![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।
বউয়ের মাথায় ধরেছে আজ
অনেক বেশি আগুন
গাল ফুলিয়া হয়ে আছে
তেলে ভাঁজা বেগুন।
কি করে আজ ভাত রাঁধিবে
গাসে নাই আগুন,
তাই দেখিয়া বউটা আমার
তেলে ভাঁজা বেগুন।
সকাল থেকে পেটে কোন
দানা-পানি নাই,
বাসি পান্তা খাবো দেখি
তারও উপায় নাই।
আমায় বলো এভাবে কি
দিন কাটানো যায়?
একটু খাবো ঠান্ডা পানি
কোথায় বলো পাই,
ওয়াসাতে সকাল থেকে
জলের খবর নাই।
তোমার ফোনে কল করিবো
দেখি টাকা নাই,
সকালবেলা ফ্লেক্সিলোডের
দোকান খোলে নাই।
একটু শান্তি বলো আমি
কোথায় গেলে পাই?
এত জ্বালা নিয়া কেমনে
থাকবো এ ঢাকায়?
বউয়ের কথা শুনে আমার
ভেঙে গেলো মন,
কি করে তার মান ভাঙাবো
হচ্ছে যে টেনশন।
হঠাৎ করে মাথায় একটা
বুদ্ধি এলো চলে,
দৌড় মেরে তাই বাইরে গেলাম
মান ভাঙাবো বলে।
কৃপন আমি বউকে আমার
অবাক করে দিয়ে,
পিজ্জা বার্গার নিয়ে এলাম
কেএফসিতে গিয়ে।
সাথে একটা কোকাকোলা
ঠান্ডা একটু জল,
মানটা এবার ভাঙবে বউয়ের
বুকে পেলাম বল।
এত কিছু দেখে বউটা
অনেক বেশি খুশি,
ছোট্ট করে আদর মেখে
বললো ভালোবাসি।
..........................।
ছবি: গুগল থেকে
১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:১৩
হাবিব বলেছেন:
হেড কোয়ার্টার না আমি তাকে বলি "স্বরাষ্ট্র মন্ত্রি"। উঁনি ঠিক না থাকলে কি আর কবিতা আসবে মনে?
তবে দেশের যা অবস্থা তাতে কতো দিন মন্ত্রনালয় ঠান্ডা থাকে তাই দেখার বিষয়!
দারুন, এত ছন্দ কোথায় পান আপনি???????????????
এই মন্তব্যটা আমাকে অনেক অনেক বেশি কবিতা লিখতে প্রেরণা জোগাবে।
সব আল্লাহর ইচ্ছা আর আপয়াদের ভালোবাসা।
শুভকামনায় ভালোলাগা জানবেন।
প্রথম মন্তবে ফুলেল শুভেচ্ছা।
২| ১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:০৯
নজসু বলেছেন:
বউ টিকে আছে কেমনে স্যার?
ভালো বাসার জোরো ।
যত কিছুই হোক
ভালোবাসা জিন্দবাদ।
(আগের কমেন্ট ডিলিট দেন। অসম্পূর্ণ মন্তব্য পোষ্ট হয়েছে। )
১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:২০
হাবিব বলেছেন:
জি ভাই, মনে হয় তাই! কারন মাসে যে সেলারি পাই তাতে করে কি আর কারো মন পাওয়া যেত?
আল্লাহ মনের ভিতর ভালো বাসা দিয়েছেন অফুরন্ত।
ভালোবাসা দীর্ঘজীবী হোক।
ভালোবাসা জিন্দাবাদ।
৩| ১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:১৩
আরোগ্য বলেছেন: বাহ্ কবিতা বেশ হয়েছে।
আশা করি ঘরে সব ঠিক আছে।
১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:২২
হাবিব বলেছেন:
জি ভাই! আল্লাহর রহমতে ঘরে সব ঠিক আছে।
আসলে গতকালকে পত্রিকাতে দেখলাম ঢাকায় গ্যাস সংকট।
তাছাড়া মাঝে মাঝেই দেখি কত সমস্যা ঢাকাতে।
তাই দেখেই কবিতাটা মনে এসেছিলো।
৪| ১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৬
নীলপরি বলেছেন: ভালো হয়েছে কবিতা ।
১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:০৯
হাবিব বলেছেন: নীলপরি লালপরি জলপরি এমন হাজারটা নামে ডাকার পর তাঁর মান ভেঙ্গেছে .........হা হা হা..........
৫| ১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:০১
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় হাবিব ভাই ,
সকাল সকাল বউয়ের মান ভঞ্জন এর কবিতাটি পড়ে মুগ্ধ হলাম । হা হা হা।
চলতে থাকুক এমন মান-অভিমানের পর্ব ।
শুভকামনা রইল।
১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:১০
হাবিব বলেছেন: প্রিয় পদাতিক ভাইয়া ! আপনার মুগ্ধতা অনুপ্রেরনার চুল্লিতে তৈল হিসেবে কাজ করবে। শুভেচ্ছা নিবেন।
৬| ১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:০৩
মোঃ মাইদুল সরকার বলেছেন: গ্যাস হবে।
সুন্দর।
১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:১০
হাবিব বলেছেন: জি গ্যাসকে ডাকার জন্যই বীণ বাজানো হচ্ছে। অপেক্ষা করুন। শীগ্রই চলে আসবে।
৭| ১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:২১
হাসান জাকির ৭১৭১ বলেছেন: চমৎকার!
ভালবাসার উপলক্ষ!!
১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪২
হাবিব বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন। আমিন।
৮| ১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩০
ওমেরা বলেছেন: দেখছেন মেয়ে মানুষ কত অল্পতেই খুশী হয়। ছড়া মজার হয়েছে।
১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪২
হাবিব বলেছেন:
সত্যিই মেয়ে মানুষ অনেক অনেক ধৈর্য্যশীল। এই জন্যইতো মা হওয়ার মতো কঠিন কাজ তাদেরকেই দেয়া হয়েছে। মেয়েরা অল্পতেও খুশি হয় বলেই হয়তো তারা পুরুষের চক্ষু শীতলকারী হতে পারে। এমন ধৈর্য্যশীল আর অল্পে তুষ্ট মেয়েদের ব্যাপারে নবীজির (স) এর ঘোষণা হচ্ছে যার প্রথম সন্তান মেয়ে হবে সে যদি তাকে হত্য করার চিন্তা না করে তাকে উত্তম দ্বীন শিক্ষা দেই সৎ পাত্রস্থ করে কিয়ামতের জান্নাতের মধ্য ঐ কন্যসন্তানের পিতা আর নবীজী (স) একসাথে থাকবেন। জগতের সব মেয়েরা যেন মা আয়েশার মতো হয় দোয়া করি। আপনার জন্য শুভকামনা।
৯| ১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪৪
রাজীব নুর বলেছেন: বউদের কাজই রাগ দেখানো।
বাইরের দুনিয়া সম্পর্কে তাদের কোনো ধারনাই নাই।
১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৫৯
হাবিব বলেছেন:
বউয়েরা যত কম দুনিয়া সম্পর্কে জানবে ততোই ভালো। রাগ দেখানো মেয়েরা স্বামী ভক্ত হয়। নারীরা রাগ দেখানো ছেড়ে দিলে ভাববেন ঝামেলা আছে। আমার কথা ভুলও হতে পারে। তাঁহারা কাচের মতো সাবধানে চলতে হয় তাদের সাথে। নইলে ভেঙে গিয়ে হাত কেটে যাবার সম্ভাবনা থাকে।
১০| ১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:০৬
ফেইরি টেলার বলেছেন: খুব ভালো , ঘূর্নিঝড় প্রলয়ংকারী হবার আগেই ব্যবস্থা গ্রহণ করেছেন, আল্লাহ বাঁচিয়ছেন
১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৫৯
হাবিব বলেছেন:
সাগর উত্তাল হওয়ার আগেই ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছিলাম। আল্লাহর শুকরিয়া।
১১| ১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:০৮
বাকপ্রবাস বলেছেন: এটা নাই ওটা নাই
নাইয়ে মাঝে আছি
জীবন যেন নাই ভরা
আস্ত এক খাচি।
তার উপরে বউয়ের খড়ম
ভয়ে ভয়ে থাকি
রাগলে কী আর আস্ত রাখে?
মারবে আমায় ঝাকি।
তায়তো তাকে ঠান্ডা রাখতে
তুলে রাখি কাঁধে
লবণ ছাড়া তরকারী তবু
বলছি ভীষণ রাধে।
১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৫৮
হাবিব বলেছেন:
একি কান্ড একি?
কাকে যেন দেখি!
এ যে দেখি মিতা!
বুঝেছি! মনে আছে মোর কথা।
...............................................
তরকারিতে না থাক লবন
মুখে লবন আছে,
কথার ঝালে মুখ পুড়ে যায়
তিতায় প্রানটা গেছে।
তিতা যতোই হোক না কেন
কি আসে যায় তাতে
বউটি আমার বড়ই লক্ষ্মী
আগুন ছাড়াই রাঁধে।
আগুন দিয়ে কাজ হবেনা
তাঁর রূপেতে আগুন,
সেই আগুনে পুড়ে গেছি
ন্যতা ন্যাতা বাগুন।
বাগুন আমি হয়ে গেছি
ভর্তা দিবা নিশি,
তবু আমি বউকে চাই
ভীষন ভালোবাসি।
সে ছাড়া কি জীবন চলে
সে তো অর্ধাঙ্গী,
পরকালেও তাকে পাবো
থাকবে সাথে সঙ্গী।
সুখে দুঃখে সংসার আমার
নিচ্ছে সুখের ভাগ,
তাঁর প্রেমেতে তাইতো আমি
হয়ে গেছি অবাক।
সে যে আমার কুঁড়েঘরে
মিষ্টি চাঁদের আলো ,
তাইতো আমি বউকে আমার
বাসি ভীষন ভালো।
১২| ১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩০
আরোহী আশা বলেছেন: অসাধারন হয়েছে.............
১১ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০০
হাবিব বলেছেন: ধন্যবাদ ভালো থাকুন।
১৩| ১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩২
সাত সাগরের মাঝি ২ বলেছেন: ফেইরি টেলার বলেছেন: খুব ভালো , ঘূর্নিঝড় প্রলয়ংকারী হবার আগেই ব্যবস্থা গ্রহণ করেছেন, আল্লাহ বাঁচিয়ছেন
১১ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০০
হাবিব বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
১৪| ১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৪১
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: বাস্তব কাহিণী তে লেখা রম্য কবিতা
১১ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১৯
হাবিব বলেছেন: মামুন আব্দুল্লাহ ভাই! আপনার কথা একদম ঠিক। আমি সেরকমই লেখার চেষ্টা করেছি।
১৫| ১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৪৮
পদ্মপুকুর বলেছেন: তেলে ভাঁজা বেগুন লাইনটা দু'বার এসেছে।
নেক্সটবার কেএফসিতে পিজ্জা নিতে আসলে খবর দিয়েন, আমি গুলশান কেএফসির হাটা দুরত্বে বসি
১১ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২০
হাবিব বলেছেন:
তেলে ভাজা বেগুন লাইনটা আসলে দুবারই দেওয়া হয়েছে।
জানিনা আপনার কাছে কেমন লেগেছে!
ঠিক আছে গুলশান গেলে জানাবো।
আপনার মন্তব্যের জন্য শুভেচ্ছা।
১৬| ১১ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০২
শিখা রহমান বলেছেন: হাবিব আপনার মানভঞ্জনের গল্প ছন্দে ছন্দে ছড়ায় পড়তে খুব ভালো লাগলো।
আপনাদের দুজনকেই শুভকামনা। ভালো থাকুন ভালোবাসায়।
১১ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২০
হাবিব বলেছেন:
প্রিয় শিখা রহমান আপু! আপনার ভালো লাগায় অনুপ্রেরনারা আর সতেজ হলো।
আপনার জন্যও শুভকামনা। আপনার কবিতা পড়লাম একটু আগেই। দারুণ লিখেছেন।
১৭| ১১ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪১
মাহমুদুর রহমান বলেছেন: বউ যেদিন রাগবে,
রান্না সেদিন ভাগবে।
১১ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০০
হাবিব বলেছেন:
বউটা যদি অনেক রাগে
সেদিন কি আর খিদা লাগে?
রান্না করে কি করবো
অনেক বেশি দুঃখ জাগে।
১৮| ১১ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:১৬
আর্কিওপটেরিক্স বলেছেন: ছবিটা জোসস
১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৩৮
হাবিব বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। ভাই কিসের জোস? আম নাকি তেঁতুল?
১৯| ১১ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৫৩
অব্যক্ত কাব্য বলেছেন: আপনাদের ভালোবাসার অতল সমুদ্র অটুট থাকুক।
ছন্দে ছন্দে দিন কাটুক আনন্দে
১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৩৭
হাবিব বলেছেন: আমিন, ছুম্মা আমিন। আল্লাহ ভালো রাখুক আপনাকেও।
২০| ১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:২৯
জুনায়েদ বি রাহমান বলেছেন: ভালো লেগেছে।
১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৩৮
হাবিব বলেছেন: ধন্যবাদ। জেনে খুশি হলাম।
২১| ১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৫৫
চাঙ্কু বলেছেন: ছন্দগুলা সেইরাম হইছে!
১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৩৯
হাবিব বলেছেন: আপনার সুন্দর হাঁসি যেন নিয়মিত পাই। তাইলে আর সেইরাম হবে।
২২| ১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৫৮
শাহরিয়ার কবীর বলেছেন:
পিলাচ।
১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৩৯
হাবিব বলেছেন: আমি আরেকটা পিলাচ দিলাম আপনাকে। ++=+
২৩| ১২ ই নভেম্বর, ২০১৮ রাত ৩:২৪
সৈয়দ ইসলাম বলেছেন: ছন্দে বউয়ের নৃত্য রয়েছে! মায়াবি কর্কশ নৃত্য
১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৪১
হাবিব বলেছেন: সৈয়দ ইসলাম বলেছেন: ছন্দে বউয়ের নৃত্য রয়েছে! মায়াবি কর্কশ নৃত্য
হা হা হা...............
২৪| ১২ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৫৭
তারেক ফাহিম বলেছেন: অসাধারন
পাঠে ভালোলাগা।
১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৩৯
হাবিব বলেছেন: প্রিয় ফাহিম ভাই। মন্তব্যে ধন্যবাদ রইলো।
২৫| ১২ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:১২
সম্রাট ইজ বেস্ট বলেছেন: হাবিব স্যারের ছন্দময় লেখা ভালো লাগল। পিজ্জা, বার্গার আর কোক দিয়েই বউকে খুশি করার পদ্ধতিটা ভবিষ্যতে কাজে লাগানো যেতে পারে।
১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৪০
হাবিব বলেছেন: হা হা হা। আপনার জন্য আরো টিপস দিমুনি। থাইকেন কাছে কাছেই।
২৬| ১২ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪
ফারিহা হোসেন প্রভা বলেছেন: হুম বউকে এভাবেই খুশি রাখা উচিৎ।
১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৪০
হাবিব বলেছেন: জি আপু সেই চেষ্টায় করে যাচ্ছি। না পারলে জানাবো নি তোমাকে।
২৭| ১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৩০
আর্কিওপটেরিক্স বলেছেন: ভাই কিসের জোস? আম নাকি তেঁতুল?
বুঝলাম না
১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৩৯
হাবিব বলেছেন: মানে আপনি বলেছিলেন যে আমার কবিতার ছবি নাকি জোসস হয়ছে মানে খুব ভালো বলেছেন। আমি সেই কথাটাকে নিয়ে একটু মজা করে বলেছি যে ভাই জুস টা কিসের? আমের নাকি তেঁতুলের।
২৮| ১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৪২
আর্কিওপটেরিক্স বলেছেন: তেতুলের জুস
বুঝলাম
১৩ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:০৪
হাবিব বলেছেন:
তেতুলের জুস.......???????????
মুখ জলে ভিজে গেলো
©somewhere in net ltd.
১|
১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:০২
নীল আকাশ বলেছেন: বাসার হেড কোয়ার্টার সব সময় কুল রাখবেন। তা না হলে পুরো লাইফ হট হয়ে যাবে........।
দারুন, এত ছন্দ কোথায় পান আপনি???????????????
শুভ কামনা রইল!