নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলে যাব- তবু যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল।

হাবিব

বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।

হাবিব › বিস্তারিত পোস্টঃ

সনেটের মতো জীবন

০৪ ঠা নভেম্বর, ২০১৮ দুপুর ১২:০৬





জীবনটা যদি হতো সনেটের মতো
অথবা স্বপ্নের মতো সুন্দর রঙ্গীন
যদি না থাকতো হিংসা উঁচু-নিচু ভেদ
না থাকলে হানাহানি কতো ভালো হতো।
এমন কি দেশ হবে? কবে কোন দিন?
ধনী-দরিদ্ররা মিলে ভেদাভেদ ভুলে
সীসা ঢালা প্রাচীরের সম একদেহ
ভালোবাসা সুখ এসে সেথা ধরা দিতো।

এমন সমাজ হবে জেনে রাখো সবে
কুরআনের আলোকে জীবনটা যবে
নবীর দেখানো পথে পারবে সাঁজাতে।
ওমর ফারুক কিংবা আলী উসমান
জন্মিবে প্রতিটি ঘরে দেখবে তখন
স্বপ্নরা দিবেই ধরা পৃথিবী মাটিতে।
...........................................।

এস এম ইসমাইল ভাইয়ের মন্তব্যের প্রতি উত্তর করতে গিয়ে সনেট লিখেছিলাম।
প্রতি উত্তর না করেই ব্লগে দিয়ে দিলাম।
মন্তব্যটি আমার ২য় সনেটে করেছিলেন।
কৃতজ্ঞতা প্রিয় ভাইটিকে।

মন্তব্য ৩০ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ দুপুর ১২:১৫

পদাতিক চৌধুরি বলেছেন: বাহ ! সুন্দর সনেট । হ্যাঁ, স্যার আপনার নতুন প্রচেষ্টাকে স্বাগত জানাই । লিখতে থাকুন আরো অসংখ্য সনেট ।

শুভকামনা রইল।

০৪ ঠা নভেম্বর, ২০১৮ দুপুর ১২:২৬

হাবিব বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানবেন। পদাতিক ভাইয়া আপনাকে প্রথম মন্তব্যের জন্য ফুলেল শুভেচ্ছা।

২| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ দুপুর ১২:১৬

আরোগ্য বলেছেন: আমরা প্রতিদিন পেপার পড়ি, ব্লগ পড়ি অথচ একপাতা কোরআন পড়তে হিমশিম খাই।

০৪ ঠা নভেম্বর, ২০১৮ দুপুর ১২:২৬

হাবিব বলেছেন: সেটাই তো আমাদের সমস্যা। আমরা শুধু দেহকে সাঁজাতে ব্যাস্ত থাকি, জগতের আনন্দ উপভোগ করতে কি না করি? অথচ আÍার খাদ্য নিয়ে মোটেই ভাবি না। এক আয়াত কোরআন তো দূরের কথা আল্লাহর নেয়ামত নিয়েও চিন্তা করি না। অথচ ঠিকই চাই যে সমাজটা সুন্দর হোক। সমাজটা কি কুরআনের শাসন ছাড়া সুন্দর হতে পারে ? কখনো না। তাই আমাদের উচিত সুন্দর সমাজ গড়ে তুলতে কোরআন অনুযায়ী চলা আর নবীজির দেখানো পথে জীবন চালনা করা। তাহলেই আমাদের সমাজে সাহাবীদের মতো মানুষ তৈরি হবে। সমাজটা হয়ে উঠবে স্বর্ণ যুগের মতো।

৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ দুপুর ১২:২৪

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আপনিও সনেট কবি হয়ে যাচ্ছেন। অভিনন্দন আপনাকে।

০৪ ঠা নভেম্বর, ২০১৮ দুপুর ১২:২৯

হাবিব বলেছেন: মামুন ভাই কি যে বলেন! আমি সনেট কবির মতো এত সনেট লিখতে পারবো কি না জানিনা তবে কিছুটা চেষ্টা করবো ইনশাআল্লাহ ।

৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ দুপুর ১২:২৫

নজসু বলেছেন: আপনি পবিত্র কুরআনের সূরা নিয়ে সনেট রচনা শুরু করেছিলেন।
ওটা কি অব্যহত রাখবেন?

০৪ ঠা নভেম্বর, ২০১৮ দুপুর ১২:২৭

হাবিব বলেছেন: ইনশাআল্লাহ , দোয়া করবেন। অব্যাহত আছে। বাকিটা আল্লাহর ইচ্ছা।

৫| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪৩

এস এম ইসমাঈল বলেছেন: মারহাবা! মারহাবা! দারুণ! আশা করি আমরা আরও একজন নতুন সনেট কবি পেতে যাচ্ছি। অনেক অনেক শুভ কামনা। সুপ্রিয় হাবীব স্যার।।

০৪ ঠা নভেম্বর, ২০১৮ দুপুর ২:৪৩

হাবিব বলেছেন: প্রিয় ভাই আপনার কমেন্টস পেয়ে প্রেরণারা বেড়ে গেলো বহুগুণ। ভালোবাসা অবিরত।

৬| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪৫

সনেট কবি বলেছেন: চমৎকার হয়েছে। আপনাকে নিয়ে একটা পোষ্ট দিয়ে ছিলাম নজরে এসেছে কিনা বুঝতে পারিনি।

০৪ ঠা নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩৯

হাবিব বলেছেন:




এইতো আশা
........................................

প্রিয় সনেটর কবি আবেগে আপ্লুত
কিছুই বলার ভাষা খুঁজে নাহি পাই,
কেন এড়িয়েছিলাম কিভাবে জানিনা
এতো মধুর বর্ণনা কোথা গেলে পাই।
ক্ষমাতেই রাখবেন এইতো আশা
কি আর বলবো আমি নেন ভালোবাসা,
অধমের তরে কিছু দোয়া চেয়ে যাই
অল্প সহবত যেন আপনাতে পাই।

কলমের শক্তি যেন বাড়ে বহুগুণ
বাতিলের মসনদে ধরবে আগুন
অগ্নিঝরা লেখা সদা যেন থাকে।
হে আল্লাহ দয়াময় কবুল করুন
উত্তম জাযাহ দিন সনেট কবিকে
সতত যেন সদ্ভাব আমাদের থাকে।

৭| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৬

রাজীব নুর বলেছেন:
আপনি একজন প্রতিভাবান মানুষ।

০৪ ঠা নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৯

হাবিব বলেছেন:




আলহামদুলিল্লাহ........
আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন..........
আল্লাহ যেন আপনার কথা কবুল করেন.......

৮| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫০

সাইন বোর্ড বলেছেন: ভাল প্রয়াস ।

০৪ ঠা নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৪

হাবিব বলেছেন: দোয়া করবেন।বাকিটা আল্লাহর ইচ্ছা।

৯| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৭

হাবিব বলেছেন:



সত্য পথের ঠিকানা
............................

মহা সত্য সেতো জানি নাম কুরআন
আরো আছে ভেবে দেখ সুন্নত প্রমান,
সাহাবারা যেই পথে গিয়েছেন চলে
সেই পথ সত্য জানি কুরানেও বলে।
ফাতিহাতে তাই খোদা দিলেন বর্ণনা
কিভাবে চাইতে হবে কোন সে ঠিকানা,
সরল সঠিক পথ পাবে তুমি সেথা
প্রভুতে ঈমান এনে যাও যদি চলে।

সঠিক পথের দিশা সদা যেন পাই
ঈমানেতে সদা যেন আল্লাহ রাখেন
এর চেয়ে বেশি কিছু আমি নাহি চাই।
সতত সবাই যেন থাকে সত্য পথে
বিশ্বাস ভরসা সদা রাখে আল্লাহতে
দরবারে আল্লাহর প্রার্থনা এটাই।

১০| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ৮:০৮

জগতারন বলেছেন:
কবিতা পড়িয়া আমি মুগদ্ধ।

হাবিব স্যার একজন গুনি কবি।
আরো সুন্দর কবিতা প্রত্যাশিত।

কবির আসল নামটি জানা থাকিলে ভালো হইতো।

০৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৫০

হাবিব বলেছেন: জাগতারন! আপনাকে অনেকদিন পরে পেলাম, ভালো লাগছে। আপনার কথার সূত্র ধরেই আমার পরিচয় নিয়ে সনেট লিখেছি, কাল ইনশাআল্লাহ পাবেন। সাথেই থাকবেন আশাকরি।

১১| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১১:৫০

নীলপরি বলেছেন: ভালো লিখেছেন ।

০৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৫০

হাবিব বলেছেন: অনেক অনেক শুভকামনা। আপনিও খুবই ভালো লেখেন। আমি পড়েছি।

১২| ০৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৪

হাবিব বলেছেন:




আজরাইল আসবে যেদিন।
...................................

জনাব আজরাইল আসবে যেদিন
হাসিমুখে কেউ কেউ করবে বরন,
মৃত্যুতে পৌছাবে তাঁরা রবের দিদারে
জানি তাঁরা মুসলিম দুনিয়ার 'পরে।
কাঁদবে সেদিন সব জালিমের দল
পীড়িত মানুষে করে নির্যাতন কত,
মুসলিমে দিয়েছিলো বঞ্চনার ক্ষত
জানি তারা মুনাফিক এ ধরণী 'পরে।

জনাব আজরাইল যবে নিবে প্রাণ
বেদ্বীনের মসনদে জোরে দিবে টান
মৃত্যু তাদেরকে ধরে দোযখেই নিবে।
এ পৃথিবী ছেড়ে যবে পরপারে যাবে
খোদাভীরু সব লোক শান্তিতেই রবে
নির্যাতনের যাতনা মুছে যাবে তবে।

১৩| ০৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫২

ফারিহা হোসেন প্রভা বলেছেন: মাশাল্লাহ! খুব খুব সুন্দর লিখেছেন। মুগ্ধতা জানিয়ে গেলাম আপনার লেখায় প্রিয় স্যার....

০৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৭

হাবিব বলেছেন: ফারিহা হোসেন প্রভা! আশা করি ভালো আছেন অনেকদিন পর আপনেকে পেলাম। কোথায় যে ডুব দেন আল্লাহ মালুম। তবে আপনাকে পেয়ে ভালো লাগছে। আল্লাহ আপনাকে সুস্থ রাখুন।

১৪| ০৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০৬

ফারিহা হোসেন প্রভা বলেছেন: হুম একটু অসুস্থ আছি কয়দিন ধরে। আবার খুব প্রেসার ক্লাসের। সময় পেলেই ব্লগে আসি, সবার লেখা পড়ি। এটাই ভালো লাগা।

০৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫১

হাবিব বলেছেন:




আল্লাহ আপনাকে আরোগ্য দিন..আমীন

যদি কিছু মনে না করেন তাহলে একটা প্রশ্ন করি তবে উত্তর দেয়া বাধ্যতামূলক নয় ঐছ্যিক। "আপনি কোথায় কোন ক্লাশে পড়েন? "

১৫| ০৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫৫

ফারিহা হোসেন প্রভা বলেছেন: আমি ইন্টারে পড়ছি ফার্স্ট ইয়ারে। B-)

০৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:১৭

হাবিব বলেছেন: অনেক অনেক দোয়া রইলো। মনোযোগ দিয়ে পড়ালেখা করবে আশা করি। তুমি তোমার কাঙ্খিত লক্ষ্যে পৌছাও দোয়া করি।

১৬| ০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৫

হাবিব বলেছেন:




আমি মুগ্ধ
.........................................
কত সুন্দর গাঁথুনিতে তৈরি আপনার
সনেটের ঝুড়ি। বাহ, মুগ্ধ হয়ে পড়ি,
পড়ি আর ভাবি একি! কিভাবে পারেন?
কিভাবে সাজান তিনি এমন কবিতা?

সনেটে তাঁহার ফুঁটে ছন্দের ঝঙ্কার
আহা, যদি পারতাম। তার মতো করে,
যদি পেতাম তাঁহার অল্প সহবত
মনে হয় পাল্টে যেত আমার কবিতা।

শব্দের তার তেমন বাধ্য ছেলে যেন
যেখানে বসায় সেথা চুপ মেরে থাকে
মন অন্তর আপ্লুত মুগ্ধ চেয়ে রই।
হে প্রিয় সনেট কবি, আপনার দেখা
জানা নেই হবে কিনা, তবু আশা মনে
আরো উচ্চতায় হোক জীবনের মই।

কোন প্রকার রাফ করা ছাড়া লিখেছি । ভুল মার্জনীয় ।

১৭| ০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:২০

হাবিব বলেছেন:




জৌলুশ ফিরে আসুক করুন আহ্বানে
অশ্রুজল স্রোত সবে মুছে যদি দেই
অভাগার আশ্রয়ে যদি ভাবি সব জনে
এ ধরার 'পরে জানি সেতো আসবেই।
সব লোক ভাই ভাই হয়ে যদি থাকি
অভাবী থাকবেনা আর এ ধরায় বাকি
সেরে যাবে সব ব্যাথা ঘুচবে আঁধার
অভাব যতোই থাক মুছে তা যাবেই।

এ মনুষ্য দলে যদি মনুষ্যত্ব থাকে
মায়া মহব্বত যদি অল্প কেউ রাখে
চোখে জল থাকবেনা ফুটবেই হাঁসি।
দুনিয়ার 'পরে যদি সবে করি দান
বেড়ে যাবেই সম্মান ঘুচবে অভাব
সব ভাই মিলে যদি বলে ভালোবাসি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.