![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।
নেতা! কি রকম ভাবে বেঁচে আছে সবে
এসে দেখে যাও, আসো! সে'তো গেছো কবে,
হরতাল অবরোধে অগ্নি পোড়া লাশ দেখে
অপরাজনীতিতে কি বাংলা গেছো রেখে?
দাবী আদায়ের নামে গাড়িগুলো বন্ধ
কর্মবিরতিতে থামে জীবনের ছন্দ
রুগ্নশিশু মারা পরে অ্যাম্বুলেন্সে ঢোকে
দু'চোখে ক্লান্তিরা নামে 'দৃশ্য দেখে দেখে।
বাঙ্গালীরা ভুলে গেছে প্রতিবাদী ভাষা
কে দেখাবে আমাদের বাঁচিবার আশা?
ঘরে ঘরে দুর্গ চাই '৭১-এর মতো।
বাংলায় আবার আসো সাত মার্চ নিয়ে
জ্বালাময়ী সে ভাষণে যাও ডাক দিয়ে
দেখতে চাইনা আর পোড়া লাশে' ক্ষত।
১৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:১২
হাবিব বলেছেন: অফুরান ভালোবাসা
২| ১৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৪৮
কানিজ রিনা বলেছেন: সুন্দর কবিতা,
১৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৫৫
হাবিব বলেছেন: আপনি অনেক ভালো লিখেন. .... ধন্যবাদ জানবেন অাপু. .
।
৩| ১৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:১৬
নজসু বলেছেন:
সুন্দর আহ্বান।
দেশরত্নদের স্বপ্ন যেন ব্যর্থ না হয়
সেটা দেখা আমাদেরই কর্তব্য।
১৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৫৮
হাবিব বলেছেন: আমাদের ঊচিত সোনার বাংলাদেশের জন্য কাজ করা.. সুজন ভাই আপনার মন্তব্যে ধন্যবাদ জানবেন
৪| ১৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৪০
স্বপ্নীল ফিরোজ বলেছেন:
কামাল সাহেব প্রধানমন্ত্রী হলে কি বেগম খালেদা জিয়াকে জেল থেকে বের করে আনবেন? মালয়েশিয়াতে যেমন মাহাথির সাহেব আনোয়ার ইব্রাহিমকে জেল থেকে বের করে এনেছিলেন।
ভোটারদের এটা জানানো উচিত।
১৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:০০
হাবিব বলেছেন: স্বপ্নীল ফিরো
কামাল সাহেব প্রধানমন্ত্রী হলে অবশ্যই এটা করবেন.. .
।
৫| ১৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:২৩
নীলপরি বলেছেন: কবিতা ভালো লাগলো ।
টাইপো একটু দেখে নেবেন । দূর্গ < দুর্গ
শুভকামনা
১৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৩৬
হাবিব বলেছেন: ভুল ধরিয়ে দেয়ার জন্য অনেক ধন্যবাদ জানবেন ।
কবিতা ভালো লেগেছে জেনে ভাল লাগলে..
৬| ১৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৫
পদাতিক চৌধুরি বলেছেন: বাহা ! বেশ লাগলো সনেটটি । পোস্টে প্লাস।
শুভকামনা হাবিবভাইকে।
১৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:২১
হাবিব বলেছেন: প্রিয় পদাতিক ভাইয়া..। আশাকরি ভালো আছেন. . আপনার মন্তব্যে প্রিত হলাম. ।
ভালবাসা জানবেন
৭| ১৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:০১
রাজীব নুর বলেছেন: যেদিন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে সেদিনই প্রতিটা বাঙ্গালীর কপাল পুড়েছে।
১৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০৫
হাবিব বলেছেন: সেই ক্ষত আর সারবার নয়....
৮| ১৮ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫
আরোগ্য বলেছেন: সোনার বাংলা এখন আর নেই। প্রতিবাদি নেতার অভাব।
১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:০৬
হাবিব বলেছেন:
আপনি তাহলে এলেন?
খুব ভালো লাগছে আপনাকে দেখে...........
ফুলেল শুভেচ্ছা নিবেন
৯| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:১১
ফারিহা হোসেন প্রভা বলেছেন: কবিতায় দেশের প্রতি অমর প্রেমের চিত্র ফুটে উঠেছে। শুভ কামনা রইলো।
২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:২৫
হাবিব বলেছেন: বাহ ফারিপু আমার সব ব্লগেই যে আছে
©somewhere in net ltd.
১|
১৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:০৮
সনজিত বলেছেন: প্রেমাঞ্জলী.