নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলে যাব- তবু যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল।

হাবিব

বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।

হাবিব › বিস্তারিত পোস্টঃ

"আস-সামাদ" নামের ফজিলত

০৯ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১৫




প্রিয় সনেট কবির প্রেরণায় লেখা.....


অমুখাপেক্ষী আল্লাহ সকল কল্যানে
অভাবমুক্ত তিঁনিই, সব তাঁর দানে,
স্বয়ংসম্পূর্ণ সত্তাকে স্মরো একমনে
জীবনটা ভরে যাবে মানে আর ধনে।
সত্যবাদী হবে তুমি কর্ম সাধনায়
প্রশান্তির সুধা পাবে দুঃখ বেদনায়,
শেষ রাতে সামাদকে ডাকো সিজদায়
পেয়ে যাবে আল্লাহকে নিঝুম সে ক্ষনে।

জালিমের জ্বালা হতে সামাদের গুণে
মুক্তি মিলবেই জেনো শত্রু আক্রমনে
সামাদের ক্ষমতায় যশ-পদ-খ্যাতি।
তাঁর কাছে পাবে খুঁজে শান্তি অনাবিল
ভূলোকের অধিপতি নাই কারো মিল
জীবন আলোকময়ে এ নামের জ্যোতি।



প্রসঙ্গ কথাঃ আমার সনেটের শিক্ষক প্রিয় "সনেট কবি" কোন এক মন্তব্যের প্রতি উত্তরে আমাকে আল আসমাউল হুসনা নিয়ে সনেট লিখতে প্রেরণা দেন। কিন্তু প্রিয় "সনেট কবি" যে রকম মাধুর্য দিয়ে লিখেছেন তা আমার জন্য খুবই কঠিন। আমি শুধু আল্লাহর সুন্দর নামসমূহের ফজিলত লেখার চেষ্টা করবো। বাকিটা আল্লাহর ইচ্ছা। আপনাদের দোয়া চাই। ওয়ামাতাওফিকি ইল্লা বিল্লাহ।

মন্তব্য ৩৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৬

মাহমুদুর রহমান বলেছেন: অভাবমুক্ত তিঁনিই সব তাঁর দানে,
এই লাইনটায় মনে হচ্ছে একটু খটকা আছে।
এই লাইনে কি বোঝাতে চেয়েছেন?

০৯ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৭

হাবিব বলেছেন:




"অভাবমুক্ত তিনিই, সব তার দানে"

কথা দ্বারা আমি বুঝাতে চেয়েছি "আল্লাহ অভাবমুক্ত, আর সব কিছু তাঁর দানের নেয়ামত। "

২| ০৯ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৭

রাজীব নুর বলেছেন: ব্লগার 'সনেট কবি' আর আপনি যেন পিঠাপিঠি।
খুব সুন্দর।
এরকম বিষয় নিয়ে যে কবিতা লেখা যায়- তা আপনাদের দু'জনকে না দেখলে জানতাম না।

০৯ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫২

হাবিব বলেছেন:









আপনার প্রাণবন্ত মন্তব্যে আমি খুবই আপ্লুত।
আল্লাহ আপনার এমন সুন্দর কথার জন্য অবশ্যই উত্তম প্রতিদান দিবেন।

"সনেট কবির" কবিতার তুলনা তাঁর কবিতা।
সেখানে আমার কবিতা খুবই ছোট। কারন আমি কেবল শিখতেছি।

আল্লাহ না চাইলে একটা শব্দও সাজাতে পারতাম না।

৩| ০৯ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৯

মাহমুদুর রহমান বলেছেন: আল্লাহ অভাবমুক্ত
এই কথা দ্বারা বোঝায়,এক সময় আল্লাহ অভাবী ছিলেন,নাউ"যুবিল্লাহ।
শব্দটা একটু পরিবর্তন করে নিবেন।

০৯ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২২

হাবিব বলেছেন:




আল্লাহ আমাকে ক্ষমা করুন। আমার অল্প জ্ঞানে অনেক কিছুই ধরা না পড়তে পারে। আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। আমি অবশ্যই শব্দটা নিয়ে ভেবে দেখবো। আমি আসলে এইখান থেকে দেখে লিখেছিলাম।



তবে আমার একটা প্রশ্ন, যদি আল্লাহ অভাবমুক্ত কথা দ্বারা "একসময় আল্লাহ অভাবী ছিলেন" যদি বুঝায় তাহলে "আল্লাহ অমুখাপেক্ষী" কথা দ্বারা কি বুঝায় যে "আল্লাহ মুখাপেক্ষী ছিলো এখন অমুখাপেক্ষী?" আল্লাহ আমাকে সঠিক বুঝ দিন।

৪| ০৯ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৭

সনেট কবি বলেছেন: আমি চাই ‘সনেট কাব্যে আল-আসমাউল হুসনা’ গ্রন্থে আপনি আমার সাথে থাকুন। আপনার কবিতায় আলাদা বৈশিষ্ট আছে। অনেকের ভাললাগবে-ইনশাআল্লাহ। যদি আপনি আমার প্রস্তাবে সম্মত হন তবে আমার আস-সামাদ পোষ্টে এ কবিতা মন্তব্য হিসেবে প্রিদান করুন। আর আমাকে আপনার সম্মতির কথা জানান। আমি এক জনের মাধ্যমে গাজী গ্রুপের কাছে প্রস্থাব পাঠাচ্ছি যে তারা যেন ‘সনেট কাব্যে আল-আসমাউল হুসনা’ প্রকাশ ও প্রচারের দায়িত্ব নেন। তারা যদি পিছনের কভারের আগের পাতায় তাদের বিজ্ঞাপন ছাপায়। আর প্রতি মসজিদে ৫ কপি করে বই সৌজন্য সংখ্যা হিসেবে দেয় তাহলে মুসল্লিরা একটা ভাল বইয়ের সাথে তাদের বিজ্ঞাপন পাবে। তাতে সবার লাভ। আর তারা যদি আমাদেরকে কিছু সম্মানি দেয় সেটা তাদের ব্যাপার। তবে এতে সোয়াব আশাকরি পাওয়া যাবে। আপনার জবাবের অপেক্ষায় থাকলাম। আর এ কবিতা আমার বেশ ভাল লেগেছে। আল্লাহ আপনার মঙ্গল করুন।

০৯ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৯

হাবিব বলেছেন:




সোবহান আল্লাহ। অতি উত্তম প্রস্তাব।
আমি খুবই খুশি আপনার প্রস্তাবে।
আমি আল্লাহর নামগুলোর ফজিলত নিয়ে লিখতে চাই।
ওয়ামাতাওফিকি ইল্লা বিল্লাহ।

৫| ০৯ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪১

আরোগ্য বলেছেন: হাবিব স্যারকে আসমাউল হুসনা সনেট রচনার জন্য শুভ কামনা জানাই। আশা করি আপনার সনেটে আল্লাহর গুণবাচক নামের সুন্দর ব্যাখ্যা পাবো।

০৯ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮

হাবিব বলেছেন: প্রিয় ভাই! আপনার আশু আগমনে খুশি হলাম। আল্লাহ যেন আমাকে সেই সুযোগ দেন। আল্লাহ কবুল করুন। দোয়ার দরখাস্ত রইলো।

৬| ০৯ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০০

সনেট কবি বলেছেন: সনেট কবির পোষ্টে যুক্ত হলেন হাবিব স্যার-

আস-সামাদ

০৯ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৪

হাবিব বলেছেন:



আলহামদুলিল্লাহ।
আল্লাহ আপনার প্রচেস্টা সফল করুন।
আমিন।

৭| ০৯ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৯

আরোহী আশা বলেছেন: সোবহান আল্লাহ, সুন্দর লেখা।

০৯ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৫

হাবিব বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

৮| ০৯ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৩

সাত সাগরের মাঝি ২ বলেছেন: আল্লাহর গুণবাচক নামের সুন্দর ব্যাখ্যা
চমৎকার লেখা। খুব ভালো লেগেছে।

০৯ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৪

হাবিব বলেছেন: ধন্যবাদ। আল্লাহ আপনার মঙ্গল করুন।

৯| ০৯ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আপনার সনেটটা একটু বেশিই মুগ্ধকর হয়েছে হাবিব ভাই। ফরিদ ভাইয়ও পারেন বটে।

০৯ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩

হাবিব বলেছেন:




সোবহান আল্লাহ। আল্লাহর রহমত ছাড়া কিছুই সম্ভব হতো না। আপনার মন্তব্যে এতোটাই উৎসাহিত হলাম যা আগে কখনোই পাইনি। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। আমার সনেটের শিক্ষক সনেট কবি।

ফরিদ ভাইয়ও পারেন বটে।

প্রিয় তাজুল ভাই কিছু মনে করবেন না প্লীজ, আমি আপনার কথার সাথে দ্বিমত করছি। "সনেট কবির" সনেট না দেখলে আমার হয়তো সনেট লেখার আগ্রহ জাগতো না। কৃতজ্ঞতা প্রিয় কবির প্রতি। কৃতজ্ঞতা আপনার প্রতিও।এতো সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত।

১০| ০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:০৫

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: ফরিদ ভাই আমার কাছে সম্মানের এবং আন্তুরিক ব্যক্তি। প্রিয় মানুষকে আমি তার আপন সুন্দর নামেই ডাকতে পছন্দ করি হাবিব ভাই!

১০ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৫০

হাবিব বলেছেন: প্রিয় তাজুল ভাই! অনেক ভালো লাগলো আপনার কথা শুনে। তাহলে মনে হয় আমিও প্রিয়তে!

১১| ০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৯

নজসু বলেছেন:




শ্রদ্ধেয় সনেট কবি
এবং
প্রিয় হাবিব স্যার
অনেক দূর এগিয়ে যাক।

১০ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৫০

হাবিব বলেছেন: সুজন ভাইয়ের প্রার্থনা আল্লাহ কবুল করুন। আমিন।

১২| ০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:১৮

ই রহমান বলেছেন: আল্লাহু আকবার, অনেক দূর এগিয়ে যান.।.।.।

১০ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৫১

হাবিব বলেছেন:
আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ আপনাকে উত্তম কিছু দিন।

১৩| ০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:২৬

মুক্তা নীল বলেছেন: আলহামদুলিল্লাহ। এতো সুন্দর ফজিলত চোখে পানি এসে গেলো। আর কিছু বলার নাই।

১০ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৫১

হাবিব বলেছেন:
মুক্তা নীল! আপনার মন্তব্যে আপ্লুত আমি। সদা ভালো থাকবেন।

১৪| ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১:৪৫

মাহমুদুর রহমান বলেছেন: তবে আমার একটা প্রশ্ন, যদি আল্লাহ অভাবমুক্ত কথা দ্বারা "একসময় আল্লাহ অভাবী ছিলেন" যদি বুঝায় তাহলে "আল্লাহ অমুখাপেক্ষী" কথা দ্বারা কি বুঝায় যে "আল্লাহ মুখাপেক্ষী ছিলো এখন অমুখাপেক্ষী?" আল্লাহ আমাকে সঠিক বুঝ দিন।

অমুখাপেক্ষী বলতে তিনি মুখাপেক্ষী ননমূলত এটা বোঝায়।

১০ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৫১

হাবিব বলেছেন: মাহমুদুর রহমান ভাই! জি বুঝতে পেরেছি আপনার কথা। ধন্যবাদ নিবেন।

১৫| ১০ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:১২

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আমার কবিতার চেয়ে আপনার কবিতা অধীক সুন্দর হওয়া অবশ্যই ভাল দিক। হাত খুলে ও প্রাণ খুলে লিখতে থাকুন। শুভ কামনা রইল। আমারো মনে হয় আপনার কবিতা বেশ ভাল হচ্ছে।

১০ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩৪

হাবিব বলেছেন:





আমারো মনে হয় আপনার কবিতা বেশ ভাল হচ্ছে।

প্রিয় কবি আমাকে লজ্জা দিবেন না, সবই আপনাকে দেখে দেখে শিখেছি, সব প্রশংসা আল্লাহর............

আজকে আপনার আল- মাজিদে মন্তব্য করেছি দেখে আসার অনুরোধ রইলো...........

১৬| ১০ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৮

আরোহী আশা বলেছেন: আপনি কি সবগুলা নাম নিয়েই লিখতে চান?

১০ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৪১

হাবিব বলেছেন:
ইনশা আল্লাহ জি হ্যাঁ । বাকিটা আল্লাহর ইচ্ছা।

১৭| ১০ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৪০

সাত সাগরের মাঝি ২ বলেছেন: আল্লাহর কাছে দোয়া করি আর ভালো লেখেন।

১০ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৪২

হাবিব বলেছেন: জাযাকাল্লাহ খাইরান।

১৮| ১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৫৪

বলেছেন: ব্লগার 'সনেট কবি' আর আপনি যেন পিঠাপিঠি।
খুব সুন্দর।

১৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৫১

হাবিব বলেছেন: Priyo Vai I am thanked for your comments. I wish you are well

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.