তব্য পেয়ে ভালো লাগলো

৮| ০১ লা নভেম্বর, ২০১৮ দুপুর ১:২০

তারেক_মাহমুদ বলেছেন: বাহ সুরা কাফিরুনের সনেট সুন্দর হয়েছে।

০৩ রা নভেম্বর, ২০১৮ দুপুর ২:০৬

হাবিব বলেছেন:




তারেক মাহমুদ ভাই! শুভ মধ্যাহ্ন।
আপনাকে ধন্যবাদ।

৯| ০১ লা নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩২

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: খুব ভাল হয়েছে। আল্লাহ আপনার মঙ্গল করুন।

০৩ রা নভেম্বর, ২০১৮ দুপুর ২:০৬

হাবিব বলেছেন:




প্রিয় সনেট কবি আমি আসলে আপনার সমালোচনা আশা করেছিলাম।
আপনি যদি বলতেন কোথায় কোথায় ভুল হয়েছে তাহলে সনেট লেখা আমার জন্য সহজ হতো।

১০| ০১ লা নভেম্বর, ২০১৮ দুপুর ২:৪০

রাকু হাসান বলেছেন:

নতুন সনেট কবি পেতে যাচ্ছি তাহলে । :)
তারেক ফাহিম বলেছেন: শানে নুযূল দেয়াতে ভালো হয়েছে।
সহজে মুলভাব বোঝা যায়।
---আমারও একই কথা । শুভকামনা ।

০৩ রা নভেম্বর, ২০১৮ দুপুর ২:০৬

হাবিব বলেছেন:




রাকু হাসান ভাই।
অনেক অনেক ভালো লাগলো আপনার মন্তব্য পেয়ে।
দোয়া চাই।

১১| ০১ লা নভেম্বর, ২০১৮ দুপুর ২:৪৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ব্লগে আরো একজন নতুন সনেট কবির আবির্ভাবে
নূরের জ্যোতিতে ভরে উঠলো ব্লগ বাড়ি। শুভেচ্ছা স্বাগতম
হাবিব স্যারের আগমন।

০৩ রা নভেম্বর, ২০১৮ দুপুর ২:০৭

হাবিব বলেছেন:




নূর ভাই, মন্তব্যের জবাব দেড়িতে দিলাম কিছু মনে করবেন না।
আসলে আমি বাড়ি গেছিলাম সেই জন্য আর কি।
আশা করি ভালো আছেন ।
দোয়া চাই। নতুন লিখতেছি।

১২| ০১ লা নভেম্বর, ২০১৮ দুপুর ২:৫২

ভিন্নচিন্তা ভিন্নমত ভিন্নপথ বলেছেন: @ হাবিব স্যার - জনাব, বড়ই আফসোসের ব্যাপার এই যে, সূরা কাফিরুন নাযিল হওয়ার চৌদ্দশ বছর পরেও দুনিয়া কাফের (সত্য অস্বীকারকারী ) দিয়ে ভর্তি। সংখ্যায়-ও একদম কম না । সাতশো কোটির উপর !

০৩ রা নভেম্বর, ২০১৮ দুপুর ২:০৭

হাবিব বলেছেন:



তবে সুখের বিষয় এই যে, সত্য একদিন প্রকাশ্য আর বিজয় লাভ করবে, মিথ্য বাতিল তথা ধ্বংস হবে।
মিথ্য সে তো বাতিল হওয়ার জন্যই।
আপনাকে আমার ব্লগে নতুন পেয়ে ভালো লাগছে।

১৩| ০১ লা নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৮

রাজীব নুর বলেছেন: ভালো পোষ্ট।

০৩ রা নভেম্বর, ২০১৮ দুপুর ২:০৮

হাবিব বলেছেন:



রাজিব ভাই, ভালোবাসা নিবেন।
আশা করি ভালো আছেন।

১৪| ০১ লা নভেম্বর, ২০১৮ রাত ১১:০৭

Sujon Mahmud বলেছেন: চুন্দর অইচে

০৩ রা নভেম্বর, ২০১৮ দুপুর ২:০৮

হাবিব বলেছেন:




সুজন মাহমুদ ভাই, আপনাকে আমার ব্লগে পেয়ে ভালো লাগছে। আশা করি ভালো আছেন।

রফিক শফিক জব্বার সহ নাম না জানা কতোজন যে ভাষার জন্য প্রাণ দিয়েছে তার হিসেব নাই।
আশা করি সেই ভাষার বিকৃতি করবেন না।

আমি মনে হয় আপনাকে বুঝাতে পেরেছি।

১৫| ০৩ রা নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২০

নজসু বলেছেন: শানে নুযুল সংযোগটা বেশ ভালো লেগেছে।
আর আপনার লেখার কথা নতুন করে বলার কিছু নাই।
অসম্ভব সুন্দর কিছুর প্রত্যাশা থাকে আপনার কাছে।

আপনি কি ব্যস্ত নাকি স্যার?
১ নভেম্বরের পরে আর কোন পোষ্ট নেই।
আশা করি ভালো আছেন।

০৩ রা নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৫০

হাবিব বলেছেন:




অনেক ধন্যবাদ প্রিয় সুজন ভাই। আসলে ২ দিন যাবত জ্বরে ছিলাম। তাই ব্লগে আসতে পারি নাই। আপনার সুন্দর কমেন্টসে ধন্য, ভালো লাগলো। দোয়া করবেন তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে উঠি। তবে আজ একটা পোস্ট দিব ইনশাআল্লাহ। সবাইকে নিয়ে সনেট কবি "সনেট" লিখেন তাকে নিয়ে একটা সনেট লেখার চেষ্টা করতেছি। দেখি কেমন হয়। জাযাকাল্লাহ খাইরান।

১৬| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৯

এস এম ইসমাঈল বলেছেন: মারহাবা।অনেক ভাল হয়েছে।শানে নযুল না বলে অবতরনের কারন বলা যায়।তাছাড়া আয়াত সংখ্যা কত? আর কোথায় অবতীররণ হয়েছে সে তথ্যসহকারে দিতে পারলে আরো ভালো হতো।

০৪ ঠা নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৭

হাবিব বলেছেন: অসংখ্য ধন্যবাদ, আল্লাহ আপনার উপর শান্তি দিন..........

১৭| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৯

এস এম ইসমাঈল বলেছেন: মারহাবা।অনেক ভাল হয়েছে।শানে নযুল না বলে অবতরনের কারন বলা যায়।তাছাড়া আয়াত সংখ্যা কত? আর কোথায় অবতীররণ হয়েছে সে তথ্যসহকারে দিতে পারলে আরো ভালো হতো।

০৪ ঠা নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৮

হাবিব বলেছেন: জাযাকাল্লাহ খায়রান..................

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.