![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।
ছবি: গুগলের....
সুখ ফিরে আসবেই এধরার পানে
আখিঁজল স্রোত সবে মুছে যদি দেই
অভাগা আশ্রয়ে যদি ভাবি সব জনে
ভূলোকের 'পরে জানি সুখ আসবেই।
সব লোক ভাই ভাই মিলে যদি থাকি
দু:খ সব দূরে যাবে সুখ আবেশেই
অভাব থাকবেনাতো এ ধরায় বাকি
আধার যতই থাক ঘোর কাটবেই।
দুনিয়ার 'পরে কিছু দান করি যদি
আনন্দ সূর্যটা দিবে সুখ নিরবধি
সব লোকে মিলে যদি হই প্রতিবেশি।
মনুষ্য এ দলে যদি মনুষ্যত্ব থাকে
মায়া মহব্বত যদি অল্প কেউ রাখে
চোখে জল থাকবেনা ফুটবেই হাসি।
২০ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০০
হাবিব বলেছেন: ধন্যবাদ জানবেন প্রিয় ভাই। আপনার প্রো পিকটা আমার কলমকে যেন থামিয়ে দেই!
২| ২০ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৭
আরোহী আশা বলেছেন: অনেক ভালো লাগলো
২০ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৬
হাবিব বলেছেন: ধন্যবাদ জানবেন
৩| ২০ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৯
বাকপ্রবাস বলেছেন: হুম, সনেট ধরেছেন দেখছি, ছয়তম লাইনে শেষ শব্দ আশবেই মনে হয়, টাইপো হতে পারে।
ভাল লেগেছে।
২০ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৬
হাবিব বলেছেন:
চেষ্টা করি মাঝে সাজে.....
সুন্দর নাকি অনেক বাজে
যদি বলেন আসবে কাজে।
কথাটা ''সুখ আবেশেই''
৪| ২০ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩০
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: কবিতায় ভালোবাসা রেখে গেলাম
২০ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮
হাবিব বলেছেন: শুধু ভালোবাসা রেখে গেলেই হবে না আপনাকেও থাকতে হবে!
৫| ২০ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯
আরোগ্য বলেছেন: বাহ্, হাবিব স্যারের এই সনেটটি খুব ভাল লাগলো।
২০ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪২
হাবিব বলেছেন: চমৎকার মন্তব্যে চিত্ত চকমকিয়ে উঠলো............।
৬| ২০ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮
চাঁদগাজী বলেছেন:
আমাদের দেশের মানুষ কি সুখী?
২০ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৫
হাবিব বলেছেন: সুখে থাকার চেষ্টা করছে .........।
সেই জন্যইতো এতো হামলা মামলা........।
কারোর সুখ কেউ সহ্য করতে পারে.....?
৭| ২০ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৪
জুনায়েদ বি রাহমান বলেছেন: মিলেমিশে থাকলে সুখও থাকে।
সুন্দর ভাবনার কবিতা।
২০ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৬
হাবিব বলেছেন: মিলেমিশে থাকাটাই তো হয়না রে ভাই..........।
৮| ২০ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১১
পদাতিক চৌধুরি বলেছেন: বেশ ভালো লাগলো হাবিব স্যার, সনেটটি ।
শুভকামনা রইল।
২০ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৮
হাবিব বলেছেন: চৌধুরী সাহেব..........ভালোবাসা নিয়েন! আরেকটু দিয়ে যায়েন
৯| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:০১
রাজীব নুর বলেছেন: বাজাও কি বুনো সুর পাহাড়ি বাঁশিতে
বনান্ত ছেঁয়ে যায় বাসন্তী হাসিতে!
২০ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:১৩
হাবিব বলেছেন: হাসিতে কে রে যাই মন দোলা দিয়া
আমিও যেতে চাই যেওনা ফেলিয়া
১০| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:১৬
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: হাবিব ভাই, শেষের ছ'লাইন বেশি মুগ্ধকর।
পদ্যতে প্লাস+++
২০ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:২১
হাবিব বলেছেন: মুগ্ধতায় আপ্লুত প্লাসে অনুপ্রানিত
১১| ২১ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৬
এস এম ইসমাঈল বলেছেন: সুখের ঠিকানা, কোথায় জানিনা। সুখের গহনা, বাজারে বিকেয় না। তুই কেনরে দিনকানা, খুঁজে ফিরিস তারে? কবিতায় ++++
২৫ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৯
হাবিব বলেছেন:
সুখের ঠিকানা, কোথায় জানিনা।
সুখের গহনা, বাজারে বিকেয় না।
তুই কেনরে দিনকানা, খুঁজে ফিরিস তারে?
সুখ খুজে পাবি তুই রবের দরবারে!
১২| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩
হাবিব বলেছেন:
মুছাে আঁখি জল
আমিত্বকে বিসর্জন যদি দিতে হয়
ভাবনাতে থাকে যদি হারাবার ভয়!
সুখের সন্ধানে যদি দেহ ক্ষয় হয়
এক তরফা আবেগ, ভালবাসা নয়।
নিজের চেয়ে অন্যকে এ' ভালবাসায়
সব বিসর্জন শেষে করো হায় হায়?
কোন লাভ এতে নাই শোকেতে ভাসায়
আমিত্বের চন্দ্র ছাড়া বেঁচে থাকা দায়।
যে যাবার সে যাবেই চোখে কেন জল?
চোখ মুছো! দৃঢ় হও! রাখো মনোবল,
জীবন যুদ্ধের দিকে ত্বরা পদে চল।
এখনো তাহার স্বপ্নে চোখ টলমল?
চলতে পারবে তুমি জীবনে সরল
তোমাকে যে চিনে নাই, অন্তরে গরল
ছিলো বলে। গেছে যাক, মুছাে আঁখি জল।
©somewhere in net ltd.
১|
২০ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫১
সনজিত বলেছেন: বেশ লাগছে-