নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলে যাব- তবু যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল।

হাবিব

বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।

হাবিব › বিস্তারিত পোস্টঃ

আজ আমার জন্মদিন এবং সদ্য প্রতিষ্ঠিত সামু বিশ্ববিদ্যালয়ে ১ম ছাত্রের স্বীকৃতি পাবার আনন্দে আমার বাড়িতে সবাইকে নিমন্ত্রণ।

২২ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:১৩



জন্মদিনের সনেট:

জন্মদিনে কেন নিভে মোমবাতি আলো?
জীবনের মানে হলো হবেই মরন,
কবরের পাশে কেন প্রদীপটা জ্বালো?
মরনে অমর হয় গুণীর জীবন।
ধক্ করে উঠে বুকে জন্মদিন এলে
যতদিন চলে যায় ফিরে নাহি আসে,
ত্বরাপদে এই বুঝি মৃত্যু এলো চলে
জীবনের তারকারা আস্তে পরে খসে।

এমন জীবন চাই ধরনীর বুকে
মরনেও থাকে যেন মৃদুহাসি মুখে
প্রশান্তির আত্মা যাচি আল্লাহর কাছে।
আমা' হতে হয় যেন মানুষের ভালো
ছড়িয়ে পড়ুক এই জীবনের আলো
বাকীটা জীবন যেন ঈমানেই বাঁচে।


জন্ম বৃত্তান্ত:

বাবার বয়স কুড়ি যখন মায়ের ছিলো নয়
এই বয়সে কেমন করে মায়ের বিয়ে হয়?
অল্প বয়স তাইতো মায়ের স্বল্প ছিলো বুঝ
কান্না করে চলে যেত বাপের বাড়ি রোজ।
ভাল্লাগেনা শ্বশুর বাড়ি ভাল্লাগেনা কাজ
স্বামীর ঘরে যাবেনা সে চোখে মুখে লাজ!
অনেক বড় পরিবারে ঠিকমতো নাই খানা
মাঝে মাঝে খাবার নিয়ে আসতো আমার নানা।
বাবা দাদার বড় ছেলে আম্মা নানার ঘরে
আম্মা বাবার চাচাতো বোন তাকেই বিয়ে করে।
তখন অনেক অভাব ছিলো অল্প নুনে-ভাতে
এতেই কি আর পেটটা ভরে কাজ করতো তাঁতে।
সারাটাদিন কাজে যেন বসার সময় নাই
সকালবেলা ভাগ্যে জুটে শুধু আটার জাই।

একদিন মা রাগ করে তাই খাবারটা না খেয়ে
খানিকবাদে মামা এলে ভাতটা দিলো দিয়ে।
সকাল গিয়ে দুপুর হলো আর কিছু না জোটে
হাঁটতে গিয়ে মা পরে যায় ভীষণ ক্ষুধার চোটে।
কেউ জানেনা কেন এমন কান্ড ঘটে গেল
মাও বলেনা না খেয়ে তার প্রাণটা বুঝি গেল।
আঁচলে মা চোখটা মুছে ভীষণ জঠর জ্বালা
পরীর মতো সুন্দরী মা কয়েক দিনেই কালা।

এমনি করে আট টা বছর সন্তান কেহ নাই
বাবা-মায়ের ঘুম আসেনা সন্তান কোথা পাই।
মসজিদে দেই খীর-খিচুরী মোমবাতি-বাতাসা
পাড়ার হুজুর দোয়া করে পূর্ণ হবে আশা।
ক'দিন বাদেই আমি পেটে খুশির অন্ত নাই
কত কিছু মান্নত করে খুশি হয়ে মায়।
নানা এসে নিয়ে গেল সন্তান হবে বলে
আট মাসে তাই আমি এলাম আমার মায়ের কোলে।

অগ্রায়হনের আট তারিখে অল্প শীতের কালে
বড় বন্যার পরের বছর ঊননব্বই সালে।
ইংরেজী মাস কেউ রাখেনি যত্নে স্মরণ করে
তারিখ দিয়ে কি আর হবে অনেক অভাব ঘরে।
আমায় দেখে বলে দাদু আস্তা চিকার ছা'
ভীষণ কালো রোগা পাতলা ছিলো আমার গা'।
যেমনই হয় আদুরে বেশ সবার কাছে ভারি
কারন আমি প্রথম সন্তান দাদা-নানার বাড়ি।
চল্লিশদিন পরে আমায় আনতে গিয়েছিলো
ব্যান্ড পার্টি একটা মাইক সাথে নিয়েছিলো।

মেঝো খালা ভীষণ কান্না আমায় আনে দেখে
কেঁদে বলে মাকে আমার যাও বাবুটা রেখে।
দৌঁড়ে আসে গাড়ির পিছু তবু নাহি রাখে
খালাম্মা তাই অনেক বকা দিয়েছিলো মাকে।
আমি মায়ের বাধ্য ছেলে আঁচল তলেই থাকি
আটটি বছর গেল তবু মায়ের সাথেই থাকি।

এই জীবনে আটটি থাপর খেলাম আছে মনে
অল্প ছিলো তাইতো আমি রেখেছিলাম গুনে।
একটা থাপর মা দিয়েছে ছোটকে মারি বলে
আরেকটা দিল আব্বা আমায় সম্ভবত গালে।
নাইতে ছিলাম কাদা জলে কাকা দিল তাই
পরিবারের অন্যকেহ আমায় মারে নাই।
বাকি পাঁচটা খেয়েছিলাম স্কুলে যেই পড়ি
তাতেই যেন ভীষণ জিদে প্রথমস্থান করি।
জন্মদিনটা হয়নি করা অভাব ছিলো তাই
আমিও তাই জন্মদিনের উইশ করি নাই।

নামটি আমার ৮ অক্ষরে হাবিবুর রহমান
এক কুড়ি ৮ পেরিয়ে উনত্রিশ বহমান।

আমার জন্মের ৮ কাহন:

আমার জন্ম: মা-বাবার বিয়ের ৮ বছর পর ৮ মাস মায়ের পেটে থেকে '৮৮ বন্যার পরের বছর, বাংলা বছরের ৮ম মাস অগ্রহায়নের ৮ তারিখ মঙ্গলবার বেলা ৮ টার সময় আমার জন্ম। ৮ বছর পর্যন্ত মাকে ছাড়া একদিনও থাকিনি। তাই বলে আমি কিন্তু ৮ কপালে নই। দুই হাজার ৮ সালে এসএসসিতে উপজেলার মধ্যে প্রথম হয়েছিলাম। ২০১৮ সালে এমএস কমপ্লিট করি, সালটার শেষেও কিন্তু ৮ আছে। আমার চাচা ফুফু সব মিলে ৮ জন ছিলো, একজন মারা গিয়ে ১ কমে গেছে। মা-খালারা ভাই-বোন মিলে আট থেকে দুই কম। চাচাতো ভাইবোন ৮ হতে এখনো একজন বাকি। মামাতো খালাতো ভাই মিলে সর্বমোট ৮ জন এখনো।জীবনের প্রায় সব জায়গায় ৮ আছে বলে ব্লগটাও দিলাম সকাল ৮ টার সময়। আল্লাহর কাছে প্রার্থনা আমি যেন ৮ বেহেশতের মধ্যে সর্বশ্রেষ্ঠ বেহেশতে স্থান পাই। হে আল্লাহ তেমনই আমল করার তাওফিক দিন। আমিন।

মন্তব্য ৯৮ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৯৮) মন্তব্য লিখুন

১| ২২ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:২৬

নজসু বলেছেন:


আগে শুভেচ্ছা জানাই।
শুভ জন্মদিন।

২২ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:৩৪

হাবিব বলেছেন:




নজসু বলেছেন: আগে শুভেচ্ছা জানাই। শুভ জন্মদিন। এতো এতো সক্কালে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা। নেন ভাই কেক খান.......

২| ২২ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:৩৪

নজসু বলেছেন:



আপনি আসলেই সরল সোজা।
অপকটে সব কথা বলতে পারেন।

২২ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:৩৭

হাবিব বলেছেন:




আপনি আসলেই সরল সোজা।
অপকটে সব কথা বলতে পারেন।


আল্লাহর দরবারে শুকরিয়া, পুনরায় আগমন ও আশ্চর্য মন্তব্যে কৃতজ্ঞতা

৩| ২২ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:৪৫

অগ্নি সারথি বলেছেন: শুভ জন্মদিন।

২২ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:৫৪

হাবিব বলেছেন:





অগ্নি সারথি বলেছেন:
শুভ জন্মদিন,
এই খুশিতে ভাই
কেকটা খেয়ে নিন।

৪| ২২ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:৪৯

সনজিত বলেছেন: শুভ জন্মদিন হে প্রিয়

২২ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:৫৭

হাবিব বলেছেন:




"সনজিত বলেছেন: শুভ জন্মদিন হে প্রিয়" অনেক অনেক প্রীত হলাম ভাইয়া। আপনার প্রো পিকটা জাক্কাস হয়েছে।
কেক খান সনজিত ভাই

৫| ২২ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:৫৯

Sujon Mahmud বলেছেন: শুভ জন্মদিন।

২২ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:০৯

হাবিব বলেছেন: একটু কেক খেয়ে নিন

৬| ২২ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৩৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:

জন্মদিনের শুভেচ্ছা।

৮ সংখ্যা আপনার সৌভাগ্যের প্রতীক হোক।

২২ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:০১

হাবিব বলেছেন:




জন্মদিনের শুভেচ্ছা।
৮ সংখ্যা আপনার সৌভাগ্যের প্রতীক হোক।
অনেক অনেক ধন্যবাদ মাইদুল ভাই। কেক না খেয়ে কিনতু যাবেন না

৭| ২২ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৫২

জুনায়েদ বি রাহমান বলেছেন: শুভ জন্মদিন। ছন্দে ছন্দে জন্মবৃত্তান্ত জেনে নিলাম।

অনেক অনেক শুভকামনা।

২২ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:০৪

হাবিব বলেছেন:



নামটি আমার ৮ অক্ষরে হাবিবুর রহমান
এক কুড়ি ৮ পেরিয়ে উনত্রিশ বহমান।

আপনার জন্য হাতে বানানো কেক রাখছি জুনায়েদ ভাই

৮| ২২ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:০২

নতুন নকিব বলেছেন:



জন্মদিন পালন কি আপনার পছন্দের?

কবিতায় জীবন বৃত্তান্ত মন ছুঁয়ে গেল।

আমাদের বছরের প্রতিটি দিনই আলহামদুলিল্লাহ আনন্দের। যে দিন ডাল ভাত থাকে, শাক সবজি দিয়ে খাই সেদিন যেমন শুকরিয়া আদায় করি, যেদিন পোলাও গোশত জোটে সেদিনও মালিকের দরবারে শোকরগুজার হই। যেদিন মালিক মনে করেন আজ খাওয়াবো না। উপোষ থাকতে কোনো দিন। সেদিনও তাঁর দরবারে সিজদাবনত হই। তাঁর শুকরিয়া আরম্ভ এবং অন্তে।

২২ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:০৮

হাবিব বলেছেন:






না নকিব ভাই, জন্মদিন পালন আমার মোটেই পছন্দের না.........

"আমাদের বছরের প্রতিটি দিনই আলহামদুলিল্লাহ আনন্দের। যে দিন ডাল ভাত থাকে, শাক সবজি দিয়ে খাই সেদিন যেমন শুকরিয়া আদায় করি, যেদিন পোলাও গোশত জোটে সেদিনও মালিকের দরবারে শোকরগুজার হই। যেদিন মালিক মনে করেন আজ খাওয়াবো না। উপোষ থাকতে কোনো দিন। সেদিনও তাঁর দরবারে সিজদাবনত হই। তাঁর শুকরিয়া আরম্ভ এবং অন্তে।"

আমারও এই কথায়। খুব ভালো লাগছে আপনাকে পেয়ে

৯| ২২ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:১৩

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: জন্মদিনে শুভেচ্ছা জানাই।
কত আদর করে পালন করেছে বাপে মায়।


সেই আদরের সন্তান আপনি,
মায়ের কুলের ধন।
মায়েই তো বুঝে সন্তানের মন।

মায়ের জানা থাকে সন্তান কি চায় কখন।
মা বাবাকে নিয়ে সুখে থাকুন,
জীবন কাটুক খুশিতে মনের মতন।


ভালোবাসা রইলো, রইলো দোয়া।
আমাদের বড্ড ভাগ্য, আমাদের মাঝে কবিকে পাওয়া।
ভালোবাসা নিবেন কবি।
ভালোবেসে আমাদের মাঝে হাজার বছর।
কবিতা উপহার দিয়ে যান,
কবিতা দিয়ে ভরে যাক এই ঘর।

২২ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৪

হাবিব বলেছেন:





ভালোবাসা পেয়ে খুব খুব ভালো লাগলো।
কবিতায় অনেক আনন্দ পেলাম।
এ ভালোবাসার ঋন আমি কি দিয়ে শুধাবো?

১০| ২২ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:২৪

বিজন অধিকারী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ দাদা সুন্দর একটি কবিতা উপহার দেওয়ার জন্য
এবং সেই সাথে আপনাকে জন্মদিনের শুভেচ্ছা

২২ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:২৯

হাবিব বলেছেন: ধন্যবাদে আনন্দিত, শুভেচ্ছাতে প্রীত। আপনার দেখা পেলেই বুঝি সপ্তাহ শেষ। আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের শিক্ষক অর্থাৎ ভিসি। আপনি সপ্তাহ কেন মাসে একদিনও যদি ক্লাস নেন চলবে। কিন্তু কিছু কিছু শিক্ষক বড্ড অনিয়মিত।

১১| ২২ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৫৯

আর্কিওপটেরিক্স বলেছেন:

২২ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:১১

হাবিব বলেছেন:





আপনার গতকালের বিশ্ববিদ্যালয়ের মন্তব্যগুলো পড়েছি আর হেসেছি। অনেক অনেক মজা পা্ইছি।
এতো সুন্দর আয়োজন করে আমাকে শুভেচ্ছা জানালেন, খালি মুখে তো আর দিতে পারি না

১২| ২২ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:০২

আর্কিওপটেরিক্স বলেছেন: কবিতা খুবই সুন্দর হয়েছে।

সামু বিশ্ববিদ্যালয় এর প্রথম ছাত্রের জন্য থাকলো প্রাণঢালা শুভেচ্ছা :)


আপনার জীবনে যেন এরকম হাজারটা জন্মদিন আসে।

২২ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:০৭

হাবিব বলেছেন:





আর্কিওপটেরিক্স বলেছেন: কবিতা খুবই সুন্দর হয়েছে। বেশ ভালো লাগলো আপনার মন্তব্যে।

সামু বিশ্ববিদ্যালয় এর প্রথম ছাত্রের জন্য থাকলো প্রাণঢালা শুভেচ্ছা শুভেচ্ছা গ্রহন করলাম কিন্তু শিক্ষক মহোদয় যদি ঠিক মতো ক্লাশ না নেন তাহলে কার কাছে নালিশ করবো B-) বলে যাবেন প্লিজ। অনেক শিক্ষকের নাম দেখেছি যারা বিশ্ববিদ্যালয়ে অনিমিত।

আপনার জীবনে যেন এরকম হাজারটা জন্মদিন আসে। এইটা যদি হইতো....... :( :(

১৩| ২২ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:২৩

পদাতিক চৌধুরি বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা রইল। সনেট ভালো হয়েছে । সহজ সরল জন্ম বৃত্তান্তটি বেশ সুন্দর ।




অফুরান শুভকামনা রইল।

২২ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:০১

হাবিব বলেছেন:





শুভেচ্ছাতে প্রীত হলাম। পদাতিক ভা্ইয়া কি খাবেন বলেন?
মিষ্টি, কেক, আমরা নাকি আমার প্রিয় সনেট কবির জলপায়ের আচার?

১৪| ২২ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৫২

শাহরিয়ার কবীর বলেছেন: শুভ জন্মদিন হাবিব ভাই !:#P !:#P এতোগুলো রসগোল্লা আপনার জন্য। :P :P



২২ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৫৮

হাবিব বলেছেন:





বাহ....... কিউট ভাইটার মতোই গোল্লাগুলো কিউট।
খেতে ইচ্ছা করছেনা, মনে হচ্ছে আলমারিতে রেখে দেই।
দেখেই মনটা ভরে গেল। নেন ভাই আমার টাংগাইলের চমচম খান:

১৫| ২২ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৫৯

চাঁদগাজী বলেছেন:


জন্মদিনের শুভেচ্ছা রলো

২২ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:১৭

হাবিব বলেছেন:





বাহ, কি মজা কি মজা। শ্রঁদ্ধেয় চাঁদগাজী দাদার দেখা পেলাম।
আপনার দেখা পেলে অনেক ভালো লাগে।
প্লিজ খালি মুখে যাবেন না:

১৬| ২২ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:১০

আর্কিওপটেরিক্স বলেছেন: নালিশোলজি ডিপার্টমেন্ট খোলা হোক B-))

২২ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:১৩

হাবিব বলেছেন: হা হা হা হা .................... ;) B-) ;) :P

১৭| ২২ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:১৮

হাসান জাকির ৭১৭১ বলেছেন: শুভ জন্মদিন!
অশেষ শুভকামনা।।

২২ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৪১

হাবিব বলেছেন:





শুভেচ্ছায় আপ্লুত হলাম.........
ভালোবাসা নিবেন জাকির ভাই।
আমার ছোট ভাইয়ের নাম হাসান

১৮| ২২ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:২৭

খায়রুল আহসান বলেছেন: ভাল লাগলো আপনার জন্মের আটকাহন
কাকতালীয়ভাবে, নং মন্তব্যের (নতুন নকিব এর) শেষাংশটুকুও খুব ভাল লাগলো।

২২ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৯

হাবিব বলেছেন:




শ্রদ্ধেয় খায়রুল আহসান ভাই, আপনার ভালো লেগেছে জেনে মুগ্ধ হলাম।
সত্যিই নকীব ভাইয়ের কথাগুলো আমার মন ছুয়ে গেছে।

এইটা আপনার জন্য:

১৯| ২২ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৫২

আরোগ্য বলেছেন: শুভ জন্মদিন হাবিব স্যার

২২ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:০৮

হাবিব বলেছেন:





প্রিয় আরোগ্য ভাইয়া,
যে ভালোবাসা দিলেন তা ফুরাবার নয়! অফুরান.......।
শেষ লাইনগুলোতে অসম্ভব মজা পেলাম.... B-)

২০| ২২ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:১১

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
জন্মদিনের শুভেচ্ছা হাবিব ভাই।


পরবারের সবার সাথে আনন্দময় জীবন কাটুক।

২২ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩০

হাবিব বলেছেন:




বাহ....... অবশেষে তাজুল ভাইয়ের দেখা পেলাম।
আল্লাহ যেন আপনার দোয়া কবুল করেন
আপনার জন্য স্পেশাল কেক.......

২১| ২২ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫০

করুণাধারা বলেছেন: কবিতা খুব ভালো লাগলো।

অনেক শুভকামনা আপনার জন্য।

২২ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫১

হাবিব বলেছেন: প্রিয় করুনাধারা.. শুভেচ্ছা ও ভালবাসা জানবেন

২২| ২২ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫৩

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: লাঞ্চ করলাম মাত্র, কিছুক্ষণ পর কেকটা ধরছি ;)

২২ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫২

হাবিব বলেছেন: কেক শেষ করেছেন?????

২৩| ২২ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:১৮

সনেট কবি বলেছেন: শুভ জন্মদিন।

২২ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৩

হাবিব বলেছেন: জাযাকাল্লাহ ...প্রিয় সনেট কবি

২৪| ২২ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩০

তারেক ফাহিম বলেছেন: একটু দেরি হলো।

শুভ জন্মদিন প্রিয়।

আপনার ৮ কাহন দেখে ভালোই লাগলো।

৮- এর সফলতা কামনা করি।

২২ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৫

হাবিব বলেছেন: ইশরে.. বাসায় আসছি বলে কেক দিতে পারলাম না

২৫| ২২ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০৫

ফেইরি টেলার বলেছেন: শুভ জন্মদিন হাবীব স্যার !

২২ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৬

হাবিব বলেছেন: বাহ....অনেক অনেক আনন্দ লাগছে

২৬| ২২ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১৩

সাত সাগরের মাঝি ২ বলেছেন: শুভ জন্মদিন

২২ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৭

হাবিব বলেছেন: ধন্যবাদ জানবেন

২৭| ২২ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৭

রাজীব নুর বলেছেন: শুভ জন্মদিন।
ভালো থাকুন।

২২ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৯

হাবিব বলেছেন: প্রিয় রাজিব ভাই বারিতে এসেছি বলে কেক দিতে পারলাম না..

২৮| ২২ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:২১

আরোহী আশা বলেছেন: আল্লাহ আপনাকে নেক হায়াত দিন

২২ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৮

হাবিব বলেছেন: আমি..।

২৯| ২২ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: জন্মদিনে শুভেচ্ছা হাবীব ভাই

সুন্দর হোক আপনার চলার পথ

২২ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৭

হাবিব বলেছেন: ফাতিমাপ..। প্রথমবার আমার ব্লগে আপনি.। শুভচ্ছা জানবেন

৩০| ২২ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:২৫

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার লেখা ! বেশ কবিতায় নিজের কথা লিখেছেন;
জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা :)

২২ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৫

হাবিব বলেছেন: মুনিরাপ...। শুভেচ্ছা নিবেন..। কেক পরে দিব.। বাকি রইলো

৩১| ২২ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৫

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: হু, অফিসের সবাই মিলে হজম করলাম, যা বড় কেক পাঠালা! ;)

২৪ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৪

হাবিব বলেছেন: হজম কি হয়েছিলো ঠিকমতো? ;) ;)

৩২| ২২ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সদা খুশিতে ৮খানা থাকুন
জন্মদিনের শুভেচ্ছা...

২৪ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৬

হাবিব বলেছেন: আটখান থাকার দোয়া যেন কবুল হয়..... আপনার জন্যও শুভ কামনা

৩৩| ২২ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৫

নীল আকাশ বলেছেন: শুভ জন্ম দিন হাবীব ভাই। আপনার জন্ম বিতান্ত পরে খুবই ভালো লাগলো। ইনসাল্লাহ জীবনের বাকি দিন গুলিও আল্লাহর রহমতে চমৎকার ভাবে কেটে যাবে....
শুভ জন্ম দিনে শুভ কামনা রইল!
ধন্যবাদ।

২৪ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪২

হাবিব বলেছেন:





নীল আকাশ বলেছেন: শুভ জন্ম দিন হাবীব ভাই। আপনার জন্ম বিতান্ত পরে খুবই ভালো লাগলো।
ইনসাল্লাহ জীবনের বাকি দিন গুলিও আল্লাহর রহমতে চমৎকার ভাবে কেটে যাবে....
শুভ জন্ম দিনে শুভ কামনা রইল!

ধন্যবাদ প্রিয় ভাই..........
আশা করি ভালো আছেন............. জাযাকাল্লাহ খাইরান

৩৪| ২২ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৩১

অপু দ্যা গ্রেট বলেছেন:



শুভ জন্ম দিন

আর প্রথম ছাত্র হিসেবে অভিনন্দন !! B-) B-)

২৪ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪০

হাবিব বলেছেন:





অপু দ্যা গ্রেট ভালবাসা নিন........

আর প্রথম ছাত্র হিসেবে অভিনন্দন !! B-) B-) নবীন বরণ কবে হবে? :P

৩৫| ২২ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:০৩

জাহিদ অনিক বলেছেন:


শুভ জন্মদিন আপনাকে হাবিব স্যার

২৪ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮

হাবিব বলেছেন: প্রিয় জাহিদ ভাই..... আপনার দেখা পেয়ে অনেক অনেক ভালো লাগছে....... আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন

৩৬| ২২ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: শুভ জন্মদিন ভায়া :)

এক অনন্য অসাধারন জন্ম বৃত্তান্তে মুগ্ধতা
ছন্দ ছড়ায় অমন সাতকাহন খূব একটা চোখে পড়ে নি!

আট কাহনতো আরো মজারু। আমার ক্ষেত্রে ১৩ কাহন বলতে পারেন।
অনেক কিছূতেই কিভাবে কিভাবে যেন ১৩ তারিখ জড়িয়ে আছে ;)

সূখে কাটুক আপনার সারাটি জীবন। শুভকামনা অন্তহীন।

২৪ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩২

হাবিব বলেছেন: অনেক অনেক ভালো লাগছে আপনাকে পেয়ে........
অসাধারন মন্তব্যে মুগ্ধতা অফুরন্ত......
আপনার তের কাহন শুনতে চাই..........

"সূখে কাটুক আপনার সারাটি জীবন। শুভকামনা অন্তহীন।" আপনার প্রার্থনা যেন কবুল হয়...... আপনিও সদা ভালো থাকবেন

৩৭| ২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৫৮

প্রামানিক বলেছেন: শুভ জন্মদিন।

২৪ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৯

হাবিব বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রামানিক দাদা...........

৩৮| ২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৪২

আরোগ্য বলেছেন: হাবিব স্যার আমার পোস্টে যারা শুভাশীষ জানিয়েছে, আপনার হয়ে আমি ধন্যবাদ জানিয়ে দিয়েছে।

আরও একবার জন্মদিন এর অফুরন্ত শুভেচ্ছা জানাই। আট সন্তানের কথা কিন্তু মজা করে লিখিনি। আপনার সন্তান আশা করি আপনার মতই ভালো হবে আর বাংলাদেশে ভালো মানুষের অতীব প্রয়োজন। দোয়া রইলো ভবিষ্যত প্রজন্মের জন্য।

২৪ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৯

হাবিব বলেছেন: প্রিয় আরোগ্য ভাইয়া....... আমি তো ভালবাসার সাগরে ভাসছি.......
এত্তো এত্তো ভালবাসার কি প্রতিদান দিব?

৩৯| ২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:২৯

আখেনাটেন বলেছেন:

২৪ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৬

হাবিব বলেছেন: কি দারুন দেখতে...........কি খাচ্ছেন ভাইজান? আমাকে দিবেন?
জন্ম দিনের শুভেচ্ছা জানালেন.......ধন্যবাদ জানবেন

৪০| ২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:৫৭

মোঃ মঈনুদ্দিন বলেছেন: জন্ম দিনে কী আর দেব
তোমায় উপহার,
বাংলায় নাও ভালবাসা,
হিন্দিতে নাও পেয়ার।
আর, ইংলিশে নাও
জন্ম দিনে কী আর দেব
তোমায় উপহার,
বাংলায় নাও ভালবাসা,
হিন্দিতে নাও পেয়ার।
আর, ইংলিশে নাও

শুভ জন্মদিন হাবিব স্যার ভাই।।
জন্ম দিনে কী আর দেব
তোমায় উপহার,
বাংলায় নাও ভালবাসা,
হিন্দিতে নাও পেয়ার।
আর, ইংলিশে নাও
জন্ম দিনে কী আর দেব
তোমায় উপহার,
বাংলায় নাও ভালবাসা,
হিন্দিতে নাও পেয়ার।
আর, ইংলিশে নাও

শুভ জন্মদিন হাবিব স্যার ভাই।।

২৪ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৪

হাবিব বলেছেন: এতো ভালবাসা আমি কোথায় রাখি...........? কত্তো কত্তো ভালবাসা রে.........! অনেক প্রীত হলাম

৪১| ২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ১:৩৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: নামটি আমার ৮ অক্ষরে হাবিবুর রহমান
এক কুড়ি ৮ পেরিয়ে উনত্রিশ বহমান।

................................... এ জনমে আছে কেহ
এমন ভাগ্যবান !!?

২৪ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৩

হাবিব বলেছেন: আহা কি দারুন ছন্দ................

৪২| ২৩ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:১৩

বলেছেন: শুভ জনমবার --

কবিতার ফুল চন্দন পড়ুক।


সুন্দর আগামীর জন্যে দোয়া রইলো।

২৪ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২২

হাবিব বলেছেন: সেই ফুল দিয়ে আপনার জন্য বিনি সুতার মালা গাঁথবো...............

৪৩| ২৩ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:০৩

চাঙ্কু বলেছেন: শুভ জন্মদিন।

২৪ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২০

হাবিব বলেছেন: প্রিয় চাঙ্কু ভাইয়া , বাড়িতে ছিলাম বলে উত্তর দিতে দেড়ি হলো! অনেক অনেক ভাললাগা জানবেন..........

৪৪| ২৪ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯

আহমেদ জী এস বলেছেন: হাবিব স্যার,




দেরীতে হলেও ৮ সংখ্যার জাতকের জন্যে রইলো অষ্টধাতুতে গড়া শুভেচ্ছা ।

২৪ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০২

হাবিব বলেছেন:





দেরীতে হলেও ৮ সংখ্যার জাতকের জন্যে রইলো অষ্টধাতুতে গড়া শুভেচ্ছা । B-) B-) B-)

অষ্টধাতুর আংটি দেখছি কিন্তু অষ্টধাতুতে গড়া শুভেচ্ছা এই প্রথম পেলাম.........
খুব স্পেশাল মনে হলো ;)

৪৫| ২৪ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২১

আহমেদ জী এস বলেছেন: হাবিব স্যার,



হা হা হা......অষ্টধাতুর আংটি পরিধানে সব বালা-মুসিবত দূর হয় । তেমনি অষ্টধাতুতে গড়া শুভেচ্ছাও সব কু-দৃষ্টি, মুসিবত থেকে আপনাকে সুরক্ষা দেবে। তেমন আকাঙ্খায় অমন শুভেচ্ছা।

২৪ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৬

হাবিব বলেছেন:





অষ্টধাতুর আংটি পরিধানে সব বালা-মুসিবত দূর হয় । তেমনি অষ্টধাতুতে গড়া শুভেচ্ছাও সব কু-দৃষ্টি, মুসিবত থেকে আপনাকে সুরক্ষা দেবে। তেমন আকাঙ্খায় অমন শুভেচ্ছা।
কই পাওয়া যায় অমন আংটি?
আমাদের একটা গাভী আছে অনেক বড়....
সবাই দৃষ্টি দেই.....
আংটি কি গাভীর কাজে লাগবে? :| :|

৪৬| ২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:১৬

ফারিহা হোসেন প্রভা বলেছেন: শুভ শুভ শুভ জন্মদিন ! :)
দেরি করে ফেলেছি অনেক, দুঃখিত। আনন্দ ভাগাভাগি করতে পারব না? :(
আপনাকে জানাই লাল গোলাপের শুভেচ্ছা।
আপনার লেখা সর্বদাই আমার অনেক ভালো লাগে। কবিতা গল্প সব সব। B-)
লিখে যান আপন শক্তিতে....আমরা আছি আপনার পাশে।

২৫ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৬

হাবিব বলেছেন:




দেড়িতে আসার জন্য শাস্তি হচ্ছে এই পুরোটা কেক একাই খেতে হবে......... B-) B-)

৪৭| ২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৩৭

ফারিহা হোসেন প্রভা বলেছেন: আমার কেক অনেক অনেক প্রিয়। সো ইয়াম্মি.... B-)
বাসায় আসার দাওয়াত রইলো। কবে আসছেন তাহলে? ;) আপনার আর ভাবির পছন্দের সব খাবার রান্না করতে বলব মা কে।

২৬ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৮

হাবিব বলেছেন:




আমার কেক অনেক অনেক প্রিয়। সো ইয়াম্মি.... B-)
বাসায় আসার দাওয়াত রইলো। কবে আসছেন তাহলে? ;) আপনার আর ভাবির পছন্দের সব খাবার রান্না করতে বলব মা কে।
অাসবো অবশ্যই আসবো......... সাথে ভাবী আর শ্যালিকাকেও নিয়ে আসবো। সেটা সামনের সপ্তাহেও হতে পারে। তোমার জন্য ইয়াম্মি কেকও আনবো ইনশাআল্লাহ..............

৪৮| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০৮

আরোগ্য বলেছেন: প্রিয় হাবিব স্যারের জন্মদিনে আমি , মামুন ভাই ও সনেট কবি অনেক শখ করে কবিতা উপহার দিয়েছিলাম, কিন্তু ব্যস্ত স্যার আমাদের উপহারগুলো সাদরে গ্রহণ করে নি
:((

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩৫

হাবিব বলেছেন:



আহারে ভালবাসা.....
কি দিয়ে দেব প্রতিদান?

আমি কি সত্যিই এড়িয়ে গেছিলাম?
আমি অবাক হয়েছিলাম এই ভেবে যে আমার কথা নিয়ে তিন তিন জন প্রিয় ভাই কবিতা লিখতে পারে?
আমি সত্যিই খুব ভাগ্যবান। তবে আপনােদর কবিতার মন্তব্যে কম হলেও কাব্য মন্তব্য করা উচিত ছিল!!!

আর লজ্জা দিবেন না প্লীজ ভাইয়া.....
আর এমন হবে না......

এখনো কি মন খারাপ করে থাকবেন?????

কি হলো ... হাসেন, নইলে কিন্তু.....

৪৯| ২৩ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:২৩

তারেক ফাহিম বলেছেন: আপনার জন্মের আট কাহন পড়তে আবার আসলাম।

আসলে আপনার প্রতিভা দেখে ‍মুগ্ধ না হয়ে উপায় নাই।

ভালো থাকুন সবসময় প্রিয় স্যার।

২৩ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪৩

হাবিব বলেছেন: প্রিয় তারেক ফাহিম ভাই, এমন করে বললে যে আমি বার বার লজ্জিত হই। আসলে আমি যতটুকু ছোট ঠিক ততটুকুই আপনারা সবাই আমাকে বড় করে তুলেছেন আপনাদের ভালোবাসায়। বারবার ভাবি আর মুগ্ধ হই এই ভেবে যে, যাদের সাথে কোন দিন পরিচয় ছিলই না তারা কি করে এতটা আপন করে নিলো?? আপনার কথা শুনে আনন্দে হৃদয় শুনে ভরে গেলো।

আপনার জন্যও শুভকামনা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.