নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলে যাব- তবু যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল।

হাবিব

বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।

হাবিব › বিস্তারিত পোস্টঃ

শুকনো খড়ের ঘ্রাণ এবং জন্মদিনের উপহার ও অল্প রম্য

২৪ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৬




শুকনো খড়ের ঘ্রাণ

শুকনো খড়ের ঘ্রাণে অল্প এলো ঘুম
মাথার উপর বড় জোৎস্না গলা রাত!
দু'য়ে মিলে মহানন্দে বাহিরে এলুম
খড়ের মাঝেই শুয়ে দেখি মিষ্টি চাঁদ।
চাঁদটি খানিক বাদে মেঘে দিল ডুব
অল্প যদি বড় হতো তারা ভরা রাত!
আরেকটা চাঁদ দেখে লজ্জা পেলো খুব
স্বল্প সেথা পাতা যেত ভালবাসা ফাঁদ।

ঘরে থেকে হিচা মেরে মা ফেললো জল
পানি খেয়ে মাটি দেখি খুশিতে উচ্ছল
ভেজা মাটি ম'ম' করে ঘ্রাণে চতুর্পাশে।
জোনাকিরা ছুটে আসে ফুল বাগানে মৌ
ফুল কই? সে তো প্রিয়া! নব সাজে বৌ
কথা গানে গল্প করে রাত্রি কাটে শেষে।
................................................

জন্মদিনের উপহার



প্রিয় আরোগ্য আসিয়া রাত দুপুরের ক্ষণে,
জন্ম দিনের কথা আমায় করে দিল মনে।
সবার আগে সুজন ভাইয়া শুভেচ্ছা জানায়,
আমি নাকি সরল সোজা বলে গেলো তাই ।
একটু পরে ব্লগ বাড়িতে অগ্নি সারথি,
জন্মদিন বলে গেলো না নিভিয়া বাতি।
সনজিতদা প্রিয় বলে আনন্দ যে দিলো!
Sujon Mahmud সেওতো দেখি শুভেচ্ছা জানালো।
মাঈদুল ভাইয়া দিল একটা সুসজ্জিত ডিম,
৮ নাকি হবে আমার সৌভাগ্য প্রতিম!
জুনায়েদ ভাইয়া এসে জানায় শুভকামনা,
কি দেব তার আপ্যাায়নে করতেছি সেই ভাবনা।

নকিব ভাইয়া অল্প কথায় মহাবার্তা দিলে,
তাতেই জেন হৃদয় আকুল মনটা কেড়ে নিলে।
আব্দুল্লাহ আল মামুন ভা'য়া আমার প্রতিবেশি,
তার কাব্যে ভালো লাগা খুশি অনেক বেশি।
বিজন অধিকারী দেখি বলে আমায় দাদা,
জন্মদিনের শুভেচ্ছাতে ভরলো হৃদয় খাতা।
আর্কিওপটেরিক্স দলবল নিয়ে,
জন্মদিনের সুন্দর একটা ছবি গেল দিয়ে।
একটু পরেই দেখি তিনি ব্লগ বাড়িতে আমার,
দোয়া করে এমন জেন দিনটা আসে হাজার ।
পদাতিক ভাইয়া বলে শুভেচ্ছা অফুরান,
তাইতো তাকে জিজ্ঞেস করি ''কেক নাকি মিষ্টি খান''?
কবির ভাইয়া দু'হাত ভরে রসগোল্লা দিলে,
বিনিময়ে টাঙ্গাইলের চমচমটা নিলে।
চাঁদগাজিদা ট্রাক চালিয়ে ব্লগ বাড়িতে এসে,
শুভেচ্ছাতে প্রীত হলাম হৃদয় গেল ভেসে।
হাসান জাকির জন্ম দিনের শুভকামনাতে,
ছোট্ট একটা কেক দিয়েছি অনেক খুশি তাতে।

শ্রদ্ধাভাজন খাইরুল ভাই আটকাহনে এসে,
নকিব ভাইয়ের মন্তব্যটা উল্লেখ করে শেষে।
আবার দেখি আরোগ্যদা কি এক কাব্য করে,
তাতেই দেখি সবাই হাসে আমিও হাসি জোরে।
তাজুল ভাইয়া জন্মদিনে খেয়েধেয়ে খুব,
জন্মদিনের কেকটা মজার অল্প ছিলো লোভ।
করুনাধারাও জন্মদিনে জানায় শুভকামনা,
সনেট কবি সনেট লিখে এমনতো আর পাবো না!
তারেক ফাহিম প্রিয় ভাইটি এসেছিলো দেড়িতে,
ততক্ষনে গ্রামে আমি আমার নিজের বাড়িতে।
ফেইরি টেলার জন্মদিনে অনেক গোলাপ দিয়ে,
বিশাল বড় কেকটা আমায় দিল সে বানিয়ে।
সাত সাগরের মাঝি আমায় বলে জন্ম দিন,
উত্তরে তার কি আর বলি ভালবাসা নিন।

রাজিব ভাইয়ে জন্মদিনে ভাল থাকার দোআয়,
আল্লাহ যেন রাখে ভালো ভালোবাসার ছোঁয়ায়।
ফাতেমা আপু জন্মদিনে আমার বাড়ি এলো,
সুন্দর হোক জীবন আমার দোআ করে গেলো।
বাংলার মেয়ে মুনিরাপু বলে লেখা চমৎকার,
অনেক অনেক প্রীত হলাম আগমনে তার।
কেকটা নাকি বড় ছিলো বললো তাজুল ভাই,
অফিস স্টাফ মিলেও নাকি খেতে পারে নাই।
কি করি আজ ভেবে না পাই এলো অবশেষে,
ততক্ষণে পৌঁছে গেছি আমার প্রিয়ার কাছে।

নীল আকাশ, অপু দ্যা গ্রেট, জাহিদ অনিক
ভাই,
ক্ষমা করবেন ঠিক সময়ে উত্তর দেই নাই।
বিদ্রোহীদা এসেছিলো রাত দশটা বাজে,
তখন আমি ব্যস্ত ছিলাম তারা দেখার কাজে।
রম্য রসিক আখেনাটেন কি যেন কি খায়,
কত সুন্দর বার্থডে বলে উইশ করে যায়।
প্রামানিকদাও জন্মদিনের শুভেচ্ছা জানায়!

মঈনুদ্দিন ভাইয়া দেখি বিশাল কাব্য করে
বাংলা হিন্দি ইংরেজিতে ভালবাসা দেয়,
জন্মদিনের শুভেচ্ছাতে দিল রস মালাই।

শঙ্খচিল, লতিফ (ল) ভাইয়া প্রিয় চাঙ্কু এসে,
জন্মদিনের শুভেচ্ছাটা জানায় হেসে হেসে।

বিশেষ উপহার:

১) প্রিয় সনেট কবির পক্ষ থেকে: শুভ জন্মদিনে হাবিব স্যার
২) প্রিয় আরোগ্য ভাইয়ার পক্ষ থেকে: শুভ জন্মদিন হাবিব স্যার
৩) প্রিয় প্রতিবেশি আবদুল্লাহ আল মামুন ভাইয়ের পক্ষ থেকে: শুভ জন্মদিন হাবিব স্যার
৪) মু. মঈনুদ্দিন ভাইয়ের ভালবাসার কাব্য: আমার এই পোস্টের ৪০ নাম্বার মন্তব্যে।

স্পেশাল উপহার:

১) জন্মদিনটা ছুটির দিনে তাই, তাঁহার সাথে দেখা করতে জলদি ছুটে যাই।

একটু রম্য:

১) আমার বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার হেঁটে এসে বাসে চড়তে হয়। তো দু'জনে হাঁটতেছি রাস্তায় কিছু দূর আসার পর আমি গান ধরলাম-

আমি: এই পথ যদি না শেষ হয়, তবে কেমন হতো তুমি বলো তো......
তিনি: তুমিই বলো...
আমি: তবে অনেক ক্লান্তি হতো.....
তিনি: B-) ;) B-) ......... (তার হাসি যেন আর থামেই না....)

২) আমি তাহাকে খুশি করার জন্য বললাম (এমনিতেই সুন্দর তিনি .... ;) )......

আমি: তুমি কত্তো সুন্দর আর আমি কত্তো কালো......
তিনি: তুমি তো কালো না... চকলেট কালার... B-)
আমি: ;) B-) ........(আমার হাসি যেন আর থামেই না)

মন্তব্য ৪৪ টি রেটিং +৮/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৫

পবন সরকার বলেছেন: চমৎকার রম্য।

২৪ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮

হাবিব বলেছেন: আমার ব্লগে আপনি প্রথম......ভালোবাসা জানবেন

২| ২৪ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৪

আরোগ্য বলেছেন: হাবিব স্যার আজ কবিতায় রস একটু বেশি লাগলো
আশা বাসায় সবসময় ভালো আছে।
আবার দেখি আরোগ্যদা কি এক কাব্য করে,
তাতেই দেখি সবাই হাসে আমিও হাসি জোরে।

কি মিয়া আমার দোয়াকে সবাই কৌতুক মনে করেছেন। ঠিক না কিন্তু বলে দিলাম।
তিনি: তুমি তো কালো না... চকলেট কালার...
অধিকাংশ মেয়েরাই চকলেট পছন্দ করে। হা হা হা।

২৪ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭

হাবিব বলেছেন:






হাবিব স্যার আজ কবিতায় রস একটু বেশি লাগলো

তিনি সব সময় কাছে থাকলে আমার চেয়ে রম্য আর কে পারতো শুনি? B-)


কি মিয়া আমার দোয়াকে সবাই কৌতুক মনে করেছেন। ঠিক না কিন্তু বলে দিলাম।


ভাগ্য ভালো আপনার মাথায় বাঁশ ভাঙ্গে নাই........ B-)

৩| ২৪ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯

আর্কিওপটেরিক্স বলেছেন: দারুণ কবিতা !

রম্য কিন্তু সেইরাম লাগলো ;)

২৪ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪

হাবিব বলেছেন:





আর্কিওপটেরিক্স বলেছেন: দারুণ কবিতা ! রম্য কিন্তু সেইরাম লাগলো ;)

খালি কবিতা রম্য বললে কি হবে......?
আমি যে সামু বিশ্ববিদ্যালয়ের ১ম ছাত্র,
নবীণ বরণ কবে হবে শুনি........... B-) B-) B-)

৪| ২৪ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫২

আর্কিওপটেরিক্স বলেছেন: হবে হবে....

তর সইছে না নাকি ;)

তবে তর না সওয়ারই কথা B-))

Cause you are the first student of The SAMU University B-)

২৪ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮

হাবিব বলেছেন:




তর সইছে না নাকি ;)
তবে তর না সওয়ারই কথা B-))

সেমিস্টার লচ হওয়ার ভয় করতেছি........ B-)
সামনে আবার নির্বাচন.... তখন দেশে কি না কি হয়.... :(
যদি সেশন জনে পরি? X(( X((

৫| ২৪ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৪

সনেট কবি বলেছেন: চমৎকার

২৪ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৭

হাবিব বলেছেন: শুভ সন্ধ্যা প্রিয় কবি.............

৬| ২৪ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৬

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ভাই আসলেই তুমি তো কালো না চকলেট কালার।।



ডার্ক চললেট গুড ফর হেলথ। (

২৪ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩২

হাবিব বলেছেন:




ডার্ক চললেট গুড ফর হেলথ।

এতো উপকারিতার কথা বলা যাবে না ........
যদি আবার খেয়ে টেয়ে দেখে........ B-) B-)

৭| ২৪ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৭

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ভাবির সাথে আপনার মধুর আলাপন। ভালো।।। এভাবেই চালিয়ে যান। জীবনে সুখ আনতে টাকা লাগে না। লাগে মধুর ভালোবাসা

২৪ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪

হাবিব বলেছেন:





ভাবির সাথে আপনার মধুর আলাপন। ভালো।।। এভাবেই চালিয়ে যান।
জীবনে সুখ আনতে টাকা লাগে না। লাগে মধুর ভালোবাসা


ভালোবাসা জিন্দাবাদ...... তার কাছে থাকলে দাঁত মুখের ভিতরে রাখাই কষ্ট সাধ্য...... B-) B-)

৮| ২৪ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫০

রাজীব নুর বলেছেন:
খুবই দুঃখজনক একটা ঘটনা ঘটেছে চায়নায় -
..
..
..
..
..
..
..
..
..
..
..
..

なだや羅やわマヤなた 名棚や探したい以下対する 目指し回友人目指し差が愛する なたさるかなだ羅山な滝さやかあな �� �やマヌらは坂花やまあ傘話 間に魚玉� ��らはがやわまぁら花 や なたまやかあさらやわはさたなはや なたきたなよ�� �いさは早見たか あやバ にかわ鼻高� ��なわ谷中 あだ名はさな たかなあかさやなやまな
たあかさなや帆な肉違い�� �耶

সত্যি অনেক দুঃখজনক ঘটনা, তাই না ?

২৪ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬

হাবিব বলেছেন:

৯| ২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:০৯

আরোগ্য বলেছেন: আমার তো ভাই সাতটা পোলাপান চাই
কিন্তু বিয়ের কোন খবর নাই।
আমার নানু বলে এখনকার মানুষ কলা গাছের মত একবার ফল দিয়েই শেষ।

২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:১৬

হাবিব বলেছেন:




"আমার তো ভাই সাতটা পোলাপান চাই
কিন্তু বিয়ের কোন খবর নাই। "
.............. B-)

আল্লাহ আপনার দোয়া কবুল করুন।

কিন্তু বিয়েতে বাধা কোথায়?



১০| ২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:২৯

আরোগ্য বলেছেন: বিয়ে করা সহজ কিন্তু সঙ্গি পাওয়া কঠিন। আপনার ভাগ্য খুব ভাল।

২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৮

হাবিব বলেছেন: সঙ্গি মন মতো না হলে যে কি জ্বালা... যার হয়ছে সে বুঝে...।আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করি মন মতো কেও যেন মিলে.

১১| ২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:১০

সাইন বোর্ড বলেছেন: অনবদ্য অায়োজন, ভাল লেগেছে ।

২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:১৪

হাবিব বলেছেন: আগে তাও আপনাকে পাওয়া যেত ... কেমন আছেন??

১২| ২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:১৮

ফারিহা হোসেন প্রভা বলেছেন: মাশাল্লাহ! সত্যি বলছি লেখাগুলো পড়ে মনটা আনন্দে ভরে গেল....
আল্লাহ্‌ আপনাকে এবং ভাবিকে শত বছর একসঙ্গে থাকার তৌফিক দান করুন।

২৫ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:০৬

হাবিব বলেছেন:




মাশাল্লাহ! সত্যি বলছি লেখাগুলো পড়ে মনটা আনন্দে ভরে গেল.... আমার গুনমুগ্ধ পাঠক আপু.... কই থাকো তুমি? সব সময় পাইনা কেন......

আল্লাহ্‌ আপনাকে এবং ভাবিকে শত বছর একসঙ্গে থাকার তৌফিক দান করুন।.....আমিন, আল্লাহ তোমাকেও সদা সুস্থ রাখুন......

১৩| ২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:০৭

পদাতিক চৌধুরি বলেছেন: বাহ !! চমৎকার । ভারী সুন্দর রম্য কবিতা হয়েছে। এক্কেবারে ব্লক মাতানো কবিতা। ++++

অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা প্রিয়ভাইকে।

২৫ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:০৬

হাবিব বলেছেন:





বাহ !! চমৎকার । ভারী সুন্দর রম্য কবিতা হয়েছে। এক্কেবারে ব্লক মাতানো কবিতা। ++++ ওগো তুমি কই গেলা... এসে দেখে যাও...... পদাতিক ভাইয়া যে চমৎকার বলেছে.......
অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা প্রিয়ভাইকে। .....ভাবী কিন্তু রাগ করবে শুধু একজনকে শুভ কামনা জানালে....... আর আপনি আমাকে ভালবাসা দিচ্ছেন যানলে তো খবর আছে....... B-) B-) ...... ম্যাডাম বলবে আমার ভালোবাসায় হয়না নাকি আরেকজনের ভালবাসা কেন নিচ্ছো.......... :P :P

১৪| ২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:১০

শাহরিয়ার কবীর বলেছেন: বাহ !!! দারুন রম্য !!! :P :)


২৫ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:১০

হাবিব বলেছেন: বাহ !!! দারুন রম্য !!! :P :) ................ দুই শব্দেই সেরে ফেললে কম্য.......... B-) B-)

১৫| ২৫ শে নভেম্বর, ২০১৮ ভোর ৬:০৮

মাহমুদুর রহমান বলেছেন: শুকনো খড়ের ঘ্রানে রয়েছে এক অন্যরকম ভালো লাগা।

২৫ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:১৩

হাবিব বলেছেন:




শুকনো খড়ের ঘ্রানে রয়েছে এক অন্যরকম ভালো লাগা।
সেই খড়েতে দু'জন মিলে তাইতো শুয়ে থাকা..।

১৬| ২৫ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:০০

বলেছেন: রাজীব ভাইয়ের মন্তব্যে হাসলাম --

আপনি আসলেই দাদা স্যার গো --- সবকিছু নিয়ে মিষ্টি করে লেখেন।

খড়ের মাঝে শুয়ে থাকার ---ভালোবাসা রইলো।

২৫ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:১৮

হাবিব বলেছেন:






রাজীব ভাইয়ের মন্তব্যে হাসলাম --...... B-) B-) আমিও.......

আপনি আসলেই দাদা স্যার গো ---..... আমার বড় চাচা মিষ্টির দোকান করে বলেই হয়তো.... B-) :P

সবকিছু নিয়ে মিষ্টি করে লেখেন। .. ... মিষ্টি কি বেশি হয়ে গেল..... এই যা... গিন্নিকে এতো করে বললাম চেখে দেখ চেখে দেখ...... এখন কি হবে.....? B-) B-) B-)

খড়ের মাঝে শুয়ে থাকার ভালোবাসা রইলো,
লতিফ ভাইয়া ব্লগ বাড়িতে চুপি চুপি কইলো।

১৭| ২৫ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:০৭

নতুন নকিব বলেছেন:



আপনি তো দেখছি আসলেই 'স্যার'! এই পোস্ট দেয়ায় মনে হল, যিনি আপনাকে 'স্যার' উপাধি দিয়েছিলেন, বুঝে শুনেই তা দিয়েছেন। তার জন্যও নিরন্তর কল্যানের দুআ।

এই পোস্ট, মানে এই শুকনো খড়ের ঘ্রাণ এবং জন্মদিনের উপহার ও অল্প রম্য নিয়েও কি আবার নতুন কোনো পোস্টের জন্ম হবে? হলেও মোটেই আশ্চর্য্য হব না।

মাঝে মধ্যে একটু আধটু রম্য রস প্রয়োজন বৈকি!

কল্যানকর প্রচেষ্টা অব্যহত রাখুন। শুভেচ্ছান্তে।

২৫ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৪

হাবিব বলেছেন:





আপনি তো দেখছি আসলেই 'স্যার'! এই পোস্ট দেয়ায় মনে হল, যিনি আপনাকে 'স্যার' উপাধি দিয়েছিলেন, বুঝে শুনেই তা দিয়েছেন। তার জন্যও নিরন্তর কল্যানের দুআ। আলহামদুলিল্লাহ..... আল্লাহ আমাকে অহংকার মুক্ত রাখুন....... আমার ম্যাডামকে আপনার বার্তা পৌছে দেব শিগ্রই........... তিনিই আমাকেই এই উপাধি দিয়েছেন।

এই পোস্ট, মানে এই শুকনো খড়ের ঘ্রাণ এবং জন্মদিনের উপহার ও অল্প রম্য নিয়েও কি আবার নতুন কোনো পোস্টের জন্ম হবে? হলেও মোটেই আশ্চর্য্য হব না। হা হা হা..... B-) B-) ....অনেক মজা পেলাম কথাটা শুনে......

মাঝে মধ্যে একটু আধটু রম্য রস প্রয়োজন বৈকি! কল্যানকর প্রচেষ্টা অব্যহত রাখুন। শুভেচ্ছান্তে।

আল্লাহর রহমত আপনাদের উৎসাহ আর আমার একান্ত প্রচেষ্টাতেই আপনার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ......
আপনার আন্তরিক মন্তব্যে আপ্লুত আমি.....
জাযাকাল্লাহ ........

১৮| ২৫ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনি সামুর নতুন তারকা।
পোস্টে++++++++++++

২৫ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৮

হাবিব বলেছেন:





মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনি সামুর নতুন তারকা।
পোস্টে++++++++++++

ভাই আপনার মন্তব্যে খুব খুব আবেগে আপ্লুত........
আল্লাহ আমাকে সদা অহংকার মুক্ত রাখুন............
জাযাকাল্লাহ খাইরান

১৯| ২৫ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৪৯

আহমেদ জী এস বলেছেন: হাবিব স্যার,




জন্মদিনের উপহার অংশটি খড়ের মাদক ঘ্রাণ ছড়িয়ে গেছে।

২৫ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৪১

হাবিব বলেছেন:





আহমেদ জী এস বলেছেন: হাবিব স্যার,
জন্মদিনের উপহার অংশটি খড়ের মাদক ঘ্রাণ ছড়িয়ে গেছে।


খড়ের সুভাষ, চাঁদনি রাত, পাশে তার স্পর্শ, জন্মদিনে হাজারো ভালোবাসা........
সব মিলে একদম সোনায় সোহাগা

২০| ২৫ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৪৯

কিরমানী লিটন বলেছেন: জন্মদিনের চমৎকার রম্য- শুভকামনা সব সময়...।

২৫ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৪২

হাবিব বলেছেন:





লিটন ভাই, অনেক অনেক ধন্যবাদ জানবেন........
পাশে থাকবেন সবসময়.....

২১| ২৫ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:২৭

মনিরা সুলতানা বলেছেন: বাহ শুভ কামনার ডালি নিয়ে ও চমৎকার কিছু লিখে ফেললেন।
দারুণ গ্রাম্য সুবাস ছড়িয়ে আছে লেখায় ।

২৫ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩৪

হাবিব বলেছেন:





বাংলার মেয়ে মনিরা আপু অবশেষে এলো,
কাব্যে নাকি সুভাষ ছড়ায় বাহ বলে গেল।
বাঁচেন যেন সুস্থ হয়ে দোয়া প্রভুর কাছে,
ভলো মন্দে সুখ আনন্দে প্রাণটা যেন বাঁচে।
এই মিনতি সদা যাচি মহান প্রভুর কাছে।

২২| ২৫ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬

সম্রাট ইজ বেস্ট বলেছেন: হুম! চকলেট কালার। আচ্ছা আফ্রিকান নিগ্রোদের কালারটা তাহলে কী হবে?

২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৫০

হাবিব বলেছেন: আচ্ছা আফ্রিকান নিগ্রোদের কালারটা তাহলে কী হবে? ডার্ক চকলেট........ ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.