নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলে যাব- তবু যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল।

হাবিব

বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।

হাবিব › বিস্তারিত পোস্টঃ

মহাকম্পন

০৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৬


ছবি: গুগলের


সূরা যিলযাল অবলম্বনে...



দয়ালু মহান রব শুরুতে স্মরণ
মহাপ্রকম্পিত হবে পৃথিবী যখন,
এ জমিন সব কিছু উগরিয়ে দিবে
তখন বলবে লোকে "এর হলো কি যে"।
ভূলোকের 'পরে যত ঘটেছে ঘটনা
রবের নির্দেশে সব করবে বর্ণনা,
জমিন তার সংবাদ খুলে খুলে ক'বে
(নগ্নদেহ তবু কেহ মরবেনা লাজে।

যত লোক বহু দলে উঠবে সেদিন
দেখানো হবে তাদের কৃত কর্মফল
ভয়ে ভয়ে মরে যাবে কাফের বেদ্বীন)।
অনুসম পূন্যকর্ম দেখতে সে পাবে
অনুসম পাপকাজ বাদ নাহি যাবে
(তার তরে ভয় নাই যে মানবে দ্বীন)।
.............................................

সরল অনুবাদ: আয়াত সংখ্যা-৮।

পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে (শুরু করছি)।

(১) যখন পৃথিবী তার চূড়ান্ত কম্পনে প্রকম্পিত হবে,
(২) যখন ভূগর্ভ তার বোঝাসমূহ বের করে দেবে,
(৩) এবং মানুষ বলবে, এর কি হ’ল?
(৪) সেদিন পৃথিবী তার সকল বৃত্তান্ত বর্ণনা করবে।
(৫) কেননা তোমার পালনকর্তা তাকে প্রত্যাদেশ করবেন।
(৬) সেদিন মানুষ বিভিন্ন দলে প্রকাশ পাবে, যাতে তাদেরকে তাদের কৃতকর্ম সমূহ দেখানো যায়।
(৭) অতঃপর কেউ অণু পরিমাণ সৎকর্ম করলে তা সে দেখতে পাবে।
(৮) আর কেউ অণু পরিমাণ অসৎকর্ম করলে তাও সে দেখতে পাবে।

বিষয়বস্তু ও অবতীর্ণ হওয়ার কারন: এখানে দেখুন

মন্তব্য ৩০ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ০৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০২

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

০৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০৪

হাবিব বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন। সুন্দর হোক আপনার জীবন।

২| ০৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০৬

আরোহী আশা বলেছেন:


বেশ লিখেছেন.....
অসাধারন হয়েছে......

০৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:২২

হাবিব বলেছেন: আপনার মঙ্গল হোক। সেই দোয়ায় করি। আমিন।

৩| ০৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১১

তারেক ফাহিম বলেছেন: যিলযাল, মুছলমানদের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি সুরা।

ভালো হয়েছে।

০৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:২৩

হাবিব বলেছেন: আল্লাহ আমাদের সবাইকে যিলযাল সূরা বুঝে কাজ করার তাওফিক দিন। আমিন।

৪| ০৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১১

আরোগ্য বলেছেন: হাবিব স্যার খুব ভাল লিখেছেন।

০৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:২৩

হাবিব বলেছেন: প্রিয় আরোগ্য! আপনার আশু আগমনে মুগ্ধতা জানবেন। আশা করি ভালো আছেন। আল্লাহ সদা আপনাকে আরোগ্য রাখুক দোয়া করি। আমিন।

৫| ০৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১৭

সাত সাগরের মাঝি ২ বলেছেন: অসাধারন কবিতা...++

০৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:২২

হাবিব বলেছেন: আল্লাহ আপনাকে কল্যন দান করুক। আমিন।

৬| ০৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৪

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: চমৎকার পোষ্ট। আল্লাহ আপনার মঙ্গল করুন।

০৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৪

হাবিব বলেছেন:
আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা। আপনি আমার সনেটের অনুপ্রেরণা।আল্লাহর অশেষ মেহেরবানীতে আপনার লেখা পড়ার সুযোগ হয়। আপনার লেখা না দেখলে আমার সনেট লেখা সম্ভব হতো না। আশা করি আল্লাহ আপনাকে সুস্থ রাখছেন।

৭| ০৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমি আপনার গুণমুগ্ধ পাঠক।
আল্লাহ আপনাকে উপযুক্ত
সোয়াব প্রদান করবেন।

০৭ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫

হাবিব বলেছেন: নূর ভাই! আপনার কথা শুনে আমি মুগ্ধ হলাম। হৃদয় ভালোবাসায় ভিজে গেলো।

৮| ০৭ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৭

নেপচুন নেহাল বলেছেন: আল-হামদুলিল্লাহ খুব ভালো লিখেছেন ভাই,,,,,,,

০৭ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮

হাবিব বলেছেন:



ভাই আমার মনে হয় খুব শীগ্রই আপনার গ্রহে যেতে হবে। আল্লাহ আপনার মঙ্গল করুন।

ভাই দুই মাসেও আপনি ব্লগে কোন ঘরবাড়ি বানাননি কেন? গিয়েছিলাম আমি।
তবে বসার জায়গা না পেয়ে ফিরে আসছি।

৯| ০৭ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৮

আরমান শুভ বলেছেন: উনি এখনই মহাকম্পন দিয়ে দিলে ভালো হতো না অযথা কেন বিলম্ব করছেন? মহাকম্পন নিয়ে আমাদের চিন্তা না করলেও হবে এর মুখোমুখি আপনি না হোন আপনার ভবিষ্যৎ প্রজন্ম হয়তো এর মুখোমুখি হবে অযথা বংশধারা বজায় রেখে কেন আগামী প্রজন্ম কে বিপদের মুখে রেখে যাবেন? এটাতো ঘটবেই যেহুতু আপনি কোরান এর ভবিষ্যৎবানীতে আস্থা রাখেন।

০৭ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫১

হাবিব বলেছেন:





আল্লাহ মানুষকে তার শেষ দিন পর্যন্ত শোধরানোর সুযোগ দিয়েছেন।
আমরা আল্লাহর শ্রেষ্ঠ জীব। কিন্তু মাঝে মাঝে আমরা আমাদের সৃষ্টি নিয়েই প্রশ্ন তুলি।
আমরা যে শ্রেষ্ঠ সেই কথা আমরা অনেকেই মানতে নারাজ। আসলে সবই আমাদের অজ্ঞতার ফসল।
আমাদের অহমিকার প্রতিফল। চিন্তা হয়, খুব খুব চিন্তা হয়।
হায়রে আমরা আমাদের ভবিষ্যত প্রজন্মের জন্য কি রেখে যাচ্ছি।
তাদের জন্য আমরা এই পৃথিবিটাকেই আসলে নরকে যাবার পথ বানিয়ে যাচ্ছি।
আল্লাহর হেদায়াত ছাড়া এর থেকে উত্তরনের কোন উপায় নেই।

১০| ০৭ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৫

মীর সাজ্জাদ বলেছেন: হাবীব ভাই আপনাকে মন থেকে স্যার বলতে ইচ্ছে হয়।

০৭ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪

হাবিব বলেছেন: সোবহান আল্লাহ। আল্লাহ আমাকে ক্ষমা করুন। আমি স্যার হওয়ার যোগ্যতায় নেই ভাই। আপনার যে সুন্দর কথার গাঁথুনি, প্রতিনিয়ত আপনার কবিতা পরি। মুগ্ধ হই। আপনার কমেন্টস পেয়ে আবেগের বৃষ্টি ঝরে গেলো দু'চোখে।

১১| ০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:০২

ফেইরি টেলার বলেছেন: সকল প্রশংসাই আল্লাহ পাকের । Most merciful, most high

ভালো পোস্ট হাবিব স্যার

০৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:০৩

হাবিব বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আর মন্তব্যে ভালো লাগা জানবেন।

১২| ০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:০৮

ching বলেছেন: তাহলে কর্মবাদ।

০৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:০৫

হাবিব বলেছেন: আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন।

১৩| ০৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৪০

সেলিম৮৩ বলেছেন: আল্লাপাক এগুলো বোঝার এবং সেই মত জীবন গড়ার তৌফিক দান করুন। আমিন।

০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:২৬

হাবিব বলেছেন:




আমিন.....
ছুম্মা আমিন..........

১৪| ০৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৫

নতুন নকিব বলেছেন:



সুন্দর প্রচেষ্টা। +++

০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:২৭

হাবিব বলেছেন: নকিব ভাইয়া আপনার মন্তব্যে ভালো লাগা জানবেন............

১৫| ০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:১৪

ফারিহা হোসেন প্রভা বলেছেন: আমার ধর্ম নিয়ে পোষ্ট পড়তে খুব ভালো লাগে। অনেক কিছু জানা যায়।
ভালো লাগা জানিয়ে গেলাম......

১০ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৮

হাবিব বলেছেন:




ফারিহা হোসেন প্রভা বলেছেন: আমার ধর্ম নিয়ে পোষ্ট পড়তে খুব ভালো লাগে। অনেক কিছু জানা যায়।
ভালো লাগা জানিয়ে গেলাম......


তোমার কথাতে ভালো লাগলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.