নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।
ছবিঃ গুগল থেকে নেয়া।
প্রিয় লেখক আজ আবক্ষ নিষ্প্রাণ..........
নুহাশ পল্লীতে গিয়ে, হাহাকার চোখে-
জিজ্ঞাসু নয়নে দৃষ্টি এদিক ওদিক,
অবুঝ তৃষ্ণার্ত চিত্ত খুঁজছে জেনো কি!
কোথায়? কোথায় তিঁনি? প্রিয় সাহিত্যিক।
অবশেষে আবিষ্কৃত মাটির কবরে
চোখের ক্লান্তিরা যেন বহুগুণে বাড়ে
বিষণ্ণ হৃদে সেথায় রইলাম ঠাঁই
এতো সক্কালে বিদায়! হয়েছে কি ঠিক?
হিমু কোথায় জানো কি? সে কেমন আছে?
কঠিন রিমান্ডে গিয়ে মরে কিনা বাঁচে?
কোথাতে হিমুর সেই হলুদ পাঞ্জাবী?
তুমি ছাড়াই হিমুকে বিপদে ফেলে কে!
সাধ্য কার আছে বলো উদ্ধার করে কে!
হিমুকে উদ্ধারে আসো তোমাতেই দাবী।
১। নুহাশ পল্লীতে প্রবেশ পথেই প্রিয় লেখকের কবর চোখে পরে।
২। ভূত বিলাসে যাবার পথে ভূতের সাথে সাক্ষাত।
৩, ৪ ও ৫। ভূত বিলাসের দিঘীর ধারে ওষধি গাছ দু'টি নিরবে সন্তান জন্ম দিতে গিয়ে মরে যাবার প্রস্তুতি নিচ্ছে। শেষ বেলাতেও কলার মুচা তার সতেজতা জানান দিচ্ছে। প্রিয় লেখক বেঁচে থাকলে হয়তো এ নিয়েই কোন বিশাল সাহিত্য করে ফেলতেন।
৬। ছবি তুলতে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা নিয়ে দীঘিতে নেমেছিলাম। সে না থাকলে কে আমাকে উঠাতো?
৭। সে লজ্জাবতি লতাগুলোকে আদর করে ঘুম পারিয়ে দিচ্ছে।
০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:১৮
হাবিব বলেছেন: রাজীব ভাই! প্রথমেই ক্ষমা চাই। আশা করি ভালো আছেন। হুমায়ূন আহমেদ ইজ দ্যা বস।
২| ০৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:০৬
ইমু সাহেব বলেছেন: বেশ ভালো
০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:১৮
হাবিব বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন ভালো রাখুন।
৩| ০৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:২৫
সাগর শরীফ বলেছেন: সুন্দর।
০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:১৮
হাবিব বলেছেন: ধন্যবাদ জানবেন।
৪| ০৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩৪
নজসু বলেছেন: আস সালামুআলাইকুম স্যার।
লেখা আর ছবি দুটোই অসাধারন।
ঠিকই বলেছেন উনি না থাকলে কে আপনাকে উঠাতো?
এ যেন ধরো বন্ধু আমার কেহ নাই।
যিনি লজ্জাবতী লতাগুলোকে আদর করে ঘুম পাড়িয়ে দিচ্ছেন তিনিই তো দুটো ছবিতেই লজ্জায় চুল দিয়ে
নিজের মুখ ঢেকে রেখেছেন।
প্রিয় স্যার, জাতি কি আপনাদের যুগলবন্দী ছবি দেখার আগ্রহ করে না?
০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:১৯
হাবিব বলেছেন: ওয়ালাইকুমুসসালাম ওয়ারাহমাতুল্ললাহ। মন্তব্যে অনুপ্রাণিত হলাম। তিনি তো থাকবেনই। সে যে আমার স্বরাষ্ট্রমন্ত্রি। তাকে ছাড়া কি রাজ্য চলবে? আশা করি জাতির আশা ১৩ নং মন্তব্যে পূর্ণ হবে।
৫| ০৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৪১
জ্ঞান পাগল বলেছেন: অসাধারণ মানুষকে নিয়ে অসাধারণ লেখা
০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:১৯
হাবিব বলেছেন: জ্ঞান পাগল! আপনার জ্ঞানের সাগর ভরে উঠুক কানায় কানায়। মন্তব্যে ভালো লাগা জানবেন।
৬| ০৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৪৮
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ছবি গুলো দেখে ভালো লাগলো। আর কবিতাও।।
একটা ছবি দিন যদি মনে চায়। আপনার আর আপনার তার। যার হাত আপনাকে আগলে।ধরে রাখে
০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:১৯
হাবিব বলেছেন:
মামুন ভাই! ১৩ নং কমেন্টস দেখুন প্লীজ। আপনার মন্তব্যে ভালো লাগলো।
৭| ০৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৪৯
আর্কিওপটেরিক্স বলেছেন: যিনি লজ্জাবতী লতাগুলোকে আদর করে ঘুম পাড়িয়ে দিচ্ছেন তিনিই তো দুটো ছবিতেই লজ্জায় চুল দিয়ে
নিজের মুখ ঢেকে রেখেছেন।
প্রিয় স্যার, জাতি কি আপনাদের যুগলবন্দী ছবি দেখার আগ্রহ করে না?
আমিও জানতে চাই
০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:২০
হাবিব বলেছেন: র্আকওিপটরেক্সি ! জাতির আশা পূর্ণ হোক ১৩ নং কমেন্টসে।
৮| ০৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৫০
তারেক ফাহিম বলেছেন: কান্দির উপর কান্দি,লাল কাড়পদি বাঁধি, জিনিষটা কি বলুনতো?
আপনাদের যুগল ছবি না থকলে কি করে বুঝবো উনি আপনার ............
যাকগে সেসব কথা হিমুর কোন সন্ধান পাইলেন?
০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:২০
হাবিব বলেছেন:
সেই জিনিসটা কি হবে যদি বলে দেন তাহলে পারবো। তার দেখা পাবেন ১৩ নাম্বারে। চারিদিকেই হিমুর ঘ্রান। ধরা দেয়না।
৯| ০৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৫৩
বিজন রয় বলেছেন: বাহ!
ভাল জায়গায় গিয়েছেন, আপনার মনটা ভাল হয়েছে নিশ্চয়ই।
তো আর একজনের শুধু চুলই দেখা গেল!!!
হা হা হা .....
০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:২০
হাবিব বলেছেন:
বিজন দা! আপনাকে অনেক দিন পরে পেলাম তবুও ভালো লাগছে। এমন জায়গা ভালো না লেগে কি পারে বলুন। তবে হিমু বিহীন জায়গাটা কেমন যেন শুন্য শুন্য লাগে। উনি চুল সরিয়েছেন ১৩ তে দেখুন।
১০| ০৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪০
আরোগ্য বলেছেন: কবিতা ও ছবি ব্লগ দুটোই ভালো লাগলো।
আপনাদের জন্য শুভ কামনা।
০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:২১
হাবিব বলেছেন:
আরোগ্য ভাইয়া। আমি বুঝতে পারছি যে কোন কারনে আপনার মন খারাপ! কেন বুঝতে পারতেছি না! আমার ধারনা ভুলও হতে পারে।
১১| ০৮ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭
আরোহী আশা বলেছেন:
আসাধারন.......
খুব খুব ভালো লাগলো.........
আশা করি জাতির আশা পূরণ হবে..........
০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:২১
হাবিব বলেছেন:
ধন্যবাদ। ভালো থাকুন।
১২| ০৮ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯
সাত সাগরের মাঝি ২ বলেছেন: সুন্দর.........
০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:২২
হাবিব বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
১৩| ০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:০৩
হাবিব বলেছেন:
১৪| ০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:০৭
ফারিহা হোসেন প্রভা বলেছেন: ছবিগুলো খুব সুন্দর হয়েছে। আর আপনাদের দুজনকে বেশ মানায় এক ফ্রেমে।
ভবিষ্যতে এমন আরো ছবি ও পোষ্ট পাবো কি? ভালোবাসা অবিরাম...
০৯ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৩
হাবিব বলেছেন:
ফারিহা! অনেক ধন্যবাদ তোমাকে। ভালোবাসা গ্রহন করলাম। ভবিষ্যতে অবশ্যই পাবে।
সামনেই সিলেট যাবার প্ল্যান আছে। যদি যাওয়া হয় হয়তো দেয়া হবে। শুভ সন্ধ্যা
১৫| ০৯ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৬
নজসু বলেছেন:
দুজনকে দারুণ লাগছে।
মানিয়েছে বেশ!!
০৯ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪২
হাবিব বলেছেন:
আল হামদুলিল্লাহ। আপনার পুনরায় আগমনে মুগ্ধতা।
একসাথে যেখানেই গিয়েছি সেখানেই সবাই প্রশ্ন করে আপনারা কি ভাই বোন নাকি?
আমাদের চেহারায় নাকি অনেক মিল!
যাক আপনি তাও সে রকম কিছু বলেননি।
১৬| ০৯ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৮
তারেক ফাহিম বলেছেন: সেই জিনিসটা কি হবে যদি বলে দেন তাহলে পারবো
অাপানর পোষ্টকৃত কলার মুচা বা কলার ছড়া।
০৯ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪১
হাবিব বলেছেন: এইটা তো আমি আগে থেকেই জানতাম। দেখলাম আপনি পারেন কিনা! হা হা হা
১৭| ১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৪৬
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: রাজীব ভাই! প্রথমেই ক্ষমা চাই। আশা করি ভালো আছেন। হুমায়ূন আহমেদ ইজ দ্যা বস।
পোষ্ট টি আরেকবার দেখে গেলাম।
আপনাকে জানিয়ে গেলাম।
১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫০
হাবিব বলেছেন:
আপনার সুন্দর আর সরল মন্তব্য আমাকে সব সময় আনন্দ দেয়.......
আপনার জন্য দোয়া করি, সুখী হোন আজিবন।
পরি আর ভাবীর সাথে জান্নাতেও যেন থাকতে পারেন.......।
©somewhere in net ltd.
১| ০৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৪৬
রাজীব নুর বলেছেন: আমার বস হুমায়ূন আহমেদ এর তুলনা হয় না।