নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলে যাব- তবু যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল।

হাবিব

বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।

হাবিব › বিস্তারিত পোস্টঃ

সনেট কাব্যে আল-আসমাউল হুসনার ফজিলতঃ "আল-মান্নান, আল- হান্নান, আদ-দাইয়ান"

১১ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৩০




আমার সনেটের শিক্ষক প্রিয় "সনেট কবির" অনুপ্রেরনায় আজকের সনেট তিনটি।

আল-হান্নান

আল-হান্নান আল্লাহ দয়ালু অধিক
তাঁর করুনাতে প্রাণী বাঁচে ঠিক ঠিক,
এ নামের গুণে পাপী ক্ষমা পেয়ে যায়
অতএব নত হও তাঁর সিজদায়।
দুনিয়ার দাম কিছু তাঁর কাছে নেই
মশা মাছি ডানাসম? নহে তাও নয়!
তাইতো সকল জীব খাদ্য (অন্ন) পায়
পাপীরাও থেকে বাঁচে তাঁর করুনায়।

আল-হান্নানে সম্মান সকল মর্যাদা
অনুগ্রহ পেতে চাও? মানো তাঁর কথা
দুনিয়াতে সদা তাঁর ইমানেই থাকো।
ক্ষমা পাবে পরপারে মহান সে দান
পাঁচবার সালাতে যে গাহে গুনগান
আল-হান্নান জিকিরে আল্লাহকে ডাকো।

আল-মান্নান

আল-মান্নান পরম (মহা) উপকারী
সবকিছু পৃথিবীর কল্যান তারই,
অধিক দয়ালু সঁত্তা মহা দয়াবান
জীবন জীবিকা তাঁর অনুগ্রহ দান।
মান্নানের নাম মুখে স্মরণের আগে
সীমাহীন দান তাঁর করুনারা জাগে,
নানাবিধ নেয়ামত করেন প্রদান
না চাইতে দেন যিনি বাড়িয়ে সম্মান।

অঢেল সম্পদ তবু পিছে রোগ থাকে?
অথবা অভাব সদা সুখ নাহি জাগে?
মুক্তি মিলবেই নাম স্মরণে মান্নান।
মান্নান নামেতে রব সতত হাজির
ঈমানেতে তাঁকে রাখো তিনিই নাজির
পেয়ে যাবে তাঁর গুণে সাজানো উদ্যান।

আদ-দাইয়ান

আদ-দাইয়ান তিঁনি মহা বিচারক
শেষ বিচারের দিনে মহান চালক,
পাপ-পূন্যের হিসাবে মহা বিবেচক
সূক্ষ্মাতিসূক্ষ্ম হিসাব তিনি করবেন।
দয়ার পরশ ছাড়া বাঁচবেনা কেহ
পাপীরা দুঃখিত হবে পুড়ে যাবে দেহ,
সতত আল্লাকে ডাকো আদ-দাইয়ান
বিচার সহজ তাঁর রাখে যে ঈমান।

কেয়ামতে জালিমেরা করে হা-হুতাশ
যতই করুক ভারী আকাশ বাতাস
সাজা হবে সেই দিন মহা প্রতিদানে!
দাইয়ান আল্লাহর (জিকির) স্মরণে
মাফ পেয়ে যেতে পারে মহিমার গুণে
সব কাজে মানুষেরা যদি তাঁরে মানে।
.............................................।

১. الديان (আদ্-দাইয়ান/ মহা বিচারক): যিনি বান্দাদের হিসাব নিয়ে প্রতিদান প্রদান করেন। কিয়ামতের দিন যিনি বান্দাদের মাঝে বিচার-পরিচালনা করবেন।

২. الحنان (আল-হান্নান/ অধিক দয়ালু): বান্দাদের প্রতি অতি দয়ালু, মহাঅনুগ্রহশীল। সৎকর্মশীলদের সম্মানিত করেন। পাপীদের ক্ষমা করেন।

৩. المنان (আল-মান্নান/ অধিক উপকারী, পরম করুনাময়): প্রার্থনা করার পূর্বেই যিনি অনুগ্রহ শুরু করে দেন। অধিক দাতা- যার দানের সীমা-পরিসীমা নেই। নিজ বান্দাদের সকল প্রকার দান ও অনুগ্রহ করেন। নানাবিধ নিয়ামত ও রিযিক প্রদান করার মাধ্যমে করুনা করেন।


প্রসঙ্গ কথা: "সনেট কবির" এই পোস্টে মন্তব্যের প্রতিউত্তরে জানতে পারলাম "আল-মান্নান, আল-হান্নান, আদ-দাইয়ান" নামে কোন সনেট লেখা হয়নি। তাঁর প্রতিমন্তব্যের অনুপ্রেরনায় আজকের সনেট তিনটি। প্রিয় "সনেট কবির" প্রতি কৃতজ্ঞতা।


মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১১ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৪

পদাতিক চৌধুরি বলেছেন: বাহ ! সুন্দর।
আল মান্নান এ দয়ালু স্বত্তা হবে কিনা একটু ভাববেন।

শেষেরটিতে পাপ-পুণ্যের হওয়াটা বোধ হয় কাম্য।

শুভ কামনা প্রিয় হাবিব স্যারকে।

১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৪১

হাবিব বলেছেন: প্রিয় পদাতিক ভাইয়া! অনেক ধন্যবাদ ভুল ধরিয়ে দেয়ার জন্য। ঠিক করে দিবো।

২| ১১ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:১১

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৪১

হাবিব বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

৩| ১১ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৩৭

তারেক ফাহিম বলেছেন: বাহ্ ভালো হয়েছে।


১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৪২

হাবিব বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

৪| ১১ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৪৮

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: সুন্দর সনেট রচনা করেছেন প্রিয়

১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৪২

হাবিব বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

৫| ১১ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৫৫

আরোগ্য বলেছেন: হাবিব স্যারের রচনাগুলো বেশ ভাল লাগে।

১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৪৩

হাবিব বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

৬| ১২ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৬

ফারিহা হোসেন প্রভা বলেছেন: সুন্দর হয়েছে স্যার। কেমন আছেন?

১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৪৩

হাবিব বলেছেন:
আল্লাহ খুব ভালো রাখছেন। তুমি কেমন আছো?

৭| ১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৩৪

আরোগ্য বলেছেন: সনেট কবির হাওয়া লেগেছে। সবাইকে একই উত্তর।

১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৩৬

হাবিব বলেছেন:




হা হা হা............
নারে ভাই।
আসলে ভাইরে থেকে এসে একটু অলসতা লাগছে তাই আর কি।
আপনার কথা শুনে অনেক অজা পাইলাম।
এখনো হাসতেছি। হা হা হা...............

৮| ১৩ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:২৭

মীর সাজ্জাদ বলেছেন: অসাধারণ।

১৩ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:০২

হাবিব বলেছেন: শুভ সকাল সাজ্জাদ ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.